বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

বচন - আদিবাসী কোড়া ভাষার

বাংলা ভাষায় যেমন বচন ও ইংরেজিতে NUMBER এর ব্যাবহারের গুরুত্ব আছে তেমনি আদিবাসী কোড়া ভাষাতে এই বচন বা NUMBER এর ব্যবহার আছে । আমরা আজ সেই নিয়ে আলোচনা করবো।
** তবুও জানিয়ে রাখি , এগুলি সব আমার নিজস্ব প্রতিলিপি ও ভুল ক্ষমা মার্জনীয়।

** অনুরোধ , এরকম কিছু আপনার কাছে লেখা থাকলে আমাদের জানান আমরা আপনাকে সাহায্য করার পথগামী।

bochon kora language picture

আমি / আমরা - ইঞ / আলে
তুমি, তুই / তোমরা , তোরা - আম / আপে
আপনি, আপনারা - আপ
সে / ওরা, তারা - হানি / ইংকু, হাংকু


:)  আপে - তোমরা , তোরা , আপনি, আপনারা


পদার্থ - ( কু )

কোনো পদার্থ বা দলগত কোনো গোষ্ঠির বহুবচনে ওই শব্দের শেষে কু শব্দটি ব্যাবহার করা হয় ।

যেমন,

ইঁট - ইটা
ইঁটগুলি - ইটাকু।

মানুষ - হড় ।
মানুষগুলি - হড় কু।


(তুকু)

বিশেষ্য পদ ( নাম ) এর বহুবচনের ক্ষেত্রে নামের শেষে তুকু শব্দটি বসিয়ে বহুবচন করা হয়।

যেমন,

শুরেশ রা - শুরেশ তুকু।

পাপিয়া রা - পাপিয়া তুকু।

**  নামবাচক বা কোন গোষ্ঠির দুজনের বোঝাতে  তিকিন শব্দটি ব্যাবহার হয়।
  যেমন, শুরেশ রা - শুরেশ তিকিন। ( দুজনকে বোঝাতে )
পাপিয়া রা - পাপিয়া তিকিন।

** ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য । আরো অনেক চ্যাপ্টার আছে দেখতে পারেন ও ইমেইল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পোষ্টগুলি নিজের ইমেইলে পাওয়ার জন্য। এছাড়া আপনার লেখা পাঠাতে পারেন।নিচের যোগাযোগ মাধ্যমে।

আরো দেখুন -Nagchatra koda orchestra 2019 mp3 song Download

whatsapp - 6297542197

email - rhtmudi@gmail.com

phone - 8759601967

সোমবার, ১০ আগস্ট, ২০২০

আদিবাসী কোড়া ভাষা শিক্ষা - সপ্তম অধ্যায়

অনেক দিনের পর আবার আমরা কোড়া ভাষা শিক্ষা ক্লাস চালু করছি। আরো অন্য কিছু চ্যাপ্টার নিয়ে ব্যাস্ত থাকার কারনে সময় দিতে পারিনি দুঃখিত। আজ আমরা কিছু গুলো কোড়া ভাষার সর্বনাম অংশ নিয়ে কিছু বাক্য গঠন ও বলতে শিখবো।


যদি আপনি আগের অধ্যায় গুলো না পড়ে থাকেন, তবেএখানথেকে দেখে নিয়ে আসুন।


  1. কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
  2. কোড়া ভাষা শিক্ষা-দ্বিতীয় অধ্যায়
  3. কোড়া ভাষা শিক্ষা-তৃতীয় অধ্যায়
  4. কোড়া ভাষা শিক্ষা-চতুর্থ অধ্যায়
  5. কোড়া ভাষা শিক্ষা-পঞ্চম অধ্যায়
  6. কোড়া ভাষা শিক্ষা- ষষ্ঠঅধ্যায়

কোড়া ভাষা শিক্ষা - সপ্তম অধ্যায় ছবি


আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে সুধু পড়ে সেগুলি চুপচাপ থাকবেন না, কারো জানা এমন বন্ধু দের সাথে বলতে শুরু করুন অথবা নিচে কমেন্ট বক্সে বলুন বা লিখুন।
প্রথমে কিছু শব্দ উচ্চারন করবো। তারপর সেই শব্দ দিয়ে বাক্য গঠন করবো। এই অনুশীলনের বেশির ভাগ অংশই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার পাশাপাশি উচ্চারিত হয়।


প্রথমে শব্দটা পড়বেন ।
শব্দ গুলো ভেঙে ভেঙে বলতে চেষ্টা করুন।

আমি- ইঞ
তুমি- আম
আমরা - আলে
তোমরা - আপে
তোমার – আমা আ
আপনি – আপে
আপনারা – আপে
তোমাদের – আপে আ


আপনার কেমন লাগলো তার মতামত নিচের কমেন্ট বক্সে জানাবেন।
এবার আমরা উপরিল্লিখিত শব্দ গুলো দিয়ে বাক্য গঠন করবো।


    • আমি কোড়া ভাষা জানিনা - ইঞ কডা জাগার কাঞ সারিঞ।
    • তুমি কী জানো? আম কি সারিয়াম ?
    • আমরা বাড়িতে আছি । আলে অড়াআ রে মেনাআ লেয়া।
    • তোমার আছে - আমাআ মেনাআ
    • তোমরা এসো - আপে হিজুউ পে।
    • আপনি একটু সরুন - আপে হুডাং সরাআ পে।
    • আপনারা ভালো কাজ করছেন - আপে বুগিন কামি করাআপে।
    • তোমাদের কথা বুঝলাম না - আপেআ থুতি কাঞ বুঝা লিনিঞ।;

আরো দেখুন -Nagchatra koda orchestra 2019 mp3 song Download

আজ এই পর্যন্তই আবার হাজির হবো আরো কয়েক শব্দ নিয়ে। তার জন্য এগুলো অভ্যাস করতে থাকুন। এবং রেগুলার চেক করুন এই ব্লগ। প্রতিদিন কিছু না কিছু নতুন আসছে এই ব্লগে।


জহার

শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

ক্রিয়া (VERB) কামি

বাংলায় ক্রিয়া বা ইংরেজিতে VERBযাকে বলা হয় তা হলো কাজ সংঘটিত হওয়া , অর্থাৎ কাজ বা কর্মকেই ক্রিয়া বা VERBবলে। আজ সেরকমই আদিবাসী কোড়া ভাষার ক্রিয়া বা VERB নিয়ে আলোচনা করবো।
সামান্য ভুল ত্রুটি বা আরো এবিষয়ে অভিজ্ঞ মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন।
কোড়া ভাষা-র আরো চ্যপ্টার দেখার জন্য সার্চ করতে পারেন অথবা এই লিংক থেকে পেতে পারেন। কোড়া ভাষা শিখতে চাইলে এই লিংকে যান।

verb in kora bhasha title picture

কোড়া বা কডা ভাসায় verb-এর অতীতকাল বোঝাতে "হুয়লেনা" এবং ভবিষ্যৎকাল বোঝাতে "হুয়ো আ" শব্দটি ব্যাবহার হবে।
যেমন ,
* যাওয়া - সেন
* যাওয়া হয়েছিল - সেন হুয়লেনা
* যাওয়া হবে - সেন হুয়ো আ।

তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাতিক্রম আছে।যেমন,
* শোনা - আয়ুম
* শোনা গিয়েছে - আয়ুমা কানা
* শোনা যাবে - আয়ুমঃ আ ।
আজ সেরকম কিছু শব্দ উপস্থাপন করছি বাকি শব্দ গুলি পরবর্তি সময়ে নিয়ে আসবো।


* দৌড়ানো - নির
দৌড়তে হয়েছিল - নির হুয়লেনা
দৌড়তে হবে - নির হুয়ো আ ।
* বলা - গাম
বলা হয়েছিল - গাম হুয়লেনা
বলা হবে - গাম হুয়ো আ ।
* চলা - সেন চলতে হয়েছিল - সেন হুয়লেনা
চলতে হবে - সেন হুয়োআ ।
* হাঁটা - তাড়ম
হাঁটা হয়েছিল - তাড়ম হুয়লেনা
হাঁটা হবে - তাড়ম হুয়োআ ।
** বাকি গুলো আগের মতোই উচ্চারিত হয়ে ব্যাবহৃত হবে।
গল্প করা - গোজোল ।
ডাকা - রা আ।
কাটা - গ্যাট্‌ / খান্ডিঃ / মা আ।
পরিষ্কার করা - সাপা ।
বওয়া - বহা ।
খাওয়া - জম ।
পাওয়া - নাম।
খেলা - এনেজ।
চিরুনি হওয়া - নাকিঃ।
দেখা - নেল ।
কামড়ানো - গেগের ।
গোটানো - গুটিয়া।
পরা - তুসুং / তুসিঞ ।
খোলা - লাড়া ।

আসা - হিজুউঃ।
তৈরি - বানা ।
সাঁতার কাটা - ঢাউপকা ।
দাঁড়ানো - তিঙ্গু।
লাথি মারা - পাদা।
প্রণাম করা - জহার।
ছোঁড়া - খাঁডিয়া।
মনে রাখা - পাহাম দহ।
পড়া - পঢ়া।
স্বাদ নেওয়া -চাটে।
ছাড়া - আড়াআ।
বন্ধ - হান্ডেঃ।
গালি দেওয়া / বকুনি দেওয়া - এগের।
মারা - দাল।
বাঁধা - তল।
আটকে রাখা - আটকা।
ওড়া - অটাং।
পারা - দাড়ি।

শোয়া -গিতিঃ।
ফাটা - অটেঃ।
জাগা - চির্গাল।
ধরা - সাব।
নিয়ে আসা - আগু।
নেওয়া - হাতা।
পান করা - নুঃ।
তাড়িয়ে দেওয়া - হার।
তাড়ানো - কুদা।
ডোবা - ডুম্বুইঃ।
হেলানো - হিলা।
শেখা - চেট।
দেওয়া - এম।
বাঁচা - বাঞচা।
মরা - গয়ঃ।
জিজ্ঞাসা করা - কুলি।
খোঁজা - পাঁজা।
খুঁজে পাওয়া - হালাং নাম।
ফেলা - গিডি।
মেনে নেওয়া - মানা।
সঙ্গ দেওয়া - গাতি এম।
ব্যাথা দেওয়া - হাসু এম।
ওঠা - দেঃ
গ্রেফতার - সাব ইদি।
মোড়ানো - মোচড়া
পোড়া - রাপাআ
নির্মান করা - বানা।
কেনা - কিরিং।
আরোহণ - দেঃ।
ঢাকা দেওয়া - হারুপ।
ছোঁয়া - ছুয়া।
শেষ - চাবা।
সম্পুর্ণ - পুরা।
চুরি করা - আত্‌কির।
জয় করা - জিতা।
বিবেচনা করা - বুঝা সুঝা।
রান্না করা - ইসিং।
থাকা - তাহি ।
চিৎকার করা - কিকিঃ।
লেখা - অল।
পূজা - বঙ্গাআ।
কাজ - কামি। কাঁদা - ইয়াম।
বুনা - হের।
চরা - আতিং।
বমি - উছাল।

আশা রাখছি ব্যাতিক্রমী শব্দ ভান্ডার পরবর্তী অধ্যায়ে নিয়ে আসবো।
অবশেষে এটাই জানাতে চাই, কেউ যদি উপরের শব্দগুলি পরিবর্তন করে উঠতে পারেন তাহলে সেগুলি নিজের কাছে না রেখে আমাদের উন্মুক্ত কমেন্ট বক্স আছে তাতে লিখুন। বাকী যারা যানতে চাইছে অন্তত তাদের কিছু সাহায্য হবে।

পরবর্তি আরো চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে তাই এই ব্লগকে বুকমার্ক করে রাখুন।এছাড়াও আপনার কাছে এরকম কিছু লেখা থেকে থাকে, আমাদের জানান। আমরা আপনার লেখা সবার সামনে তুলে ধরবো।
➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রচেষ্ঠা। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

কোড়া ভাষা শিক্ষা - পঞ্চম অধ্যায়

কোড়া ভাষা শিক্ষা

পঞ্চম অধ্যায়

শুরু করার আগে সামান্য কথা: 

আমরা আমাদের প্রথম দিনের ক্লাস শুরু করে দিয়েছি।এটা আমাদের পঞ্চম দিনের পদক্ষেপ।আশা করছি আপনারা সবাই আগ্রহের সাথে গ্রহণ করছেন। যদি আপনি আগের অধ্যায় গুলো না পড়ে থাকেন, তবে এখান থেকে দেখে নিয়ে আসুন।


  1.   কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
  2.   কোড়া ভাষা শিক্ষা- দ্বিতীয় অধ্যায়
  3.   কোড়া ভাষা শিক্ষা- তৃতীয় অধ্যায়
  4.   কোড়া ভাষা শিক্ষা- চতুর্থ অধ্যায়


আরো পড়ুন -
 Nagchatra koda orchestra 2019 mp3 song Download

 আপনার কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ও আপনার বন্ধু-বান্ধব পরিবার সবাইকে শেয়ার করুন।আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।



kora bhasha shikkha ponchom odhyay picture

কোড়া ভাষা শিক্ষা- পঞ্চম অধ্যায়


আমি নিচে কতকগুলো বাক্য কোড়া ভাষায় অনুবাদ করেছি , সেগুলো দেখুন এবং তারও নিচে কিছু অনুশীলন আছে সেগুলো অনুবাদ করে জানান, কমেন্ট বক্সে। 

             কোড়া ------ বাংলা ----- ইংলিশ





  1.  সাসাং বাহা - হলুদ ফুল - Yellow Flower.
শব্দ ভাণ্ডার
          সাসাং - হলুদ,yellow.  বাহা - ফুল, Flower.


২)  পুন্ডি পুন্ডি কাশি বাহা বুগিন গে - সাদা সাদা কাশফুল খুব দারুন - White catkins like charm.

শব্দ ভাণ্ডার
         পুন্ডি - সাদা, White.   কাশিবাহা  - কাশফুল, Catkins .  বুগিন - দারুন , charm.


৩)  বেলা রাআ রঙ আরাআ - সূর্যের রঙ লাল - Sun's colour is red .

শব্দ ভাণ্ডার
       বেলা - সুর্য, Sun.  আরাআ - লাল,Red.



৪)  আবুআ উব্‌ রাআ রঙ হেন্দে  - আমাদের চুলের রঙ কালো -  Our hairs colour is black.

শব্দ ভাণ্ডার
       উব - চুল, hair.   হেন্দে - কালো,black.

৫)  হালি কেড়া সেকাম চিন্তং সাসাং এনা , কাঞ বুঝালিনিঞ - সবুজ কলা পাতা কখন হলুদ হলো ,বুজলামই না - When Green banana leaf gone yellow ,I didn't know .

শব্দ ভাণ্ডার
       হালি - সবুজ, Green.  কেড়া সেকাম - কলাপাতা, banana leaf. চিন্তং - কখন,when.  হুয়ে না - হলো, gone. কাঞ সারিনাম লাঞ - বুঝলামই না, I didn't know.



অতিরিক্ত

নেলতে - দেখতে, look into.

         

কোড়া ভাষা শিক্ষা - পঞ্চম অধ্যায়



অনুশীলনী

  1. সূর্য সাদা হলো।
  2. বাড়ির রঙটি সবুজ।
  3. কালো গরুগুলো যায়।
  4. হলুদ ফুল দেখতে সুন্দর।
  5. লাল রঙের ছাগলের দাম কম।
শব্দ ভাণ্ডার
       নেলতে - দেখতে, look into. 

সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম।    ।। জহার ।। 




কোড়া ভাষা শিক্ষা - ষষ্ঠ অধ্যায়

কোড়া ভাষা শিক্ষা

ষষ্ঠ অধ্যায়

শুরু করার আগে সামান্য কথা:

আমরা আমাদের প্রথম দিনের ক্লাস শুরু করে দিয়েছি।এটা আমাদের ষষ্ঠ দিনের পদক্ষেপ।আশা করছি আপনারা সবাই আগ্রহের সাথে গ্রহণ করছেন। যদি আপনি আগের অধ্যায় গুলো না পড়ে থাকেন, তবে এখান থেকে দেখে নিয়ে আসুন।



  1.   কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
  2.   কোড়া ভাষা শিক্ষা- দ্বিতীয় অধ্যায়
  3.   কোড়া ভাষা শিক্ষা- তৃতীয় অধ্যায়
  4.   কোড়া ভাষা শিক্ষা- চতুর্থ অধ্যায়
  5.   কোড়া ভাষা শিক্ষা- পঞ্চম অধ্যায়

 আপনার কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ও আপনার বন্ধু-বান্ধব পরিবার সবাইকে শেয়ার করুন।আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।



kora bhasha shikkha shoshtho odhyay picture

কোড়া ভাষা শিক্ষা - ষষ্ঠ অধ্যায়


আমি নিচে কতকগুলো বাক্য কোড়া ভাষায় অনুবাদ করেছি , সেগুলো দেখুন এবং তারও নিচে কিছু অনুশীলন আছে সেগুলো অনুবাদ করে জানান, কমেন্ট বক্সে। 

কড়া ---- বাংলা

কোড়া ভাষা শিক্ষা - ষষ্ঠ অধ্যায়


১।  হানি থুতি, কা গামে আয়। - সে কথা বলছে না। 
শব্দ ভাণ্ডার
           হানি - সে, থুতি - কথা, কা - না, গামে আয় - বলছে।


২। বকঞ ভিডিও নেলে আয়। - ভাই ভিডিও দেখছে।
শব্দ ভাণ্ডার
          বকঞ - ভাই, নেলে আয় -  দেখছে ।

৩। হাঙ্কু ঝতঃ মিশিঞ রাআ হান্ডে সেনা কানাকু। - তারা সবাই বোনের কাছে গিয়েছে।
শব্দ ভাণ্ডার
          ঝত - সবাই, মিশিঞ - বোন, রাআ - এর ( বোন-এর,বোনের), হান্ডে - কাছে, সেনা কানাকু - গিয়েছে।

৪। ইঞ কাঞ গাম দাড়িঃ তানিঞ । - আমি বলতে পারছি না।
শব্দ ভাণ্ডার
         কাঞ - না ( এখানে কথা বলা অর্থে), গাম - বলা, দাড়িঃ তানিঞ - পারছি।


৫।  আম কি আয়ুম নামে আম? - তুমি কী শুনতে পাচ্ছো?
শব্দ ভাণ্ডার
          আয়ুম - শোনা, নামে আম - পাচ্ছো।

কোড়া ভাষা শিক্ষা - ষষ্ঠ অধ্যায়

অনুশীলনী

  1. কে সিনেমা দেখতে যায়?
  2. তোমরা সবাই কি শুনতে পাচ্ছো ?
  3. ফুল কি সুন্দর !
  4. আমি কথা বলছি না।
  5. তারা সবাই দেখতে গেছে।

শব্দ ভাণ্ডার
       

পরবর্তী  ভাগ

সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম। 

।। জহার ।। 

শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯

কোড়া ভাষা শিক্ষা - চতুর্থ অধ্যায়


কোড়া ভাষা শিক্ষা

চতুর্থ অধ্যায়

শুরু করার আগে সামান্য কথা: 

আমরা আমাদের প্রথম দিনের ক্লাস শুরু করে দিয়েছি।এটা আমাদের চতুর্থ দিনের পদক্ষেপ।আশা করছি আপনারা সবাই আগ্রহের সাথে গ্রহণ করছেন। যদি আপনি আগের অধ্যায় গুলো না পড়ে থাকেন, তবে এখান থেকে দেখে নিয়ে আসুন।


  1.    কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
  2.    কোড়া ভাষা শিক্ষা- দ্বিতীয় অধ্যায়
  3.    কোড়া ভাষা শিক্ষা- তৃতীয় অধ্যায়

 আপনার কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ও আপনার বন্ধু-বান্ধব পরিবার সবাইকে শেয়ার করুন।আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।



kora bhasha shikkha choturtho odhyay picture

কোড়া ভাষা শিক্ষা- চতুর্থ অধ্যায়


আমি নিচে কতকগুলো বাক্য কোড়া ভাষায় অনুবাদ করেছি , সেগুলো দেখুন এবং তারও নিচে কিছু অনুশীলন আছে সেগুলো অনুবাদ করে জানান, কমেন্ট বক্সে। 

             কোড়া ------ বাংলা ----- ইংলিশ



  1.  তিহিন রোববার - আজ রবিবার - Today is sunday.
শব্দ ভাণ্ডার
          তিহিন - আজ,today.  রোববার - রবিবার,sunday.


২)  গাপা সোমবার- কাল সোমবার - Tomorrow is monday.

শব্দ ভাণ্ডার
         গাপা - কাল, tomorrow.


৩)  ইঞ গুরুবার সেনঞ- আমি বৃহস্পতিবার যাবো - I will go thursday .

শব্দ ভাণ্ডার
       গুরুবার - বৃহস্পতিবার,thursday. সেনঞ - যাবো,will go. 



৪)  আম গামেম - তুমি বোলো - You tell.

শব্দ ভাণ্ডার
       গামেম - বলো, Tell.


৫)  উরিজ কু তিঙ্গুঁ আ কানাকু - গরু গুলো দাঁড়িয়ে আছে - Cows are standing.

শব্দ ভাণ্ডার
       উরিজ - গরু, cow. কু - গুলো, are. তিঙ্গু আ কানাকু - দাঁড়িয়ে আছে, standing.


অতিরিক্ত
          আরো পড়ুন - Adibasi koda new mp3 song download 2020

কোড়া ভাষা শিক্ষা - চতুর্থ অধ্যায়



অনুশীলনী

  1. আজ কী বার?
  2. আপনারা আগামীকাল আসবেন।
  3. বলো, যাবে।
  4. ওরা কথা বলছে।
  5. দেখো ছাগলগুলো।
শব্দ ভাণ্ডার
       হিজুঃপে - আসবেন,will come. সেন আম - যাবে,will go. থুতি গামে আকু - কথা বলছে, tailking. 

সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম।    ।। জহার ।। 

শনিবার, ২ মার্চ, ২০১৯

কোড়া ভাষা শিক্ষা- তৃতীয় অধ্যায়

কোড়া ভাষা শিক্ষা 

তৃতীয় অধ্যায়

শুরু করার আগে সামান্য কথা: 

আমরা আমাদের প্রথম দিনের ক্লাস শুরু করে দিয়েছি।এটা আমাদের তৃতীয় দিনের পদক্ষেপ।আশা করছি আপনারা সবাই আগ্রহের সাথে গ্রহণ করছেন। যদি আপনি আগের অধ্যায় গুলো না পড়ে থাকেন, তবে এখান থেকে দেখে নিয়ে আসুন।

  1.    কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
  2.    কোড়া ভাষা শিক্ষা- দ্বিতীয় অধ্যায়

 আপনার কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ও আপনার বন্ধু-বান্ধব পরিবার সবাইকে শেয়ার করুন।আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।


kora bhasha shikkha tritiyo odhyay picture

কোড়া ভাষা শিক্ষা- তৃতীয় অধ্যায়

আমি নিচে কতকগুলো বাক্য কোড়া ভাষায় অনুবাদ করেছি , সেগুলো দেখুন এবং তারও নিচে কিছু অনুশীলন আছে সেগুলো অনুবাদ করে জানান, কমেন্ট বক্সে। 

             কোড়া ------ বাংলা ----- ইংলিশ



  1.  আমাআ নুতুম কিনা আ ? - তোমার নাম কি? - what is your name?
শব্দ ভাণ্ডার
          নুতুম - নাম,name. কিনাআ - কী,what. 


২)  আম কি দুরাং আয়ুমে আম ? - তুমি কি গান শুনছো? - Are you listening song?

শব্দ ভাণ্ডার
         আয়ুমেআম - শুনছো,listening.


৩)  আলেআ হাতু রাআ নুতুম রিশা। - এমাসের গ্রামের নাম রিশা। - My village;s name is risha.

শব্দ ভাণ্ডার
       গ্রাম - হাতু, village. 



৪)  ইঞ ইস্কুল হেতেঃ হিজুউ তানিঞ। - আমি স্কুল থেকে আসছি। - I am coming from school.

শব্দ ভাণ্ডার
       হেতেঃ - থেকে,from. হিজুউ তানিঞ - আসছি,coming.

বেশি দেখা ঃ- জিজ্ঞাস্য শব্দ - কুলি জাগার

অতিরিক্ত

         

কোড়া ভাষা শিক্ষা - তৃতীয় অধ্যায়



অনুশীলনী

  1. তোমার গ্রামের নাম কি?
  2. আমি বিকেলে গান শুনি।
  3. সকালে সুন্দর লাগে।
  4. তোমরা আসবে ? 
  5. আমি ইস্কুল যাচ্ছি।

পরবর্তী  ভাগ

কোড়া ভাষা শিক্ষা - চতুর্থ অধ্যায়

সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম।    ।। জহার ।। 

Most visited posts