মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

কোড়া ভাষা শিক্ষা - পঞ্চম অধ্যায়

কোড়া ভাষা শিক্ষা

পঞ্চম অধ্যায়

শুরু করার আগে সামান্য কথা: 

আমরা আমাদের প্রথম দিনের ক্লাস শুরু করে দিয়েছি।এটা আমাদের পঞ্চম দিনের পদক্ষেপ।আশা করছি আপনারা সবাই আগ্রহের সাথে গ্রহণ করছেন। যদি আপনি আগের অধ্যায় গুলো না পড়ে থাকেন, তবে এখান থেকে দেখে নিয়ে আসুন।


  1.   কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
  2.   কোড়া ভাষা শিক্ষা- দ্বিতীয় অধ্যায়
  3.   কোড়া ভাষা শিক্ষা- তৃতীয় অধ্যায়
  4.   কোড়া ভাষা শিক্ষা- চতুর্থ অধ্যায়


আরো পড়ুন -
 Nagchatra koda orchestra 2019 mp3 song Download

 আপনার কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ও আপনার বন্ধু-বান্ধব পরিবার সবাইকে শেয়ার করুন।আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।



kora bhasha shikkha ponchom odhyay picture

কোড়া ভাষা শিক্ষা- পঞ্চম অধ্যায়


আমি নিচে কতকগুলো বাক্য কোড়া ভাষায় অনুবাদ করেছি , সেগুলো দেখুন এবং তারও নিচে কিছু অনুশীলন আছে সেগুলো অনুবাদ করে জানান, কমেন্ট বক্সে। 

             কোড়া ------ বাংলা ----- ইংলিশ





  1.  সাসাং বাহা - হলুদ ফুল - Yellow Flower.
শব্দ ভাণ্ডার
          সাসাং - হলুদ,yellow.  বাহা - ফুল, Flower.


২)  পুন্ডি পুন্ডি কাশি বাহা বুগিন গে - সাদা সাদা কাশফুল খুব দারুন - White catkins like charm.

শব্দ ভাণ্ডার
         পুন্ডি - সাদা, White.   কাশিবাহা  - কাশফুল, Catkins .  বুগিন - দারুন , charm.


৩)  বেলা রাআ রঙ আরাআ - সূর্যের রঙ লাল - Sun's colour is red .

শব্দ ভাণ্ডার
       বেলা - সুর্য, Sun.  আরাআ - লাল,Red.



৪)  আবুআ উব্‌ রাআ রঙ হেন্দে  - আমাদের চুলের রঙ কালো -  Our hairs colour is black.

শব্দ ভাণ্ডার
       উব - চুল, hair.   হেন্দে - কালো,black.

৫)  হালি কেড়া সেকাম চিন্তং সাসাং এনা , কাঞ বুঝালিনিঞ - সবুজ কলা পাতা কখন হলুদ হলো ,বুজলামই না - When Green banana leaf gone yellow ,I didn't know .

শব্দ ভাণ্ডার
       হালি - সবুজ, Green.  কেড়া সেকাম - কলাপাতা, banana leaf. চিন্তং - কখন,when.  হুয়ে না - হলো, gone. কাঞ সারিনাম লাঞ - বুঝলামই না, I didn't know.



অতিরিক্ত

নেলতে - দেখতে, look into.

         

কোড়া ভাষা শিক্ষা - পঞ্চম অধ্যায়



অনুশীলনী

  1. সূর্য সাদা হলো।
  2. বাড়ির রঙটি সবুজ।
  3. কালো গরুগুলো যায়।
  4. হলুদ ফুল দেখতে সুন্দর।
  5. লাল রঙের ছাগলের দাম কম।
শব্দ ভাণ্ডার
       নেলতে - দেখতে, look into. 

সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম।    ।। জহার ।। 




8 Comments

avatar

এটে ঠিকার হুয়া কানা ।বুগিন পাহাম

Reply
avatar

এটে ঠিকার হুয়া কানা ।বুগিন পাহাম

Reply
avatar

ধন্যবাদ।। আমি অনেকটাই শিখতে পারছি।

Reply
avatar

শুনে খুবই খুশি লাগলো। আরো শেয়ার করে অন্যদের শেখার দরজা খুলে দিন। আমাদের প্রয়াস সবাই যেন আমাদের কোড়া কথা বলতে পারে।

Reply
avatar

কডা বেশ গে বুঝা কেআলে। নেকাগে ঞেল ইদিয় পে।

Reply

Most visited posts