মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

কোড়া ভাষা শিক্ষা - ষষ্ঠ অধ্যায়

কোড়া ভাষা শিক্ষা

ষষ্ঠ অধ্যায়

শুরু করার আগে সামান্য কথা:

আমরা আমাদের প্রথম দিনের ক্লাস শুরু করে দিয়েছি।এটা আমাদের ষষ্ঠ দিনের পদক্ষেপ।আশা করছি আপনারা সবাই আগ্রহের সাথে গ্রহণ করছেন। যদি আপনি আগের অধ্যায় গুলো না পড়ে থাকেন, তবে এখান থেকে দেখে নিয়ে আসুন।



  1.   কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
  2.   কোড়া ভাষা শিক্ষা- দ্বিতীয় অধ্যায়
  3.   কোড়া ভাষা শিক্ষা- তৃতীয় অধ্যায়
  4.   কোড়া ভাষা শিক্ষা- চতুর্থ অধ্যায়
  5.   কোড়া ভাষা শিক্ষা- পঞ্চম অধ্যায়

 আপনার কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ও আপনার বন্ধু-বান্ধব পরিবার সবাইকে শেয়ার করুন।আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।



kora bhasha shikkha shoshtho odhyay picture

কোড়া ভাষা শিক্ষা - ষষ্ঠ অধ্যায়


আমি নিচে কতকগুলো বাক্য কোড়া ভাষায় অনুবাদ করেছি , সেগুলো দেখুন এবং তারও নিচে কিছু অনুশীলন আছে সেগুলো অনুবাদ করে জানান, কমেন্ট বক্সে। 

কড়া ---- বাংলা

কোড়া ভাষা শিক্ষা - ষষ্ঠ অধ্যায়


১।  হানি থুতি, কা গামে আয়। - সে কথা বলছে না। 
শব্দ ভাণ্ডার
           হানি - সে, থুতি - কথা, কা - না, গামে আয় - বলছে।


২। বকঞ ভিডিও নেলে আয়। - ভাই ভিডিও দেখছে।
শব্দ ভাণ্ডার
          বকঞ - ভাই, নেলে আয় -  দেখছে ।

৩। হাঙ্কু ঝতঃ মিশিঞ রাআ হান্ডে সেনা কানাকু। - তারা সবাই বোনের কাছে গিয়েছে।
শব্দ ভাণ্ডার
          ঝত - সবাই, মিশিঞ - বোন, রাআ - এর ( বোন-এর,বোনের), হান্ডে - কাছে, সেনা কানাকু - গিয়েছে।

৪। ইঞ কাঞ গাম দাড়িঃ তানিঞ । - আমি বলতে পারছি না।
শব্দ ভাণ্ডার
         কাঞ - না ( এখানে কথা বলা অর্থে), গাম - বলা, দাড়িঃ তানিঞ - পারছি।


৫।  আম কি আয়ুম নামে আম? - তুমি কী শুনতে পাচ্ছো?
শব্দ ভাণ্ডার
          আয়ুম - শোনা, নামে আম - পাচ্ছো।

কোড়া ভাষা শিক্ষা - ষষ্ঠ অধ্যায়

অনুশীলনী

  1. কে সিনেমা দেখতে যায়?
  2. তোমরা সবাই কি শুনতে পাচ্ছো ?
  3. ফুল কি সুন্দর !
  4. আমি কথা বলছি না।
  5. তারা সবাই দেখতে গেছে।

শব্দ ভাণ্ডার
       

পরবর্তী  ভাগ

সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম। 

।। জহার ।। 

Most visited posts