শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯

কোড়া ভাষা শিক্ষা - চতুর্থ অধ্যায়


কোড়া ভাষা শিক্ষা

চতুর্থ অধ্যায়

শুরু করার আগে সামান্য কথা: 

আমরা আমাদের প্রথম দিনের ক্লাস শুরু করে দিয়েছি।এটা আমাদের চতুর্থ দিনের পদক্ষেপ।আশা করছি আপনারা সবাই আগ্রহের সাথে গ্রহণ করছেন। যদি আপনি আগের অধ্যায় গুলো না পড়ে থাকেন, তবে এখান থেকে দেখে নিয়ে আসুন।


  1.    কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
  2.    কোড়া ভাষা শিক্ষা- দ্বিতীয় অধ্যায়
  3.    কোড়া ভাষা শিক্ষা- তৃতীয় অধ্যায়

 আপনার কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ও আপনার বন্ধু-বান্ধব পরিবার সবাইকে শেয়ার করুন।আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।



kora bhasha shikkha choturtho odhyay picture

কোড়া ভাষা শিক্ষা- চতুর্থ অধ্যায়


আমি নিচে কতকগুলো বাক্য কোড়া ভাষায় অনুবাদ করেছি , সেগুলো দেখুন এবং তারও নিচে কিছু অনুশীলন আছে সেগুলো অনুবাদ করে জানান, কমেন্ট বক্সে। 

             কোড়া ------ বাংলা ----- ইংলিশ



  1.  তিহিন রোববার - আজ রবিবার - Today is sunday.
শব্দ ভাণ্ডার
          তিহিন - আজ,today.  রোববার - রবিবার,sunday.


২)  গাপা সোমবার- কাল সোমবার - Tomorrow is monday.

শব্দ ভাণ্ডার
         গাপা - কাল, tomorrow.


৩)  ইঞ গুরুবার সেনঞ- আমি বৃহস্পতিবার যাবো - I will go thursday .

শব্দ ভাণ্ডার
       গুরুবার - বৃহস্পতিবার,thursday. সেনঞ - যাবো,will go. 



৪)  আম গামেম - তুমি বোলো - You tell.

শব্দ ভাণ্ডার
       গামেম - বলো, Tell.


৫)  উরিজ কু তিঙ্গুঁ আ কানাকু - গরু গুলো দাঁড়িয়ে আছে - Cows are standing.

শব্দ ভাণ্ডার
       উরিজ - গরু, cow. কু - গুলো, are. তিঙ্গু আ কানাকু - দাঁড়িয়ে আছে, standing.


অতিরিক্ত
          আরো পড়ুন - Adibasi koda new mp3 song download 2020

কোড়া ভাষা শিক্ষা - চতুর্থ অধ্যায়



অনুশীলনী

  1. আজ কী বার?
  2. আপনারা আগামীকাল আসবেন।
  3. বলো, যাবে।
  4. ওরা কথা বলছে।
  5. দেখো ছাগলগুলো।
শব্দ ভাণ্ডার
       হিজুঃপে - আসবেন,will come. সেন আম - যাবে,will go. থুতি গামে আকু - কথা বলছে, tailking. 

সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম।    ।। জহার ।। 

Most visited posts