শনিবার, ২ মার্চ, ২০১৯

কোড়া ভাষা শিক্ষা- তৃতীয় অধ্যায়

কোড়া ভাষা শিক্ষা 

তৃতীয় অধ্যায়

শুরু করার আগে সামান্য কথা: 

আমরা আমাদের প্রথম দিনের ক্লাস শুরু করে দিয়েছি।এটা আমাদের তৃতীয় দিনের পদক্ষেপ।আশা করছি আপনারা সবাই আগ্রহের সাথে গ্রহণ করছেন। যদি আপনি আগের অধ্যায় গুলো না পড়ে থাকেন, তবে এখান থেকে দেখে নিয়ে আসুন।

  1.    কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
  2.    কোড়া ভাষা শিক্ষা- দ্বিতীয় অধ্যায়

 আপনার কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ও আপনার বন্ধু-বান্ধব পরিবার সবাইকে শেয়ার করুন।আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।


kora bhasha shikkha tritiyo odhyay picture

কোড়া ভাষা শিক্ষা- তৃতীয় অধ্যায়

আমি নিচে কতকগুলো বাক্য কোড়া ভাষায় অনুবাদ করেছি , সেগুলো দেখুন এবং তারও নিচে কিছু অনুশীলন আছে সেগুলো অনুবাদ করে জানান, কমেন্ট বক্সে। 

             কোড়া ------ বাংলা ----- ইংলিশ



  1.  আমাআ নুতুম কিনা আ ? - তোমার নাম কি? - what is your name?
শব্দ ভাণ্ডার
          নুতুম - নাম,name. কিনাআ - কী,what. 


২)  আম কি দুরাং আয়ুমে আম ? - তুমি কি গান শুনছো? - Are you listening song?

শব্দ ভাণ্ডার
         আয়ুমেআম - শুনছো,listening.


৩)  আলেআ হাতু রাআ নুতুম রিশা। - এমাসের গ্রামের নাম রিশা। - My village;s name is risha.

শব্দ ভাণ্ডার
       গ্রাম - হাতু, village. 



৪)  ইঞ ইস্কুল হেতেঃ হিজুউ তানিঞ। - আমি স্কুল থেকে আসছি। - I am coming from school.

শব্দ ভাণ্ডার
       হেতেঃ - থেকে,from. হিজুউ তানিঞ - আসছি,coming.

বেশি দেখা ঃ- জিজ্ঞাস্য শব্দ - কুলি জাগার

অতিরিক্ত

         

কোড়া ভাষা শিক্ষা - তৃতীয় অধ্যায়



অনুশীলনী

  1. তোমার গ্রামের নাম কি?
  2. আমি বিকেলে গান শুনি।
  3. সকালে সুন্দর লাগে।
  4. তোমরা আসবে ? 
  5. আমি ইস্কুল যাচ্ছি।

পরবর্তী  ভাগ

কোড়া ভাষা শিক্ষা - চতুর্থ অধ্যায়

সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম।    ।। জহার ।। 

Most visited posts