বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

বচন - আদিবাসী কোড়া ভাষার

বাংলা ভাষায় যেমন বচন ও ইংরেজিতে NUMBER এর ব্যাবহারের গুরুত্ব আছে তেমনি আদিবাসী কোড়া ভাষাতে এই বচন বা NUMBER এর ব্যবহার আছে । আমরা আজ সেই নিয়ে আলোচনা করবো।
** তবুও জানিয়ে রাখি , এগুলি সব আমার নিজস্ব প্রতিলিপি ও ভুল ক্ষমা মার্জনীয়।

** অনুরোধ , এরকম কিছু আপনার কাছে লেখা থাকলে আমাদের জানান আমরা আপনাকে সাহায্য করার পথগামী।

bochon kora language picture

আমি / আমরা - ইঞ / আলে
তুমি, তুই / তোমরা , তোরা - আম / আপে
আপনি, আপনারা - আপ
সে / ওরা, তারা - হানি / ইংকু, হাংকু


:)  আপে - তোমরা , তোরা , আপনি, আপনারা


পদার্থ - ( কু )

কোনো পদার্থ বা দলগত কোনো গোষ্ঠির বহুবচনে ওই শব্দের শেষে কু শব্দটি ব্যাবহার করা হয় ।

যেমন,

ইঁট - ইটা
ইঁটগুলি - ইটাকু।

মানুষ - হড় ।
মানুষগুলি - হড় কু।


(তুকু)

বিশেষ্য পদ ( নাম ) এর বহুবচনের ক্ষেত্রে নামের শেষে তুকু শব্দটি বসিয়ে বহুবচন করা হয়।

যেমন,

শুরেশ রা - শুরেশ তুকু।

পাপিয়া রা - পাপিয়া তুকু।

**  নামবাচক বা কোন গোষ্ঠির দুজনের বোঝাতে  তিকিন শব্দটি ব্যাবহার হয়।
  যেমন, শুরেশ রা - শুরেশ তিকিন। ( দুজনকে বোঝাতে )
পাপিয়া রা - পাপিয়া তিকিন।

** ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য । আরো অনেক চ্যাপ্টার আছে দেখতে পারেন ও ইমেইল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পোষ্টগুলি নিজের ইমেইলে পাওয়ার জন্য। এছাড়া আপনার লেখা পাঠাতে পারেন।নিচের যোগাযোগ মাধ্যমে।

আরো দেখুন -Nagchatra koda orchestra 2019 mp3 song Download

whatsapp - 6297542197

email - rhtmudi@gmail.com

phone - 8759601967

শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

ক্রিয়া (VERB) কামি

বাংলায় ক্রিয়া বা ইংরেজিতে VERBযাকে বলা হয় তা হলো কাজ সংঘটিত হওয়া , অর্থাৎ কাজ বা কর্মকেই ক্রিয়া বা VERBবলে। আজ সেরকমই আদিবাসী কোড়া ভাষার ক্রিয়া বা VERB নিয়ে আলোচনা করবো।
সামান্য ভুল ত্রুটি বা আরো এবিষয়ে অভিজ্ঞ মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন।
কোড়া ভাষা-র আরো চ্যপ্টার দেখার জন্য সার্চ করতে পারেন অথবা এই লিংক থেকে পেতে পারেন। কোড়া ভাষা শিখতে চাইলে এই লিংকে যান।

verb in kora bhasha title picture

কোড়া বা কডা ভাসায় verb-এর অতীতকাল বোঝাতে "হুয়লেনা" এবং ভবিষ্যৎকাল বোঝাতে "হুয়ো আ" শব্দটি ব্যাবহার হবে।
যেমন ,
* যাওয়া - সেন
* যাওয়া হয়েছিল - সেন হুয়লেনা
* যাওয়া হবে - সেন হুয়ো আ।

তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাতিক্রম আছে।যেমন,
* শোনা - আয়ুম
* শোনা গিয়েছে - আয়ুমা কানা
* শোনা যাবে - আয়ুমঃ আ ।
আজ সেরকম কিছু শব্দ উপস্থাপন করছি বাকি শব্দ গুলি পরবর্তি সময়ে নিয়ে আসবো।


* দৌড়ানো - নির
দৌড়তে হয়েছিল - নির হুয়লেনা
দৌড়তে হবে - নির হুয়ো আ ।
* বলা - গাম
বলা হয়েছিল - গাম হুয়লেনা
বলা হবে - গাম হুয়ো আ ।
* চলা - সেন চলতে হয়েছিল - সেন হুয়লেনা
চলতে হবে - সেন হুয়োআ ।
* হাঁটা - তাড়ম
হাঁটা হয়েছিল - তাড়ম হুয়লেনা
হাঁটা হবে - তাড়ম হুয়োআ ।
** বাকি গুলো আগের মতোই উচ্চারিত হয়ে ব্যাবহৃত হবে।
গল্প করা - গোজোল ।
ডাকা - রা আ।
কাটা - গ্যাট্‌ / খান্ডিঃ / মা আ।
পরিষ্কার করা - সাপা ।
বওয়া - বহা ।
খাওয়া - জম ।
পাওয়া - নাম।
খেলা - এনেজ।
চিরুনি হওয়া - নাকিঃ।
দেখা - নেল ।
কামড়ানো - গেগের ।
গোটানো - গুটিয়া।
পরা - তুসুং / তুসিঞ ।
খোলা - লাড়া ।

আসা - হিজুউঃ।
তৈরি - বানা ।
সাঁতার কাটা - ঢাউপকা ।
দাঁড়ানো - তিঙ্গু।
লাথি মারা - পাদা।
প্রণাম করা - জহার।
ছোঁড়া - খাঁডিয়া।
মনে রাখা - পাহাম দহ।
পড়া - পঢ়া।
স্বাদ নেওয়া -চাটে।
ছাড়া - আড়াআ।
বন্ধ - হান্ডেঃ।
গালি দেওয়া / বকুনি দেওয়া - এগের।
মারা - দাল।
বাঁধা - তল।
আটকে রাখা - আটকা।
ওড়া - অটাং।
পারা - দাড়ি।

শোয়া -গিতিঃ।
ফাটা - অটেঃ।
জাগা - চির্গাল।
ধরা - সাব।
নিয়ে আসা - আগু।
নেওয়া - হাতা।
পান করা - নুঃ।
তাড়িয়ে দেওয়া - হার।
তাড়ানো - কুদা।
ডোবা - ডুম্বুইঃ।
হেলানো - হিলা।
শেখা - চেট।
দেওয়া - এম।
বাঁচা - বাঞচা।
মরা - গয়ঃ।
জিজ্ঞাসা করা - কুলি।
খোঁজা - পাঁজা।
খুঁজে পাওয়া - হালাং নাম।
ফেলা - গিডি।
মেনে নেওয়া - মানা।
সঙ্গ দেওয়া - গাতি এম।
ব্যাথা দেওয়া - হাসু এম।
ওঠা - দেঃ
গ্রেফতার - সাব ইদি।
মোড়ানো - মোচড়া
পোড়া - রাপাআ
নির্মান করা - বানা।
কেনা - কিরিং।
আরোহণ - দেঃ।
ঢাকা দেওয়া - হারুপ।
ছোঁয়া - ছুয়া।
শেষ - চাবা।
সম্পুর্ণ - পুরা।
চুরি করা - আত্‌কির।
জয় করা - জিতা।
বিবেচনা করা - বুঝা সুঝা।
রান্না করা - ইসিং।
থাকা - তাহি ।
চিৎকার করা - কিকিঃ।
লেখা - অল।
পূজা - বঙ্গাআ।
কাজ - কামি। কাঁদা - ইয়াম।
বুনা - হের।
চরা - আতিং।
বমি - উছাল।

আশা রাখছি ব্যাতিক্রমী শব্দ ভান্ডার পরবর্তী অধ্যায়ে নিয়ে আসবো।
অবশেষে এটাই জানাতে চাই, কেউ যদি উপরের শব্দগুলি পরিবর্তন করে উঠতে পারেন তাহলে সেগুলি নিজের কাছে না রেখে আমাদের উন্মুক্ত কমেন্ট বক্স আছে তাতে লিখুন। বাকী যারা যানতে চাইছে অন্তত তাদের কিছু সাহায্য হবে।

পরবর্তি আরো চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে তাই এই ব্লগকে বুকমার্ক করে রাখুন।এছাড়াও আপনার কাছে এরকম কিছু লেখা থেকে থাকে, আমাদের জানান। আমরা আপনার লেখা সবার সামনে তুলে ধরবো।
➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রচেষ্ঠা। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯

প্রাকৃতিক বাস্তুতন্ত্র (Natural Object)

আমাদের ডিকশনারি পেজে আসার জন্য ধন্যবাদ।এই পেজের তথ্যগুলি বিভিন্ন জায়গার কড়া মানুষের থেকে সংকলন করা হয়েছে।কোনো ভুল ত্রুটি থাকলে comment করে জানান,সেটি পুনরায় গ্রহণ করা হবে।আপনাদের সবার মতামত আমাদের আরো উৎসাহিত করবে।এছাড়া এই website টিকে আরো অন্যান্যদের মধ্যে নিয়ে যান,যাতে সবাই কড়া ভাষা কে সম্পুর্ন রূপে দেখতে পারে।



সূর্য - বেলা


চন্দ্র - চাণ্ডুব


তারা - ইপিল


মেঘ - রিমিল


বৃষ্টি - দাআঃ


বায়ু - হয়ঃ


পাথর - দিরি


বালি - বালি


আকাশ - রিম্বিল


কুয়াশা - কুয়াশা


ধোঁয়া - শুকুল


জল - দাআঃ


আগুন - সেঙ্গেল


শব্দ - আওয়াজ


জমি - বাইত


ধুলি - ধুড়ি


কুপ - কল


পুকুর - পুখুরি / গাডিয়া


খাল - গাডা


নদী - কাঁসাই


বন্যা - বইনা


দেশ - দিশুম


মহাদেশ - মারাংদিসুম


বিদ্যুৎ - কারেন


মাটি - হাসা


আঁধার - নুম্বাঃআ


উদয় - উডুং


ঝড় - হয়ঃ দাআঃ


কাদা - লসট


জংগল - বির


গ্রাম - হাতু


➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।



ভূমিকম্প -


প্রকৃতি -


বরফ -


স্রোত -


দ্বীপ -


গুহা -


জ্যোৎস্না -


আলো -


জেলা -


শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

খেলা (Play) এনেজ

আমাদের ডিকশনারি পেজে আসার জন্য ধন্যবাদ।এই পেজের তথ্যগুলি বিভিন্ন জায়গার কড়া মানুষের থেকে সংকলন করা হয়েছে।কোনো ভুল ত্রুটি থাকলে comment করে জানান,সেটি পুনরায় গ্রহণ করা হবে।আপনাদের সবার মতামত আমাদের আরো উৎসাহিত করবে।এছাড়া এই website টিকে আর অন্যান্যদের মধ্যে নিয়ে যান,যাতে সবাই কড়া ভাষা কে সম্পুর্ন রূপে দেখতে পারে।

বল - বল

ব্যাট - ব্যাট

ব্যায়াম - ব্যাম

মাঠ - ডাহি

খেলা - এনেজ

সাঁতার - ঢাওবকা

ব্যাডমিন্টন - ব্যাডমিন্টন

লুডো - লুডু

দৌড় - নির

দীর্ঘলম্ফন - সাঁগিন জেহেট

উচ্চ-লম্ফন - চেতান জেহেট

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

যানবাহন (conveyances) গাডি




মোটর গাড়ি - মোটর গাডি

রেলপথ - রেলহরা

উড়োজাহাজ - উড়াজাহাজ

ট্রামগাড়ি - ট্রামগাডি

বাইসাইকেল - সাইকেল

তিন চাকা গাড়ি - আপিয়া চাকা গাডি

রিক্সা গাড়ি - রেক্সা

মোটর সাইকেল - মোটা সাইকেল

নৌকা - লাউকা

পালকি - পালখী

রথ - রথ

ঘোড়ার গাড়ি - ঘোড়া গাডি

গরুর গাড়ি - উরিঃ গাডি

রেলগাড়ি - রেলগাডি

দোতালা বাস - বার তালা বাস

ঠেলাগাড়ি - ঠেলা গাডি

মাল গাড়ি - মালগাডি

সেতু - ব্রিজ

বাস - বাস

ট্র্যাক - ট্র্যাক।

মারুতি - মারোতি।

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

ফুল (flower) বাহা


kora bhasay flower name picture



কুঁড়ি - কুঁধি

মালা - মালা

ধুতুরা - ধুতুরা

গাঁদা - গেঁন্দা

জবা - জবা

কাঁটা - জানুম

শালুক - শালুক

বনফুল - বিরবাহা

বকুল - বুকুল

সূর্যমুখী - বেলাবাহা

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়াও নিচে কতকগুলি শব্দ আছে,সেগুলির কড়া মানে জানা থাকলে কমেন্ট করে জানান,সেগুলিও গৃহীত হবে। কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

বোঁটা -

মুকুল -

কেয়া -

শেফালি -

পদ্ম -

গোলাপ -

অপরাজিতা -

চাঁপা -

পাতাবাহার -

রজনীগন্ধা -

দোপাটি -

গন্ধরাজ -

জুঁই -

মল্লিকা -

ডালিয়া -

টগর -

শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

সরীসৃপ (Reptiles)




সাপ - বিঞ

গোসাপ - তরঠ

কেন্নো - কিণ্ডলুম

ঢোঁড়াসাপ - ঢণ্ডা বিঞ

সাপের খোলস - বিঞ খোলস

জোঁক - হাপাট

কেঁচো - কেঁচা

শঙ্খ - শাঁখ

কচ্ছপ - হরঃ

কাঁকড়া বিছা - কিড়িঙ কাটকম

শামুক - গেঁণ্ডা

কোলাব্যাঙ - সাসাং বাউংডা

ছোটো ব্যাঙ - চকে

কুনো ব্যাঙ - খাসরা চকে

গিরগিটি - টেটেং ঠাম্বুঃ

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।


অজগর -

অক্টোপাস -

হাঙ্গর -

তিমি -

গোখরে -

টিকটিকি -

ঝিনুক -

বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

জীব জন্তু (Animals)






কাক কাহু

কুকুর সেতা

খোরগোশ খড়গোস

গরু উরিঃ

চামচিকা চামচিকা

ছাগল মেরম

ছানা হন

ছুঁচো চুঁন্দি

টিয়াপাখি টিয়াঅড়েঃ

ডানা ডেনা

নখ নখ

নেংটি ইঁদুর চুটিয়াল

পালক পালক

পেঁচা পেঁচা

বক বাকা

বড়ো ইঁদুর গুডু

বনমানুষ বির হড়

বন্য শুয়োর বির শূকরী

বলদ আন্ডিয়া

বাঘ বাঘ

বাদুড় -  চামচিকা

বানর বাঁদর

বিড়াল পুষি

বিড়াল শাবক পুষি হন

বুলবুল বুলবুলি

ব্যাঙ চকে

ভাল্লুক ভাল্লুক

ভেড়া,ভেড়ি ভেডি

মহিষ কেঢাঃ

মাছের ডিম হাকু বিলি

মুরগি -  কাটুড়ি

মুরগির ছানা শিম হন

মোরগ সাঁডিঃ

লেজ চান্ডলম

শিয়াল খেঁকশিয়াল

শুয়োর শূকরী

ষাঁড় ষাঁড় উরিঃ

হাঁস হাঁস

হাঁসের ছানা হাঁস হন

হাতি হাতি


⥁ যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।


হায়না – 
হরিণ – 
বাছুর – 
ঘোড়া – 
জলহস্তী – 
গরিলা – 
ক্যাংগারু – 
উট – 
গণ্ডার – 
জিরাফ – 
জেব্রা – 
সজারু – 
খচ্চর – 
কুক্কুরী – 
সিংহ – 
কোকিল – 
ময়ূর – 
কাঠঠোকরা – 
চড়ুই – 
তোতাপাখি – 
ঝুঁটি – 
বাজ – 
ঈগল – 
শকুন – 
চিল – 
মাছরাঙা – 
চাতক – 
পাখির ঝুঁটি – 

বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

সময় (Time) সময়

আমাদের ডিকশনারি পেজে আসার জন্য ধন্যবাদ।এই পেজের তথ্যগুলি বিভিন্ন জায়গার কড়া মানুষের থেকে সংকলন করা হয়েছে।কোনো ভুল ত্রুটি থাকলে comment করে জানান,সেটি পুনরায় গ্রহণ করা হবে।আপনাদের সবার মতামত আমাদের আরো উৎসাহিত করবে।এছাড়া এই website টিকে আর অন্যান্যদের মধ্যে নিয়ে যান,যাতে সবাই কড়া ভাষা কে সম্পুর্ন রূপে দেখতে পারে।
আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

সময় (Time) সময়

দিন - শিঙ্গি
সপ্তাহ - সপ্তা
দুপুর - তিকিন
রাত্রি - আয়ুব
সকাল - সেতাআঃ
বিকেল - তারসিন
বৎসর - শিরমং
মাস - বঙ্গা
দিক - দর
গ্রীষ্ম - সিতুম বেলা
শীত - রাবাং
অদ্য - তিহিঞ
আগামীকাল - গাপা
পরশু - মেয়াং
গতকাল - হলা
অপরশু - এন্দ্রেজ
ঘণ্টা - ঘণ্টা
মধ্যরাত্রি - তালা নিঁদা

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

মুহূর্ত -
গোধূলি -
সন্ধ্যা -
ঊষা -
যুগ -

শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮

রঙ (Colour) রঙ

সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

রঙ (Colour) রঙ

লাল - আরাআঃ
সবুজ - হালি
হলুদ - সাসাং
কালো - হেঁদে
খয়েরি - খইরি

মিশ্রত রং - মেশা রং
সাদা - পুন্ডি

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

নীল -
গেরুয়া -
ধূসর -
বাদামি -
বেগুনি -
গোলাপি -

ফ্যাকাসে -
উজ্জল -
সোনালি -
রুপালি -
লালিমা -
কমলা -

সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

মাছ (Fish) হাকু

সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

মাছ (Fish) হাকু

মৎস্য জিবি - হাকুসাব হড়
ছিপ - বাড়শি
টানা জাল - গহাড় জাল
ফাতনা - চুংগি
চরকি - চরখি
মৎস্য চাষ - হাকু চাষ
মাছ ধরা - হাকু সাব

মাছধরার সুতো - ডোর
জাল - জাল
কৈই মাছ - কৈই হাকু
মাগুর - মাঁগুর
শিঙ্গি - সুইহাকু
মাছের ডিম - হাকু বিলি

পুঁটি - পুঠি
পোনা - পোনা
কাঁকড়া - কাটকম
মাছের পটকা - হাকুডেনা
শোলমাছ - শোলহাকু

চিংড়ি - চিংড়ি
নোনা মাছ - বুলুং হাকু
বান মাছ - বাইন হাকু
শঙ্খ - শাঁখ
মাছের আঁশ - হাকু চাঁয়া

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

ইলিশ -
মাছধরার বল্লিম -

বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

পাখি (Birds) অড়েঃ

সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

পাখি (Birds) অড়েঃ


Image Source : Fen.wikipedia.org

কাক – কাহুঃ
হংসী – হাঁস
মোরগ – সাঁন্ডি
মুরগী – সিম
বাচ্চা মুরগী – সিম হন
ডাহুক –ডাঁহুক

শকুন - গিধি
হাঁস – হাঁসা
হাঁসের ছানা – হাঁস হন
পানকৌড়ি – পানি ডুবকি
চামচিকা – চামচিকা
বুলবুলি – বুল্বুলা

বক – বাকা
কাঠঠোকরা – সাহান অড়েঃ
অড়েঃ
বাদুড় – বাদুড়াজ
চড়ুই - টিপিঃ

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

কোকিল –
কাকাতুয়া –
শালিক –
তিতির –
ময়ূর –
চিল –
দোয়েল –

চাতক –
টিয়াপাখি –
মাছরাঙা –
পায়রা –
ময়না –
ঈগল –
সারস –
ঠোঁট –
পেঁচা –
কাদা খোঁচা –

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

গাছ পালা (Tree & components) দারু সেকাম

সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

গাছ পালা (Tree & components) দারু সেকাম

চারাগাছ - পহাদারু
ছোটোডাল - হুডিং ঢাউরাআঃ
কাঠ - সাহান
চেরা কাঠ - সাহান ফাইলা
ঘাস - ঘাসাড়
কাঁঠাল গাছ - কান্ঠাড় দারু
লজ্জাবতী - জাপিদ দারু

আম - উল
কান্ড - বুটা
আঁখ - আখ
কুল - জানুম বিলি / দুধাড়ি
খেজুর - কিতা

গাছ - দারু
শিকড় - পাটা
টুকরো - টুকরা
কাটা - জানুম
ছাল - হারতাআ
লতা - নাড়ি
ধান - হুড়ু
খড় - বুসুঃ বিছুটি - বিছাতি
চা - চা
বট - বাড়ি দারু
বাঁশ - মাট
শাল - সারজম
ঝোপ - লাটা

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

অর্জুন -
শিরিষ -
তুলা -
গুঁড়ি -
তক্তা -
তন্তু -
আগাছা -
হোগলা -
তুঁতগাছ -
পাট -

সুপারি -
শাখা -
পানা -
শেওলা -
শিমূল -
ওক -
নীল -
চন্দন -

বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

শরীরের অঙ্গ প্রত্যঙ্গ (Body parts) হড়মঃ

body_parts
Image Source : colourbox

শরীরের অঙ্গ প্রত্যঙ্গ (Body parts) হড়মঃ


শরীর - হড়-ম
মাথা - বহ অ
মুখ মণ্ডল - মেদ-মহাড়
গাল - জহা
কপাল - মল
দাড়ি - দাঢ়িঃ
দাঁত - ডাটা
চোখ - মেদ
কান - লুতুর
ঠোঁট - লুটি

নাক -মুঁ
গলা - হটঃ অ
তালু - ইডি
চোখের তারা -মণি
বুক - ছাতি
চোখের তারা -মণি
বুক - লাহিঃ
চোখের পাতা - মেদ সেকাম

হাত - তিহ
নখ - নখ
আঙুল - কাটুব
পা - কাটা
বুড়ো আঙুল - মারাং-কাটুব
মাংস - জিলু
কোমর - মায়াং
ওপরের ঠোট - চেতাং লুটি
নিচের ঠোঁট - লাতার লুটি
হাঁটু - হাঁটু

ভ্রু - ভ্রু
পায়ের বুড়ো আঙুল - কাটা-রাআ-বুঢা কাটুব
হাতের বুড়ো আঙুল - তিহি রাআ বুঢা কাটুব
নাভি - বুটি
পায়ের তল - কাটা রাআ তালখা
মধ্য মাঙ্গুলি - তালা কাটুব
ছোট আঙুল - সুইঃ কাটুব
অনামিকা -চুণ্ডল কাটুব
পাঁজর - পাঁজরা
হাড় - জাঙ

চামড়া - হারতাআ
পিও - পিত্তি
রক্ত - মায়ম
শিরা - শিরা
কঙ্কাল - কঙ্কাল
মল - ইঃ
মূত্র - আডু
জিব - আলাং
গোঁফ - দাঢ়ি

➽যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

তলপেট –
নাড়ী –
নাড়ী ভুঁড়ি –
পাকস্থলী –
কুঁচকি –
পাছা –
ধমনী –
ফুসফুস –

বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮

শাক সবজি ( Vegetables)উতু তিবিল

শাক সবজি ( Vegetables)উতু তিবিল


বেগুন - বেঙ্ঘাঢ়
ঢ্যাঁড়স - ভেডয়া
পটল - পটল
পালং শাক - পালঙ আড়া
বিট - বিট
শালগম - শাল গহম
আলু - আলু

শিম - মাল্‌হান
ওলকপি - অলকফি
ফুলকপি - বাহাকফি
বাঁধাকপি - তলকফি
পেঁপে - পিফা

মূলা - মুলা
তেঁতুল - জজ
গাজর - গাজর
ডুমুর - লওয়া
আমড়া - আমড়ু

রসুন - রাসুড়ি
আদা - আদা
লাউ - লাউ
চিচিঙ্গে - চিচিঙ্গা
কুমড়া - কঁহডা

ওল -অল
এঁচোড় - হিঁচড়
পুঁই - পুই
শাক - আড়াঃ
চালতা - চালতা

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

শসা -
কড়াইশুঁটি -

রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

খাওয়া দাওয়া (Food & Drinks) জমাআঃ নু আঃ

খাদ্য - জমা-আ
চাল - চাউলি
আতপ চাল - আদয়া চাউলি
সিদ্ধ চাল - ভাপা চাউলি
চিঁড়ে - চিড়া

মুড়ি - খাজাড়ি / ভুজা
খই - খই
চিনি - চিনি
তৈল - সুনুম
ঘৃত - ঘি

ডিম - বিলি
মাখন - মাখন
রুটি - রুটি
পাউরূটি - পাউরূটি

দুধ - তোআ
পিঠে - পিঠা
ভোজ - ফিস্টি
টিফিন - নাস্তা
মিছরি - মিসরি
পানীয় - নু আ

লবণ - বুলুং
মধু - মধু
ঝোল - রাসি
আচার - আচার
চাটনি - চাটনি

মাংস - জিলু
শূকরের মাংস - শুকরি জিলু
কাঁচা মাংস - বেরেল জিলু
গরম পানীয় - ললঃ দাআ
তরকারী - উতু

মিঠাই - লাডু
মদ - আরখি
ডাল - ডাইল
সরবত - সরবত
গম - গহম
খিচুড়ি - খিচ্‌ড়ি

সুজি - সুজি
পায়েস - পায়েস
ময়দা - ময়দা
ভুট্টা - যন্ড্রা
গোমাংস - উরিঃ জিলু
মুরগির মাংস - সিম জিলু

রান্না মাংস - ইসিং জিলু
ভাজা - আতা
গুড় - গুড়
চা - লল দাআ
দই - দই

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

আত্বীয় স্বজন (Relatives) পাহি পেড়া

আত্বীয় স্বজন (Relatives) - পাহি পেড়া


মাতাপিতা – মাই বা
মাতা – মাই
বোন – বকঞ কুড়ি / মিশিঞ
ভাই – বকঞ
দাদা - হাগাঞ
ভাইপো – ভাতিয়াঞ/ভাতিয়াম
ভাগ্না – ভাগ্না
নাতনি – জাইকুড়ি
নাতি – জাইকড়া
বর – বরকড়া

কনে – বাহুকুড়ি
মেয়ে – কুড়ি হন
ভাইঝি- ঝিয়ারি
সতীন – হিরম
জ্যাঠা – কুকু
কাকু – কাকা
মেসো – মসা
পিসে – পিসা

জেঠিমা – কুকু মাই
কাকিমা – কাকী মাই
মাসি – মুসি
পিসি – ঝি
বন্ধু – ফুলকড়া
বান্ধবী – ফুলিঞ

শিশু – বালেঃ হন
পুত্র – কড়া হন
মানুষ – হড়
ঠাকুরদা – ঠাকুর দাদু
দাদু – মামা দাদু
ঠাকুমা – ঠাকুর দিদি

দিদিমা – মামা দিদ
স্বামী – হাড়াম
পুরুষ - হেরেল
স্ত্রী – বাহু
জামাই – আরাম

শ্বশুর – হঞার
শাশুড়ি – হাঞার
বালক – কড়াহন
বালিকা – কুড়িহন
পূত্রবধু – কিমিন
অতিথি – পাহি

শিক্ষক – মাস্টার
শিক্ষিকা – দিদি মণি
ভ্রাতৃ বধূ – বকঃ কিমিন
বউদি - হিলি
শালী – তেয়াঞ কুড়
ননদ – ইরিল কুড়ি

শালা – তেয়াং কড়া
ছাত্র,ছাত্রী – পড়াঃ হন
বড় দাদা – মারাং হাগাঞ
ছোট ভাই – হুডিং বকঞ
মেজো – সাঞ্জিলাঃ
সৎ ছেলে – হিরম কড়া হন
সৎ মেয়ে – হিরম কুড়ি হন
বড়োশালি – আঝি হানার

যুবক - কড়া
পুরুষত্বহীন - পায়
কিশোরী - আভড়া কুড়ি
যুবতী - কুড়ি
সন্তান সন্ততি - হন হপন
বৃদ্ধ মানুষ - হাড়াম হড়ঃ
বৃদ্ধা মহিলা - বুঢি কুড়িঃ
অবিবাহিত - আভড়াঃ
কিশোর - চেনগা
পরিবার – বাখুল

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

বংশধর –
জ্ঞতি –
শত্রু –
বিপত্মীক –
ভগ্নিপতি –
স্ত্রীত্ব -
পূর্বপুরুষ –
উত্তরাধিকারী –
প্রতিবেশী –
চাকর –
গৃহকর্তা –
বাড়িওয়ালা –
গুরুজন –
মহাশয় –
ভাড়াটিয়া –

শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

সর্বনাম (Pronouns) নুতুম আমান

আমি - ইঞ
তুমি- আম
আমরা - আলে
তোমরা - আপে

তোমার – আমাআ
আপনি – আপে
আপনারা – আপ
তোমাদের – আপে আ

আপনাদের – আপে আ
আমার – ইঞা আ
আমাদের – আলে আ
তাকে – হানিকে

ওকে – ইনিকে
কার – অকয় রা আ
কাদের – অকয় তুকু আ
কাকে – অকয় কে
কাদের কে – অকয় তুকু কে
সে – হানি
তিনি – হানি হড়ঃ টা
তার – হানি রা আ,ইনি রা আ
আমাকে – ইঞ কে
আমাদেরকে – আলেক

তাদের – উংকু আ,হাংকু আ
তাদেরকে – উংকু কে,হাংকু কে
তারা – উংকু
ইহা – নিয়াটা, নিয়া-দঃ
এরা – নিকু
ওরা – উংকু
একে – নি-ই-কে
ওকে – ইনিকে
ঐটা – এনাটা
ঐ গুলি – এনাকু
এইগুলি – নিয়াকু

যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।
কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

Most visited posts