বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

পাখি (Birds) অড়েঃ

সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

পাখি (Birds) অড়েঃ


Image Source : Fen.wikipedia.org

কাক – কাহুঃ
হংসী – হাঁস
মোরগ – সাঁন্ডি
মুরগী – সিম
বাচ্চা মুরগী – সিম হন
ডাহুক –ডাঁহুক

শকুন - গিধি
হাঁস – হাঁসা
হাঁসের ছানা – হাঁস হন
পানকৌড়ি – পানি ডুবকি
চামচিকা – চামচিকা
বুলবুলি – বুল্বুলা

বক – বাকা
কাঠঠোকরা – সাহান অড়েঃ
অড়েঃ
বাদুড় – বাদুড়াজ
চড়ুই - টিপিঃ

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

কোকিল –
কাকাতুয়া –
শালিক –
তিতির –
ময়ূর –
চিল –
দোয়েল –

চাতক –
টিয়াপাখি –
মাছরাঙা –
পায়রা –
ময়না –
ঈগল –
সারস –
ঠোঁট –
পেঁচা –
কাদা খোঁচা –

Most visited posts