শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

কোড়া ভাষা শিক্ষা-প্রথম অধ্যায়

কোড়া ভাষা শিক্ষা - থুতিজাগার

(প্রথম অধ্যায়)

সামান্য কথা

       অনেক চিন্তা ভাবনার পর শুরু করতে চলেছি, কড়া ভাষা শেখানোর পদক্ষেপ । কোন ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনা করছি। যতটা পেরেছি খুবই আগ্রহের সাহায্যে চেষ্টা করেছি। আপনার কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ও আপনার বন্ধু-বান্ধব পরিবার সবাইকে শেয়ার করুন।আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।



kora bhasha sikkha prothom oddhyay picture


কোড়া ভাষা শিক্ষা - থুতিজাগার 

(প্রথম অধ্যায়)

আমি নিচে কতকগুলো বাক্য কোড়া ভাষায় অনুবাদ করেছি , সেগুলো দেখুন এবং তারও নিচে কিছু অনুশীলন আছে সেগুলো অনুবাদ করে জানান, কমেন্ট বক্সে। 


             কোড়া ------ বাংলা ----- ইংলিশ


  1.  ইঞ অড়া আ সেনঞ - আমি ঘর যাবো - I want to go house.
শব্দ ভাণ্ডার
          ইঞ- আমি, I.  অড়াআ - ঘর, house.  সেনঞ - যাবো , want to go.


২)  আম পঢ়া আ সেনম - তুমি পড়তে যাও - Go to read.

শব্দ ভাণ্ডার
         আম - তুমি, You. পঢ়াআ - পড়তে, read. সেনম - যাও, go to.


৩)  হাংকু কোথাং সেন অ তানাকু ? - তারা কোথায় যাচ্ছে ? - Where they are going ?

শব্দ ভাণ্ডার
       হাংকু - তারা, They are. কথাং - কোথায়, where. সেন অ তানাকু - যাচ্ছে, going.



৪)  আপে কথাং সেন অ তানাপে ? - তোমরা/আপনারা কোথায় যাচ্ছো/যাচ্ছেন ? - where you going?

শব্দ ভাণ্ডার
       আপে - তোমরা/আপনারা, you.  তানাপে - যাচ্ছো/যাচ্ছেন, going.


৫)  আবু তারসিন এনেজ সেনাবু - আমরা বিকেলে খেলতে যাবো - We will be  go to play.


শব্দ ভাণ্ডার
       আবু - আমরা, we. তারসিন - বিকেলে, afternoon. এনেজ - খেলা, play. সেনাবু - যাবো, will be go. 

বেশি দেখা ঃ- সর্বনাম - নুতুম আমান - কোড়া শব্দ ভান্ডার

কোড়া ভাষা শিক্ষা - থুতিজাগার (প্রথম অধ্যায়)

অনুশীলনী

  1. তোমরা কোথায় যাচ্ছো ?
  2. তারা বাড়ি যাচ্ছে।
  3. তুমি বিকেলে যাবে।
  4. আমরা ঘর যাবো।
  5. আমি ইস্কুল যাচ্ছি।

সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম।    ।। জহার ।।


পরবর্তী  ভাগ

কড়া ভাষা শিক্ষা - দ্বিতীয় অধ্যায়

কোড়া ভাষা শিক্ষা - থুতিজাগার (প্রথম অধ্যায়)


Most visited posts