কোড়া ভাষা শিক্ষা
পঞ্চম অধ্যায়
শুরু করার আগে সামান্য কথা:
আমরা আমাদের প্রথম দিনের ক্লাস শুরু করে দিয়েছি।এটা আমাদের পঞ্চম দিনের পদক্ষেপ।আশা করছি আপনারা সবাই আগ্রহের সাথে গ্রহণ করছেন। যদি আপনি আগের অধ্যায় গুলো না পড়ে থাকেন, তবে এখান থেকে দেখে নিয়ে আসুন।
- কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
- কোড়া ভাষা শিক্ষা- দ্বিতীয় অধ্যায়
- কোড়া ভাষা শিক্ষা- তৃতীয় অধ্যায়
- কোড়া ভাষা শিক্ষা- চতুর্থ অধ্যায়
আরো পড়ুন - Nagchatra koda orchestra 2019 mp3 song Download
আপনার কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ও আপনার বন্ধু-বান্ধব পরিবার সবাইকে শেয়ার করুন।আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।
কোড়া ভাষা শিক্ষা- পঞ্চম অধ্যায়
আমি নিচে কতকগুলো বাক্য কোড়া ভাষায় অনুবাদ করেছি , সেগুলো দেখুন এবং তারও নিচে কিছু অনুশীলন আছে সেগুলো অনুবাদ করে জানান, কমেন্ট বক্সে।
কোড়া ------ বাংলা ----- ইংলিশ
- সাসাং বাহা - হলুদ ফুল - Yellow Flower.
নেলতে - দেখতে, look into.
কোড়া ভাষা শিক্ষা - পঞ্চম অধ্যায়
অনুশীলনী
- সূর্য সাদা হলো।
- বাড়ির রঙটি সবুজ।
- কালো গরুগুলো যায়।
- হলুদ ফুল দেখতে সুন্দর।
- লাল রঙের ছাগলের দাম কম।
সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম। ।। জহার ।।