শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

লেখকের প্রতিবেদন

কোড়া ভাষা শিক্ষা - থুতিজাগার 

লেখকের প্রতিবেদন 

          প্রথমে সবাইকে এই পেজে আসার অভিনন্দন ও ধন্যবাদ জানাই।এই বইয়ে যে সমস্ত বিষয় গুলো আছে , সেগুলো আমার "কোড়া" ভাষা জানার ও বলার অভিশ্রুতি।বেশির ভাগ অংশই আমার নিজ থেকে গৃহীত ও সমাদৃত। তবে কিছু কিছু অংশ বিভিন্ন বন্ধু-বান্ধব পরিবার পরিজন ও বিভিন্ন বয়স্ক দের অর্জন ও গ্রহণ করেছি।হয়ত অনেকাংশেই ভুল প্রমাণিত হতে পারে । এই বইটি লেখার প্রতি আমার প্রধান উদ্দেশ্য হলো -----

  1. আমাদের "কোড়া" ভাষা সবার সামনে তুলে ধরা।
  2. আমার বা আমাদের "কোড়া" ভাষার বন্ধু-বান্ধব ,পরিজন , ব্যাক্তিবর্গ জানেন না , তাদের জানানোর প্রচেষ্টা।
  3. ভাষাটি যে লুপ্তপ্রায় হতে চলেছে পুনঃসংস্কার।
  4. যারা "কোড়া" ভাষা শিখতে চান বা চাইছেন তাদের প্রতি অভিনন্দন।
সর্বশেষে পাঠকের উদ্দেশ্য নিয়ে, আপনাদের যদি বইটি কাজে লেগে থাকে তবে আমার বইটি লেখার পরিশ্রম সার্থক হবে। বইটি নিজ দ্বারা প্রকাশিত ও মার্জিত।

তারিখ ঃ ২৮ নভেম্বর ২০১৮

সাহায্য বাদে ----

  1. দীনেশ মুদি ( গ্রাম - জগাই) নাগচিকি অক্ষর আবিষ্কারক
  2. সাধু সিং ( গ্রাম - ঝাটিয়া ) নাগচিকি সফটওয়ার তৈরি
  3. শ্যামল মুদি ( বিন্দুকাটা) ঝাড়গ্রাম 
  4. অরুণ মুদি কোড়া ( বর্ধমান) মুদি মিউজিক সেন্টার 
  5. শিবা মুদি (গ্রাম - কুঞ্জচক) 
ধন্যবাদান্তে
 পলাশ মুদি

Most visited posts