কোড়া ভাষার কিছু জিজ্ঞাস্য শব্দের শব্দার্থ
কিছু কথাঃ- স্বতন্ত্র সমাজে কোড়া ভাষাও নিজস্ব কিছু অঙ্গ বহন করে যার মধ্যে জিজ্ঞাস্য শব্দগুলিও তার কিছু উদাহরণ। কোড়া ভাষা যেমন অনেকেই বিলুপ্ত করতে চাইছে, তেমনি আরো কিছু দল এই মাতৃভাষাকে প্রকাশ্যে নিয়ে আনতে চলেছে। এই শব্দ গুলিও। প্রমাণ করে যে কোড়া (কডা) ভাষা অন্য ভাষাগোষ্ঠী থেকে আলাদা।যারা অনুপ্রেরিত বা জানতে ইচ্ছুক ব্যাক্তিগন , আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
কোড়া ভাষার কিছু জিজ্ঞাস্য শব্দের শব্দার্থ
  কে - অকয়
  কোথায় - কথাং , কদের
  কেন - চিয়া
  কবে - চিল্লঙ
  কি - কিনা-আ
  কীভাবে - চিলকা কেতেঃ
  কত - চিন্তিঃ
  কাকে - অকয়কে
  কার - অকয় রা-আ
  
  আরো পড়ুন -কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
  
  সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও
    পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম। ।। জহার
    ।।

 
