বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

জিজ্ঞাস্য শব্দ - কুলি জাগার

কোড়া ভাষার কিছু জিজ্ঞাস্য শব্দের শব্দার্থ



কিছু কথাঃ- স্বতন্ত্র সমাজে কোড়া ভাষাও নিজস্ব কিছু অঙ্গ বহন করে যার মধ্যে জিজ্ঞাস্য শব্দগুলিও তার কিছু উদাহরণ। কোড়া ভাষা যেমন অনেকেই বিলুপ্ত করতে চাইছে, তেমনি আরো কিছু দল এই মাতৃভাষাকে প্রকাশ্যে নিয়ে আনতে চলেছে। এই শব্দ গুলিও। প্রমাণ করে যে কোড়া (কডা) ভাষা অন্য ভাষাগোষ্ঠী থেকে আলাদা।যারা অনুপ্রেরিত বা জানতে ইচ্ছুক ব্যাক্তিগন , আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।

এছাড়া আরো পরবর্তি অংশগুলি পাওয়ার জন্য প্রতিদিন ভিজিট করুন।

kora bhashay jiggasa shobder mane picture

কোড়া ভাষার কিছু জিজ্ঞাস্য শব্দের শব্দার্থ


কে - অকয়
কোথায় - কথাং , কদের
কেন - চিয়া
কবে - চিল্‌লঙ
কি - কিনা-আ
কীভাবে - চিলকা কেতেঃ
কত - চিন্তিঃ
কাকে - অকয়কে
কার - অকয় রা-আ

আরো পড়ুন -কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম। ।। জহার ।।

বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

সময় (Time) সময়

আমাদের ডিকশনারি পেজে আসার জন্য ধন্যবাদ।এই পেজের তথ্যগুলি বিভিন্ন জায়গার কড়া মানুষের থেকে সংকলন করা হয়েছে।কোনো ভুল ত্রুটি থাকলে comment করে জানান,সেটি পুনরায় গ্রহণ করা হবে।আপনাদের সবার মতামত আমাদের আরো উৎসাহিত করবে।এছাড়া এই website টিকে আর অন্যান্যদের মধ্যে নিয়ে যান,যাতে সবাই কড়া ভাষা কে সম্পুর্ন রূপে দেখতে পারে।
আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

সময় (Time) সময়

দিন - শিঙ্গি
সপ্তাহ - সপ্তা
দুপুর - তিকিন
রাত্রি - আয়ুব
সকাল - সেতাআঃ
বিকেল - তারসিন
বৎসর - শিরমং
মাস - বঙ্গা
দিক - দর
গ্রীষ্ম - সিতুম বেলা
শীত - রাবাং
অদ্য - তিহিঞ
আগামীকাল - গাপা
পরশু - মেয়াং
গতকাল - হলা
অপরশু - এন্দ্রেজ
ঘণ্টা - ঘণ্টা
মধ্যরাত্রি - তালা নিঁদা

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

মুহূর্ত -
গোধূলি -
সন্ধ্যা -
ঊষা -
যুগ -

শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮

রঙ (Colour) রঙ

সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

রঙ (Colour) রঙ

লাল - আরাআঃ
সবুজ - হালি
হলুদ - সাসাং
কালো - হেঁদে
খয়েরি - খইরি

মিশ্রত রং - মেশা রং
সাদা - পুন্ডি

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

নীল -
গেরুয়া -
ধূসর -
বাদামি -
বেগুনি -
গোলাপি -

ফ্যাকাসে -
উজ্জল -
সোনালি -
রুপালি -
লালিমা -
কমলা -

সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

মাছ (Fish) হাকু

সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

মাছ (Fish) হাকু

মৎস্য জিবি - হাকুসাব হড়
ছিপ - বাড়শি
টানা জাল - গহাড় জাল
ফাতনা - চুংগি
চরকি - চরখি
মৎস্য চাষ - হাকু চাষ
মাছ ধরা - হাকু সাব

মাছধরার সুতো - ডোর
জাল - জাল
কৈই মাছ - কৈই হাকু
মাগুর - মাঁগুর
শিঙ্গি - সুইহাকু
মাছের ডিম - হাকু বিলি

পুঁটি - পুঠি
পোনা - পোনা
কাঁকড়া - কাটকম
মাছের পটকা - হাকুডেনা
শোলমাছ - শোলহাকু

চিংড়ি - চিংড়ি
নোনা মাছ - বুলুং হাকু
বান মাছ - বাইন হাকু
শঙ্খ - শাঁখ
মাছের আঁশ - হাকু চাঁয়া

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

ইলিশ -
মাছধরার বল্লিম -

বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

পাখি (Birds) অড়েঃ

সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

পাখি (Birds) অড়েঃ


Image Source : Fen.wikipedia.org

কাক – কাহুঃ
হংসী – হাঁস
মোরগ – সাঁন্ডি
মুরগী – সিম
বাচ্চা মুরগী – সিম হন
ডাহুক –ডাঁহুক

শকুন - গিধি
হাঁস – হাঁসা
হাঁসের ছানা – হাঁস হন
পানকৌড়ি – পানি ডুবকি
চামচিকা – চামচিকা
বুলবুলি – বুল্বুলা

বক – বাকা
কাঠঠোকরা – সাহান অড়েঃ
অড়েঃ
বাদুড় – বাদুড়াজ
চড়ুই - টিপিঃ

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

কোকিল –
কাকাতুয়া –
শালিক –
তিতির –
ময়ূর –
চিল –
দোয়েল –

চাতক –
টিয়াপাখি –
মাছরাঙা –
পায়রা –
ময়না –
ঈগল –
সারস –
ঠোঁট –
পেঁচা –
কাদা খোঁচা –

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

গাছ পালা (Tree & components) দারু সেকাম

সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

গাছ পালা (Tree & components) দারু সেকাম

চারাগাছ - পহাদারু
ছোটোডাল - হুডিং ঢাউরাআঃ
কাঠ - সাহান
চেরা কাঠ - সাহান ফাইলা
ঘাস - ঘাসাড়
কাঁঠাল গাছ - কান্ঠাড় দারু
লজ্জাবতী - জাপিদ দারু

আম - উল
কান্ড - বুটা
আঁখ - আখ
কুল - জানুম বিলি / দুধাড়ি
খেজুর - কিতা

গাছ - দারু
শিকড় - পাটা
টুকরো - টুকরা
কাটা - জানুম
ছাল - হারতাআ
লতা - নাড়ি
ধান - হুড়ু
খড় - বুসুঃ বিছুটি - বিছাতি
চা - চা
বট - বাড়ি দারু
বাঁশ - মাট
শাল - সারজম
ঝোপ - লাটা

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

অর্জুন -
শিরিষ -
তুলা -
গুঁড়ি -
তক্তা -
তন্তু -
আগাছা -
হোগলা -
তুঁতগাছ -
পাট -

সুপারি -
শাখা -
পানা -
শেওলা -
শিমূল -
ওক -
নীল -
চন্দন -

বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

শরীরের অঙ্গ প্রত্যঙ্গ (Body parts) হড়মঃ

body_parts
Image Source : colourbox

শরীরের অঙ্গ প্রত্যঙ্গ (Body parts) হড়মঃ


শরীর - হড়-ম
মাথা - বহ অ
মুখ মণ্ডল - মেদ-মহাড়
গাল - জহা
কপাল - মল
দাড়ি - দাঢ়িঃ
দাঁত - ডাটা
চোখ - মেদ
কান - লুতুর
ঠোঁট - লুটি

নাক -মুঁ
গলা - হটঃ অ
তালু - ইডি
চোখের তারা -মণি
বুক - ছাতি
চোখের তারা -মণি
বুক - লাহিঃ
চোখের পাতা - মেদ সেকাম

হাত - তিহ
নখ - নখ
আঙুল - কাটুব
পা - কাটা
বুড়ো আঙুল - মারাং-কাটুব
মাংস - জিলু
কোমর - মায়াং
ওপরের ঠোট - চেতাং লুটি
নিচের ঠোঁট - লাতার লুটি
হাঁটু - হাঁটু

ভ্রু - ভ্রু
পায়ের বুড়ো আঙুল - কাটা-রাআ-বুঢা কাটুব
হাতের বুড়ো আঙুল - তিহি রাআ বুঢা কাটুব
নাভি - বুটি
পায়ের তল - কাটা রাআ তালখা
মধ্য মাঙ্গুলি - তালা কাটুব
ছোট আঙুল - সুইঃ কাটুব
অনামিকা -চুণ্ডল কাটুব
পাঁজর - পাঁজরা
হাড় - জাঙ

চামড়া - হারতাআ
পিও - পিত্তি
রক্ত - মায়ম
শিরা - শিরা
কঙ্কাল - কঙ্কাল
মল - ইঃ
মূত্র - আডু
জিব - আলাং
গোঁফ - দাঢ়ি

➽যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

তলপেট –
নাড়ী –
নাড়ী ভুঁড়ি –
পাকস্থলী –
কুঁচকি –
পাছা –
ধমনী –
ফুসফুস –

Most visited posts