বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

বচন - আদিবাসী কোড়া ভাষার

বাংলা ভাষায় যেমন বচন ও ইংরেজিতে NUMBER এর ব্যাবহারের গুরুত্ব আছে তেমনি আদিবাসী কোড়া ভাষাতে এই বচন বা NUMBER এর ব্যবহার আছে । আমরা আজ সেই নিয়ে আলোচনা করবো।
** তবুও জানিয়ে রাখি , এগুলি সব আমার নিজস্ব প্রতিলিপি ও ভুল ক্ষমা মার্জনীয়।

** অনুরোধ , এরকম কিছু আপনার কাছে লেখা থাকলে আমাদের জানান আমরা আপনাকে সাহায্য করার পথগামী।

bochon kora language picture

আমি / আমরা - ইঞ / আলে
তুমি, তুই / তোমরা , তোরা - আম / আপে
আপনি, আপনারা - আপ
সে / ওরা, তারা - হানি / ইংকু, হাংকু


:)  আপে - তোমরা , তোরা , আপনি, আপনারা


পদার্থ - ( কু )

কোনো পদার্থ বা দলগত কোনো গোষ্ঠির বহুবচনে ওই শব্দের শেষে কু শব্দটি ব্যাবহার করা হয় ।

যেমন,

ইঁট - ইটা
ইঁটগুলি - ইটাকু।

মানুষ - হড় ।
মানুষগুলি - হড় কু।


(তুকু)

বিশেষ্য পদ ( নাম ) এর বহুবচনের ক্ষেত্রে নামের শেষে তুকু শব্দটি বসিয়ে বহুবচন করা হয়।

যেমন,

শুরেশ রা - শুরেশ তুকু।

পাপিয়া রা - পাপিয়া তুকু।

**  নামবাচক বা কোন গোষ্ঠির দুজনের বোঝাতে  তিকিন শব্দটি ব্যাবহার হয়।
  যেমন, শুরেশ রা - শুরেশ তিকিন। ( দুজনকে বোঝাতে )
পাপিয়া রা - পাপিয়া তিকিন।

** ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য । আরো অনেক চ্যাপ্টার আছে দেখতে পারেন ও ইমেইল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পোষ্টগুলি নিজের ইমেইলে পাওয়ার জন্য। এছাড়া আপনার লেখা পাঠাতে পারেন।নিচের যোগাযোগ মাধ্যমে।

আরো দেখুন -Nagchatra koda orchestra 2019 mp3 song Download

whatsapp - 6297542197

email - rhtmudi@gmail.com

phone - 8759601967

শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

ক্রিয়া (VERB) কামি

বাংলায় ক্রিয়া বা ইংরেজিতে VERBযাকে বলা হয় তা হলো কাজ সংঘটিত হওয়া , অর্থাৎ কাজ বা কর্মকেই ক্রিয়া বা VERBবলে। আজ সেরকমই আদিবাসী কোড়া ভাষার ক্রিয়া বা VERB নিয়ে আলোচনা করবো।
সামান্য ভুল ত্রুটি বা আরো এবিষয়ে অভিজ্ঞ মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন।
কোড়া ভাষা-র আরো চ্যপ্টার দেখার জন্য সার্চ করতে পারেন অথবা এই লিংক থেকে পেতে পারেন। কোড়া ভাষা শিখতে চাইলে এই লিংকে যান।

verb in kora bhasha title picture

কোড়া বা কডা ভাসায় verb-এর অতীতকাল বোঝাতে "হুয়লেনা" এবং ভবিষ্যৎকাল বোঝাতে "হুয়ো আ" শব্দটি ব্যাবহার হবে।
যেমন ,
* যাওয়া - সেন
* যাওয়া হয়েছিল - সেন হুয়লেনা
* যাওয়া হবে - সেন হুয়ো আ।

তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাতিক্রম আছে।যেমন,
* শোনা - আয়ুম
* শোনা গিয়েছে - আয়ুমা কানা
* শোনা যাবে - আয়ুমঃ আ ।
আজ সেরকম কিছু শব্দ উপস্থাপন করছি বাকি শব্দ গুলি পরবর্তি সময়ে নিয়ে আসবো।


* দৌড়ানো - নির
দৌড়তে হয়েছিল - নির হুয়লেনা
দৌড়তে হবে - নির হুয়ো আ ।
* বলা - গাম
বলা হয়েছিল - গাম হুয়লেনা
বলা হবে - গাম হুয়ো আ ।
* চলা - সেন চলতে হয়েছিল - সেন হুয়লেনা
চলতে হবে - সেন হুয়োআ ।
* হাঁটা - তাড়ম
হাঁটা হয়েছিল - তাড়ম হুয়লেনা
হাঁটা হবে - তাড়ম হুয়োআ ।
** বাকি গুলো আগের মতোই উচ্চারিত হয়ে ব্যাবহৃত হবে।
গল্প করা - গোজোল ।
ডাকা - রা আ।
কাটা - গ্যাট্‌ / খান্ডিঃ / মা আ।
পরিষ্কার করা - সাপা ।
বওয়া - বহা ।
খাওয়া - জম ।
পাওয়া - নাম।
খেলা - এনেজ।
চিরুনি হওয়া - নাকিঃ।
দেখা - নেল ।
কামড়ানো - গেগের ।
গোটানো - গুটিয়া।
পরা - তুসুং / তুসিঞ ।
খোলা - লাড়া ।

আসা - হিজুউঃ।
তৈরি - বানা ।
সাঁতার কাটা - ঢাউপকা ।
দাঁড়ানো - তিঙ্গু।
লাথি মারা - পাদা।
প্রণাম করা - জহার।
ছোঁড়া - খাঁডিয়া।
মনে রাখা - পাহাম দহ।
পড়া - পঢ়া।
স্বাদ নেওয়া -চাটে।
ছাড়া - আড়াআ।
বন্ধ - হান্ডেঃ।
গালি দেওয়া / বকুনি দেওয়া - এগের।
মারা - দাল।
বাঁধা - তল।
আটকে রাখা - আটকা।
ওড়া - অটাং।
পারা - দাড়ি।

শোয়া -গিতিঃ।
ফাটা - অটেঃ।
জাগা - চির্গাল।
ধরা - সাব।
নিয়ে আসা - আগু।
নেওয়া - হাতা।
পান করা - নুঃ।
তাড়িয়ে দেওয়া - হার।
তাড়ানো - কুদা।
ডোবা - ডুম্বুইঃ।
হেলানো - হিলা।
শেখা - চেট।
দেওয়া - এম।
বাঁচা - বাঞচা।
মরা - গয়ঃ।
জিজ্ঞাসা করা - কুলি।
খোঁজা - পাঁজা।
খুঁজে পাওয়া - হালাং নাম।
ফেলা - গিডি।
মেনে নেওয়া - মানা।
সঙ্গ দেওয়া - গাতি এম।
ব্যাথা দেওয়া - হাসু এম।
ওঠা - দেঃ
গ্রেফতার - সাব ইদি।
মোড়ানো - মোচড়া
পোড়া - রাপাআ
নির্মান করা - বানা।
কেনা - কিরিং।
আরোহণ - দেঃ।
ঢাকা দেওয়া - হারুপ।
ছোঁয়া - ছুয়া।
শেষ - চাবা।
সম্পুর্ণ - পুরা।
চুরি করা - আত্‌কির।
জয় করা - জিতা।
বিবেচনা করা - বুঝা সুঝা।
রান্না করা - ইসিং।
থাকা - তাহি ।
চিৎকার করা - কিকিঃ।
লেখা - অল।
পূজা - বঙ্গাআ।
কাজ - কামি। কাঁদা - ইয়াম।
বুনা - হের।
চরা - আতিং।
বমি - উছাল।

আশা রাখছি ব্যাতিক্রমী শব্দ ভান্ডার পরবর্তী অধ্যায়ে নিয়ে আসবো।
অবশেষে এটাই জানাতে চাই, কেউ যদি উপরের শব্দগুলি পরিবর্তন করে উঠতে পারেন তাহলে সেগুলি নিজের কাছে না রেখে আমাদের উন্মুক্ত কমেন্ট বক্স আছে তাতে লিখুন। বাকী যারা যানতে চাইছে অন্তত তাদের কিছু সাহায্য হবে।

পরবর্তি আরো চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে তাই এই ব্লগকে বুকমার্ক করে রাখুন।এছাড়াও আপনার কাছে এরকম কিছু লেখা থেকে থাকে, আমাদের জানান। আমরা আপনার লেখা সবার সামনে তুলে ধরবো।
➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রচেষ্ঠা। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯

প্রাকৃতিক বাস্তুতন্ত্র (Natural Object)

আমাদের ডিকশনারি পেজে আসার জন্য ধন্যবাদ।এই পেজের তথ্যগুলি বিভিন্ন জায়গার কড়া মানুষের থেকে সংকলন করা হয়েছে।কোনো ভুল ত্রুটি থাকলে comment করে জানান,সেটি পুনরায় গ্রহণ করা হবে।আপনাদের সবার মতামত আমাদের আরো উৎসাহিত করবে।এছাড়া এই website টিকে আরো অন্যান্যদের মধ্যে নিয়ে যান,যাতে সবাই কড়া ভাষা কে সম্পুর্ন রূপে দেখতে পারে।



সূর্য - বেলা


চন্দ্র - চাণ্ডুব


তারা - ইপিল


মেঘ - রিমিল


বৃষ্টি - দাআঃ


বায়ু - হয়ঃ


পাথর - দিরি


বালি - বালি


আকাশ - রিম্বিল


কুয়াশা - কুয়াশা


ধোঁয়া - শুকুল


জল - দাআঃ


আগুন - সেঙ্গেল


শব্দ - আওয়াজ


জমি - বাইত


ধুলি - ধুড়ি


কুপ - কল


পুকুর - পুখুরি / গাডিয়া


খাল - গাডা


নদী - কাঁসাই


বন্যা - বইনা


দেশ - দিশুম


মহাদেশ - মারাংদিসুম


বিদ্যুৎ - কারেন


মাটি - হাসা


আঁধার - নুম্বাঃআ


উদয় - উডুং


ঝড় - হয়ঃ দাআঃ


কাদা - লসট


জংগল - বির


গ্রাম - হাতু


➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।



ভূমিকম্প -


প্রকৃতি -


বরফ -


স্রোত -


দ্বীপ -


গুহা -


জ্যোৎস্না -


আলো -


জেলা -


শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

খেলা (Play) এনেজ

আমাদের ডিকশনারি পেজে আসার জন্য ধন্যবাদ।এই পেজের তথ্যগুলি বিভিন্ন জায়গার কড়া মানুষের থেকে সংকলন করা হয়েছে।কোনো ভুল ত্রুটি থাকলে comment করে জানান,সেটি পুনরায় গ্রহণ করা হবে।আপনাদের সবার মতামত আমাদের আরো উৎসাহিত করবে।এছাড়া এই website টিকে আর অন্যান্যদের মধ্যে নিয়ে যান,যাতে সবাই কড়া ভাষা কে সম্পুর্ন রূপে দেখতে পারে।

বল - বল

ব্যাট - ব্যাট

ব্যায়াম - ব্যাম

মাঠ - ডাহি

খেলা - এনেজ

সাঁতার - ঢাওবকা

ব্যাডমিন্টন - ব্যাডমিন্টন

লুডো - লুডু

দৌড় - নির

দীর্ঘলম্ফন - সাঁগিন জেহেট

উচ্চ-লম্ফন - চেতান জেহেট

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

যানবাহন (conveyances) গাডি




মোটর গাড়ি - মোটর গাডি

রেলপথ - রেলহরা

উড়োজাহাজ - উড়াজাহাজ

ট্রামগাড়ি - ট্রামগাডি

বাইসাইকেল - সাইকেল

তিন চাকা গাড়ি - আপিয়া চাকা গাডি

রিক্সা গাড়ি - রেক্সা

মোটর সাইকেল - মোটা সাইকেল

নৌকা - লাউকা

পালকি - পালখী

রথ - রথ

ঘোড়ার গাড়ি - ঘোড়া গাডি

গরুর গাড়ি - উরিঃ গাডি

রেলগাড়ি - রেলগাডি

দোতালা বাস - বার তালা বাস

ঠেলাগাড়ি - ঠেলা গাডি

মাল গাড়ি - মালগাডি

সেতু - ব্রিজ

বাস - বাস

ট্র্যাক - ট্র্যাক।

মারুতি - মারোতি।

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

ফুল (flower) বাহা


kora bhasay flower name picture



কুঁড়ি - কুঁধি

মালা - মালা

ধুতুরা - ধুতুরা

গাঁদা - গেঁন্দা

জবা - জবা

কাঁটা - জানুম

শালুক - শালুক

বনফুল - বিরবাহা

বকুল - বুকুল

সূর্যমুখী - বেলাবাহা

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়াও নিচে কতকগুলি শব্দ আছে,সেগুলির কড়া মানে জানা থাকলে কমেন্ট করে জানান,সেগুলিও গৃহীত হবে। কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

বোঁটা -

মুকুল -

কেয়া -

শেফালি -

পদ্ম -

গোলাপ -

অপরাজিতা -

চাঁপা -

পাতাবাহার -

রজনীগন্ধা -

দোপাটি -

গন্ধরাজ -

জুঁই -

মল্লিকা -

ডালিয়া -

টগর -

শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

সরীসৃপ (Reptiles)




সাপ - বিঞ

গোসাপ - তরঠ

কেন্নো - কিণ্ডলুম

ঢোঁড়াসাপ - ঢণ্ডা বিঞ

সাপের খোলস - বিঞ খোলস

জোঁক - হাপাট

কেঁচো - কেঁচা

শঙ্খ - শাঁখ

কচ্ছপ - হরঃ

কাঁকড়া বিছা - কিড়িঙ কাটকম

শামুক - গেঁণ্ডা

কোলাব্যাঙ - সাসাং বাউংডা

ছোটো ব্যাঙ - চকে

কুনো ব্যাঙ - খাসরা চকে

গিরগিটি - টেটেং ঠাম্বুঃ

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।


অজগর -

অক্টোপাস -

হাঙ্গর -

তিমি -

গোখরে -

টিকটিকি -

ঝিনুক -

Most visited posts