বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

বচন - আদিবাসী কোড়া ভাষার

বাংলা ভাষায় যেমন বচন ও ইংরেজিতে NUMBER এর ব্যাবহারের গুরুত্ব আছে তেমনি আদিবাসী কোড়া ভাষাতে এই বচন বা NUMBER এর ব্যবহার আছে । আমরা আজ সেই নিয়ে আলোচনা করবো।
** তবুও জানিয়ে রাখি , এগুলি সব আমার নিজস্ব প্রতিলিপি ও ভুল ক্ষমা মার্জনীয়।

** অনুরোধ , এরকম কিছু আপনার কাছে লেখা থাকলে আমাদের জানান আমরা আপনাকে সাহায্য করার পথগামী।

bochon kora language picture

আমি / আমরা - ইঞ / আলে
তুমি, তুই / তোমরা , তোরা - আম / আপে
আপনি, আপনারা - আপ
সে / ওরা, তারা - হানি / ইংকু, হাংকু


:)  আপে - তোমরা , তোরা , আপনি, আপনারা


পদার্থ - ( কু )

কোনো পদার্থ বা দলগত কোনো গোষ্ঠির বহুবচনে ওই শব্দের শেষে কু শব্দটি ব্যাবহার করা হয় ।

যেমন,

ইঁট - ইটা
ইঁটগুলি - ইটাকু।

মানুষ - হড় ।
মানুষগুলি - হড় কু।


(তুকু)

বিশেষ্য পদ ( নাম ) এর বহুবচনের ক্ষেত্রে নামের শেষে তুকু শব্দটি বসিয়ে বহুবচন করা হয়।

যেমন,

শুরেশ রা - শুরেশ তুকু।

পাপিয়া রা - পাপিয়া তুকু।

**  নামবাচক বা কোন গোষ্ঠির দুজনের বোঝাতে  তিকিন শব্দটি ব্যাবহার হয়।
  যেমন, শুরেশ রা - শুরেশ তিকিন। ( দুজনকে বোঝাতে )
পাপিয়া রা - পাপিয়া তিকিন।

** ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য । আরো অনেক চ্যাপ্টার আছে দেখতে পারেন ও ইমেইল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পোষ্টগুলি নিজের ইমেইলে পাওয়ার জন্য। এছাড়া আপনার লেখা পাঠাতে পারেন।নিচের যোগাযোগ মাধ্যমে।

আরো দেখুন -Nagchatra koda orchestra 2019 mp3 song Download

whatsapp - 6297542197

email - rhtmudi@gmail.com

phone - 8759601967

শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

ক্রিয়া (VERB) কামি

বাংলায় ক্রিয়া বা ইংরেজিতে VERBযাকে বলা হয় তা হলো কাজ সংঘটিত হওয়া , অর্থাৎ কাজ বা কর্মকেই ক্রিয়া বা VERBবলে। আজ সেরকমই আদিবাসী কোড়া ভাষার ক্রিয়া বা VERB নিয়ে আলোচনা করবো।
সামান্য ভুল ত্রুটি বা আরো এবিষয়ে অভিজ্ঞ মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন।
কোড়া ভাষা-র আরো চ্যপ্টার দেখার জন্য সার্চ করতে পারেন অথবা এই লিংক থেকে পেতে পারেন। কোড়া ভাষা শিখতে চাইলে এই লিংকে যান।

verb in kora bhasha title picture

কোড়া বা কডা ভাসায় verb-এর অতীতকাল বোঝাতে "হুয়লেনা" এবং ভবিষ্যৎকাল বোঝাতে "হুয়ো আ" শব্দটি ব্যাবহার হবে।
যেমন ,
* যাওয়া - সেন
* যাওয়া হয়েছিল - সেন হুয়লেনা
* যাওয়া হবে - সেন হুয়ো আ।

তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাতিক্রম আছে।যেমন,
* শোনা - আয়ুম
* শোনা গিয়েছে - আয়ুমা কানা
* শোনা যাবে - আয়ুমঃ আ ।
আজ সেরকম কিছু শব্দ উপস্থাপন করছি বাকি শব্দ গুলি পরবর্তি সময়ে নিয়ে আসবো।


* দৌড়ানো - নির
দৌড়তে হয়েছিল - নির হুয়লেনা
দৌড়তে হবে - নির হুয়ো আ ।
* বলা - গাম
বলা হয়েছিল - গাম হুয়লেনা
বলা হবে - গাম হুয়ো আ ।
* চলা - সেন চলতে হয়েছিল - সেন হুয়লেনা
চলতে হবে - সেন হুয়োআ ।
* হাঁটা - তাড়ম
হাঁটা হয়েছিল - তাড়ম হুয়লেনা
হাঁটা হবে - তাড়ম হুয়োআ ।
** বাকি গুলো আগের মতোই উচ্চারিত হয়ে ব্যাবহৃত হবে।
গল্প করা - গোজোল ।
ডাকা - রা আ।
কাটা - গ্যাট্‌ / খান্ডিঃ / মা আ।
পরিষ্কার করা - সাপা ।
বওয়া - বহা ।
খাওয়া - জম ।
পাওয়া - নাম।
খেলা - এনেজ।
চিরুনি হওয়া - নাকিঃ।
দেখা - নেল ।
কামড়ানো - গেগের ।
গোটানো - গুটিয়া।
পরা - তুসুং / তুসিঞ ।
খোলা - লাড়া ।

আসা - হিজুউঃ।
তৈরি - বানা ।
সাঁতার কাটা - ঢাউপকা ।
দাঁড়ানো - তিঙ্গু।
লাথি মারা - পাদা।
প্রণাম করা - জহার।
ছোঁড়া - খাঁডিয়া।
মনে রাখা - পাহাম দহ।
পড়া - পঢ়া।
স্বাদ নেওয়া -চাটে।
ছাড়া - আড়াআ।
বন্ধ - হান্ডেঃ।
গালি দেওয়া / বকুনি দেওয়া - এগের।
মারা - দাল।
বাঁধা - তল।
আটকে রাখা - আটকা।
ওড়া - অটাং।
পারা - দাড়ি।

শোয়া -গিতিঃ।
ফাটা - অটেঃ।
জাগা - চির্গাল।
ধরা - সাব।
নিয়ে আসা - আগু।
নেওয়া - হাতা।
পান করা - নুঃ।
তাড়িয়ে দেওয়া - হার।
তাড়ানো - কুদা।
ডোবা - ডুম্বুইঃ।
হেলানো - হিলা।
শেখা - চেট।
দেওয়া - এম।
বাঁচা - বাঞচা।
মরা - গয়ঃ।
জিজ্ঞাসা করা - কুলি।
খোঁজা - পাঁজা।
খুঁজে পাওয়া - হালাং নাম।
ফেলা - গিডি।
মেনে নেওয়া - মানা।
সঙ্গ দেওয়া - গাতি এম।
ব্যাথা দেওয়া - হাসু এম।
ওঠা - দেঃ
গ্রেফতার - সাব ইদি।
মোড়ানো - মোচড়া
পোড়া - রাপাআ
নির্মান করা - বানা।
কেনা - কিরিং।
আরোহণ - দেঃ।
ঢাকা দেওয়া - হারুপ।
ছোঁয়া - ছুয়া।
শেষ - চাবা।
সম্পুর্ণ - পুরা।
চুরি করা - আত্‌কির।
জয় করা - জিতা।
বিবেচনা করা - বুঝা সুঝা।
রান্না করা - ইসিং।
থাকা - তাহি ।
চিৎকার করা - কিকিঃ।
লেখা - অল।
পূজা - বঙ্গাআ।
কাজ - কামি। কাঁদা - ইয়াম।
বুনা - হের।
চরা - আতিং।
বমি - উছাল।

আশা রাখছি ব্যাতিক্রমী শব্দ ভান্ডার পরবর্তী অধ্যায়ে নিয়ে আসবো।
অবশেষে এটাই জানাতে চাই, কেউ যদি উপরের শব্দগুলি পরিবর্তন করে উঠতে পারেন তাহলে সেগুলি নিজের কাছে না রেখে আমাদের উন্মুক্ত কমেন্ট বক্স আছে তাতে লিখুন। বাকী যারা যানতে চাইছে অন্তত তাদের কিছু সাহায্য হবে।

পরবর্তি আরো চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে তাই এই ব্লগকে বুকমার্ক করে রাখুন।এছাড়াও আপনার কাছে এরকম কিছু লেখা থেকে থাকে, আমাদের জানান। আমরা আপনার লেখা সবার সামনে তুলে ধরবো।
➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রচেষ্ঠা। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

কডা ভাষার ভিন্নার্থক শব্দ

কডা ভাষার ভিন্নার্থক শব্দ

কোড়া ভাষায় ভিন্নার্থক শব্দ ছবি

জহার কডা সমাজ । আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ব্লগে আসার জন্য । আশা রাখছি আরো নতুন কিছু এরকম লেখা নিয়ে হাজির হতে থাকবো। আপনাদের আমার এই লেখা গুলো কেমন লাগছে , সেই নিয়ে একটু মতামত জানান এবং কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে লিখে পাঠান। আর পরবর্তী লেখা সাথে সাথে পাওয়ার জন্য ফলো বোতাম প্রেস করুন।



আজ একটা নতুন টপিক নিয়ে শুরু করছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। কডা ভাষার ভিন্নার্থক শব্দ নিয়ে লেখা।

আগে কিছুটা ভিন্নার্থক শব্দ সম্বন্ধে জেনে নিই। যে সব শব্দের উচ্চারণ কাছাকাছি একইরকম এবং বানানও মিল বিশিষ্ট । বলা যায় পুরোপুরি জড়ানো কিন্তু তার অর্থ আলাদা আলাদা। যদি উদাহরণ দেখা যায় যেমন , চাল - খাওয়ার চাল , ঘরের চাল।
এরকমই কডা ভাষাতেও এই রকম শব্দ আছে , সেগুলোর কিছু শব্দ নিচে তুলে ধরছি। আসুন দেখে নিই শব্দগুলো।

কডা ভাষার ভিন্নার্থক শব্দ

  1. সজা - সহজ(যা কিছু বলা সহজ)। সোজা (এই সোজা আসুন)
  2. হাড়াম - বুড়ো। স্বামী
  3. আড়া-আ - ছেড়ে দেওয়া । শাক
  4. রা-আ - ডাকা । সংযোজন শব্দ ( নাপাম রা-আ, সেন-অ রা-আ )
  5. তিকি - সেদ্ধ । গরুর উকুন
  6. দাড়ি - ক্ষমতা । গোঁফ
  7. মাহা - গত বছর । দিন
  8. হাঁডে - সেখানে (সেখানে যাও)। কাছে( তার কাছে আছে)
  9. কাসা - কাঁসা । কষা স্বাদ
  10. ঘুরা - বেড়ানো । ঘোরানো


আপনার এই লেখা দেখে কি মনে হলো তা একটু দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর রোজ দেখুন থুতিজাগার ব্লগ। অন্য কাউকে যদি দেখাতে চান , তবে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন।

কডা ভাষার ভিন্নার্থক শব্দ

** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

Most visited posts