সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

কডা ভাষার ভিন্নার্থক শব্দ

কডা ভাষার ভিন্নার্থক শব্দ

কোড়া ভাষায় ভিন্নার্থক শব্দ ছবি

জহার কডা সমাজ । আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ব্লগে আসার জন্য । আশা রাখছি আরো নতুন কিছু এরকম লেখা নিয়ে হাজির হতে থাকবো। আপনাদের আমার এই লেখা গুলো কেমন লাগছে , সেই নিয়ে একটু মতামত জানান এবং কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে লিখে পাঠান। আর পরবর্তী লেখা সাথে সাথে পাওয়ার জন্য ফলো বোতাম প্রেস করুন।



আজ একটা নতুন টপিক নিয়ে শুরু করছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। কডা ভাষার ভিন্নার্থক শব্দ নিয়ে লেখা।

আগে কিছুটা ভিন্নার্থক শব্দ সম্বন্ধে জেনে নিই। যে সব শব্দের উচ্চারণ কাছাকাছি একইরকম এবং বানানও মিল বিশিষ্ট । বলা যায় পুরোপুরি জড়ানো কিন্তু তার অর্থ আলাদা আলাদা। যদি উদাহরণ দেখা যায় যেমন , চাল - খাওয়ার চাল , ঘরের চাল।
এরকমই কডা ভাষাতেও এই রকম শব্দ আছে , সেগুলোর কিছু শব্দ নিচে তুলে ধরছি। আসুন দেখে নিই শব্দগুলো।

কডা ভাষার ভিন্নার্থক শব্দ

  1. সজা - সহজ(যা কিছু বলা সহজ)। সোজা (এই সোজা আসুন)
  2. হাড়াম - বুড়ো। স্বামী
  3. আড়া-আ - ছেড়ে দেওয়া । শাক
  4. রা-আ - ডাকা । সংযোজন শব্দ ( নাপাম রা-আ, সেন-অ রা-আ )
  5. তিকি - সেদ্ধ । গরুর উকুন
  6. দাড়ি - ক্ষমতা । গোঁফ
  7. মাহা - গত বছর । দিন
  8. হাঁডে - সেখানে (সেখানে যাও)। কাছে( তার কাছে আছে)
  9. কাসা - কাঁসা । কষা স্বাদ
  10. ঘুরা - বেড়ানো । ঘোরানো


আপনার এই লেখা দেখে কি মনে হলো তা একটু দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর রোজ দেখুন থুতিজাগার ব্লগ। অন্য কাউকে যদি দেখাতে চান , তবে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন।

কডা ভাষার ভিন্নার্থক শব্দ

** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

Most visited posts