সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

মাছ (Fish) হাকু

সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

মাছ (Fish) হাকু

মৎস্য জিবি - হাকুসাব হড়
ছিপ - বাড়শি
টানা জাল - গহাড় জাল
ফাতনা - চুংগি
চরকি - চরখি
মৎস্য চাষ - হাকু চাষ
মাছ ধরা - হাকু সাব

মাছধরার সুতো - ডোর
জাল - জাল
কৈই মাছ - কৈই হাকু
মাগুর - মাঁগুর
শিঙ্গি - সুইহাকু
মাছের ডিম - হাকু বিলি

পুঁটি - পুঠি
পোনা - পোনা
কাঁকড়া - কাটকম
মাছের পটকা - হাকুডেনা
শোলমাছ - শোলহাকু

চিংড়ি - চিংড়ি
নোনা মাছ - বুলুং হাকু
বান মাছ - বাইন হাকু
শঙ্খ - শাঁখ
মাছের আঁশ - হাকু চাঁয়া

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

ইলিশ -
মাছধরার বল্লিম -

Most visited posts