বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

সময় (Time) সময়

আমাদের ডিকশনারি পেজে আসার জন্য ধন্যবাদ।এই পেজের তথ্যগুলি বিভিন্ন জায়গার কড়া মানুষের থেকে সংকলন করা হয়েছে।কোনো ভুল ত্রুটি থাকলে comment করে জানান,সেটি পুনরায় গ্রহণ করা হবে।আপনাদের সবার মতামত আমাদের আরো উৎসাহিত করবে।এছাড়া এই website টিকে আর অন্যান্যদের মধ্যে নিয়ে যান,যাতে সবাই কড়া ভাষা কে সম্পুর্ন রূপে দেখতে পারে।
আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

সময় (Time) সময়

দিন - শিঙ্গি
সপ্তাহ - সপ্তা
দুপুর - তিকিন
রাত্রি - আয়ুব
সকাল - সেতাআঃ
বিকেল - তারসিন
বৎসর - শিরমং
মাস - বঙ্গা
দিক - দর
গ্রীষ্ম - সিতুম বেলা
শীত - রাবাং
অদ্য - তিহিঞ
আগামীকাল - গাপা
পরশু - মেয়াং
গতকাল - হলা
অপরশু - এন্দ্রেজ
ঘণ্টা - ঘণ্টা
মধ্যরাত্রি - তালা নিঁদা

➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।এছাড়া নিচে কিছু শব্দ আছে সেগুলোর কড়া মানে জানা থাকলে,দয়া করে কমেন্ট করে জানান।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রয়াস। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

মুহূর্ত -
গোধূলি -
সন্ধ্যা -
ঊষা -
যুগ -

Most visited posts