মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

কোড়া ভাষা শিক্ষা - পঞ্চম অধ্যায়

কোড়া ভাষা শিক্ষা

পঞ্চম অধ্যায়

শুরু করার আগে সামান্য কথা: 

আমরা আমাদের প্রথম দিনের ক্লাস শুরু করে দিয়েছি।এটা আমাদের পঞ্চম দিনের পদক্ষেপ।আশা করছি আপনারা সবাই আগ্রহের সাথে গ্রহণ করছেন। যদি আপনি আগের অধ্যায় গুলো না পড়ে থাকেন, তবে এখান থেকে দেখে নিয়ে আসুন।


  1.   কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
  2.   কোড়া ভাষা শিক্ষা- দ্বিতীয় অধ্যায়
  3.   কোড়া ভাষা শিক্ষা- তৃতীয় অধ্যায়
  4.   কোড়া ভাষা শিক্ষা- চতুর্থ অধ্যায়


আরো পড়ুন -
 Nagchatra koda orchestra 2019 mp3 song Download

 আপনার কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ও আপনার বন্ধু-বান্ধব পরিবার সবাইকে শেয়ার করুন।আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।



kora bhasha shikkha ponchom odhyay picture

কোড়া ভাষা শিক্ষা- পঞ্চম অধ্যায়


আমি নিচে কতকগুলো বাক্য কোড়া ভাষায় অনুবাদ করেছি , সেগুলো দেখুন এবং তারও নিচে কিছু অনুশীলন আছে সেগুলো অনুবাদ করে জানান, কমেন্ট বক্সে। 

             কোড়া ------ বাংলা ----- ইংলিশ





  1.  সাসাং বাহা - হলুদ ফুল - Yellow Flower.
শব্দ ভাণ্ডার
          সাসাং - হলুদ,yellow.  বাহা - ফুল, Flower.


২)  পুন্ডি পুন্ডি কাশি বাহা বুগিন গে - সাদা সাদা কাশফুল খুব দারুন - White catkins like charm.

শব্দ ভাণ্ডার
         পুন্ডি - সাদা, White.   কাশিবাহা  - কাশফুল, Catkins .  বুগিন - দারুন , charm.


৩)  বেলা রাআ রঙ আরাআ - সূর্যের রঙ লাল - Sun's colour is red .

শব্দ ভাণ্ডার
       বেলা - সুর্য, Sun.  আরাআ - লাল,Red.



৪)  আবুআ উব্‌ রাআ রঙ হেন্দে  - আমাদের চুলের রঙ কালো -  Our hairs colour is black.

শব্দ ভাণ্ডার
       উব - চুল, hair.   হেন্দে - কালো,black.

৫)  হালি কেড়া সেকাম চিন্তং সাসাং এনা , কাঞ বুঝালিনিঞ - সবুজ কলা পাতা কখন হলুদ হলো ,বুজলামই না - When Green banana leaf gone yellow ,I didn't know .

শব্দ ভাণ্ডার
       হালি - সবুজ, Green.  কেড়া সেকাম - কলাপাতা, banana leaf. চিন্তং - কখন,when.  হুয়ে না - হলো, gone. কাঞ সারিনাম লাঞ - বুঝলামই না, I didn't know.



অতিরিক্ত

নেলতে - দেখতে, look into.

         

কোড়া ভাষা শিক্ষা - পঞ্চম অধ্যায়



অনুশীলনী

  1. সূর্য সাদা হলো।
  2. বাড়ির রঙটি সবুজ।
  3. কালো গরুগুলো যায়।
  4. হলুদ ফুল দেখতে সুন্দর।
  5. লাল রঙের ছাগলের দাম কম।
শব্দ ভাণ্ডার
       নেলতে - দেখতে, look into. 

সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম।    ।। জহার ।। 




কোড়া ভাষা শিক্ষা - ষষ্ঠ অধ্যায়

কোড়া ভাষা শিক্ষা

ষষ্ঠ অধ্যায়

শুরু করার আগে সামান্য কথা:

আমরা আমাদের প্রথম দিনের ক্লাস শুরু করে দিয়েছি।এটা আমাদের ষষ্ঠ দিনের পদক্ষেপ।আশা করছি আপনারা সবাই আগ্রহের সাথে গ্রহণ করছেন। যদি আপনি আগের অধ্যায় গুলো না পড়ে থাকেন, তবে এখান থেকে দেখে নিয়ে আসুন।



  1.   কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
  2.   কোড়া ভাষা শিক্ষা- দ্বিতীয় অধ্যায়
  3.   কোড়া ভাষা শিক্ষা- তৃতীয় অধ্যায়
  4.   কোড়া ভাষা শিক্ষা- চতুর্থ অধ্যায়
  5.   কোড়া ভাষা শিক্ষা- পঞ্চম অধ্যায়

 আপনার কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ও আপনার বন্ধু-বান্ধব পরিবার সবাইকে শেয়ার করুন।আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।



kora bhasha shikkha shoshtho odhyay picture

কোড়া ভাষা শিক্ষা - ষষ্ঠ অধ্যায়


আমি নিচে কতকগুলো বাক্য কোড়া ভাষায় অনুবাদ করেছি , সেগুলো দেখুন এবং তারও নিচে কিছু অনুশীলন আছে সেগুলো অনুবাদ করে জানান, কমেন্ট বক্সে। 

কড়া ---- বাংলা

কোড়া ভাষা শিক্ষা - ষষ্ঠ অধ্যায়


১।  হানি থুতি, কা গামে আয়। - সে কথা বলছে না। 
শব্দ ভাণ্ডার
           হানি - সে, থুতি - কথা, কা - না, গামে আয় - বলছে।


২। বকঞ ভিডিও নেলে আয়। - ভাই ভিডিও দেখছে।
শব্দ ভাণ্ডার
          বকঞ - ভাই, নেলে আয় -  দেখছে ।

৩। হাঙ্কু ঝতঃ মিশিঞ রাআ হান্ডে সেনা কানাকু। - তারা সবাই বোনের কাছে গিয়েছে।
শব্দ ভাণ্ডার
          ঝত - সবাই, মিশিঞ - বোন, রাআ - এর ( বোন-এর,বোনের), হান্ডে - কাছে, সেনা কানাকু - গিয়েছে।

৪। ইঞ কাঞ গাম দাড়িঃ তানিঞ । - আমি বলতে পারছি না।
শব্দ ভাণ্ডার
         কাঞ - না ( এখানে কথা বলা অর্থে), গাম - বলা, দাড়িঃ তানিঞ - পারছি।


৫।  আম কি আয়ুম নামে আম? - তুমি কী শুনতে পাচ্ছো?
শব্দ ভাণ্ডার
          আয়ুম - শোনা, নামে আম - পাচ্ছো।

কোড়া ভাষা শিক্ষা - ষষ্ঠ অধ্যায়

অনুশীলনী

  1. কে সিনেমা দেখতে যায়?
  2. তোমরা সবাই কি শুনতে পাচ্ছো ?
  3. ফুল কি সুন্দর !
  4. আমি কথা বলছি না।
  5. তারা সবাই দেখতে গেছে।

শব্দ ভাণ্ডার
       

পরবর্তী  ভাগ

সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম। 

।। জহার ।। 

শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯

কোড়া ভাষা শিক্ষা - চতুর্থ অধ্যায়


কোড়া ভাষা শিক্ষা

চতুর্থ অধ্যায়

শুরু করার আগে সামান্য কথা: 

আমরা আমাদের প্রথম দিনের ক্লাস শুরু করে দিয়েছি।এটা আমাদের চতুর্থ দিনের পদক্ষেপ।আশা করছি আপনারা সবাই আগ্রহের সাথে গ্রহণ করছেন। যদি আপনি আগের অধ্যায় গুলো না পড়ে থাকেন, তবে এখান থেকে দেখে নিয়ে আসুন।


  1.    কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
  2.    কোড়া ভাষা শিক্ষা- দ্বিতীয় অধ্যায়
  3.    কোড়া ভাষা শিক্ষা- তৃতীয় অধ্যায়

 আপনার কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ও আপনার বন্ধু-বান্ধব পরিবার সবাইকে শেয়ার করুন।আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।



kora bhasha shikkha choturtho odhyay picture

কোড়া ভাষা শিক্ষা- চতুর্থ অধ্যায়


আমি নিচে কতকগুলো বাক্য কোড়া ভাষায় অনুবাদ করেছি , সেগুলো দেখুন এবং তারও নিচে কিছু অনুশীলন আছে সেগুলো অনুবাদ করে জানান, কমেন্ট বক্সে। 

             কোড়া ------ বাংলা ----- ইংলিশ



  1.  তিহিন রোববার - আজ রবিবার - Today is sunday.
শব্দ ভাণ্ডার
          তিহিন - আজ,today.  রোববার - রবিবার,sunday.


২)  গাপা সোমবার- কাল সোমবার - Tomorrow is monday.

শব্দ ভাণ্ডার
         গাপা - কাল, tomorrow.


৩)  ইঞ গুরুবার সেনঞ- আমি বৃহস্পতিবার যাবো - I will go thursday .

শব্দ ভাণ্ডার
       গুরুবার - বৃহস্পতিবার,thursday. সেনঞ - যাবো,will go. 



৪)  আম গামেম - তুমি বোলো - You tell.

শব্দ ভাণ্ডার
       গামেম - বলো, Tell.


৫)  উরিজ কু তিঙ্গুঁ আ কানাকু - গরু গুলো দাঁড়িয়ে আছে - Cows are standing.

শব্দ ভাণ্ডার
       উরিজ - গরু, cow. কু - গুলো, are. তিঙ্গু আ কানাকু - দাঁড়িয়ে আছে, standing.


অতিরিক্ত
          আরো পড়ুন - Adibasi koda new mp3 song download 2020

কোড়া ভাষা শিক্ষা - চতুর্থ অধ্যায়



অনুশীলনী

  1. আজ কী বার?
  2. আপনারা আগামীকাল আসবেন।
  3. বলো, যাবে।
  4. ওরা কথা বলছে।
  5. দেখো ছাগলগুলো।
শব্দ ভাণ্ডার
       হিজুঃপে - আসবেন,will come. সেন আম - যাবে,will go. থুতি গামে আকু - কথা বলছে, tailking. 

সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম।    ।। জহার ।। 

শনিবার, ২ মার্চ, ২০১৯

কোড়া ভাষা শিক্ষা- তৃতীয় অধ্যায়

কোড়া ভাষা শিক্ষা 

তৃতীয় অধ্যায়

শুরু করার আগে সামান্য কথা: 

আমরা আমাদের প্রথম দিনের ক্লাস শুরু করে দিয়েছি।এটা আমাদের তৃতীয় দিনের পদক্ষেপ।আশা করছি আপনারা সবাই আগ্রহের সাথে গ্রহণ করছেন। যদি আপনি আগের অধ্যায় গুলো না পড়ে থাকেন, তবে এখান থেকে দেখে নিয়ে আসুন।

  1.    কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
  2.    কোড়া ভাষা শিক্ষা- দ্বিতীয় অধ্যায়

 আপনার কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ও আপনার বন্ধু-বান্ধব পরিবার সবাইকে শেয়ার করুন।আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।


kora bhasha shikkha tritiyo odhyay picture

কোড়া ভাষা শিক্ষা- তৃতীয় অধ্যায়

আমি নিচে কতকগুলো বাক্য কোড়া ভাষায় অনুবাদ করেছি , সেগুলো দেখুন এবং তারও নিচে কিছু অনুশীলন আছে সেগুলো অনুবাদ করে জানান, কমেন্ট বক্সে। 

             কোড়া ------ বাংলা ----- ইংলিশ



  1.  আমাআ নুতুম কিনা আ ? - তোমার নাম কি? - what is your name?
শব্দ ভাণ্ডার
          নুতুম - নাম,name. কিনাআ - কী,what. 


২)  আম কি দুরাং আয়ুমে আম ? - তুমি কি গান শুনছো? - Are you listening song?

শব্দ ভাণ্ডার
         আয়ুমেআম - শুনছো,listening.


৩)  আলেআ হাতু রাআ নুতুম রিশা। - এমাসের গ্রামের নাম রিশা। - My village;s name is risha.

শব্দ ভাণ্ডার
       গ্রাম - হাতু, village. 



৪)  ইঞ ইস্কুল হেতেঃ হিজুউ তানিঞ। - আমি স্কুল থেকে আসছি। - I am coming from school.

শব্দ ভাণ্ডার
       হেতেঃ - থেকে,from. হিজুউ তানিঞ - আসছি,coming.

বেশি দেখা ঃ- জিজ্ঞাস্য শব্দ - কুলি জাগার

অতিরিক্ত

         

কোড়া ভাষা শিক্ষা - তৃতীয় অধ্যায়



অনুশীলনী

  1. তোমার গ্রামের নাম কি?
  2. আমি বিকেলে গান শুনি।
  3. সকালে সুন্দর লাগে।
  4. তোমরা আসবে ? 
  5. আমি ইস্কুল যাচ্ছি।

পরবর্তী  ভাগ

কোড়া ভাষা শিক্ষা - চতুর্থ অধ্যায়

সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম।    ।। জহার ।। 

বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯

কোড়া ভাষা শিক্ষা - দ্বিতীয় অধ্যায়

কোড়া ভাষা শিক্ষা- দ্বিতীয় অধ্যায়

শুরু করার আগে সামান্য কথা: 

আমরা আমাদের প্রথম দিনের ক্লাস শুরু করে দিয়েছি।যদি আপনি না পড়ে থাকেন, তবে এখান থেকে দেখে নিয়ে আসুন।
   কোড়া ভাষা শিক্ষা - প্রথম দিন
 আপনার কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ও আপনার বন্ধু-বান্ধব পরিবার সবাইকে শেয়ার করুন।আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।


kora bhasha shikkha dwitiyo odhyay picture

কোড়া ভাষা শিক্ষা- দ্বিতীয় অধ্যায়

আমি নিচে কতকগুলো বাক্য কোড়া ভাষায় অনুবাদ করেছি , সেগুলো দেখুন এবং তারও নিচে কিছু অনুশীলন আছে সেগুলো অনুবাদ করে জানান, কমেন্ট বক্সে। 

কোড়া ------ বাংলা ----- ইংলিশ

  1.  নেলেম হাংকু সেন-অ তানাকু - দেখ তারা যায় - See , they are going.
শব্দ ভাণ্ডার
নেলেম - দেখ, see. 

২)আবু সেন-অ তানাবু - আমরা যাচ্ছি - We are going. 
শব্দ ভাণ্ডার
         সেন-অ তানাবু -যাচ্ছি, going.

৩)  আম কথাং হেতেঃ হিজুঃ তানাম ? - তুমি কোথা থেকে আসছো ? - Where from you coming ? 
  শব্দ ভাণ্ডার
হেতেঃ - থেকে, from. হিজুঃ তানাম - আসছো, coming. 


৪)  এনাটা আলেআ অড়া - ঐটা আমাদের বাড়ি - That is our house.
শব্দ ভাণ্ডার
এনাটা - ঐটা, That. আলেআ - আমাদের, our.

৫)  উংকু দুরাং আয়ুমেয়াকু - ওরা গান শুনছে- They listening song.
শব্দ ভাণ্ডার
উংকু - ওরা, they. দুরাং - গান, song. আয়ুমেয়াকু  - শুনছে, listening.
অতিরিক্ত
কোড়া ভাষা শিক্ষা- দ্বিতীয় অধ্যায়

অনুশীলনী

  1. তোমরা কোথায় যাচ্ছো ?
  2. তারা বাড়ি যাচ্ছে।
  3. তুমি বিকেলে যাবে।
  4. আমরা ঘর যাবো।
  5. আমি ইস্কুল যাচ্ছি।
পরবর্তী  ভাগ
কড়া ভাষা শিক্ষা - তৃতীয় অধ্যায়

সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম। ।। জহার ।।

শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

কোড়া ভাষা শিক্ষা-প্রথম অধ্যায়

কোড়া ভাষা শিক্ষা - থুতিজাগার

(প্রথম অধ্যায়)

সামান্য কথা

       অনেক চিন্তা ভাবনার পর শুরু করতে চলেছি, কড়া ভাষা শেখানোর পদক্ষেপ । কোন ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনা করছি। যতটা পেরেছি খুবই আগ্রহের সাহায্যে চেষ্টা করেছি। আপনার কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ও আপনার বন্ধু-বান্ধব পরিবার সবাইকে শেয়ার করুন।আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।



kora bhasha sikkha prothom oddhyay picture


কোড়া ভাষা শিক্ষা - থুতিজাগার 

(প্রথম অধ্যায়)

আমি নিচে কতকগুলো বাক্য কোড়া ভাষায় অনুবাদ করেছি , সেগুলো দেখুন এবং তারও নিচে কিছু অনুশীলন আছে সেগুলো অনুবাদ করে জানান, কমেন্ট বক্সে। 

লেখকের প্রতিবেদন

কোড়া ভাষা শিক্ষা - থুতিজাগার 

লেখকের প্রতিবেদন 

          প্রথমে সবাইকে এই পেজে আসার অভিনন্দন ও ধন্যবাদ জানাই।এই বইয়ে যে সমস্ত বিষয় গুলো আছে , সেগুলো আমার "কোড়া" ভাষা জানার ও বলার অভিশ্রুতি।বেশির ভাগ অংশই আমার নিজ থেকে গৃহীত ও সমাদৃত। তবে কিছু কিছু অংশ বিভিন্ন বন্ধু-বান্ধব পরিবার পরিজন ও বিভিন্ন বয়স্ক দের অর্জন ও গ্রহণ করেছি।হয়ত অনেকাংশেই ভুল প্রমাণিত হতে পারে । এই বইটি লেখার প্রতি আমার প্রধান উদ্দেশ্য হলো -----

  1. আমাদের "কোড়া" ভাষা সবার সামনে তুলে ধরা।
  2. আমার বা আমাদের "কোড়া" ভাষার বন্ধু-বান্ধব ,পরিজন , ব্যাক্তিবর্গ জানেন না , তাদের জানানোর প্রচেষ্টা।
  3. ভাষাটি যে লুপ্তপ্রায় হতে চলেছে পুনঃসংস্কার।
  4. যারা "কোড়া" ভাষা শিখতে চান বা চাইছেন তাদের প্রতি অভিনন্দন।
সর্বশেষে পাঠকের উদ্দেশ্য নিয়ে, আপনাদের যদি বইটি কাজে লেগে থাকে তবে আমার বইটি লেখার পরিশ্রম সার্থক হবে। বইটি নিজ দ্বারা প্রকাশিত ও মার্জিত।

তারিখ ঃ ২৮ নভেম্বর ২০১৮

সাহায্য বাদে ----

  1. দীনেশ মুদি ( গ্রাম - জগাই) নাগচিকি অক্ষর আবিষ্কারক
  2. সাধু সিং ( গ্রাম - ঝাটিয়া ) নাগচিকি সফটওয়ার তৈরি
  3. শ্যামল মুদি ( বিন্দুকাটা) ঝাড়গ্রাম 
  4. অরুণ মুদি কোড়া ( বর্ধমান) মুদি মিউজিক সেন্টার 
  5. শিবা মুদি (গ্রাম - কুঞ্জচক) 
ধন্যবাদান্তে
 পলাশ মুদি

Most visited posts