অনেক দিনের পর আবার আমরা কোড়া ভাষা শিক্ষা ক্লাস চালু করছি। আরো অন্য কিছু চ্যাপ্টার নিয়ে ব্যাস্ত থাকার কারনে সময় দিতে পারিনি দুঃখিত। আজ আমরা কিছু গুলো কোড়া ভাষার সর্বনাম অংশ নিয়ে কিছু বাক্য গঠন ও বলতে শিখবো।
যদি আপনি আগের অধ্যায় গুলো না পড়ে থাকেন, তবেএখানথেকে দেখে নিয়ে আসুন।
- কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
- কোড়া ভাষা শিক্ষা-দ্বিতীয় অধ্যায়
- কোড়া ভাষা শিক্ষা-তৃতীয় অধ্যায়
- কোড়া ভাষা শিক্ষা-চতুর্থ অধ্যায়
- কোড়া ভাষা শিক্ষা-পঞ্চম অধ্যায়
- কোড়া ভাষা শিক্ষা- ষষ্ঠঅধ্যায়
আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে সুধু পড়ে সেগুলি চুপচাপ থাকবেন না, কারো জানা
এমন বন্ধু দের সাথে বলতে শুরু করুন অথবা নিচে কমেন্ট বক্সে বলুন বা
লিখুন।
প্রথমে কিছু শব্দ উচ্চারন করবো। তারপর সেই শব্দ দিয়ে বাক্য গঠন করবো। এই
অনুশীলনের বেশির ভাগ অংশই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার পাশাপাশি উচ্চারিত
হয়।
প্রথমে শব্দটা পড়বেন ।
শব্দ গুলো ভেঙে ভেঙে বলতে চেষ্টা করুন।
আমি- ইঞ
তুমি- আম
আমরা - আলে
তোমরা - আপে
তোমার – আমা আ
আপনি – আপে
আপনারা – আপে
তোমাদের – আপে আ
আপনার কেমন লাগলো তার মতামত নিচের কমেন্ট বক্সে জানাবেন।
এবার আমরা উপরিল্লিখিত শব্দ গুলো দিয়ে বাক্য গঠন করবো।
- আমি কোড়া ভাষা জানিনা - ইঞ কডা জাগার কাঞ সারিঞ।
- তুমি কী জানো? আম কি সারিয়াম ?
- আমরা বাড়িতে আছি । আলে অড়াআ রে মেনাআ লেয়া।
- তোমার আছে - আমাআ মেনাআ
- তোমরা এসো - আপে হিজুউ পে।
- আপনি একটু সরুন - আপে হুডাং সরাআ পে।
- আপনারা ভালো কাজ করছেন - আপে বুগিন কামি করাআপে।
- তোমাদের কথা বুঝলাম না - আপেআ থুতি কাঞ বুঝা লিনিঞ।;
আজ এই পর্যন্তই আবার হাজির হবো আরো কয়েক শব্দ নিয়ে। তার জন্য এগুলো অভ্যাস করতে থাকুন। এবং রেগুলার চেক করুন এই ব্লগ। প্রতিদিন কিছু না কিছু নতুন আসছে এই ব্লগে।