কোড়া ভাষা শিক্ষা- দ্বিতীয় অধ্যায়
শুরু করার আগে সামান্য কথা:
আমরা আমাদের প্রথম দিনের ক্লাস শুরু করে দিয়েছি।যদি আপনি না পড়ে থাকেন, তবে এখান থেকে দেখে নিয়ে আসুন।
কোড়া ভাষা শিক্ষা - প্রথম দিন
আপনার কেমন লাগছে তা নিচের কমেন্ট বক্সে লিখে জানান ও আপনার বন্ধু-বান্ধব পরিবার সবাইকে শেয়ার করুন।আপনার একটি শেয়ার অনেকের চোখ খুলে দিতে পারে।
আমি নিচে কতকগুলো বাক্য কোড়া ভাষায় অনুবাদ করেছি , সেগুলো দেখুন এবং তারও নিচে কিছু অনুশীলন আছে সেগুলো অনুবাদ করে জানান, কমেন্ট বক্সে।
কোড়া ------ বাংলা ----- ইংলিশ
- নেলেম হাংকু সেন-অ তানাকু - দেখ তারা যায় - See , they are going.
অনুশীলনী
- তোমরা কোথায় যাচ্ছো ?
- তারা বাড়ি যাচ্ছে।
- তুমি বিকেলে যাবে।
- আমরা ঘর যাবো।
- আমি ইস্কুল যাচ্ছি।
কড়া ভাষা শিক্ষা - তৃতীয় অধ্যায়
সবার শেষে সবাইকে অনুরোধ করছি, সবাই কমেন্ট করে জানান । তবে আমাদের মনোবল ও পাঠকগণদের আগ্রহ বাড়বে। সর্বশেষে সবাইকে শেয়ার করার অনুরোধ রাখলাম। ।। জহার ।।