মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

রিশা কুঞ্জচক ক্লাবের মাধ্যমে ত্রান তহবিলের দান কিছু দুঃস্থ পরিবারকে ।

খাবারের অনটন সাধারন দুঃস্থ মানুষকে হিংস্র থেকে আরো হিংস্র-এর পথে নিয়ে যেতে পারে। যা কিনা যে কোনো মহামারীর থেকেও সুবিশাল। তাই এসো সেই মানুষদের পাশে এসে দাঁড়াই- এই মনস্কামনা নিয়ে রিশা কুঞ্জচক সিধু কানু ক্লাব ও গ্রামের সদস্য মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।


আজ থেকে শুরু হলো তাদের ত্রান তহবিল। এই তহবিলের মধ্য দিয়ে নিজেরা দুঃস্থ মানুষের পাশে থাকার পরিকল্পনায় সংঘবদ্ধ হলেন। প্রায় ৩৩ টি পরিবার ও  প্রায় ২০ দিন ধরে আটকে থাকা ২টি পরিবারকে Sanitization সাবান ও খাবারের আনুষঙ্গিক সামগ্রী প্রদান করলেন। পরে আবার কিছু পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

আরো পড়ুনঃ-
Dr. Ambedkar এর জন্মদিন উপলক্ষে কোড়া সমাজের quiz competition রাজ্য কোড়া সংগঠনের।

তাদের ভাষায় আমাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করার দরকার নেই। যদি সাহায্য করতে চান তাহলে আপনার গ্রামে, এলাকায় এরকম দুঃস্থ পরিবার সাহায্য করুন।তাহলেই আমরা খুশি।

Corona ভাইরাস নিয়ে সচেতন হোন। অপরকে সচেতন করুন। সবাই সুস্থ থাকুন।

আরো ছবি দেখার জন্য নিচের লিঙ্কে প্রবেশ করুন।
এইখান থেকে দেখুন
এই ছবি গুলো সোসাল মিডিয়ায় পোস্ট করবেন না। ( অনুরোধ)

শনিবার, ১১ এপ্রিল, ২০২০

১১০ পরিবারকে ত্রান প্রদান জগাই গরাম বুড়ি কোরা কডা সমিতির।

কোরোনা মহামারী কবে যে শেষ হবে তারপর হয়তো খেতে পাবো, না হয় না খেয়েই মরে যাবো। এমনই বার্তা সেই পরিবারগুলোর যারা এখনও দিন গুনছে নতুন আশার।
jogai somiti gives food essential to peaple picture 1

দীর্ঘ ২১ দিনের হঠাৎ লকডাউন সমস্ত মানুষকে বিপর্যস্ত করে দিয়েছে। যারা রোজ আনে রোজ খায় এরকম মানুষ খুবই খাবারের অভাবে কষ্টের মধ্যে দিন চালিয়ে যাচ্ছেন। সরকার যেরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রকম সহায়তা দিয়ে সেরকমই কিছু পরিবারকে  সাহায্য দান জগাই গরাম বুড়ি কোরা কডা সমিতির।খড়্গপুর-এর গোকুলপুর গ্রামে প্রায় ১১০ জনের মতো গরিব পরিবারকে চাল, ডাল, আলু দান করলেন এই সমিতি। তাদের এক মেম্বারের কথায় " সবাই যদি এরকম কিছু কিছু মানুষদের খুঁজে এভাবে সাহায্য করি তাহলে আরো কিছু মানুষকে  না খেয়ে দিন কাটাতে হবে না। যতটা পারবেন তাই দিয়ে সাহায্য করুন আপনার পাশাপাশি এলাকার গরিব সাহায্যপ্রার্থী মানুষদের " ।
ভবিষ্যতে তারা আরো কিছু পরিবারকে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন।
jogai somiti gives food essential to peaple picture 2

আশা রাখছি, এই অনুপ্রেরণা পেয়ে অনেকে আরো কিছু মানুষের আর্থিক মন্দায় সাহায্য করবেন।

বাড়িতে থাকুন, সুস্থ থাকুন,  নিরাপদ থাকুন।
Corona ভাইরাস ছড়ানো থেকে দূরে থাকুন।

রবিবার, ৫ এপ্রিল, ২০২০

রাজ্য কোরোনা ত্রান তহবিলে টাকা প্রদান আদিবাসী কোড়া সমাজ সংগঠনের । দেখুন কোন কোন জেলা কমিটি কত দিয়েছে।

কোরোনা মহামারীতে বিশ্ব এখন ধরাশায়ী। এই কোরোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ রাজ্য ত্রান তহবিলে আর্থিক অনুদান প্রদান পশ্চিমবঙ্গ-এর আদিবাসী কোড়া সংস্থার কয়েকটি জেলার।



রাজ্য কোরোনা ত্রান তহবিলে টাকা প্রদান আদিবাসী কোড়া সমাজ সংগঠনের ছবি

দেখুন কোন কোন জেলা কমিটি কত দিয়েছে।

বিশ্বে কোরোনা (covid-19) এক বিরাট মানের মহামারির অংশ নিয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে প্রায় ৫০,০০০ হাজারের কাছা কাছি মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। এখনও পর্যন্ত ভারতে প্রায় ৩,০০০ হাজারের বেশি মানুষ এই মারন রোগে আক্রান্ত এবং ৯০ জনেরও বেশি মানুষ প্রান হারিয়েছেন। পশ্চিমবঙ্গেও প্রায় ৫০ জনের কাছা কাছি আক্রান্তের সংখ্যা ও 6 জন জীবন হারিয়েছেন।

(তথ্য covid19india - থেকে সংগৃহীত)

আরো দেখুনঃ-  বডেঃ - কডা গণনাট্য ।। পঞ্চম অঙ্ক || তৃতীয় অংশ

এই মহামারী মোকাবিলায় আর্থিক সহযোগিতায় এবার এগিয়ে এলো আদিবাসী কোড়া (কডা) সমাজ ।পশ্চিম বঙ্গ কোড়া সমাজ সংস্থার পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে রাজ্য কোরোনা রিলিফ ফান্ডে ছোটো অনুদান ১,৫০০ টাকা দান করা হলো। এছাড়াও দক্ষিন দিনাজপুর ২,০০০ টাকা , বাঁকুড়া ১৫০০ টাকা, বীরভূম ১,৫০০ টাকা , পশ্চিম বর্ধমান ১,৫০০ টাকা, পূরুলিয়া ১,৫০০ টাকা দিয়ে এই জেলা গুলিও আর্থিক সাহায্য প্রদান করেন।

আপনি কী আদিবাসী কোড়া জাতি, বিভিন্ন খবরা-খবর সম্বন্ধে কিছু জানেন? লিখতে চান? আসুন মিলেমিশে আদিবাসী কোড়া (কডা) সমাজকে এগিয়ে চলি।যোগাযোগ করুন নিচের নিম্নলিখিত কোনো একটি মাধ্যম দিয়ে।

Email - Rhtmudi@gmail.com
Phone - 8759601967 / 8918873621
Whatsapp - 8918873621
Facebook - facebook.com/thutijagar

কোরোনা ভাইরাস রোগ সামান্য নয়, এ এক বিরাট মহামারী। এর কোনো টিকা আবিস্কার হয়নি, এই ভাইরাসকে একমাত্র আক্রান্ত মানুষের সংস্পর্শ ত্যাগ করেই হারানো যেতে পারে। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। সরকারের নিয়ম মেনে চলুন। থুতিজাগার গ্রুপের মাধ্যমে জনস্বার্থে প্রচারিত।

Most visited posts