মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

রিশা কুঞ্জচক ক্লাবের মাধ্যমে ত্রান তহবিলের দান কিছু দুঃস্থ পরিবারকে ।

খাবারের অনটন সাধারন দুঃস্থ মানুষকে হিংস্র থেকে আরো হিংস্র-এর পথে নিয়ে যেতে পারে। যা কিনা যে কোনো মহামারীর থেকেও সুবিশাল। তাই এসো সেই মানুষদের পাশে এসে দাঁড়াই- এই মনস্কামনা নিয়ে রিশা কুঞ্জচক সিধু কানু ক্লাব ও গ্রামের সদস্য মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।


আজ থেকে শুরু হলো তাদের ত্রান তহবিল। এই তহবিলের মধ্য দিয়ে নিজেরা দুঃস্থ মানুষের পাশে থাকার পরিকল্পনায় সংঘবদ্ধ হলেন। প্রায় ৩৩ টি পরিবার ও  প্রায় ২০ দিন ধরে আটকে থাকা ২টি পরিবারকে Sanitization সাবান ও খাবারের আনুষঙ্গিক সামগ্রী প্রদান করলেন। পরে আবার কিছু পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

আরো পড়ুনঃ-
Dr. Ambedkar এর জন্মদিন উপলক্ষে কোড়া সমাজের quiz competition রাজ্য কোড়া সংগঠনের।

তাদের ভাষায় আমাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করার দরকার নেই। যদি সাহায্য করতে চান তাহলে আপনার গ্রামে, এলাকায় এরকম দুঃস্থ পরিবার সাহায্য করুন।তাহলেই আমরা খুশি।

Corona ভাইরাস নিয়ে সচেতন হোন। অপরকে সচেতন করুন। সবাই সুস্থ থাকুন।

আরো ছবি দেখার জন্য নিচের লিঙ্কে প্রবেশ করুন।
এইখান থেকে দেখুন
এই ছবি গুলো সোসাল মিডিয়ায় পোস্ট করবেন না। ( অনুরোধ)

Most visited posts