শনিবার, ২৮ মার্চ, ২০২০

বডেঃ - কডা গণনাট্য ।। পঞ্চম অঙ্ক ।। তৃতীয় দৃশ্য

koda gononatyo bode ponchom onko tritiyo drishyo chobi

বডেঃ - কডা গণনাট্য

[ পঞ্চম অঙ্ক ]
{ তৃতীয় দৃশ্য }


[ দীপু দুঃ মিনিঃইয়ে , চিন্তা তেনে, লিলি দুরং ল-অ বলতেনে ]
লিলিঃ- হুঁ ......। ( দীপুকে কয়ঃ কেতেঃ ) অকয় ? দীপু , আম। চিনে চিকে-এম?
দীপুঃ- নে-এ দু-এ কিনিঞ। চিনেঃ চিকেঞ গাম ?
লিলিঃ- ইঞ হঁ-অ নেতে দাড়া-ভাড়া হি-এ নিঞ। উড়ারে ভালি কা আটকার তানা। তো আমা ল-অ নাপাম হুয়ে না, ভালি গে হুয়ে না। নে-এ জায়গা টা দারুণ মিনা-আ । সামাংরে ফাঁকা মাঠ , ফাঁকা রিমিল , চিমতিঃ অড়ে উটাং সন-অ তানাকু , ফুরফুরে হয়ঃ আর হেদেরে মিনিয়াম আম। মনটা পেরেজ চাবাঃ তানা।

দীপুঃ-কিন্তু ইঞা-আ মনটা কা পেরেঃ-গ তানা।


বডেঃ - কডা গণনাট্য ।। পঞ্চম অঙ্ক ।। তৃতীয় দৃশ্য


লিলিঃ- চিকেন তি? চিন্তা হউয়ও তানা সি , টেনশন। চিনেরেন টেনশন ?
দীপুঃ-লেলেম ! আমা-আ বাবা ইঞে নাতিঃ ভালিঞে। আর ইঞ যদি(পাছেদ) আমা-আ ল-অ নাকাঞ , তাহলে আমা-আ বাবা তিকিন সারি নাম লাখান চিনেঃ গাম কিনিঞ। আমা-আ মাঞকে নিকা , মানে এমনি বুঝতেকে গামিম, চিনেঃ গামেয়ে লিলিম ?
লিলিঃ- ইঞ মাঞকে গামরেন আয়মা চেষ্টা তে-এঞ । কিন্তু গাম কাঞ দারি তি-ইঞ। আর নাহা আমা ল-অ জাগারতে লেল লাখান, না এগের কু তানাকিন, চিকেন তি কি জানি ?
দীপুঃ-মনে হয়, বুঝোঃ নামে-এ-কিন।

লিলিঃ- মিঞে জাগার চিনেঃ বুঝইনাম। আবো কোডা, সামতার ( সান্তাড়) যা কিছু মিনিয়াকু, বেশিরভাগ গে বডে নেশা। আম নাতিঃ মারাং হারায় নাম, চিমতিঃ ধৈর্য , চিমতিঃ কষ্ট পারম কেতেঃ কাম চাই আম যে , আমা-আ বাবা লাকা হুয়োম, সি হন বাহুকে কষ্ট এম। আর ইঞ যা অল-অ পুড়া কেতে , মেঃ লুতুরতে যা চে-এ নিঞ , ইঞগে বুঝোঃনাম । তাহলে আলাং যদি দুতোমো-অ-লাং, সংসারেই লাং , তাইলে আলাং ঝানা ঝামলা কা ধান-আ। হুয়ো-আ মিঞেঃ সুখরেন সংসার , না-আ-টা মাঞ-বাবা তিকিন কাকিন বুঝোঃতানা।

দীপুঃ- তাইলে নিকা কেতেঃ গে বুঝোঃ কিনমে।
লিলিঃ- কিন্তু কাঞ গাম দারিকিন তিনিঞ।
দীপুঃ-তাইলে চিনেঃ হুয়ো-আ ?
লিলিঃ- দ তাইলে নিরেই লাঙ।
দীপুঃ-আহাঁ ! নির লাখান কা হুয়ো-আ। আঙ্কিনকে বুঝোঃ হুয়ো-আ। মুচারে কা বুঝোঃ দারি লাখান হঁ-অ ইটা-আ যাহা দিক দিয়ে বুঝোঃ হুয়ো-আ।

[ উডুং-এনাকিন ]

** মাতবে নিন্তিগে ,পরের দৃশ্য লাতার রে
আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।


আরো দেখুন -আদিবাসী কোড়া মোবাইল Ringtone 2021
** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।





** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
ফেসবুকঃ-ফেসবুক গ্রুপ
সাইট ম্যানেজারঃ- Palash.Mudi(ফেসবুক লিঙ্ক)
8167724107 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
ইমেইলঃ- Rhtmudi@gmail.com

Most visited posts