বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

বডেঃ - কডা গণনাট্য ।। পঞ্চম অঙ্ক ।। দ্বিতীয় দৃশ্য



koda gononatyo bode ponchom onko dwitiyo drishyo chobi

বডেঃ - কডা গণনাট্য

[ পঞ্চম অঙ্ক ]

{ প্রথম দৃশ্য }


[উমেশ আর কান্তি জাগারে-এ কিন ]

কান্তিঃ- হাঁ গো ! বিটি তো আয়মা মারাং চাবায় নে। এবার তো বয়ঃ হন কু কে লেল হুয়ো-আ , দুতোম এম হুয়ো-আ।
উমেশঃ- তা তো এম হুয়ো-আ।
কান্তিঃ-তো ঝানা-আ ব্যাবস্থাম। যাহা দিকে লেল উডুঙম। ভালি পাড়া যেন বয়ঃ নামিয়াম। উরা-আ দুয়োর ভালি ধান-আ। ঝানা-আ গে কামিয়াকু , বডে-ফডে কাকু নুয়া।
উমেশঃ- আমতি বুগিন হন দ কুথাং নামিয়াম। আবো কডা হন দ অটো-অ বডে কাকু নুয়া ?
কান্তিঃ- আমতি নু হন ল-অ দ চিকেন তি ইমিয়াম। এনে মধ্যে গে যত্ত লেল আতেন কেতেঃ এম হুয়ো-আ।
উমেশঃ- তারপর অটো-অ নাহা-আ যা রাকাপা কানা , পণ টাকা । ইরাহন দুতোম এম মুশকিল।
কান্তিঃ- বিটিরেন যুখান চিঙকে লাগা-আ আলাং হঁ-অ বাবুরেন যুখান ইঙ্কা হাতায় লাং।
উমেশঃ- ধুর খেপি ! আমকে অটো-অ চিনেঃ বুঝঃমিঞ। যত্ত পাহী কি সমান হুয়ো-আকু। আম যেমন গামে-এম বিটিকে ভালি উরা-আ রে ইমিঞ।পাহী যদি ভালি ধান-আকু , গামেয়াকু আলে শিক্ষিত বুগিন ইরাহন চাই। পন-টাকা কালে হাতায়া। আর যদি গামেয়াকু আলে-এ উরা-আ দুয়োর ভালি গিয়া , আলে-এ হন না-আ কামিয়ে আলে নাতি-ঈ পণ-টাকা চাই। তাহলে টাকা এমেম। বানখান আমা-আ ইরাহন কাকু ইদিয়া।
কান্তিঃ- বেশ বেশ ! ঝানা-আ গে মিঞে ব্যাবস্থা হুয়ো-আ। নাহা-আ-রেন দিনকাল হঁ-অ খুঃ খারাপ সন-অ তানা। চিমতি-ই ইরাহন উডুঙ সেন-অ তানাকু। আলাঙা-আ বিটি হঁ-অ চিমতোঃ চিকে তিয়ে হাঁ গাম মুশকিল। অটো-অ চিঙকে গে আয়ুমেঃ কিনিঞ। , বিটি চিলং দীপু ল-অ খুঃ গে গল্প ভাড়ায় তেনে।
উমেশঃ- আমমা যত্ত গে আয়ুমিয়াম। গল্প কে-এ তো চিকেয় না।
কান্তিঃ- ইঙ্‌কা গল্প গল্প ল-অ গে উডুং সন-আকু , কাম শারি-আম।
উমেশঃ-আচ্ছা ! দীপু ল-অ গে জুরা লাখান চিঙকে হুয়ো-আ , গামতো।
কান্তিঃ- হে ! আনি ল-অ দ জুরা কা হুয়ো-আ। মিঞে উরা-আ দুয়োর ভালি বা-আয় না। মাঞ-বাবাতেঃ তিকিন মাতাল গিয়াকিন।
উমেশঃ- মাঞ-বাবাতেঃ তিকিন মাতাল গিয়াকিন তো চিকেই না ? হনটা ভালি গিয়ে সি কায় , গাম।
কান্তিঃ- তা তো ভালি গিয়ে।
উমেশঃ- আর আমা-আ বিটিতো মাঞ-বাবাতেঃ তিনেঃ ল-অ কায় ধান-আয়। আর দীপু হঁ-অ শান্ত-শিষ্ট হন। যাহান বডে নেশা কি যাহান খারাপ স্বভাব ঝাহানা-আ বা-আয় না। শুধু হুডং অল-অ পুড়া টাগে কম মিনি-ই। দরকার হুই লাখান ঘর-জামাই ধানঃ-আয় সি চিনেঃ ? আর আনি ছাড়া আবো চাষবাস হঁ-অ হুয়ো-অ তানা করে-এ । যত্ত টাগে আনি করা তাকা-এ। আলাঙা-আ যা হন , না-আই খাটা-আয়? মিঞে কামী গাম লাখানগে গামে-এ কাঞ দারি-ইঞ। না-আই জমে-এ চিকেতে এনেটা চিন্তা । পুড়া কেতেঃ যাহান কামী কু নামে-এ তো ভালি। বানখান আলাং অটো-অ চিমিন দিন।
কান্তিঃ- তাঁও হঁ-অ তানা। তবে লেলেম চিকেয়াম।
উমেশঃ- তবে আঙ্‌কিন অটো-অ খুশি-আ-কিন তো। আর যদি সারিগে খুশি-আ-কিন , তাহলে খুঃ গল্প আলো তাকা কিনাম। আর আলাং যা জাগারে-এ লাং , না-আ যেন আকিনা-আ লুতুর রেঃ কা সন-আ বানখান মুশকিল হুয়ো-আ। বিটি চিমতিঃ তে পুড়া দারি তেনে পুড়া-আ খায় দিলোং কায় দারি-আয় ইলোং ব্যাবস্থা হুয়ো-আ। বুঝঃ নাম কে-এম।
কান্তিঃ- হ্যাঁ , তাহলে এবার তেকেঃ আঙ্‌কিন কে লক্ষ্য হুয়ো-আ।
[ উডুং-এনাকিন ]
** মাতবে নিন্তিগে , পরের দৃশ্য লাতার রে

আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।

** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।




** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

Most visited posts