মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

বডেঃ - কডা গণনাট্য ।। পঞ্চম অঙ্ক ।। প্রথম দৃশ্য

koda gononatyo bode ponchom onko prothom drishyo chobi




 বডেঃ - কডা গণনাট্য

[ পঞ্চম অঙ্ক ]

{ প্রথম দৃশ্য }


[ দীপু আর লিলি মিনি-আ কিণ ]

লিলিঃ- আমকে আয়মা দিন তেকেঃ মিঞে জাগার গাম বলে , গাম আর কাঞ দারিঃ মে তিনিঞ।
দীপুঃ- চিকেন জাগার , গাম ?
লিলিঃ- আচ্ছা! আনাটা বাদেম। গামেম তো , ইঞেঃ দাদা চিকেন তি আমকে রাগগে লেল মিয়ে ?
দীপুঃ- অ না-আ-টা। তবে আয়ুমেম , আমা-আ মাঞ তিকিন আলো গাম কিনাম।
লিলিঃ- তাই গে , কাঞ গাম কিনিঞ।
দীপুঃ- আমা-আ দাদা চুটি , গাঁজা , বডেঃ যত্ত গে নুয়ে শারিয়াম তো ?
লিলিঃ- আঁহা তো । অ... এনে তেগে মিসে খান চিঙকে গে শু-আনায়।
দীপুঃ- মিঃ দিন চিমিনটা গাঁতি কুড়া কুল-অ মিঞে বাগানরে সিগারেট নু-একু , চিনেঃকু জমে-একু। কাকু খেয়াল তি-ঈঞা। সেন পারম নিঞ। ইমতো লেলে তিঞাকু। নিয়ে পরের দিন এন্ডেগে বডেঃ নু তে-একু আর সাঃআ তিঞাকু। কুলিঞ তানাকু " অকয়কে গাম তে-এ কু-আম "। আমতিঃ তেকে গামকু তিনিঞ যাহায়কে কাঞ গাম। কাকু আয়ুমে-এ দাল লাগায় নাকু। ইঞ হঁ-অ রাগতে হানতে নাতে ঘুষি ভাড়াকে-এ কুঞ। সেই তেকেঃ ইঞকে রাগগে লিলিঞে।
লিলিঃ- অ নে-এ ব্যাপার। আলে-এ উরা-আ-রে আমা-আ খুঃগে হানা না-আ গামে-এ।
দীপুঃ- আর আম ?
লিলিঃ- ইঞ চিকেঞ। ইঞ আয়ুমে-এঞ আর চিন্তা-ইঞ। আমা-আ আংকা হন কিন্তু মিঃ দিন হঁ-অ আংকা কাঞ লেল। আর বাবা দ কায়গে বিশ্বাস গ-অয়। আচ্ছা , আর আমকি কাম দুতোম গ-অম ?
দীপুঃ- ইঞেঃ দুতোমরেন জাগার গামে-এম। ইঞে লাকা হতভাগা হনকে উকিটা ইরাহন ইমিয়াকু ? গাম !
লিলিঃ- চিকেন তি ?
দীপুঃ- চিকেন তি অটো-অ । ইঞে মাঞ বাবারেন ঠিক বা-আয় না। ইঞেঃ উরা-আ দুয়োর ঠিক বা-আয় না । জম নু রেন ঠিক বা-আয় না। তাহলে যাহায় কি নে-এ কষ্ট নাথাং ইরাহন এমকু-আ-কু?
লিলিঃ- যত্ত ঠিক গিয়া রে , যত্ত ঠিক গিয়া। শুধু মিঞে জিনিস ঠিক বা-আয় না। চিনেঃ বডেঃ ! বডেঃ উকিয়াঃ বহ-অ জমতে-এ আনিকে শেষ তর তি-ঈয়ে। আমা-আ উরা-আ-রে নে-এ হালটাগে হুয়ে কানা। তবে আমতো ঠিক গিয়াম। অকয়কে আগুয়াম আনি তো আমা-আ ল-অ ধান-আয়। তবে অসুবিধা কুথাং ?
দীপুঃ- হররেন সিদে নজর মাঞ বাবা , উরা-আ দুয়োর, লয়ঙ- বাড়্‌গি।
লিলিঃ- ঠিক গামতে-এম । আর আসল নজর হুয়ে না আমকে। শারিগে , আমা-আ মিঞে জীবনরে ইচ্ছা ধান-কানা পুড়ারেন, কিন্তু কা পুরণ না। ইঞ নাহা-আ বুঝঃ নামে-এঞ। তবে আম কাম পুড়া লাখান চিনেঃ চিকে কিয়াম, ভগমান গে সারিয়ায়। দীপু , আমকে অটো-অ মিঞে জাগার গামমে তিনিঞ ঝানা-আ কাম মনেয়াম তো ?
দীপুঃ- গাম চিকেন জাগার ?
লিলিঃ- ইঞ না আমকে খুঃ গে খুশি কিনিঞ । আমা-আ ল-অ দুতোমঞ। চিনেঃ গামে-এম ?
দীপুঃ- না-আ চিকেন জাগার গামিঞ তানাম। না-আ কা হুই দারি-আ । না-আ কুক্‌মু আলো লেলেয়াম ।
লিলিঃ- চিকেন নাতিঃ ?
দীপুঃ- লেলেম ইঞেঃ ঝানা-আ বা-আয় না। আর আম হুয়েনাম , মিঞে শিক্ষিত ইরাহন। আর ইঞ মূর্খ বাগাল । আমকে ইঞেঃ তিহিরে এমমিয়াকু , না-আটা বিশ্বাস কাঞ দারিঃ তিনিঞ।
লিলিঃ- ইঞ গামেঃ কিনিঞ নে-এ জাগার কু গে গামিঞাম । লেলেম আলে-এ লয়ং বাড়্‌গি মিনা-আ , আম না সেন লাখান ভালি কেতেঃ চাষ কা হুয়ো-আ। ইঞেঃ মাঞ বাবা আমা-আ মাঞ বাবা হেতেঃ ভালি দহন কেতেঃ হঁ-অ ইঞেঃ দাদারেন আঙ্কা হাল গামে-এম। আমা-আ মাঞ-বাবা চিঙকে আর আম চিঙকে। তাহলে গাম ইঞেটা চিকেনতিঃ কা হুই দারি-আ। ইঞ আমকে খুশি কিনিঞ রূপটা লেল কেতেঃ লহয়। আমা-আ কামী, গুন, স্বভাব দুলোড় যত্ত লেল কেতেঃ। ইঞেঃ মাঞ-বাবা যদি রাজি-আকিন তাহলে আম রাজি তো?
দীপুঃ-চিনেঃ গামিঞ। আম যখন নিকা জাগার গামে-এম তাহলে ইঞেঃ আপত্তি বা-আয় না।
[ উডুং-এনাকিন ]
** মাতবে নিন্তিগে , পরের দৃশ্য লাতার রে

আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।

** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।




** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

Most visited posts