বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

হিযুপে বুই হিযুপে 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য

হিযুপে বুই হিযুপে 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য


সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।


আজ থেকে আমরা সমস্ত আদিবাসী কোড়া গানের নিয়মিত পুরো তথ্য নিয়ে হাজির হবো। সাথে থাকবে সেই গানের লিরিক্স, বাংলায় অনুবাদ, গানের মূল বিষয় ও সংক্ষিপ্ত আলোচনা। সাথে থাকুন আরো জানুন আদিবাসী কোড়া ভাষাকে। এছাড়া অন্য কোনো আদিবাসী কোড়া গানের সম্বন্ধে জানার ইচ্ছে থাকলে কমেন্ট করে জানাবেন।


সার সংক্ষেপ - ২০২১ সালের গরীব পরিবেশে পরিবেষ্টিত হিযুপে বুই হিযুপে গান সত্যিই অসাধারন কৃত্বিত্বের অধিকারী।গানটি তৈরি হয়েছে বর্ধমানের আদিবাসী কোড়া গ্রামে। গানটি শুনতে যেমন অসাধারন তেমনি সরল কন্ঠ ও ভাষায় পরিতৃপ্ত। কাজের মধ্যেও যে সুখ আছে তা এই গানের মধ্যে পরিস্কার। নিজের এলাকার এত কষ্টের কাজ থাকা সত্বেও বাইরে খাটতে যেতে নারাজ লেখক। যতই কষ্ট হোক নিজের গ্রামের কাজই ভালো কিন্তু বাইরের ভন্ডামিতে ঢুকতে চান না।পরিশেষে জানাতে চান , খেটে খুটেও যেন আমরা কিছু পড়াশুনো শিখি যাতে আমাদের পরবর্তীতে অসুবিধে না হয়।

HIZUPE BUI HIZUPE picture


মূল তথ্য

গান - হিযুপে বুই হিযুপে (HIZUPE BUI HIZUPE)
শুভমুক্তি - Sep 11, 2021
লিরিক্স - রবি কোড়া
গায়ক - সুভাষ কোড়া
সুরকার - সুভাষ কোড়া
অক্টোপ্যাড - নীল মাধব
মিউজিক - ইমতিয়াজ (IH)
কিবোর্ড প্লেয়ার - কিরণ
ঢোল - সুকুমার কড়া
রেকর্ডিং - IH STUDIO
ক্যামেরা - সৈকত সাইন
এডিটিং - ইমতিয়াজ (IH)
অফিশিয়াল - চ্যানেল - IH STUDIO
কপিরাইট - IH STUDIO
যোগাযোগ - 7865039089
ঠিকানা - ফুলাইপুর : বীরভূম


লিরিক্স

হিযুপে বুই হিযুপে, আপে হিযুপে
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।

অনুবাদ

এসো তোমরা, তোমরা এসো
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো...।


লিরিক্স

হিযুপে বুই হিযুপে, আপে হিযুপে
আপে ঝুড়িয়া আগুইপে,
আপে কুডি আগুইপে,
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে।
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।

অনুবাদ

এসো তোমরা, তোমরা এসো
তোমরা ঝুড়ি নিয়ে আসো
তোমরা কোদাল নিয়ে আসো
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো।
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো...।


লিরিক্স

দিকু কুরেন কামি তা চাউলি তিকু হুয়া
হনকারে আগু করে , কামিয়াবু দেলা।।
দিকু কুরেন কামি তা চাউলি তিকু হুয়া
হনকারে আগু করে , কামিয়াবু দেলা।।
অটঅ নেএ দিশুম হানে দিশুম,
অটঅ নেএ দিশুম হানে দিশুম কা সেন হুয়া।।
আপে ঝুড়িয়া আগুইপে,
আপে কুডি আগুইপে,
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।

অনুবাদ

বাঙালি দের কাজ করে যে, চাল টাকা আসবে।
ছেলেদের নিয়ে এসে, কাজ করবো এসো।
বাঙালি দের কাজ করে যে, চাল টাকা আসবে।
ছেলেদের নিয়ে এসে, কাজ করবো এসো।
আরো এই দেশে সেই দেশে,
আরো এই দেশে সেই দেশে যেতে হবে না।
তোমরা ঝুড়ি নিয়ে আসো
তোমরা কোদাল নিয়ে আসো
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো।
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো...।


লিরিক্স

কামি খাটা হর তাবু ইন্তি বুঝাআপে
নু যম করে যেন অলনিয়াপে।।
কামি খাটা হর তাবু ইন্তি বুঝাআপে
নু যম করে যেন অলনিয়াপে,
তাইত রবি গামেপে ত
তাইত রবি গামেপে ত
বুগিন দহনাপে
আপে ঝুড়িয়া আগুইপে,
আপে কুডি আগুইপে,
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।

অনুবাদ

খেটে-খুটে মানুষ আমরা এইটুকু বোঝ
খাওয়া দাওয়া করা ছাড়াও যেন পড়াশোনা শেখ।।
খেটে-খুটে মানুষ আমরা এইটুকু বোঝ
খাওয়া দাওয়া করা ছাড়াও যেন পড়াশোনা শেখ,
তাইতো রবি বলছে এবার
তাইতো রবি বলছে এবার
ভালো থাকবে
তোমরা ঝুড়ি নিয়ে আসো
তোমরা কোদাল নিয়ে আসো
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো।
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো...।


লিরিক্স

হিযুপে বুই হিযুপে, আপে হিযুপে
আপে ঝুড়িয়া আগুইপে,
আপে কুডি আগুইপে,
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে।
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় প।।
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।

অনুবাদ

এসো তোমরা, তোমরা এসো
তোমরা ঝুড়ি নিয়ে আসো,
তোমরা কোদাল নিয়ে আস ,
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো।
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো।।
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো...।


জহার! আপনাকে এই পোষ্ট দেখার জন্য। গানটি শোনার জন্য নিচের WATCH ON বাটনে ক্লিক করুন।

আরো দেখুন -আই এ বি এ পাস কুড়ি 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য

কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না আর রেগুলার এরকম ইন্টারেস্টিং বহু লেখা পাওয়ার জন্য নিচ থেকে ইমেইল সাইন আপ করুন অথবা ব্লগ ফলো করে রাখুন।এখন বিদায় নিচ্ছি হাজির হবো আরো কিছু লেখা নিয়ে। সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন।
যদি আপনি চান লিখতে তাহলে আমাদের সাথে যোগ দিন আমরা আপনাকে পুরো সাহায্য করার পক্ষে। আসুন, আমাদের কোড়া ভাষাকে এগিয়ে নিয়ে চলি।


আই এ বি এ পাস কুড়ি 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য


মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

আই এ বি এ পাস কুড়ি 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য

আই এ বি এ পাস কুড়ি 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য


সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।


আজ থেকে আমরা সমস্ত আদিবাসী কোড়া গানের নিয়মিত পুরো তথ্য নিয়ে হাজির হবো। সাথে থাকবে সেই গানের লিরিক্স, বাংলায় বাদানুবাদ, গানের মূল বিষয় ও সংক্ষিপ্ত আলোচনা। সাথে থাকুন আরো জানুন আদিবাসী কোড়া ভাষাকে। এছাড়া অন্য কোনো আদিবাসী কোড়া গানের সম্বন্ধে জানার ইচ্ছে থাকলে কমেন্ট করে জানাবেন।


সামান্য তথ্য - সোস্যাল মিডিয়ায় বহু চর্চিত সুপারহিট আই এ বি এ পাস কুড়ি (I A BA PASS KURI) এক আদিবাসী কোড়া traditional ডাবুঙ গান । আদিবাসী কোড়া গানের ভান্ডারে অপরিসীম ভাবনার মধ্য দিয়ে চমক এই গান। মানুষের রূপের চেয়ে মানুষের গুণেই দামী এই হলো গানের মূল বিষয়। যতোই রূপের বড়াই করো না কেন সেই রূপ চিরস্থায়ী নয়, কিন্তু গুন সর্বদা সচল।জানবো আরো কিছু তথ্য।

I A BA PASS KURI picture


মূল তথ্য

গান - আই এ বি এ পাস কুড়ি (I A BA PASS KURI)
শুভমুক্তি - Sep 4, 2021
লিরিক্স - দীপক কুমার মুদি
গায়ক - দীপক কুমার মুদি
প্রযোজক - দীপক কুমার মুদি
মিউজিক - যোগেশ্বর মান্ডি
রেকর্ডিং - সাগুন স্টুডিও
ক্যামেরা - শ্রীকান্ত মাহাত
এডিটিং - যোগেশ্বর মান্ডি
অফিশিয়াল - চ্যানেল - GMKO
কপিরাইট - Galang Mala Koda Orchestra
যোগাযোগ - 7407336794
ঠিকানা - বিন্দুকাটা : ঝাড়গ্রাম


লিরিক্স

আই এ বি এ পাস কুড়ি চাকরি জামাই নানাম তান,
আই এ বি এ পাস কুড়ি চাকরি জামাই নানাম তান।।
দেবি দূর্গা লেকা নেল তান দম,
দেবি দূর্গা লেকা নেল তান দম...।

অনুবাদ

আই এ বি এ পাস মেয়ে (তুমি) চাকরি জামাই খুঁজ ,
আই এ বি এ পাস মেয়ে (তুমি) চাকরি জামাই খুঁজ ।
দেবী দূর্গার মতো দেখাচ্ছো ,
দেবী দূর্গার মতো দেখাচ্ছো...।


লিরিক্স

রুপতে আমদ কিশাড় গেয়াম,গুনতে আমদ রেগেঁজ গেয়াম,
রুপতে আমদ কিশাড় গেয়াম,গুনতে আমদ রেগেঁজ গেয়াম।।
রুপ হাতেঃ দ মাসি্‌ গুনগে কিশাড়া ,
মাসিঃ রুপ হাতেঃ দ মাসি্‌ গুনগে কিশাড়া ...।

অনুবাদ

রূপে তুমি ধনী হবে, গুনে তুমি গরীব ,
রূপে তুমি ধনী হবে, গুনে তুমি গরীব ।
রূপ থেকে তো গুণই ধনী ,
রূপ থেকে তো গুণই ধনী...।


লিরিক্স

কড়া পাঞ্জাতে বয়স পারমেনাআ চাকরি জামায় কথাংরে ,
কড়া পাঞ্জাতে বয়স পারমেনাআ চাকরি জামায় কথাংরে ।।
চাকরি জামায় হঁ টাটা বায় বায় ,
মাসিঃ চাকরি জামায় হঁ টাটা বায় বায় ...।

অনুবাদ

ছেলে খুজঁতে বয়স পেরিয়ে গেল চাকরি জামাই কোথায় রে ,
ছেলে খুজঁতে বয়স পেরিয়ে গেল চাকরি জামাই কোথায় রে ।
চাকরি জামাইও টাটা বাই বাই ,
চাকরি জামাইও টাটা বাই বাই...।


লিরিক্স

আই এ বি এ পাস কুড়ি চাকরি জামাই নানাম তান,
আই এ বি এ পাস কুড়ি চাকরি জামাই নানাম তান।।
দেবি দূর্গা লেকা নেল তান দ,
দেবি দূর্গা লেকা নেল তান দম...।

অনুবাদ

আই এ বি এ পাস মেয়ে (তুমি) চাকরি জামাই খুঁজ ,
আই এ বি এ পাস মেয়ে (তুমি) চাকরি জামাই খুঁজ ।
দেবী দূর্গার মতো দেখাচ্ছো ,
দেবী দূর্গার মতো দেখাচ্ছো...।


লিরিক্স

রুপতে আমদ কিশাড় গেয়াম,গুনতে আমদ রেগেঁজ গেয়াম,
রুপতে আমদ কিশাড় গেয়াম,গুনতে আমদ রেগেঁজ গেয়াম।।
রুপ হাতেঃ দ মাসি্‌ গুনগে কিশাড়া ,
মাসিঃ রুপ হাতেঃ দ মাসি্‌ গুনগে কিশাড়া ...।

অনুবাদ

রূপে তুমি ধনী হবে, গুনে তুমি গরীব ,
রূপে তুমি ধনী হবে, গুনে তুমি গরীব ।
রূপ থেকে তো গুণই ধনী ,
রূপ থেকে তো গুণই ধনী...।


লিরিক্স

কড়া পাঞ্জাতে বয়স পারমেনাআ চাকরি জামায় কথাংরে ,
কড়া পাঞ্জাতে বয়স পারমেনাআ চাকরি জামায় কথাংরে ।।
চাকরি জামায় হঁ টাটা বায় বায় ,
মাসিঃ চাকরি জামায় হঁ টাটা বায় বায় ,
দেবি দূর্গা লেকা নেল তান দম ,
মাসিঃ রুপ হাতেঃ দ মাসি্‌ গুনগে কিশাড়া ,
মাসিঃ চাকরি জামায় হঁ টাটা বায় বায় ,
মাসিঃ চাকরি জামায় হঁ টাটা বায় বায় ...।

অনুবাদ

ছেলে খুজঁতে বয়স পেরিয়ে গেল চাকরি জামাই কোথায় রে ,
ছেলে খুজঁতে বয়স পেরিয়ে গেল চাকরি জামাই কোথায় রে ।
চাকরি জামাইও টাটা বাই বাই ,
চাকরি জামাইও টাটা বাই বাই...।
দেবী দূর্গার মতো দেখাচ্ছো ,
রূপ থেকে তো গুণই ধনী ,
চাকরি জামাইও টাটা বাই বাই ,
চাকরি জামাইও টাটা বাই বাই...।


জহার! আপনাকে এই পোষ্ট দেখার জন্য। গানটি শোনার জন্য নিচের watch on youtube বাটনে ক্লিক করুন।
আরো দেখুন -আদিবাসী কোড়া ভাষা শিক্ষা - সপ্তম অধ্যায়

কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না আর রেগুলার এরকম ইন্টারেস্টিং বহু লেখা পাওয়ার জন্য নিচ থেকে ইমেইল সাইন আপ করুন অথবা ব্লগ ফলো করে রাখুন।এখন বিদায় নিচ্ছি হাজির হবো আরো কিছু লেখা নিয়ে। সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন।
যদি আপনি চান লিখতে তাহলে আমাদের সাথে যোগ দিন আমরা আপনাকে পুরো সাহায্য করার পক্ষে। আসুন, আমাদের কোড়া ভাষাকে এগিয়ে নিয়ে চলি।


আই এ বি এ পাস কুড়ি 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য


শনিবার, ২৮ আগস্ট, ২০২১

আদিবাসী কোড়া সমাজে অনলাইন ক্যারিয়ার। পার্ট টাইম বা ফুল টাইম।

সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

আরো দেখুন -বচন - আদিবাসী কোড়া ভাষার
adibasi kora somaje online career

আদিবাসী কোড়া সমাজে অনলাইন ক্যারিয়ার। পার্ট টাইম বা ফুল টাইম।

আপনি কী অনলাইন বেশি থাকেন বা ভাবেন কিছু করতে চাই কোড়া সমাজ নিয়ে। কিন্তু টপিক খুজে পাচ্ছেন না। বদলে সারাদিন এটা সেটা ঘেটেই দিন কাটিয়ে দিচ্ছেন। আপনি চাইলে আপনার সেই সময়টুকু দিয়ে কিছু রোজকারের রাস্তা বানিয়ে নিতে পারেন। সেটা আপনি কিছু কিছু সময়ের জন্যেও করতে পারেন বা পুরো সময় দিতে পারেন। আজ আমি কোড়া আদিবাসী সমাজের জন্য কিছু টপিক নিয়ে হাজির হয়েছি, যেগুলো আগামী দিনে মার্কেট দখল করার ক্ষমতা রাখে। তাই আপনি যদি এর সুবিধা নিতে চান তবে এখনই শুরু করুন, নচেৎ আর মোকা নাও পেতে পারেন বাকিরা এগিয়ে যাবে। আর আপনি নিরাশ হতে থাকবেন। তাই দেরি না করে ঝাপিয়ে পড়ুন আর কোড়া সমাজে তৈরি করুন নতুন ক্যারিয়ার।

তাহলে চলুন দেখে নেওয়া যাক। তবে হ্যাঁ ভালো করে ভেবে নিবেন কোনটা আপনার জন্য সবথেকে ভালো নাহলে পুরোপুরি সাক্সেস হতে পারবেন না। আদিবাসী কোড়া সমাজে অনলাইন ক্যারিয়ার। পার্ট টাইম বা ফুল টাইম।
১) কার্টুন ভিডিয়ো - এখন বাচ্চা থেকে বয়স্ক সবাই animation এর দখলে। কে না পছন্দ করে ঠাকুমার ঝুলি, মোটু পাতলু ডরেমন, শিবা আরো অনেক অনেক। আর সেই রকম কার্টুন ভিডিও যদি আদিবাসী কোড়া ভাষায় হয় তাহলে কী কেউ দেখবে না? নিজের ভাষার কার্টুন কী ভালো লাগবে না? নাকি কেউ সাপোর্ট করবে না? একটু ভাবুন তো। কেমন সোজা রাস্তা অনলাইন ক্যারিয়ারের পক্ষে। আগে মাঝে মধ্যে Youtube এ কিরন কোড়া নামের এক Youtuber কিছু কোড়া কার্টুন বানাতেন। এখন আর কোড়া কার্টুন ভিডিও দেখা যায় না। তার চ্যানেলের লিংক দিলাম দেখে নিতে পারেন।

২) Short Video - গানের ছোট্ট টুকরো অংশ ভিডিও এডিট করে Tiktok,vmate ছড়িয়ে রয়েছে কত লাখ লাখ short ভিডিও। আপনিও করতে পারেন কোড়া সমাজের গান সাজ - সরঞ্জাম, বা Traditional ভিডিও বানিয়ে কিছু রোজকার করতে। মেয়েদের জন্য এটা বেশ কার্যকর, কারন তাদের ফোটোতে বেশী লাইক শেয়ার হয়।
৩) Dj গান - আদিবাসী কোড়া Dj গান বানানোও আপনার ভবিষ্যৎ গড়ে দিতে পারে। এখন কোড়া Dj গান নেই বললেই চলে, অথচ সব জায়গায় Dj গানে মাতামাতি, সেটা Rockstar হোক আর slow motion dj বা সাঁওতালী ডাবুং-এই হোক। আর কত উদাহরণ দরকার আপনার কোড়া সমাজের ক্যারিয়ার Topic নিয়ে।
৪) কোড়া ফন্ট - কোড়া ভাষার হরফের শুধুমাত্র দুটি ফন্ট রয়েছে তা হলো বড়ো হাতের একটি ও ছোট হাতের একটি। অথচ ইংরেজি, বাংলা, হিন্দি ভাষার গাদা গাদা stylish font ব্যাবহার হচ্ছে কম্পিউটারে। যদি আপনি একজন গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে ইচ্ছুক, তাহলে অবশ্যই এটার দিকে নজর দেবেন।


আদিবাসী কোড়া সমাজে অনলাইন ক্যারিয়ার। পার্ট টাইম বা ফুল টাইম।

৫) ব্লগ - আপনি কী লিখতে ভালোবাসেন?আপনার কী কবিতা, গানের লিরিক্স বা গল্প লেখার শখ প্রচুর। লেখাই কী আপনার প্যাশন,তাহলে আপনি কোড়া সমাজ নিয়ে লিখুন। আগামী দিনে আর কেউ বইপত্র কিনে পড়বে না, সবাই অনলাইনেই সবকিছু সেরে নিতে চায়। তাই বলছি, সময় চলে যাবে কিন্তু ইস যেন না রয়ে যায়। ভাবছেন কোথায় লিখবেন? নিজেই একটা ফ্রি blogger ব্লগ হোস্ট করুন আর লিখুন মন খুলে। আর যদি এটাও অসুবিধা মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনার লেখাকে দেবো সেই রূপ,সেই ভবিষ্যৎ আর উপার্জন। আমাদের সর্বমোট ভিজিট সংখ্যা এখন লাখের কাছাকাছি, বিন্দাস সাক্সেস বাঁদা ধরা।

সবশেষে বলি অর্থাৎ যারা এতোটা স্ক্রল করে পড়েছেন তাদের উদ্দেশ্যে, যে সমস্ত পয়েন্ট গুলো উল্লেখ করা হয়েছে এগুলোর সম্বন্ধে পাকাপাকি হতে কোন টাকা দিয়ে কোথাও Training নেওয়ার দরকার নেই, ফ্রিতে শিখুন google ও youtube থেকে।
আমাদের এই থুতিজাগার ব্লগকে এতো ভালোবাসা আশির্বাদ দেওয়ার জন্য সমস্ত পাঠকদের ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই ভালোবাসা ও আশির্বাদ দিতে থাকবেন আশা রাখছি। এখন আমরা ইউনিক ভিজিটরের দিক দিয়ে এক লাখের(1 lack) কাছাকাছি।যা আমাদের কোড়া ভাষার প্রথম ব্লগ যা এক লাখে পৌছোতে চলেছে।আমরা স্পেসাল সেয়ারমনি অরগানাইজ করতে চলেছি সেই স্পেশাল কী হওয়া দরকার, নিচে কমেন্ট লাইনে লেখার অনুরোধ জানাচ্ছি।
আরো দেখুন -মিয়াট রাজা রাআ ৭টা রাণী - কডা গল্প
আপনারাও লিখুন আমিও লিখি। ফিরে আসবো স্পেশাল শেয়ারমনি লেখা নিয়ে, ততক্ষনের জন্য জহার

শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

আদিবাসী কোড়া মোবাইল Ringtone 2021 || Play & Download

10+ আদিবাসী কোড়া Ringtone।


সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

আরো দেখুন -বচন - আদিবাসী কোড়া ভাষার

adibasi kora mobile ringtone 2021 title picture

একটা সময় ছিল যখন কোড়া আদিবাসী গান শোনার জন্য মন আনচান করত, অথচ তার কুল কিনারাই পাওয়া যায়নি। অন্য আদিবাসী ভাষার গান শুনতাম আর ভাবতাম যদি আমাদেরও আদিবাসী কোড়া ভাষার গান থাকতো কতই না ভালো হতো, নিজে শুনতাম অপরকেও শোনাতাম।

তবে যাইহোক এখন তা সম্ভব হয়েছে। ধন্যবাদ জানাই সেই সমস্ত গান নিয়ে আসা দলকে যারা ঐক্যহয়ে আমাদের এই স্বপ্নকে বাস্তবে নিয়ে এসেছে। অবশেষে এখন বহু আদিবাসী কোড়া গান বহুদিকে ছড়িয়ে রয়েছে । এসব শুধু তো mp3 গানের কথা বললাম, ধীরে ধীরে ভিডিও গানও বেরোচ্ছে। আশা রাখছি আগামি পাঁচ বছরে অনেক পরিবর্তন দেখতে পাবো। আজ পর্যন্ত বহু গান এখন YouTube-এ ছড়িয়ে রয়েছে। যারা বহু পরিশ্রম করে এবং আর্থিক বন্টন করে এই গান গুলি আমাদের সামনে নিয়ে আসছে সত্যি তাদের কাছে খুবই কৃতজ্ঞ।
আজ যদি এত গান YouTube-এ চলে তবে সেই গানের Ringtone মোবাইলে কেন বাজবে না ? আমার মতে অবশ্যই Ringtone বাজুক কোড়া গান গুলির, কিছু মুহূর্ত অন্তত তার খেয়ালে থাকি।
যাইহোক আপনাদের অভিজ্ঞ মতামতের আশায় রইলাম ।
অনেক চিন্তা ভাবনার পর কিছু পছন্দ করা ২০২১ সালের গানের আদিবাসী কোড়া Ringtone কেটেছি তা সবার সাথে শেয়ার করছি। কমেন্ট করে জানাবেন কোনটি আপনার পছন্দের Ringtone। তবে অনুরোধ এই গান গুলির credit Details নিয়ে বাজে কাজ করবেন না।

এই গান গুলির স্রস্টাদের অনুমতি ছাড়াই প্রকাশ করছি। কোনো গান স্রস্টার কোনোরকম অভিযোগ থাকলে আমাদের কমেন্ট বা এখান থেকে যোগাযোগ করে জানাতে পারেন। তবে কাউকে প্রত্যক্ষ বা পরোক্ষ আঘাত বা ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। আশা করি, ক্ষমা করে দিবেন। আর আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না , আপনাদের মতামত সাদরে গ্রহন করা হবে।
আপনাদের কাছে অনুরোধ, পোষ্টগুলি শেয়ার কমেণ্ট করে সবার কাছে নিয়ে আসুন। এতো পোষ্ট শেয়ার করেন। এগুলি শেয়ার করেন না কেন? দরকারি মনে করেন না বুঝি।

আরো দেখুন - জিজ্ঞাস্য শব্দ - কুলি জাগার

10+ আদিবাসী কোড়া Ringtone।


১) আমাআ মুলুজ লান্দা - নির্মল সিং
দুরাং - আমাআ মুলুজ লান্দা
দুরাং credit -st studio pro


২)বাগান তালারে - মুনমুন সিং
দুরাং - লিকিদ্‌ লিকিদ্‌ মুনগা আড়াআ
দুরাং credit - Nagchatra koda orchestra



৩) বুটুউ বাহা - শেফালি সিং
দুরাং - ফোর ফোর্টি ভোল্টেজ্‌
দুরাং credit - Nagchatra koda orchestra



৪) চিন্তং দঞ সাজাআ - লীলাবতী সিং
দুরাং - কুলহি্‌ মুচাদ্‌
দুরাং credit - Nagchatra koda orchestra



৫) হারা তরা - অজিত সিং
দুরাং - ফোর ফোর্টি ভোল্টেজ্‌
দুরাং credit - Nagchatra koda orchestra



৬) গাম গামতে - ভারতি মুদি
দুরাং - গাম গামতে
দুরাং credit - GMKO official




৭) কডা কুড়ি - উত্তম সিং
দুরাং - বির দিশুম কুড়ি
দুরাং credit - st studio pro



৮) লিকিদ্‌ লিকিদ্‌ - যোহন সিং
দুরাং - লিকিদ্‌ লিকিদ্‌ মুনগা আড়াআ
দুরাং credit - Nagchatra koda orchestra



৯) জাই কুড়ি - উত্তম মুদি
দুরাং - জাই কুড়ি
দুরাং credit - GMKO official



১০) নিয়া লকডাউন - বাচ্চু মুদি
দুরাং - গাম গামতে
দুরাং credit - GMKO official



১১) সাঁগাত এ সাঁগাত - যোহন সিং
দুরাং - কলাং ভাটি
দুরাং credit - Nagchatra koda orchestra



10+ আদিবাসী কোড়া Ringtone।


আজ এই পর্যন্তই আবার হাজির হবো আরো কয়েক লেখালেখি নিয়ে। তার জন্য আরো Topic গুলো দেখতে থাকুন। এবং রেগুলার চেক করুন এই ব্লগ। প্রতিদিন কিছু না কিছু নতুন আসছে এই ব্লগে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

আদিবাসী কোড়া ভাষায় শুভ শব্দের প্রতিলিপি।

কোড়া ভাষায় শুভ শব্দের প্রতিলিপি।



সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

আরো দেখুন -বচন - আদিবাসী কোড়া ভাষার

adibasi kora bhashay shubh shobder protilipi title picture

শুভ সকাল, শুভ রাত্রি বা শুভ দুপুর এই যে শুভ বার্তাগুলি বাংলা ভাষায় ব্যাবহৃত হয়। এগুলির কোড়া ভাষায় আক্ষরিক ব্যবহার কী হতে পারে। সেই কৌতুহলে কিছুটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি।

শুভ সকাল বা Good Morning.

** - শব্দ ভেদে এর মানে দেখি। so simple....

Good Morning - ভালো সকাল।


এবার দেখি আদিবাসী কোড়া ভাষায় এর মানে।

আদিবাসী কোড়া ভাষায় ভালো শব্দের অর্থ বুগিন

সকাল মানে সেতাআ ,

মানে যদি কোড়া ভাষায় অনুবাদ দেখা হয় হবে, বুগিন সেতাআ

এবার আসি শুভ শব্দে । শুভ শব্দের কোড়া শব্দার্থ আছে বলে আমারও জানা নেই। হয়তো আগে হতো কিনা তাও ধারনার বাইরে । তাই শুভ শব্দটা নিয়ে আলোকপাত করতে পারলাম না ।

এবার একটু আমাদের আদিবাসী কোড়া ভাষার কিছু পাশা-পাশি শব্দ ব্যবহার করে দেখি কি আসে।

যদি এভাবে বলি মিস্টি সকাল যা কোড়া ভাষায় হবে সিবিল সেতাআ । তাহলে কেমন হবে ?

তাহলে কী শুনতে কটুযুক্ত হবে বা গ্রহন করতে দ্বিধাবোধ হবে । ওন্যের ভাষা শব্দকে না ব্যবহার করে যদি নিজেদের ভাষা থেকেই পরিবর্তিত করে ব্যবহার করা হয়, সেটা কি নিজের জাতির অপমান বা স্বীকৃতি দিতে অক্ষম হবে। না কি অন্যান্য আদিবাসী শব্দের মতোই এটাও সেই অন্যান্য আদিবাসী ভাষার মিলন। ( উদাহরণ স্বরুপ, উতু - কোড়া ভাষাতেও তরকারি বোঝায় আর সাঁওতালি ভাষাতেও তরকারি বোঝায়।)

যাইহোক আপনাদের অভিজ্ঞ মতামতের আশায় রইলাম ।

এছাড়াও,আদিবাসি কোড়া ভাষায় মিস্টি শব্দের আরো একটি প্রতিশব্দ আছে সেটি হল হেড়েম

তাহলে এটাও কী ব্যবহার করা যেতে পারে ?

দেখি কেমন শোনায়,

মিষ্টি সকাল -সিবিল সেতাআ বা হেড়েম সেতাআ

মোট পক্ষে এখন শুভ সকাল-এর কোড়া ভাষায় যেগুলি ব্যবহার হচ্ছে (বহুল চর্চিত) তার ছোট বর্ননা দিলাম নিচে,

শুভ সকাল বা Good Morning।

১) বুগিন সেতাআ - ভালো সকাল , যেটা কিনা সরাসরি ইংরেজি শব্দের কোড়া প্রতিলিপি।

২)সাগুন সেতাআ - সাগুন শব্দটি সাঁওতাল ভাষায় ব্যাবহার আছে। যার মানে শুভ ।কোড়া ভাষায় এর কথাও অস্তিত্ত জানা নেই । হয়তো থাকতেও পারে , কারো জানা থাকলে দয়াকরে কমেন্ট করে জানাবেন।

৩) সিবিল সেতাআ - মিষ্টি সকাল। আমার প্রতিলিপি।

৪) হেড়েম সেতাআ- মিষ্টি সকাল । আমার প্রতিলিপি।

আশা রাখছি আপনাদের নজর এই পোষ্টে বজায় রাখতে পেরেছি। তবে কাউকে প্রত্যক্ষ বা পরোক্ষ আঘাত বা ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। আশা করি, ক্ষমা করে দিবেন। আর আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না , আপনাদের মতামত সাদরে গ্রহন করা হবে। যত বেশি আলোচনা হবে তত তাড়াতাড়ি আমি এই অধ্যায়ের দ্বিতীয় Part নিয়ে আসতে পারবো

আপনাদের কাছে অনুরোধ, পোষ্টগুলি শেয়ার কমেণ্ট করে সবার কাছে নিয়ে আসুন। এতো পোষ্ট শেয়ার করেন। এগুলি শেয়ার করেন না কেন? দরকারি মনে করেন না বুঝি।

আরো দেখুন - জিজ্ঞাস্য শব্দ - কুলি জাগার

আজ এই পর্যন্তই আবার হাজির হবো আরো কয়েক লেখালেখি নিয়ে। তার জন্য আরো Topic গুলো দেখতে থাকুন। এবং রেগুলার চেক করুন এই ব্লগ। প্রতিদিন কিছু না কিছু নতুন আসছে এই ব্লগে।

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

কডা কবিতা - গাতি

কডা কবিতা - গাতি

অলরেঃ- যোহন সিং ( রাজাডাঙ্গা)


gati title picture

গাতি মেনাআ কুয়া গাদা গাতি
গাতি কুডাম সাতি
দুঃখ বিপদরে বাগিমাকু
আঙ্কু চিকান গাতি।


টাকা পয়সা লোভ লালসা
মেনাআ যদি মনেরে
ইংকু গাতি থুতিয়াকু
সিবিল হেড়েম চেতানরে।


রাগ হিংসা মনেরে যদি
খারাপ কামি গামামায়
জুলোআ সেঙ্গেল কুড়ামরে দ
চেতানরে মুলুজ্‌ নাঁদামায়।


গাতি মেনাআ কুয়া গাদা গাতি
বুঝাআ কুঠিন শক্ত (কেটেজ্‌)
বুদ্ধি যত শকুনি লেকা
চেতানরে দ ভক্ত।
গাতি মেনাআ কুয়া গাদা গাতি
গাতি কুডাম সাতি
দুঃখ বিপদরে নেলমাকু অকয়
ইংকু আমাআ বুগিন গাতি।
জহার

আরো দেখুনঃ-ক্রিয়া (VERB) কামি

অল সাপড়ারে

যোহন সিং
হাতুঃ-রাজাডাঙ্গা
থানাঃ- কেশিয়াড়ী
জেলাঃ- পশ্চিম মেদিনীপুর

সামাং আগুরেঃ-

থুতিজাগারগ্রুপ
ThutiJagar.In
পলাশ মুদি( এডিটিং)

Most visited posts