মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

আই এ বি এ পাস কুড়ি 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য

আই এ বি এ পাস কুড়ি 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য


সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।


আজ থেকে আমরা সমস্ত আদিবাসী কোড়া গানের নিয়মিত পুরো তথ্য নিয়ে হাজির হবো। সাথে থাকবে সেই গানের লিরিক্স, বাংলায় বাদানুবাদ, গানের মূল বিষয় ও সংক্ষিপ্ত আলোচনা। সাথে থাকুন আরো জানুন আদিবাসী কোড়া ভাষাকে। এছাড়া অন্য কোনো আদিবাসী কোড়া গানের সম্বন্ধে জানার ইচ্ছে থাকলে কমেন্ট করে জানাবেন।


সামান্য তথ্য - সোস্যাল মিডিয়ায় বহু চর্চিত সুপারহিট আই এ বি এ পাস কুড়ি (I A BA PASS KURI) এক আদিবাসী কোড়া traditional ডাবুঙ গান । আদিবাসী কোড়া গানের ভান্ডারে অপরিসীম ভাবনার মধ্য দিয়ে চমক এই গান। মানুষের রূপের চেয়ে মানুষের গুণেই দামী এই হলো গানের মূল বিষয়। যতোই রূপের বড়াই করো না কেন সেই রূপ চিরস্থায়ী নয়, কিন্তু গুন সর্বদা সচল।জানবো আরো কিছু তথ্য।

I A BA PASS KURI picture


মূল তথ্য

গান - আই এ বি এ পাস কুড়ি (I A BA PASS KURI)
শুভমুক্তি - Sep 4, 2021
লিরিক্স - দীপক কুমার মুদি
গায়ক - দীপক কুমার মুদি
প্রযোজক - দীপক কুমার মুদি
মিউজিক - যোগেশ্বর মান্ডি
রেকর্ডিং - সাগুন স্টুডিও
ক্যামেরা - শ্রীকান্ত মাহাত
এডিটিং - যোগেশ্বর মান্ডি
অফিশিয়াল - চ্যানেল - GMKO
কপিরাইট - Galang Mala Koda Orchestra
যোগাযোগ - 7407336794
ঠিকানা - বিন্দুকাটা : ঝাড়গ্রাম


লিরিক্স

আই এ বি এ পাস কুড়ি চাকরি জামাই নানাম তান,
আই এ বি এ পাস কুড়ি চাকরি জামাই নানাম তান।।
দেবি দূর্গা লেকা নেল তান দম,
দেবি দূর্গা লেকা নেল তান দম...।

অনুবাদ

আই এ বি এ পাস মেয়ে (তুমি) চাকরি জামাই খুঁজ ,
আই এ বি এ পাস মেয়ে (তুমি) চাকরি জামাই খুঁজ ।
দেবী দূর্গার মতো দেখাচ্ছো ,
দেবী দূর্গার মতো দেখাচ্ছো...।


লিরিক্স

রুপতে আমদ কিশাড় গেয়াম,গুনতে আমদ রেগেঁজ গেয়াম,
রুপতে আমদ কিশাড় গেয়াম,গুনতে আমদ রেগেঁজ গেয়াম।।
রুপ হাতেঃ দ মাসি্‌ গুনগে কিশাড়া ,
মাসিঃ রুপ হাতেঃ দ মাসি্‌ গুনগে কিশাড়া ...।

অনুবাদ

রূপে তুমি ধনী হবে, গুনে তুমি গরীব ,
রূপে তুমি ধনী হবে, গুনে তুমি গরীব ।
রূপ থেকে তো গুণই ধনী ,
রূপ থেকে তো গুণই ধনী...।


লিরিক্স

কড়া পাঞ্জাতে বয়স পারমেনাআ চাকরি জামায় কথাংরে ,
কড়া পাঞ্জাতে বয়স পারমেনাআ চাকরি জামায় কথাংরে ।।
চাকরি জামায় হঁ টাটা বায় বায় ,
মাসিঃ চাকরি জামায় হঁ টাটা বায় বায় ...।

অনুবাদ

ছেলে খুজঁতে বয়স পেরিয়ে গেল চাকরি জামাই কোথায় রে ,
ছেলে খুজঁতে বয়স পেরিয়ে গেল চাকরি জামাই কোথায় রে ।
চাকরি জামাইও টাটা বাই বাই ,
চাকরি জামাইও টাটা বাই বাই...।


লিরিক্স

আই এ বি এ পাস কুড়ি চাকরি জামাই নানাম তান,
আই এ বি এ পাস কুড়ি চাকরি জামাই নানাম তান।।
দেবি দূর্গা লেকা নেল তান দ,
দেবি দূর্গা লেকা নেল তান দম...।

অনুবাদ

আই এ বি এ পাস মেয়ে (তুমি) চাকরি জামাই খুঁজ ,
আই এ বি এ পাস মেয়ে (তুমি) চাকরি জামাই খুঁজ ।
দেবী দূর্গার মতো দেখাচ্ছো ,
দেবী দূর্গার মতো দেখাচ্ছো...।


লিরিক্স

রুপতে আমদ কিশাড় গেয়াম,গুনতে আমদ রেগেঁজ গেয়াম,
রুপতে আমদ কিশাড় গেয়াম,গুনতে আমদ রেগেঁজ গেয়াম।।
রুপ হাতেঃ দ মাসি্‌ গুনগে কিশাড়া ,
মাসিঃ রুপ হাতেঃ দ মাসি্‌ গুনগে কিশাড়া ...।

অনুবাদ

রূপে তুমি ধনী হবে, গুনে তুমি গরীব ,
রূপে তুমি ধনী হবে, গুনে তুমি গরীব ।
রূপ থেকে তো গুণই ধনী ,
রূপ থেকে তো গুণই ধনী...।


লিরিক্স

কড়া পাঞ্জাতে বয়স পারমেনাআ চাকরি জামায় কথাংরে ,
কড়া পাঞ্জাতে বয়স পারমেনাআ চাকরি জামায় কথাংরে ।।
চাকরি জামায় হঁ টাটা বায় বায় ,
মাসিঃ চাকরি জামায় হঁ টাটা বায় বায় ,
দেবি দূর্গা লেকা নেল তান দম ,
মাসিঃ রুপ হাতেঃ দ মাসি্‌ গুনগে কিশাড়া ,
মাসিঃ চাকরি জামায় হঁ টাটা বায় বায় ,
মাসিঃ চাকরি জামায় হঁ টাটা বায় বায় ...।

অনুবাদ

ছেলে খুজঁতে বয়স পেরিয়ে গেল চাকরি জামাই কোথায় রে ,
ছেলে খুজঁতে বয়স পেরিয়ে গেল চাকরি জামাই কোথায় রে ।
চাকরি জামাইও টাটা বাই বাই ,
চাকরি জামাইও টাটা বাই বাই...।
দেবী দূর্গার মতো দেখাচ্ছো ,
রূপ থেকে তো গুণই ধনী ,
চাকরি জামাইও টাটা বাই বাই ,
চাকরি জামাইও টাটা বাই বাই...।


জহার! আপনাকে এই পোষ্ট দেখার জন্য। গানটি শোনার জন্য নিচের watch on youtube বাটনে ক্লিক করুন।
আরো দেখুন -আদিবাসী কোড়া ভাষা শিক্ষা - সপ্তম অধ্যায়

কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না আর রেগুলার এরকম ইন্টারেস্টিং বহু লেখা পাওয়ার জন্য নিচ থেকে ইমেইল সাইন আপ করুন অথবা ব্লগ ফলো করে রাখুন।এখন বিদায় নিচ্ছি হাজির হবো আরো কিছু লেখা নিয়ে। সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন।
যদি আপনি চান লিখতে তাহলে আমাদের সাথে যোগ দিন আমরা আপনাকে পুরো সাহায্য করার পক্ষে। আসুন, আমাদের কোড়া ভাষাকে এগিয়ে নিয়ে চলি।


আই এ বি এ পাস কুড়ি 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য


Most visited posts