বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

Buru Ma Katare - Adibasi Koda Song 2020 Download


palash computer picture








Album: Nagchatra Koda Orcestra 2020

Singer : Maloti Sing

Writter : Rubin Sing

Duration:  4.12 Minutes

File size: [ 6.05 MB ]



বুধবার, ৬ মে, ২০২০

বডেঃ - কডা গণনাট্য ।। পঞ্চম অঙ্ক ।। সপ্তম দৃশ্য


bode- koda gononatyo - ponchom onko soptom drishyo

 বডেঃ - কডা গণনাট্য

[ পঞ্চম অঙ্ক ]

{ সপ্তম দৃশ্য }


[ দীপু আর লিলি দুরোঙেকিন ]

দীপুঃ- ধুন্দু ধুন্দু লেলেঃকিনিঞ , নেন্ডে কি হিঃ দারিইঞ।
যত্ত থাং সেন দারিইঞ ,যদি ইঞ ঠিক ধানঃইঞ।।
লিলিঃ- আমগে উদুঃ কিঈঞাম সজে হরাটা।
নাহাআ বুঝো নামেএঞ , নেএ জীওনটা।।
দীপুঃ- চিমতিঃ দুঃখ , চিমতিঃ কষ্ট , জিওনরে হিএ কানা।
কুরোমরে বিঃ মিনাআ , রাপাআ তো কা চাবায় না।।
লিলিঃ- দুঃখরেন পর হুযুআ সুখ, জীওনরেগে মিনাআ।
দুঃখটেকে বুঝোলেখান , তবেইতো সুখ নামোআ।।
দীপু , লিলিঃ- ( মিসাতে) ধুন্দু ধুন্দু লেলেঃকিনিঞ ,
নেন্ডে কি হিঃ দারিইঞ।
যত্ত থাং সেন দারিইঞ ,
যদি ইঞ ঠিক ধানঃইঞ।।


[ মুচেৎ-এ না ]

আলে ঘিড়মেন্তাং গে হিজ্‌ সেটের-অ-আ-লে অটঅ নামা , দমে হাঁউসতে পেরেজ্‌ অল সেকাম আগু কেতেঃ। আলোপে লিড়িঙেয়া নিয়া ব্লগ , নেঁডে হেতেন অনেক আবুআ আদিবাসী কডা সমাজ রাআ খবর নাম ইদিয়াপে। মা তবে বেশগে তাহিন পে। জহার


আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।


** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।




** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

বডেঃ - কডা গণনাট্য ।। পঞ্চম অঙ্ক ।। ষষ্ঠ দৃশ্য

koda-gononatyo-bode-ponchom-onko-shoshtho-drishyo-chobi

 বডেঃ - কডা গণনাট্য

[ পঞ্চম অঙ্ক ]

{ ষষ্ঠ দৃশ্য }


[ উমেশ আর কান্তি মিনি আকিন । অলক আর বানি বলয়নাকিন ]

উমেশঃ- দীপুরেন বাবাতেঃ চিঙ্কে ধানকানাম গাম ?
অলকঃ- ইঙ্কা গে ! মোটামুটি।
উমেশঃ- আয়ুমেঃ কিনিঞ খুঃগে চিলোং বডেঃ নুএম। কামি কু দ কাম সনঅ তানাম ।
অলকঃ- (বহঅ গাদুর কেতেঃ) নুই গিঞ হুডং হুডং।
উমেশঃ- হুডং হুডং ! ভালিগে নুএম চিলোং ? উরাআরে যা নামেএম যত্ত ইদি কেতেঃ বডেঃ নু চাবাএম।
অলকঃ- না না ।
উমেশঃ- চিনেঃ না না ! নুএম অটোঅ গামেএম কাঞ নুএঞ। শারি জাগারটা হঁঅ কুঙ লঃ মে। -------- আচ্ছা ইঞ রাআ কুলতেএ বিনিঞ , আম ইচ্ছে কেতেঃ হিএ কানাম তো সি দীপুরফেন মাঞতেঃ জোরতে আগুতেএ মিয়ে।
অলকঃ- ইঞে ইচ্ছে রেগে হিএনিঞ।
বানিঃ- হুঁ কায় হিঃ নাথাং গঅ কানায় চিমতিঃ গাম কেতেঃ আগু কিঈঞ।
উমেশঃ- বেশ বেশ ! আচ্ছা দীপুরেন বাবাতেঃ লেলেম , আমাআ বয়স হুয়োঅ তানা তো?
অলকঃ- হ্যাঁ ।
উমেশঃ- নাহাআ নয় , আম দারিতানাম , জমেএম, নুএম হাঁডে নাঁডে কেতেঃ দিন কু পারোমেএম। চিমতোঃ কাম দারিআম ইমতোঃ চিনেঃ জমেয়াম আর কুথাং বা ধানআম।
অলকঃ- ( বহঅ গাদুর কেতেঃ ) হন হপনথাং গে দহন হুয়োআ। যা ইমিয়াকু এনেগে জম হুয়োআ।
উমেশঃ- তাহলে নাহাআ হেতেন হনকে ঠিক কেতেঃ দহ হুয়োআ, হনরেন ভালি-মন্দ বুঝো হুয়োআ, তবে তো হন মিঃ দিন লেল মিয়াকু। নিকারেগে হন নাথাং ঝানাআ যাহা কামি দারি অথচ হন যা গে বার মুঠো রোজগার আগুয়ে আনাকু হঁ-অ বডেঃ নু চাবাআ তানাম। আম তো বডেঃ নু কেতেঃ দিন পারম তানাম আর হন বাহু চিনে জম জম কেতেঃ ধানঅ তানাকিন আনা জাগার মিসে হঁঅ চিন্তা কানাম।
বানিঃ- চাউলিকু ইদি কেতেঃ বডেঃ নুয়ে, অটোঅ ঘুরিয়ে মাঁডি আসি কুয়ে। কুথাং নামেয়াম কাম নামেয়াম কায় বুঝোআয়।

উমেশঃ- নাআ কু আমাআ উচিত হুয়োতানা গাম। আম হুয়োনাম উরারেন গারজেন , আমগে বুঝোকুয়াম, বুদ্ধি ভরসা এম কুয়ামতা লহয়। উলটো আমকে গে হন লাকা বুঝো হুয়োঃ তানা। লেল আতেন কেতেঃ হুডং বুঝোরেন চেষ্টাম বানখান বাঞ্চারেন যাহান হরা কাম নামেয়াম, বুঝোইনাম। ----- তো বেশ চিকেন নাতিঃ আবেন রাআ কানাবেন এনেটা হুয়েনা যে, ইঞ আবেনেঃ হনকে লেলকেতেঃ আর কামি বুদ্ধি চরিত্র ব্যবহার যত্ত লেল কেতেঃ ইঞে ইরাহনরেন বয়ঃ কুশিই তিনিঞ। তো আবেন চিনেঃ গামেএবেন ? দিপুরেন বাবাতেঃ চিনেঃ গামেএম?
অলকঃ- ইঞ চিনেঃ গামেঞ, আংকিনগে ইঙগা হন শারিয়াকিন।
উমেশঃ- আম কি যাহানাআ কাম শারিয়াম। আম হুয়েনাম বাবা উড়াআরেন হেড। আম যদি নেএ জাগার গামেয়াম তাহলে বাবা হুই কেতেঃ চিনেঃ চিকেএম।
অলকঃ- বেশঃ- আঙ্কিন কুশি লাখান ইঞ হঁঅ কুশি।
উমেশঃ- দীপুরেন মাঞতেঃ চিনেঃ গামেএম ?
বানিঃ- আম যখন নিজে তেকেঃ কুশি তানাম তাহলে ইঞে গাম্‌রেন ঝানাআ বাআয় না।
উমেশঃ- বেশ তাহলে কুশি নাবেন। দুতোম বেশি দেরী কেতেঃ লাভ বাআয় না। নিঈ বংগারেন আঠারো তারিখরে দুতোম হুয়োঃ খা। আর দুতোম থানরে হুয়োআ। --- বালা আমকে অট-অ গামামে তিনিঞ হুডং কম নু রেন চেষ্টাম। হুডোং বুঝোরেন চেষ্টাম তাহলে খান ঝতয়ঃ ভালি মিয়াকু। নেএ জাগারটা কাম বুঝোয়াম মাঁডি তো বাদেম হনরেন দাল তো যাহাথেন কা সেন। --- আর ইঞে মিঞে জাগার হুয়োঃ তানা ঠিক যদি কাম ধানআম বালানি ,ইরাহন বয়ঃ যত্ত আগুকুঞ মিকঃ হেদে উরাআ এমাকুঞ , ধানোয়াকু। লয়ং বার্গি মিনাআ চাষেয়েকু জমেয়াকু। আর বুঝোখান দ দিলা আম হঁঅ ইঞে যা লয়ং বার্গি চাষ কাঞ দারিঃ তিনিঞ , নুর মিনাআ। বারান বালাতে জোড় তাড়তে চাষেই লাং ঝানাআ কা অসুবিধা হুয়োআ। বুঝোইনাম।
অলকঃ- হ্যাঁ , বুঝোইনিঞ।
উমেশঃ- মা তাহলে হুযুবেন।

[ জোহার কেতেঃ অলক আর বানি উডুং না কিন ]

** মাতবে নিন্তিগে , পরের দৃশ্য লাতার রে


আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।

** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।





** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

Antong Lang Tahilena - Adibasi Koda Song 2020 Download














Album: Nagchatra Koda Orcestra 2020

Singer : Ajit Sing & Sefali Sing

Writter : Rubin Sing

Duration: 5.25 Minutes

File size: [ .7.72 MB ]



শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

ক্রিয়া (VERB) কামি

বাংলায় ক্রিয়া বা ইংরেজিতে VERBযাকে বলা হয় তা হলো কাজ সংঘটিত হওয়া , অর্থাৎ কাজ বা কর্মকেই ক্রিয়া বা VERBবলে। আজ সেরকমই আদিবাসী কোড়া ভাষার ক্রিয়া বা VERB নিয়ে আলোচনা করবো।
সামান্য ভুল ত্রুটি বা আরো এবিষয়ে অভিজ্ঞ মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন।
কোড়া ভাষা-র আরো চ্যপ্টার দেখার জন্য সার্চ করতে পারেন অথবা এই লিংক থেকে পেতে পারেন। কোড়া ভাষা শিখতে চাইলে এই লিংকে যান।

verb in kora bhasha title picture

কোড়া বা কডা ভাসায় verb-এর অতীতকাল বোঝাতে "হুয়লেনা" এবং ভবিষ্যৎকাল বোঝাতে "হুয়ো আ" শব্দটি ব্যাবহার হবে।
যেমন ,
* যাওয়া - সেন
* যাওয়া হয়েছিল - সেন হুয়লেনা
* যাওয়া হবে - সেন হুয়ো আ।

তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাতিক্রম আছে।যেমন,
* শোনা - আয়ুম
* শোনা গিয়েছে - আয়ুমা কানা
* শোনা যাবে - আয়ুমঃ আ ।
আজ সেরকম কিছু শব্দ উপস্থাপন করছি বাকি শব্দ গুলি পরবর্তি সময়ে নিয়ে আসবো।


* দৌড়ানো - নির
দৌড়তে হয়েছিল - নির হুয়লেনা
দৌড়তে হবে - নির হুয়ো আ ।
* বলা - গাম
বলা হয়েছিল - গাম হুয়লেনা
বলা হবে - গাম হুয়ো আ ।
* চলা - সেন চলতে হয়েছিল - সেন হুয়লেনা
চলতে হবে - সেন হুয়োআ ।
* হাঁটা - তাড়ম
হাঁটা হয়েছিল - তাড়ম হুয়লেনা
হাঁটা হবে - তাড়ম হুয়োআ ।
** বাকি গুলো আগের মতোই উচ্চারিত হয়ে ব্যাবহৃত হবে।
গল্প করা - গোজোল ।
ডাকা - রা আ।
কাটা - গ্যাট্‌ / খান্ডিঃ / মা আ।
পরিষ্কার করা - সাপা ।
বওয়া - বহা ।
খাওয়া - জম ।
পাওয়া - নাম।
খেলা - এনেজ।
চিরুনি হওয়া - নাকিঃ।
দেখা - নেল ।
কামড়ানো - গেগের ।
গোটানো - গুটিয়া।
পরা - তুসুং / তুসিঞ ।
খোলা - লাড়া ।

আসা - হিজুউঃ।
তৈরি - বানা ।
সাঁতার কাটা - ঢাউপকা ।
দাঁড়ানো - তিঙ্গু।
লাথি মারা - পাদা।
প্রণাম করা - জহার।
ছোঁড়া - খাঁডিয়া।
মনে রাখা - পাহাম দহ।
পড়া - পঢ়া।
স্বাদ নেওয়া -চাটে।
ছাড়া - আড়াআ।
বন্ধ - হান্ডেঃ।
গালি দেওয়া / বকুনি দেওয়া - এগের।
মারা - দাল।
বাঁধা - তল।
আটকে রাখা - আটকা।
ওড়া - অটাং।
পারা - দাড়ি।

শোয়া -গিতিঃ।
ফাটা - অটেঃ।
জাগা - চির্গাল।
ধরা - সাব।
নিয়ে আসা - আগু।
নেওয়া - হাতা।
পান করা - নুঃ।
তাড়িয়ে দেওয়া - হার।
তাড়ানো - কুদা।
ডোবা - ডুম্বুইঃ।
হেলানো - হিলা।
শেখা - চেট।
দেওয়া - এম।
বাঁচা - বাঞচা।
মরা - গয়ঃ।
জিজ্ঞাসা করা - কুলি।
খোঁজা - পাঁজা।
খুঁজে পাওয়া - হালাং নাম।
ফেলা - গিডি।
মেনে নেওয়া - মানা।
সঙ্গ দেওয়া - গাতি এম।
ব্যাথা দেওয়া - হাসু এম।
ওঠা - দেঃ
গ্রেফতার - সাব ইদি।
মোড়ানো - মোচড়া
পোড়া - রাপাআ
নির্মান করা - বানা।
কেনা - কিরিং।
আরোহণ - দেঃ।
ঢাকা দেওয়া - হারুপ।
ছোঁয়া - ছুয়া।
শেষ - চাবা।
সম্পুর্ণ - পুরা।
চুরি করা - আত্‌কির।
জয় করা - জিতা।
বিবেচনা করা - বুঝা সুঝা।
রান্না করা - ইসিং।
থাকা - তাহি ।
চিৎকার করা - কিকিঃ।
লেখা - অল।
পূজা - বঙ্গাআ।
কাজ - কামি। কাঁদা - ইয়াম।
বুনা - হের।
চরা - আতিং।
বমি - উছাল।

আশা রাখছি ব্যাতিক্রমী শব্দ ভান্ডার পরবর্তী অধ্যায়ে নিয়ে আসবো।
অবশেষে এটাই জানাতে চাই, কেউ যদি উপরের শব্দগুলি পরিবর্তন করে উঠতে পারেন তাহলে সেগুলি নিজের কাছে না রেখে আমাদের উন্মুক্ত কমেন্ট বক্স আছে তাতে লিখুন। বাকী যারা যানতে চাইছে অন্তত তাদের কিছু সাহায্য হবে।

পরবর্তি আরো চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে তাই এই ব্লগকে বুকমার্ক করে রাখুন।এছাড়াও আপনার কাছে এরকম কিছু লেখা থেকে থাকে, আমাদের জানান। আমরা আপনার লেখা সবার সামনে তুলে ধরবো।
➽⥁যদি কোন ভুল হয়ে থাকলে নিচে কমেন্ট করে জানান।সেগুলো পুনরায় সংস্কার করা হবে।কড়া ভাষা সবার সামনে তুলে ধরার এ এক বড়ো প্রচেষ্ঠা। আপনারাও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।

বুধবার, ২২ এপ্রিল, ২০২০

বডেঃ - কডা গণনাট্য ।। পঞ্চম অঙ্ক ।। চতুর্থ দৃশ্য

 বডেঃ - কডা গণনাট্য

[ পঞ্চম অঙ্ক ]

{ চতুর্থ দৃশ্য }

bode ponchom onko choturtho drishyo chobi


[ উমেশ রুয়োতেনে , চাদর হারুঃ কেনে]

উমেশঃ- ( আয়ঃ নিজেগে ) উঃ... শালা ! সর্দি রুয়োঃ হঁ-অ কা চাবা-আ তানা , আমতিঃ রানু জম কেতেঃ হঁ । নাতে মাঠ ( বাইৎ ) দিকে হঁ-অ ঘুরো কা হুয়োতানা। লয়ং কু দা-আ টান মজে-এ সি চিকে তানা ?

[ রোবু আর কান্তি বলয় নাকিন ]

এই রোবু করেকা ? সনম দু মাঠ কু মিসে ঘুরো হুজুমে। দা-আ লাগা-আ , সি চিকে-আ ? লেল আগুম।
রোবুঃ-ইঞ কাঞ সেন দারি-ইঞ। ইঞে দারা কা হুয়ো-আ ।
কান্তিঃ- সনম দু বাবু , আলো আঙ্কা-আম। বাবা রুয়োঃ তেনে এনে মেন্তেঃ গামেতেনে। বানখান গাম মিয়ে হুলোং ?
রোবুঃ- ইঞ তিহিন কাঞ সেন দারি-ইঞ। সে গাপা মিয়াং সনঞ হাঁ।
উমেশঃ- ( রাগতে ) গাপা মিয়াং সেন কেতেঃ ইয়েয়াম। টানোঃ তানা সি চিকেঃ তানা , লেল আগু গামোঃ তানা তো গাপা মিয়াং লাগাকেনে। জমেয়াম বার তিহিতে। মিঞে কাম কামী দারি-আম, কাম যাহা দারি-আম। এমনিগে জম হুযু-আ। আম দারা চাষ কা হুয়ো-আ। ইঞ চিমিন দিন ( হুলাং ) ইমতিঃ দিন গে ! পুড়া কেতেঃ চিনেঃ চিকে-এম লেল-অ তানা হাঁ।
রোবুঃ- চাষ হঁ-অ কাঞ চাষেঞ । পুড়া কেতেঃ ঝানা-আ কামী হুয়ো-আ তো , বাইরে কামী সনঞ।
উমেশঃ- চিরদিন গে বাইরে কামী কেতেঃ জমেয়াম হাঁ । মিঞে জাগার গামোঃ তানা তো কা আয়ুমো-অ তানা । আমা-আ নাতি গে যত্ত করা হুয়োঃ তানা।
রোবুঃ- ইঞে নাথাং কা করা হুয়ো-আ। ইঞে বেশ কা-বেশ ইঞ বুঝোঃ কঞ।
উমেশঃ- মাঠ কাম সেন দারি-আম তো , দীপু কে ত রা-আ দারিয়াম।
রোবুঃ- ইঞ যাহাথাং কাঞ সেন দারি-ইঞ। আবেন চাষ দারি তে-এ-বেন , সন-অ-বেন দু ।


[ রোবু উডুং নে ]



উমেশঃ- চিনেঃ গামিয়াম নাকান হনকে ।
কান্তিঃ- কায় আয়ুমিয়ে বাগিতিম । নেল লেঞ , ইঞগে মিঃ ঘারই ঘুরো হুযুঞ হাঁ।
উমেশঃ- হানা পুখুরি হেদে সরষেটা টান জমে-এ মনেহয়। চিমিন দিন সিদে গে , বাত গে লেলেঃ কিনিঙ। ...... উঃ... না-আই হন তেনেতাম। মিঞে জাহান জাগার কায় আয়ুমে-এ বাপু , হারাম লাখান মিঃ মুঠো মাঁডি এম মিয়ে সি কি জানি। আনি দীপু হুয়েনায় মিঞে হন। আনিকে যা গামিয়াম তাইগে করায়ে। মনরে হুডং আস্কেদ গে বা-আয় না।
জনপ্রিয় পোষ্ট ঃ- Adibasi Koda New Mp3 Song Download 2020
কান্তিঃ- উকি হন জম কাকু নামেয়া আংকু হনগে ভালি হুয়ো-আকু। নাকু জম নামে-একু ইতিল্গে আটকারে-একু। জাগারটা ঠিকগে গামে-এম যে দীপু ল-অ গে জুরা হুয়ো-আ মনে হুয়োঃতানা। ঝানা-আ নামো-আ আর কা নামো-আ হারাম-বুডিয়ে লাখান বার মুঠো মাঁডি তো নামো-আ , বিটি আরা থাং।

[ উডুং-এনাকিন ]
** মাতবে নিন্তিগে , পরের দৃশ্য লাতার রে

আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।

** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।



** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

Most visited posts