বুধবার, ৬ মে, ২০২০

বডেঃ - কডা গণনাট্য ।। পঞ্চম অঙ্ক ।। সপ্তম দৃশ্য


bode- koda gononatyo - ponchom onko soptom drishyo

 বডেঃ - কডা গণনাট্য

[ পঞ্চম অঙ্ক ]

{ সপ্তম দৃশ্য }


[ দীপু আর লিলি দুরোঙেকিন ]

দীপুঃ- ধুন্দু ধুন্দু লেলেঃকিনিঞ , নেন্ডে কি হিঃ দারিইঞ।
যত্ত থাং সেন দারিইঞ ,যদি ইঞ ঠিক ধানঃইঞ।।
লিলিঃ- আমগে উদুঃ কিঈঞাম সজে হরাটা।
নাহাআ বুঝো নামেএঞ , নেএ জীওনটা।।
দীপুঃ- চিমতিঃ দুঃখ , চিমতিঃ কষ্ট , জিওনরে হিএ কানা।
কুরোমরে বিঃ মিনাআ , রাপাআ তো কা চাবায় না।।
লিলিঃ- দুঃখরেন পর হুযুআ সুখ, জীওনরেগে মিনাআ।
দুঃখটেকে বুঝোলেখান , তবেইতো সুখ নামোআ।।
দীপু , লিলিঃ- ( মিসাতে) ধুন্দু ধুন্দু লেলেঃকিনিঞ ,
নেন্ডে কি হিঃ দারিইঞ।
যত্ত থাং সেন দারিইঞ ,
যদি ইঞ ঠিক ধানঃইঞ।।


[ মুচেৎ-এ না ]

আলে ঘিড়মেন্তাং গে হিজ্‌ সেটের-অ-আ-লে অটঅ নামা , দমে হাঁউসতে পেরেজ্‌ অল সেকাম আগু কেতেঃ। আলোপে লিড়িঙেয়া নিয়া ব্লগ , নেঁডে হেতেন অনেক আবুআ আদিবাসী কডা সমাজ রাআ খবর নাম ইদিয়াপে। মা তবে বেশগে তাহিন পে। জহার


আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।


** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।




** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

বডেঃ - কডা গণনাট্য ।। পঞ্চম অঙ্ক ।। ষষ্ঠ দৃশ্য

koda-gononatyo-bode-ponchom-onko-shoshtho-drishyo-chobi

 বডেঃ - কডা গণনাট্য

[ পঞ্চম অঙ্ক ]

{ ষষ্ঠ দৃশ্য }


[ উমেশ আর কান্তি মিনি আকিন । অলক আর বানি বলয়নাকিন ]

উমেশঃ- দীপুরেন বাবাতেঃ চিঙ্কে ধানকানাম গাম ?
অলকঃ- ইঙ্কা গে ! মোটামুটি।
উমেশঃ- আয়ুমেঃ কিনিঞ খুঃগে চিলোং বডেঃ নুএম। কামি কু দ কাম সনঅ তানাম ।
অলকঃ- (বহঅ গাদুর কেতেঃ) নুই গিঞ হুডং হুডং।
উমেশঃ- হুডং হুডং ! ভালিগে নুএম চিলোং ? উরাআরে যা নামেএম যত্ত ইদি কেতেঃ বডেঃ নু চাবাএম।
অলকঃ- না না ।
উমেশঃ- চিনেঃ না না ! নুএম অটোঅ গামেএম কাঞ নুএঞ। শারি জাগারটা হঁঅ কুঙ লঃ মে। -------- আচ্ছা ইঞ রাআ কুলতেএ বিনিঞ , আম ইচ্ছে কেতেঃ হিএ কানাম তো সি দীপুরফেন মাঞতেঃ জোরতে আগুতেএ মিয়ে।
অলকঃ- ইঞে ইচ্ছে রেগে হিএনিঞ।
বানিঃ- হুঁ কায় হিঃ নাথাং গঅ কানায় চিমতিঃ গাম কেতেঃ আগু কিঈঞ।
উমেশঃ- বেশ বেশ ! আচ্ছা দীপুরেন বাবাতেঃ লেলেম , আমাআ বয়স হুয়োঅ তানা তো?
অলকঃ- হ্যাঁ ।
উমেশঃ- নাহাআ নয় , আম দারিতানাম , জমেএম, নুএম হাঁডে নাঁডে কেতেঃ দিন কু পারোমেএম। চিমতোঃ কাম দারিআম ইমতোঃ চিনেঃ জমেয়াম আর কুথাং বা ধানআম।
অলকঃ- ( বহঅ গাদুর কেতেঃ ) হন হপনথাং গে দহন হুয়োআ। যা ইমিয়াকু এনেগে জম হুয়োআ।
উমেশঃ- তাহলে নাহাআ হেতেন হনকে ঠিক কেতেঃ দহ হুয়োআ, হনরেন ভালি-মন্দ বুঝো হুয়োআ, তবে তো হন মিঃ দিন লেল মিয়াকু। নিকারেগে হন নাথাং ঝানাআ যাহা কামি দারি অথচ হন যা গে বার মুঠো রোজগার আগুয়ে আনাকু হঁ-অ বডেঃ নু চাবাআ তানাম। আম তো বডেঃ নু কেতেঃ দিন পারম তানাম আর হন বাহু চিনে জম জম কেতেঃ ধানঅ তানাকিন আনা জাগার মিসে হঁঅ চিন্তা কানাম।
বানিঃ- চাউলিকু ইদি কেতেঃ বডেঃ নুয়ে, অটোঅ ঘুরিয়ে মাঁডি আসি কুয়ে। কুথাং নামেয়াম কাম নামেয়াম কায় বুঝোআয়।

উমেশঃ- নাআ কু আমাআ উচিত হুয়োতানা গাম। আম হুয়োনাম উরারেন গারজেন , আমগে বুঝোকুয়াম, বুদ্ধি ভরসা এম কুয়ামতা লহয়। উলটো আমকে গে হন লাকা বুঝো হুয়োঃ তানা। লেল আতেন কেতেঃ হুডং বুঝোরেন চেষ্টাম বানখান বাঞ্চারেন যাহান হরা কাম নামেয়াম, বুঝোইনাম। ----- তো বেশ চিকেন নাতিঃ আবেন রাআ কানাবেন এনেটা হুয়েনা যে, ইঞ আবেনেঃ হনকে লেলকেতেঃ আর কামি বুদ্ধি চরিত্র ব্যবহার যত্ত লেল কেতেঃ ইঞে ইরাহনরেন বয়ঃ কুশিই তিনিঞ। তো আবেন চিনেঃ গামেএবেন ? দিপুরেন বাবাতেঃ চিনেঃ গামেএম?
অলকঃ- ইঞ চিনেঃ গামেঞ, আংকিনগে ইঙগা হন শারিয়াকিন।
উমেশঃ- আম কি যাহানাআ কাম শারিয়াম। আম হুয়েনাম বাবা উড়াআরেন হেড। আম যদি নেএ জাগার গামেয়াম তাহলে বাবা হুই কেতেঃ চিনেঃ চিকেএম।
অলকঃ- বেশঃ- আঙ্কিন কুশি লাখান ইঞ হঁঅ কুশি।
উমেশঃ- দীপুরেন মাঞতেঃ চিনেঃ গামেএম ?
বানিঃ- আম যখন নিজে তেকেঃ কুশি তানাম তাহলে ইঞে গাম্‌রেন ঝানাআ বাআয় না।
উমেশঃ- বেশ তাহলে কুশি নাবেন। দুতোম বেশি দেরী কেতেঃ লাভ বাআয় না। নিঈ বংগারেন আঠারো তারিখরে দুতোম হুয়োঃ খা। আর দুতোম থানরে হুয়োআ। --- বালা আমকে অট-অ গামামে তিনিঞ হুডং কম নু রেন চেষ্টাম। হুডোং বুঝোরেন চেষ্টাম তাহলে খান ঝতয়ঃ ভালি মিয়াকু। নেএ জাগারটা কাম বুঝোয়াম মাঁডি তো বাদেম হনরেন দাল তো যাহাথেন কা সেন। --- আর ইঞে মিঞে জাগার হুয়োঃ তানা ঠিক যদি কাম ধানআম বালানি ,ইরাহন বয়ঃ যত্ত আগুকুঞ মিকঃ হেদে উরাআ এমাকুঞ , ধানোয়াকু। লয়ং বার্গি মিনাআ চাষেয়েকু জমেয়াকু। আর বুঝোখান দ দিলা আম হঁঅ ইঞে যা লয়ং বার্গি চাষ কাঞ দারিঃ তিনিঞ , নুর মিনাআ। বারান বালাতে জোড় তাড়তে চাষেই লাং ঝানাআ কা অসুবিধা হুয়োআ। বুঝোইনাম।
অলকঃ- হ্যাঁ , বুঝোইনিঞ।
উমেশঃ- মা তাহলে হুযুবেন।

[ জোহার কেতেঃ অলক আর বানি উডুং না কিন ]

** মাতবে নিন্তিগে , পরের দৃশ্য লাতার রে


আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।

** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।





** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

বুধবার, ২২ এপ্রিল, ২০২০

বডেঃ - কডা গণনাট্য ।। পঞ্চম অঙ্ক ।। চতুর্থ দৃশ্য

 বডেঃ - কডা গণনাট্য

[ পঞ্চম অঙ্ক ]

{ চতুর্থ দৃশ্য }

bode ponchom onko choturtho drishyo chobi


[ উমেশ রুয়োতেনে , চাদর হারুঃ কেনে]

উমেশঃ- ( আয়ঃ নিজেগে ) উঃ... শালা ! সর্দি রুয়োঃ হঁ-অ কা চাবা-আ তানা , আমতিঃ রানু জম কেতেঃ হঁ । নাতে মাঠ ( বাইৎ ) দিকে হঁ-অ ঘুরো কা হুয়োতানা। লয়ং কু দা-আ টান মজে-এ সি চিকে তানা ?

[ রোবু আর কান্তি বলয় নাকিন ]

এই রোবু করেকা ? সনম দু মাঠ কু মিসে ঘুরো হুজুমে। দা-আ লাগা-আ , সি চিকে-আ ? লেল আগুম।
রোবুঃ-ইঞ কাঞ সেন দারি-ইঞ। ইঞে দারা কা হুয়ো-আ ।
কান্তিঃ- সনম দু বাবু , আলো আঙ্কা-আম। বাবা রুয়োঃ তেনে এনে মেন্তেঃ গামেতেনে। বানখান গাম মিয়ে হুলোং ?
রোবুঃ- ইঞ তিহিন কাঞ সেন দারি-ইঞ। সে গাপা মিয়াং সনঞ হাঁ।
উমেশঃ- ( রাগতে ) গাপা মিয়াং সেন কেতেঃ ইয়েয়াম। টানোঃ তানা সি চিকেঃ তানা , লেল আগু গামোঃ তানা তো গাপা মিয়াং লাগাকেনে। জমেয়াম বার তিহিতে। মিঞে কাম কামী দারি-আম, কাম যাহা দারি-আম। এমনিগে জম হুযু-আ। আম দারা চাষ কা হুয়ো-আ। ইঞ চিমিন দিন ( হুলাং ) ইমতিঃ দিন গে ! পুড়া কেতেঃ চিনেঃ চিকে-এম লেল-অ তানা হাঁ।
রোবুঃ- চাষ হঁ-অ কাঞ চাষেঞ । পুড়া কেতেঃ ঝানা-আ কামী হুয়ো-আ তো , বাইরে কামী সনঞ।
উমেশঃ- চিরদিন গে বাইরে কামী কেতেঃ জমেয়াম হাঁ । মিঞে জাগার গামোঃ তানা তো কা আয়ুমো-অ তানা । আমা-আ নাতি গে যত্ত করা হুয়োঃ তানা।
রোবুঃ- ইঞে নাথাং কা করা হুয়ো-আ। ইঞে বেশ কা-বেশ ইঞ বুঝোঃ কঞ।
উমেশঃ- মাঠ কাম সেন দারি-আম তো , দীপু কে ত রা-আ দারিয়াম।
রোবুঃ- ইঞ যাহাথাং কাঞ সেন দারি-ইঞ। আবেন চাষ দারি তে-এ-বেন , সন-অ-বেন দু ।


[ রোবু উডুং নে ]



উমেশঃ- চিনেঃ গামিয়াম নাকান হনকে ।
কান্তিঃ- কায় আয়ুমিয়ে বাগিতিম । নেল লেঞ , ইঞগে মিঃ ঘারই ঘুরো হুযুঞ হাঁ।
উমেশঃ- হানা পুখুরি হেদে সরষেটা টান জমে-এ মনেহয়। চিমিন দিন সিদে গে , বাত গে লেলেঃ কিনিঙ। ...... উঃ... না-আই হন তেনেতাম। মিঞে জাহান জাগার কায় আয়ুমে-এ বাপু , হারাম লাখান মিঃ মুঠো মাঁডি এম মিয়ে সি কি জানি। আনি দীপু হুয়েনায় মিঞে হন। আনিকে যা গামিয়াম তাইগে করায়ে। মনরে হুডং আস্কেদ গে বা-আয় না।
জনপ্রিয় পোষ্ট ঃ- Adibasi Koda New Mp3 Song Download 2020
কান্তিঃ- উকি হন জম কাকু নামেয়া আংকু হনগে ভালি হুয়ো-আকু। নাকু জম নামে-একু ইতিল্গে আটকারে-একু। জাগারটা ঠিকগে গামে-এম যে দীপু ল-অ গে জুরা হুয়ো-আ মনে হুয়োঃতানা। ঝানা-আ নামো-আ আর কা নামো-আ হারাম-বুডিয়ে লাখান বার মুঠো মাঁডি তো নামো-আ , বিটি আরা থাং।

[ উডুং-এনাকিন ]
** মাতবে নিন্তিগে , পরের দৃশ্য লাতার রে

আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।

** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।



** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

বডেঃ - কডা গণনাট্য ।। পঞ্চম অঙ্ক ।। পঞ্চম দৃশ্য


 বডেঃ - কডা গণনাট্য

[ পঞ্চম অঙ্ক ]

{ পঞ্চম দৃশ্য }

bode koda gononatyo ponchom onko ponchom drishyo picture


[ দীপু বলয় নে, হুডং বডেঃ নু বুল গিয়ে ]

দীপুঃ-ঊঃ! ( রা-আই তেনে ) কাকা ও কাকী মিনি আবেন সি বা-আই নাবেন ?
[ উমেশ , কান্তি বলয় আঙ্কিন ]
উমেশঃ- অকয় , দীপু সি কা ?
দীপুঃ- হ্যাঁ ।
কান্তিঃ- ঝানা-আ গামে কুয়াম সি ?
দীপুঃ- হিঃ নিঞ আপে আন্তে । ( হুডং ঢুস্মো তেনে )
কান্তিঃ- হাঁ , আম হঁ বাবা লেকা মাতাল চেদঃ তানাম সি চিনেঃ ? বডেঃ দ চিকেন তি নুএম হাঁ। ইঞ মনেমে কিনিঞ আম ভালি হন তানাম । শেষ কালে আম হঁ আমা-আ বাবা লেকাগে মাতাল হুয়ো-আম মনে হুয়ো তানা ।
দীপুঃ- ( তিহি জহার তে ) না কাকী, আঙ্কা আল গামিঞাম , তিহিন শারিগে বডেঃ নু তেইঞ। তবে যাহা চিলোঙ কাঞ নু ভাড়াঞ। তিহিন নুতেএঞ ধিত্‌কারতে , রাগতে , কষ্ট সহ্য কাঞ দারি কেতে।
কান্তিঃ- চিনেঃ রেন কষ্ট দীপু , গাম ?
দীপুঃ-বডেঃ নু কেতে বাবাকে খুঃগে দাল তি-ঈঞ । আর দাল কেতে আব্‌নে আন্তে হিএ কিনিঞ।
উমেশঃ- দূর খেপা ! মাঞ বাবাকে দাল কুয়াকু ? দাল কিন তানাম চিকেন নাতিঃ , নাকা ভুল আলো করায়াম ।
দীপুঃ- চিকেঞ কাকা , যাহান হরা কাঞ নামেএঞ। শারি ইঞ মাঞ-বাবা দালটা পাপ, তাঁও হঁঅ চিকেঞ যাহান উপায় কাঞ নামেঞ।
উমেশঃ- কাঞ নামেঞ মানে ?

দীপুঃ- লেলেম কাকা ! বাবা উরারেন চাউলিকু ঈদই কেতেঃ বডেঃ নু চাবাতেএ। নাতে কামী কেতে মিঃ টাকা হঁঅ কায় এমও তেনে। নাআ সিদে আয়মা বার চাউলি আখরিং বডেঃ নু তেএ , উপোষতে দহন হুয়ো কানা। উকা থান খাজারি ইদি তেএঞ এনে গে জম কেতে দিন পারম হুয়েকানা। সেই ইঙ্খান সাতশো টাকা ইদি লেএঞ আউরিগে রুয়ো নুতুমতে। আনা হঁ-অ বডেঃ দুকানরে এম শোধ কেএঞ। অটো-অ মাঞ গামেয়ে চিমতি চিলোং লয়ং ধানকানা আনা হঁ-অ ঝত আখরিং তেএ। আনি ইঞে নাতিঃ ঝানা কায় যাহাতেএ আনারে ইঞে দুঃখ বাআয় না। তিহিন যদি কামী কেতে হুডং সুখতে বার মুঠো জম কাঞ নামেঞ তাহলে নেএ হেতেঃ অটো-অ খারাপ চিনেঃ মিনাআ কাকা ? বাঞ্চা হেতেঃ না বাঞ্চা দহন গে ভালি ।
উমেশঃ- না কা দীপু না ! আঙ্কা আলো গামেয়াম । শারি গে ! আমা-আ বাবা খুঃগে হারামি গিয়ে , ছি...! আয়ুম কেতেঃ ইঞগে চিঙকে আটকারেঞ । নাই শালা হর তেনে কি জানি তাম ?
কান্তিঃ- আর দীপু , মাঞ চিকেএ ?
দীপুঃ- মাঞ উরারেগে ধানকেনে তো। আর কাকী লিলি কায় লেল নামতেনে , উকাতে সেএ কেনে ! ইস্কুল। শারিগে লিলি না মিঞে খুঃগে ভালি ইরাহন তেনে। খুঃগে ভালি।
কান্তিঃ- আঁ কা চিকে উল্টো-পাল্টা বুঝাঃ তানাম।
দীপুঃ- না তো কাকী , ঝানাআ কাঞ গাম তো।
কান্তিঃ- না গে লিলি লিলি গঃ কানাম দ। যাহা চিলোং তো লিলিরেন জাগার কাম গামেয়াম।
দীপুঃ- কাকী ইঞ ঝানাআ বুঝঃ কাঞ নামেএঞ। কাকী ইঞে বহ-অ ঘুরোতানা , গিতিঃইঞ কাকী গিতিইঞ।
কান্তিঃ- এনে এনতে চালাটেরে মিঃ হেদে গিতিঃ মে।
[ দীপু উডুং নে ]




Most Popular :- antong lang tahilena adibasi koda song download

কান্তিঃ- আঁ গো দীপু তো লিলিরেন জাগার যাহা চিলোং কায় গামেয়ে তবে কি যত্ত বুঝ নাম তেএ কিন ? সি আঙ্কিঙ্গে খুশি কানাকিন।
উমেশঃ- কি জানিতাম। এনেটাগত চিন্তা তিনিঞ। আর বডেঃ নু লাখান হর ভিতিররেন শারি জাগারটাগে গাম উডুঙয়াকু। আঙ্কিন মনেহয় যত্ত বুঝ নাম তেএকিন। অটোঅ দেরি লাখান কা হুয়োআ।
[ বানী বলয় নে ]
বানিঃ- করে ! দীপু নাতে হিএ কেনে ?
কান্তিঃ- হ্যাঁ। হিএ কেনে । দীপুকে চিকেনতিঃ বডেঃ খাওয়াতিয়াবেন ?
বানিঃ- বডে দ কালিঙ খাও। আয়গে নু হিএ কেনে। বাবাতেঃ চাউলি কু ইদি কেতেঃ বডেঃ নু চাবা তেএ। এনে মেনতে রাগতে বডেঃ নু তেএ মনেহয়। বাবা তেঃ কে দাল ভাড়া কিইয়ে নিয়ে উরাতেকে উডুংনে তো ঘুরে উরা কা বলয় নে। কয়ঃঅ ভাড়া কিইঞ, কাঞ লেল নাম কিইঞ , নিয়ে আবনে আন্তে হিএনিঞ।
উমেশঃ-আমতি ভালি হন টেকে একেবারে খারাপ চাবা কিঈয়াবেন।


বানিঃ- ইঞ চিকেইঞ। আয়াআ বাবাতেঃ হুয়ে নে হারামি। আমতি গামোতানা,বুঝোতানা তাও হঁ হুডঙ হঁ কায় বুঝোতেনে।
কান্তিঃ- মাঁডি ইসিন লেএ বেন ?
বানিঃ- চাউলি বা-আয় না মাঁডি কুথাংরে ইসিনিলিং ?
কান্তিঃ- তাহলে মাঁডি জম তেকেঃ সনঃআবেন আর হুডং চাউলি ইদি ধুরাআবেন।
উমেশঃ- বাবাতেঃ কুথাং ?
কান্তিঃ-উরাআ টেকে-এ গে গিতিঃ মিনিঈ।
উমেশঃ- গাপা যেন দীপুরেন বাবাতেঃ ল-অ বার হড়গে হুযুয়াবেন। দীপুরেন বাবাতেঃ কে গামিয়াবেন রোবুরেন বাবাতেঃ রাআ কুল তে-এ। আবেনে লঅ মিঞে খুঃগে দরকারি জাগার মিনাআ।
বানিঃ- আচ্ছা! ঠিক গিয়া।
[ উডুং-এনাকিন ]

** মাতবে নিন্তিগে , পরের দৃশ্য লাতার রে

আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।

** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।



** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

শনিবার, ২৮ মার্চ, ২০২০

বডেঃ - কডা গণনাট্য ।। পঞ্চম অঙ্ক ।। তৃতীয় দৃশ্য

koda gononatyo bode ponchom onko tritiyo drishyo chobi

বডেঃ - কডা গণনাট্য

[ পঞ্চম অঙ্ক ]
{ তৃতীয় দৃশ্য }


[ দীপু দুঃ মিনিঃইয়ে , চিন্তা তেনে, লিলি দুরং ল-অ বলতেনে ]
লিলিঃ- হুঁ ......। ( দীপুকে কয়ঃ কেতেঃ ) অকয় ? দীপু , আম। চিনে চিকে-এম?
দীপুঃ- নে-এ দু-এ কিনিঞ। চিনেঃ চিকেঞ গাম ?
লিলিঃ- ইঞ হঁ-অ নেতে দাড়া-ভাড়া হি-এ নিঞ। উড়ারে ভালি কা আটকার তানা। তো আমা ল-অ নাপাম হুয়ে না, ভালি গে হুয়ে না। নে-এ জায়গা টা দারুণ মিনা-আ । সামাংরে ফাঁকা মাঠ , ফাঁকা রিমিল , চিমতিঃ অড়ে উটাং সন-অ তানাকু , ফুরফুরে হয়ঃ আর হেদেরে মিনিয়াম আম। মনটা পেরেজ চাবাঃ তানা।

দীপুঃ-কিন্তু ইঞা-আ মনটা কা পেরেঃ-গ তানা।


বডেঃ - কডা গণনাট্য ।। পঞ্চম অঙ্ক ।। তৃতীয় দৃশ্য


লিলিঃ- চিকেন তি? চিন্তা হউয়ও তানা সি , টেনশন। চিনেরেন টেনশন ?
দীপুঃ-লেলেম ! আমা-আ বাবা ইঞে নাতিঃ ভালিঞে। আর ইঞ যদি(পাছেদ) আমা-আ ল-অ নাকাঞ , তাহলে আমা-আ বাবা তিকিন সারি নাম লাখান চিনেঃ গাম কিনিঞ। আমা-আ মাঞকে নিকা , মানে এমনি বুঝতেকে গামিম, চিনেঃ গামেয়ে লিলিম ?
লিলিঃ- ইঞ মাঞকে গামরেন আয়মা চেষ্টা তে-এঞ । কিন্তু গাম কাঞ দারি তি-ইঞ। আর নাহা আমা ল-অ জাগারতে লেল লাখান, না এগের কু তানাকিন, চিকেন তি কি জানি ?
দীপুঃ-মনে হয়, বুঝোঃ নামে-এ-কিন।

লিলিঃ- মিঞে জাগার চিনেঃ বুঝইনাম। আবো কোডা, সামতার ( সান্তাড়) যা কিছু মিনিয়াকু, বেশিরভাগ গে বডে নেশা। আম নাতিঃ মারাং হারায় নাম, চিমতিঃ ধৈর্য , চিমতিঃ কষ্ট পারম কেতেঃ কাম চাই আম যে , আমা-আ বাবা লাকা হুয়োম, সি হন বাহুকে কষ্ট এম। আর ইঞ যা অল-অ পুড়া কেতে , মেঃ লুতুরতে যা চে-এ নিঞ , ইঞগে বুঝোঃনাম । তাহলে আলাং যদি দুতোমো-অ-লাং, সংসারেই লাং , তাইলে আলাং ঝানা ঝামলা কা ধান-আ। হুয়ো-আ মিঞেঃ সুখরেন সংসার , না-আ-টা মাঞ-বাবা তিকিন কাকিন বুঝোঃতানা।

দীপুঃ- তাইলে নিকা কেতেঃ গে বুঝোঃ কিনমে।
লিলিঃ- কিন্তু কাঞ গাম দারিকিন তিনিঞ।
দীপুঃ-তাইলে চিনেঃ হুয়ো-আ ?
লিলিঃ- দ তাইলে নিরেই লাঙ।
দীপুঃ-আহাঁ ! নির লাখান কা হুয়ো-আ। আঙ্কিনকে বুঝোঃ হুয়ো-আ। মুচারে কা বুঝোঃ দারি লাখান হঁ-অ ইটা-আ যাহা দিক দিয়ে বুঝোঃ হুয়ো-আ।

[ উডুং-এনাকিন ]

** মাতবে নিন্তিগে ,পরের দৃশ্য লাতার রে
আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।


আরো দেখুন -আদিবাসী কোড়া মোবাইল Ringtone 2021
** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।





** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
ফেসবুকঃ-ফেসবুক গ্রুপ
সাইট ম্যানেজারঃ- Palash.Mudi(ফেসবুক লিঙ্ক)
8167724107 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
ইমেইলঃ- Rhtmudi@gmail.com

শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

বডেঃ - কডা গণনাট্য ।। তৃতীয় অঙ্ক ।। তৃতীয় দৃশ্য


bode - tritiyo onko tritiyo drishyo chobi

 বডেঃ - কডা গণনাট্য

[ তৃতীয় অংক ]

{তৃতীয় দৃশ্য }


[ দীপু বলয় নে ]
দীপুঃ- ( নিজেগে মনের দুঃখতে গামে-এ) উঃ...! হায়রে ভগবান, ইঞেঃ মলঙরে শুধু কষ্ট গে মিনা-আ। ইতিঃ তরাং হঁ-অ সুখ বা-আয়-না। আমতিঃ কামী তেকেঃ হঁ-অ তিহিন ঝানা-আ বা-আয়-না। আমতি কষ্ট তেকেঃ সুখ বা-আয়-না। ইঞে জীবনটা কি নিকাগে পারম-আ ? নে-এ টাগে ইঞে মলংরে অল গিয়া। যা কামি-এঞ যত্ত বডেঃ রে সেন চাবা-আ তানা। বুগিন ঝানা-আ জমেঞ সি বুগিন জামা প্যান হাতাঞ সি বুগিন দন-ইঞ তাঁও হঁ-অ কা হুয়ো তানা।জীবনরে নে-এ তেকেঃ অটো-অ চিনেঃ খারাপ হুই দাড়ি-আ। ভগমান ইঞে গামিঞমে,ভগমান ইঞে গামিঞমে। বডেঃ বডেঃ যত্ত বডেঃ চাবা কে-এ জীবনটা। বডেঃগে লয়ং বাগি উড়া-আ দুয়োর , ইঞেঃ ভবিষ্যৎ যত্ত আয়ঃ চাবাতে-এ। ইঞকে হর হুই সেন লাখান, নি-ঈঃ বডেঃকে গে অচ-অ হুয়ো-আ। বডেঃ কে গে অচ-অ হুয়ো-আ।
** মাতবে নিন্তিগে , পরের দৃশ্য লাতাররে
আরো পড়ুন - Adibasi koda new mp3 song download 2020

আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।

** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।







** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

বডেঃ - কডা গণনাট্য ।। তৃতীয় অঙ্ক ।। দ্বিতীয় দৃশ্য



bode - tritiyo onko dwitiyo drishyo photo

 বডেঃ - কডা গণনাট্য

[ তৃতীয় অংক ]

{দ্বিতীয় দৃশ্য }


[ ঘেটু দু-এ কেনে, হেদেরে চিমিনটা বোতল দহ গিয়া ]
[ দীপু বলয় নে ]
দীপুঃ- হুলা আম আলে-এ উড়া-আ সেন নানাম ?
ঘেটুঃ- হ্যাঁ হ্যাঁ, সেন নিনিঞ। এনে দ পয়সা নাথাং। বাবারেন তো আয়মা ধার হুয়ে না। তাই গামেঃ কিনিঞ হুডং এম লাখান ভালি হুয় ক-অ। বাংখান ইঞেঃ চিকেতে চালা-আ ? গাম।
দীপুঃ- চিমতিঃ ধার হুয়ে কানা?
ঘেটুঃ- এনে দ সাড়ে পাঁচশো টাকা লাকা।আর দিয়ে পয়সা আম এমেয়াম ?
দীপুঃ- ( পকেট তেকে উডুং এম কি-ঈয়ে) না-আঈ লিখাম। ঠিক মিনা-আ সি?
ঘেটুঃ- (লিখা কেতেঃ ) ঠিক গে মিনা-আ । টাকাটা এমকি-ঈঞাম কুঠিন ভালি হুয়ে না। যদি বডেঃ ফডে লাগা-আ তো ইদিয়াম ঝানা-আ অসুবিধা কা হুয়ো-আ। আর নাহা-আ হুডং বার কাপ এম-মিঞ সি ? না-আ টেরেন পয়সাকা লাগা-আ।
দীপুঃ- থিরম শালা ! ফ্রি উদু-উ-কু তানাম ? গাপা হেতেঃ বাবাকে কুল তি-ঈঞ হাঁ। দিনম হুলং ফ্রিতে ইমিয়াম হাঁ।
ঘেটুঃ- দিনম হুলং কি এম জুতো-আ ? নাহা-আ পয়সাটা এম শোধ কে-এম, খুশি মনতে এম-মেঃ তিনিঞ।
দীপুঃ- এই ! জাগারটা ভালি কেতেঃ আয়ুমেম। নে-এ পয়সা এম শোধ কে-এঞ। বাবা যেন , নে-এ জাগার সারি কায় নামেয়ে।এবার তেকে-এ বাবা পয়সা ল-অ বডেঃ নু হুযু-আয় তো বডেঃ ইমিয়াম বাংখান আলো ইমিয়াম। আর যদি মিঃ টাকা হঁ-অ ধার আয়ুম তে-এঞ, তো আমা-আ ইঙ্‌কা ব্যবস্থা হাতাঞ। গাম দহ কে-এ মিঞ।



ঘেটুঃ- অকয় নু হড় তানাকু, হুডং না নু লাখান দহন দাড়ি-আকু কা ?
দীপুঃ- অকয় দহন দাড়ি-আকু সি কাকু দাড়ি-আ সেটা আমকে লেল কা হুয়ো-আ। আমতো পয়সা লেল কেতেঃ বডেঃ এম কুয়াম,কষ্ট লেল কেতেঃ তো লহয়।আর নাহা-আ কষ্ট লেল নামে-এম, মাতাল কু রেন কষ্ট। উড়া-আ রেন সর্বনাশ তেকে-এ যে টাকাটা জোগাড়ে-এ-কু মাতাল্কু। আঙ্কো উড়া-আ রেন কষ্টটা কাম লেল নামে-এম। আর লেলরেন দরকার হঁ-অ বা-আয় না। এমনি রেগে উকু উকুতেগে বডেঃ আখ্‌রিঙে-এম। নে-এ জাগারটা চিমতো থানারে সন-আ ইমতো বুঝা নামেয়াম। উকিয়া কষ্ট লেল রেন দরকার মিনা-আ আর উকিয়া বা-আয় না ।
ঘেটুঃ- না কা বাবু না, না-আ টা আলো করায়াম, আমকে জোহারমে তিনিঞ। আমা-আ জাগার মতো করায়িঞ।
[ যতয়ঃ সেনেএ নাকু ]
** মাতবে নিন্তিগে , পরের দৃশ্য লাতার হেতেঃ নেল নামেয়াপে
বেশি দেখা ঃ- জিজ্ঞাস্য শব্দ - কুলি জাগার
আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।

** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।






** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

Most visited posts