বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

বডেঃ - কডা গণনাট্য ।। চতুর্থ অঙ্ক ।। পঞ্চম দৃশ্য


bode-koda-gononatyo-choturtho-onko-ponchom-drishyo chobi





 বডেঃ - কডা গণনাট্য

[ চতুর্থ অঙ্ক ]

{ পঞ্চম দৃশ্য }


[অলক সনতেনে আর দীপু উল্টো দিকে হুযুতেনে। ]
দীপুঃ- উকাতে সনঃ তানাম গো ?
অলকঃ- যাহাতে কাঞ কা । দশ টাকা মিনা খান দাঃ তো । ঘুরো হিঃ লগঞ ।
দীপুঃ- ইঞে আন্ডে পয়সা বাআয় না , চিকেয়াম ?
অলকঃ- ভালি কাঞ আটকারেঞ , হুডং নু হিঃ লগঞ ।
দীপুঃ- ভালি কাঞ আটকারেঞ। হুডং নু হিঃ লগঞ হাঁ ।
অলকঃ- আঁ হাঁ রানু কা আগু হুয়ো-আ রানু তে কা চাবাআ, পয়সা মিনাঃ খান দাঃ।
দীপুঃ- বেশ ! তাইগে বডেগে আগুঞ হাঁ। দঃ উরা-আ দ।
অলকঃ- ইঞ নেন্ডেগে দুঃ তিনিঞ। দু আগুম দু।
দীপুঃ- নেন্ডে দ ইঞেঃ আন্ডে পয়সা মিনা-আ সি ?
অলকঃ- অচ তাহলে , আংকা গে ঘুরো হুযুঞ হাঁ।
দীপুঃ- দ উরা-আ দ । উরা-আ রে আগু এমমিঞ হাঁ।
অলকঃ- আঁ হাঁ আমা কাম আগুয়াম হাঁ। দশ টাকা পয়সা আসি তানা তে-এ জিউ উডুং লাকা আটকারে-এপে। অচ বাগিঞ মে। নু গজ-অ খান , এনেতে গজ-ইঞ।
দীপুঃ- চিকেন হর তেনে কি জানি। মিঞে ভালি জাগার কায় বুঝ-আয়। নাহা-আ সে-এ নে। নুয়ে হাঁ সি চিকেয়ে হাঁ। কুথাং গিতিঃ ধান-আয় সি চিকে-আয় , ঝানা-আ ঠিক ঠিকানা কা ধান-আ।
[ উডুং-এনাকিন ]
** মাতবে নিন্তিগে , পরের দৃশ্য লাতার রে

আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।

** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।






** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

বডেঃ - কডা গণনাট্য ।। পঞ্চম অঙ্ক ।। প্রথম দৃশ্য

koda gononatyo bode ponchom onko prothom drishyo chobi




 বডেঃ - কডা গণনাট্য

[ পঞ্চম অঙ্ক ]

{ প্রথম দৃশ্য }


[ দীপু আর লিলি মিনি-আ কিণ ]

লিলিঃ- আমকে আয়মা দিন তেকেঃ মিঞে জাগার গাম বলে , গাম আর কাঞ দারিঃ মে তিনিঞ।
দীপুঃ- চিকেন জাগার , গাম ?
লিলিঃ- আচ্ছা! আনাটা বাদেম। গামেম তো , ইঞেঃ দাদা চিকেন তি আমকে রাগগে লেল মিয়ে ?
দীপুঃ- অ না-আ-টা। তবে আয়ুমেম , আমা-আ মাঞ তিকিন আলো গাম কিনাম।
লিলিঃ- তাই গে , কাঞ গাম কিনিঞ।
দীপুঃ- আমা-আ দাদা চুটি , গাঁজা , বডেঃ যত্ত গে নুয়ে শারিয়াম তো ?
লিলিঃ- আঁহা তো । অ... এনে তেগে মিসে খান চিঙকে গে শু-আনায়।
দীপুঃ- মিঃ দিন চিমিনটা গাঁতি কুড়া কুল-অ মিঞে বাগানরে সিগারেট নু-একু , চিনেঃকু জমে-একু। কাকু খেয়াল তি-ঈঞা। সেন পারম নিঞ। ইমতো লেলে তিঞাকু। নিয়ে পরের দিন এন্ডেগে বডেঃ নু তে-একু আর সাঃআ তিঞাকু। কুলিঞ তানাকু " অকয়কে গাম তে-এ কু-আম "। আমতিঃ তেকে গামকু তিনিঞ যাহায়কে কাঞ গাম। কাকু আয়ুমে-এ দাল লাগায় নাকু। ইঞ হঁ-অ রাগতে হানতে নাতে ঘুষি ভাড়াকে-এ কুঞ। সেই তেকেঃ ইঞকে রাগগে লিলিঞে।
লিলিঃ- অ নে-এ ব্যাপার। আলে-এ উরা-আ-রে আমা-আ খুঃগে হানা না-আ গামে-এ।
দীপুঃ- আর আম ?
লিলিঃ- ইঞ চিকেঞ। ইঞ আয়ুমে-এঞ আর চিন্তা-ইঞ। আমা-আ আংকা হন কিন্তু মিঃ দিন হঁ-অ আংকা কাঞ লেল। আর বাবা দ কায়গে বিশ্বাস গ-অয়। আচ্ছা , আর আমকি কাম দুতোম গ-অম ?
দীপুঃ- ইঞেঃ দুতোমরেন জাগার গামে-এম। ইঞে লাকা হতভাগা হনকে উকিটা ইরাহন ইমিয়াকু ? গাম !
লিলিঃ- চিকেন তি ?
দীপুঃ- চিকেন তি অটো-অ । ইঞে মাঞ বাবারেন ঠিক বা-আয় না। ইঞেঃ উরা-আ দুয়োর ঠিক বা-আয় না । জম নু রেন ঠিক বা-আয় না। তাহলে যাহায় কি নে-এ কষ্ট নাথাং ইরাহন এমকু-আ-কু?
লিলিঃ- যত্ত ঠিক গিয়া রে , যত্ত ঠিক গিয়া। শুধু মিঞে জিনিস ঠিক বা-আয় না। চিনেঃ বডেঃ ! বডেঃ উকিয়াঃ বহ-অ জমতে-এ আনিকে শেষ তর তি-ঈয়ে। আমা-আ উরা-আ-রে নে-এ হালটাগে হুয়ে কানা। তবে আমতো ঠিক গিয়াম। অকয়কে আগুয়াম আনি তো আমা-আ ল-অ ধান-আয়। তবে অসুবিধা কুথাং ?
দীপুঃ- হররেন সিদে নজর মাঞ বাবা , উরা-আ দুয়োর, লয়ঙ- বাড়্‌গি।
লিলিঃ- ঠিক গামতে-এম । আর আসল নজর হুয়ে না আমকে। শারিগে , আমা-আ মিঞে জীবনরে ইচ্ছা ধান-কানা পুড়ারেন, কিন্তু কা পুরণ না। ইঞ নাহা-আ বুঝঃ নামে-এঞ। তবে আম কাম পুড়া লাখান চিনেঃ চিকে কিয়াম, ভগমান গে সারিয়ায়। দীপু , আমকে অটো-অ মিঞে জাগার গামমে তিনিঞ ঝানা-আ কাম মনেয়াম তো ?
দীপুঃ- গাম চিকেন জাগার ?
লিলিঃ- ইঞ না আমকে খুঃ গে খুশি কিনিঞ । আমা-আ ল-অ দুতোমঞ। চিনেঃ গামে-এম ?
দীপুঃ- না-আ চিকেন জাগার গামিঞ তানাম। না-আ কা হুই দারি-আ । না-আ কুক্‌মু আলো লেলেয়াম ।
লিলিঃ- চিকেন নাতিঃ ?
দীপুঃ- লেলেম ইঞেঃ ঝানা-আ বা-আয় না। আর আম হুয়েনাম , মিঞে শিক্ষিত ইরাহন। আর ইঞ মূর্খ বাগাল । আমকে ইঞেঃ তিহিরে এমমিয়াকু , না-আটা বিশ্বাস কাঞ দারিঃ তিনিঞ।
লিলিঃ- ইঞ গামেঃ কিনিঞ নে-এ জাগার কু গে গামিঞাম । লেলেম আলে-এ লয়ং বাড়্‌গি মিনা-আ , আম না সেন লাখান ভালি কেতেঃ চাষ কা হুয়ো-আ। ইঞেঃ মাঞ বাবা আমা-আ মাঞ বাবা হেতেঃ ভালি দহন কেতেঃ হঁ-অ ইঞেঃ দাদারেন আঙ্কা হাল গামে-এম। আমা-আ মাঞ-বাবা চিঙকে আর আম চিঙকে। তাহলে গাম ইঞেটা চিকেনতিঃ কা হুই দারি-আ। ইঞ আমকে খুশি কিনিঞ রূপটা লেল কেতেঃ লহয়। আমা-আ কামী, গুন, স্বভাব দুলোড় যত্ত লেল কেতেঃ। ইঞেঃ মাঞ-বাবা যদি রাজি-আকিন তাহলে আম রাজি তো?
দীপুঃ-চিনেঃ গামিঞ। আম যখন নিকা জাগার গামে-এম তাহলে ইঞেঃ আপত্তি বা-আয় না।
[ উডুং-এনাকিন ]
** মাতবে নিন্তিগে , পরের দৃশ্য লাতার রে

আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।

** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।




** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯

বডেঃ - কডা গণনাট্য ।। চতুর্থ অঙ্ক ।। চতুর্থ দৃশ্য

bode-koda-gononatyo-choturtho-onko-choturtho-drishyo chobi





 বডেঃ - কডা গণনাট্য

[ চতুর্থ অঙ্ক ]

{ চতুর্থ দৃশ্য }


[ অলক আর বানি বার হড় জাগার তানাকিন ]
অলকঃ- ( লাহিঃটা চাপু কেতে ) উ...! মাঞ গো গয়েঃ নিঞ গো । লাহিঃটা হাসু কু তানা । করেঃকা দিপুমাঞ দশ টাকা । ভালি কাঞ আটকারেঞ।
বানিঃ- ইঞ দ চিকে মিঞ । সনম দু রানু আগুম । আমতি বার ল-অঃ খুঃ বডে আলো নুয়াম । আয়ু মিয়াম সিঃ।গামেয়াম আম অকয় ।
অলকঃ- করে দা দা দশ টাকা দা । হুডং নু হিঃ লগঞ । অটো কা সহ্য তানা।
বানিঃ- ইঞ দ পয়সা কুথাং নামিঞ তৈরি তেকে এমমিঞ সি দিনে ? নাতে লাহিঃ হাসুই তানা তাঁও হঁ বডে বডে গঃ তেনে । সনম দু ধারতে রানু আগুম।
অলকঃ- ধার তে দ রানু কাকু এম-আ। আর রানু তে ইঞে লাহীঃ হাসু কা চাবা-আ।
বানিঃ- হ্যাঁ ! বডেঃ তে বুগি-আ । অজাত কুতকার । রানু ধারতে কাকু এম মিয়াকু, বডে টা খান ধারতে এম মিয়াকু। সনম বডে হড় থান পয়সা টা শোধেম আর বডে নুম। ( রাগতে ) হাট ।ইঞকে দ পয়সা কাম ইমিঞাম । ইঞ গে সেন লগঞ গা।
[ উডুং-এনাকিন ]



** মাতবে নিন্তিগে , পরের দৃশ্য জলদিগে আগুসেটেরেয়ালে

আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।

** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।





** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

কডা ভাষার ভিন্নার্থক শব্দ

কডা ভাষার ভিন্নার্থক শব্দ

কোড়া ভাষায় ভিন্নার্থক শব্দ ছবি

জহার কডা সমাজ । আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ব্লগে আসার জন্য । আশা রাখছি আরো নতুন কিছু এরকম লেখা নিয়ে হাজির হতে থাকবো। আপনাদের আমার এই লেখা গুলো কেমন লাগছে , সেই নিয়ে একটু মতামত জানান এবং কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে লিখে পাঠান। আর পরবর্তী লেখা সাথে সাথে পাওয়ার জন্য ফলো বোতাম প্রেস করুন।



আজ একটা নতুন টপিক নিয়ে শুরু করছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। কডা ভাষার ভিন্নার্থক শব্দ নিয়ে লেখা।

আগে কিছুটা ভিন্নার্থক শব্দ সম্বন্ধে জেনে নিই। যে সব শব্দের উচ্চারণ কাছাকাছি একইরকম এবং বানানও মিল বিশিষ্ট । বলা যায় পুরোপুরি জড়ানো কিন্তু তার অর্থ আলাদা আলাদা। যদি উদাহরণ দেখা যায় যেমন , চাল - খাওয়ার চাল , ঘরের চাল।
এরকমই কডা ভাষাতেও এই রকম শব্দ আছে , সেগুলোর কিছু শব্দ নিচে তুলে ধরছি। আসুন দেখে নিই শব্দগুলো।

কডা ভাষার ভিন্নার্থক শব্দ

  1. সজা - সহজ(যা কিছু বলা সহজ)। সোজা (এই সোজা আসুন)
  2. হাড়াম - বুড়ো। স্বামী
  3. আড়া-আ - ছেড়ে দেওয়া । শাক
  4. রা-আ - ডাকা । সংযোজন শব্দ ( নাপাম রা-আ, সেন-অ রা-আ )
  5. তিকি - সেদ্ধ । গরুর উকুন
  6. দাড়ি - ক্ষমতা । গোঁফ
  7. মাহা - গত বছর । দিন
  8. হাঁডে - সেখানে (সেখানে যাও)। কাছে( তার কাছে আছে)
  9. কাসা - কাঁসা । কষা স্বাদ
  10. ঘুরা - বেড়ানো । ঘোরানো


আপনার এই লেখা দেখে কি মনে হলো তা একটু দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর রোজ দেখুন থুতিজাগার ব্লগ। অন্য কাউকে যদি দেখাতে চান , তবে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন।

কডা ভাষার ভিন্নার্থক শব্দ

** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

বডেঃ - কডা গণনাট্য ।। চতুর্থ অঙ্ক ।।তৃতীয় দৃশ্য



 বডেঃ - কডা গণনাট্য

[ চতুর্থ অঙ্ক ]

{ তৃতীয় দৃশ্য }


[ দীপু কুডিতে কুড়াঃ-এ ]



লিলিঃ- এই দীপু ! মিঃ সে দু জিরেঃ মে। আয়মা কুডা কে-এম ?
দীপুঃ- চিনে গামে-এম ?
লিলিঃ- গাম মে তিনিঞ। মিসে দু জিরেঃ মে।
দীপুঃ- দু জিরেঃ লাখান কামী কা হুয়ো-আ। আমা-আ বাবা এমনি গে মাইনে এমিঞে । না-আটা ইঞকে চাবা হুয়ো-আ। আর দিয়ে উকাতে নাতে ?
লিলিঃ- হিঃ-এ নিং আমা-আ আন্ডে গে।
দীপুঃ- অঃ ! কামি-এঞ শি ফাকি মারা-এঞ লেলে নাথাং হি-এ নাম। আমা বাবা কুল তে-এ মিয়ে শি চিনে ?
লিলিঃ- না রে না ।
দীপুঃ- তাহলে চিনে ? লেল না অটো-অ চিনে মিনা-আ ।কাম লেল তি-ঈঞাম সি চিনে ? সি নাওয়া (নামা) তেকে লিলিঞ তানাম ?
লিলিঃ- হ্যাঁ রে , আমকে নাওয়া কেতে লেল মে তিনিঞ। [ মিঞে জম জিনিস এম কি-ঈয়ে ] না-আঈ না-আটা সা-আম ।
দীপুঃ- চিনেঃ তানা ?
লিলিঃ- যাহান জিনিস গে তানা। সা-আম তো।
দীপুঃ- [ সা-আ কেতে ] অকয় এম কুল তে-এ ? আমা-আ বাবা ?
লিলিঃ- যাহায় কাকু । ইঙ্গ এম মে তিনিঞ।
দীপুঃ- অঃ আম ! চিকেন তি ? অঃ সেই মালাটা না বদল রে সি চিনে ?
লিলিঃ- আঁ হাঁ তো , আনাঃটা তো নামেয় গিয়াম । না-আটা ইঞেঃ খুশিতে খাওয়া মে তিনিঞ।
দীপুঃ- তো বেশ । নাহা-আ তাহলে সনম দু ।ইঞ না-আটা কুডা চাবালেঞ। [ কুডা লাগায় নে ]
লিলিঃ- উরা-আ সনঞ কুথাং , কুডিটা দহম । আমা-আ ল-অ মিঞে জাগার মিনা-আ । তবে শারি জাগার গামেয়াম ?



দীপুঃ- ইঞে ল-অ জাগার ! চিকেন জাগার ?
লিলিঃ- গামে-এঞ , সে হুলোং যে পয়সা ইদি কে-এম , চিনে চিকে কে-এম ?
দীপুঃ- [ লাঁদা কেতে ] অঃ আনাটা , আয়ুম কেতেঃ আম চিকেয়াম ? সি আমা-আ বাবা কুলি গাম তে-এ মিয়ে ?
লিলিঃ- ইঞকে যাহায় কাকু কুলি গাম । ইঞ নিজে কুলি মে তিনিঞ। কাম গাম কুয়াম ইঞকে ?
দীপুঃ- নেয়ে সব আয়ুম কেতেঃ চিনেঃ হুয়ো-আ ? শুধু শুধু ইঞে বদনাম হুয়ো-আ ।
লিলিঃ- না রে ! আমা-আ কাঞ বদনামেঞ। আর যাহায়কে হঁ-অ কাঞ গাম-কুঞ। ইঞে বিশ্বাস-কুম।
দীপুঃ- কি জানি তাম?
লিলিঃ- আর অটো-অ মিঞে জাগার গাম-মে তিনিঞ। আমা-আ বাবা অট-অ মিঃ দিন সেন নেনে। চাউলি পয়সা আগু নাথাং।
দীপুঃ- [ অবাক কেতে ] আঁ ! বাবা হঁ-অ সেন নেনে ? আর দিয়ে...
লিলিঃ- গামে-এ , টানাটানি চালা-আ তানা। চাউলি পয়সা বা-আয় না। হুডং চাউলি পয়সা দা। আলে গাম-কি-ঈয়ালে , বার দিন সিদে গে দীপু চাউলি পয়সা ইদি-কে-এ। আংকাগে চাবা কে-এ পে ? গামে-এ , কাঞ সারিঞ। উরা-আ-রে চাউলি পয়সা বা-আয় না। বাবা অটো-অ চিকে-এ , একেন গে সেন-আয় ।বার সের চাউলি আর পঞ্চাশ টাকা পয়সা এম কুল কি-ঈয়ে।
দীপুঃ- [ রাগতে ] শালা শূকরীকে চিনেঃ গামিয়াম তাম। মনে হুয়ো তানা , জম কায় নামে-এ। ঝানা-আ কায় নামে-এ।
লিলিঃ- আস্তে দীপু আস্তে , আমা-আ কষ্ট ইঞ বুঝ নামে-এঞ। শারি গে ! আম কুঠিন কষ্ট সয্যোঃ কেতে-এ মিনি-আম। ইঞ আমকে চিঙকে হন মনে মে কিনিঞ , কিন্তু আম আঙ্কা হন লহয় তানাম। পুরো আলাদা। আমা-আ লাকা মাই বাবা দহন লাখান ইঞ যে চিনেঃ চিকেকেঞ ভগমান গে সারিয়ায় হুলোং। উকিয়া কষ্ট হুয়ো-আ আনিগে শুধু বুঝ-আয়। সিদে ইঞকে জাগার কু গামিঙ তানাম লাঁদা কেতেঃ পারম তা কিনিঞ। কিন্তু নাহা-আ যা লেলে-এঞ , শারিগে লাঁদারেন জাগার লহয় তানা। আমা-আ যা কষ্ট হুয়ো-অ তানা , ইঞ নাহা-আ বুঝ নামে-এঞ। ইঞকে গামিঞমে রে। আমা-আ যা অসুবিধা হুয়ো-অ তানা ইঞকে গামিঞমে।
দীপুঃ- আমতি-ঈঃ যখন গামে-এম , তাহলে আয়ুমেম। আউরিগে নুয়ো গাম কেতেঃ সে হুলোং পয়সা আগুতে-এঞ। বানখান নামেঞ হুলোং সি কাঞ। কি জানি ? বাবা বডে দুকানরে সাড়ে সাতশো টাকা ধার তাকা লে-এ। বডেঃ হড় টা গাম হিঃ নেনে। আর ইঞেঃ নিকারেগে হড়রেন জাগার কা সয্যোঃ আ। ইঞ কা জম কেতেঃ হঁ-অ এম কুঙ তাঁও হঁ-অ ঠিক গিয়া। এনে পয়সা বডেঃ দুকানরে এম শোধ কি-ঈঞ। আর গাম তি-ঈঞ , বাবা যেন সারি কায় নামেয়ে যে শোধে কানা। আর বাবাকে অটো-অ ধারতে বডেঃ আলো ইমিয়াম। বানখান অবস্থা খারাপ তরেঞ। আর এনেতো হিঃ যখন আমা-আ ল-অ দেখা হউয়ে না । আর যে পয়সা ধানকানা উতু , সুনুম বুলুং আগু কে-এঞ। অটো-অ চিমিন টাকা মিনা-আ।

আরো পড়ুন - Nagchatra koda orchestra 2019 mp3 song Download

লিলিঃ- সে হুলোং লেলে কেতে; মনে কিনিঞ বডেঃ নু সেন নেনাম। সে হুলোং রেন ভুলটা তিহিন যত্ত পেটেঃ চাবা কে-এম। আর , আর আমতো ঝানা-আ ভুল কাম কামী তে-এম ঠিক গে তো কামী তে-এম। তিহিন আম আমা-আ মাঞ বাবারেন ঋণ শোধে-এম। আর আলে মাঞ বাবা থাং রিনে-এ লে। আমা-আ কামী আর আলে-এ কামী আকাশ পাতাল তফাৎ। আমা-আ জাগারকু আয়ুম কেতেঃ মনে হুয়োঃ তানা , আমা-আ আন্ডে গে চেঃ হিঃ হুয়ো-আ।
দীপুঃ-না-আ চিকেন জাগার গামে-এম রে নি-ঈ বাগাল টেরেন। বাগাল রেন অটো-অ চিকেন বুদ্ধি হুয়ো-আ গাম? বানখান কি নিকা হাল হুয়ো-আ ?
লিলিঃ- অটো-অ আলো গামেয়াম। নিজেরেন মনরে আলো কষ্ট এমেয়াম।
[ উডুং-এনাকিন ]



** মাতবে নিন্তিগে , পরের দৃশ্য লাতাররে

আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।

** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।






** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
    ফেসবুক ঃ- ফেসবুক গ্রুপ
    সাইট ম্যানেজার ঃ- Palash.Mudi (ফেসবুক লিঙ্ক)
                                    8918873621 ( হোয়াট্‌স অ্যাপ ও ফোন )
    ইমেইল ঃ- Rhtmudi@gmail.com

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

উরিচ্‌ খুটান - বান্দনা পরব

উরিচ্‌ খুটান - বান্দনা পরব



উরিচ খুটান ছবি

উরিচ্‌ খুটান - বান্দনা পরব

                 বান্দনা পরবের অন্যতম এবং মূল আকর্ষনীয় অনুষ্ঠান হলো উরিচ্‌ খুটান ( গরু খুঁটা ) । যেখানে একটি গরু একটি খুঁটিতে বাঁধা থাকে এবং কয়েক হাঁউশিয়া চামড়া দিয়ে গরুকে গোল ঘিরে শিঙে ওই চামড়া ঠেকানোর চেষ্টা করেন গান ও বাজনার সাথে এবং গরু সেই চামড়াকে গুঁতিয়ে দূরে সরানোর চেষ্টা করে। এই সব দেখেই সবাই উল্লাস এবং আমোদ মেজাজে কাটান।

আরো পড়ুন...

অমাবস্যার উরিচ্‌ গোট ( গরু গোট ) হয়ে যাওয়ার পর থেকে ধাঁগড়িয়া দল সারা রাত্রি ধরে গরু জাগানোর জন্য বেরান। প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরেন এবং নিজেদের গান ও বাজনার দ্বারা তৃপ্তি প্রদান করেন।



পরের দিন গরু গোয়াল পরিষ্কার করে গরুকে চান করিয়ে, শিঙে কচি ধানের মালা জড়িয়ে ধুমধাম করে গরু পূজা হয়।

তার পরের দিন হলো বান্দনা পরবের শেষ এবং আকর্ষক হিসেবে গরু খুটান অনুষ্ঠান দেখার জন্য সবাই জড়ো হন সেই যায়গায়।
উরিচ খুটান ছবি

সকাল থেকে চলে খুঁটি গাড়ার প্রস্তুতি, সাজানো। কেউ কেউ বাঁশগাছের খুঁটি ছাড়াও কলা গাছ পুঁতেন আরো আকর্ষক করে তোলার কারণে। খুঁটির মাথায় ছাতা ও ছাতার ধারে ধারে বিস্কুট, টাকার নোট, সুনুম পিঠা ( তেলে ছাকানো আটার পিঠে ) , এছাড়াও কিছু উপহার সামগ্রী ঝোলান ধাঁগড়িয়াদের জন্য।

উরিচ্‌ খুটান - বান্দনা পরব



ধীরে ধীরে বেলা গড়তে থাকে পশ্চিমে , শোনা যায় গ্রাম মোড়লের ঘরে ধাঁগড়িয়াদের বাজনা। পরে পরে গরু সাজিয়ে আনা হয় সেই খুঁটিতে আর কিছু কিছু দর্শক জমতে থাকে। চলে বোম ফাটানো।

উরিচ খুটান ছবি

এবার ধাঁগড়িয়া দল মোড়লের ঘরে কলাং ( হাঁড়িয়া) খাওয়া সম্পন্য করে পথ বাড়ান আসরের দিকে সাথে বাজনা ও তাদের গলায় গান, ততক্ষণে দর্শকে পরিপুর্ন।

অন্তিম সময় চলে আসে , সমস্ত দর্শক উৎসুক , কোন গরু কেমন দৃষ্টান্ত প্রদান করবে। গরুর মালিক এর তার কানে বলা বলি করেছে " এবারে গরু গুঁতবেই। কার গরু জানো, আমার গরু। "
উরিচ খুটান ছবি



ছোটো ছোটো বাচ্চারা এদিক-সেদিক বাজি ফটকা নিয়ে ছোটা-ছুটি করছে। ধাঁগড়িয়াগন গরুর সামনে সবাই দাঁড়িয়ে এক গলায় তাদের গান শুরু করলো কিছুক্ষণ গান করবে, গান শেষ হওয়া মাত্রই তাদের চেড়ে-পেটে বাজনা ও সাথে সাথে দুজন চামড়া নিয়ে গরুকে শিঙে ঠেকাচ্ছে এবং গরু সেই চামড়া কে গুঁতো মেরে সরিয়ে দিচ্ছে। সবাই উল্লাসে মজা নিচ্ছে। গরু মালিক খুব খুশি। এদিক সেদিক ফটকার আওয়াজ ।ধীরে ধীরে সমস্ত গরুকে এই ভাবে চামড়া দেওয়া হয় এবং অনুষ্ঠান সম্পুর্ন করা হয়।
উরিচ খুটান ছবি

কেমন লাগলো আমাদের এখানে কোড়া গ্রামের বান্দনা পরব। নিচে লিখতে ভুলবেন, আর যদি আপনার এরকম লেখা আছে আপনি পাঠাতে পারেন আমরা সেটা সবার সামনে তুলে ধরবো।

উরিচ্‌ খুটান - বান্দনা পরব

এই ওয়েবসাইট কে মার্ক করে রাখুন , কেননা সামনে আরো আসছে নতুন কিছু লেখা লেখি। মকর সংক্রান্তি ও কিছু গান , কবিতা নাটক এছাড়াও অনেক কিছু। 

Most visited posts