শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

উরিচ গোট - বান্দনা পরব

উরিচ্‌ গোট

                           বান্দনা পরব

উরিচ গোট - বান্দনা পরব ছবি

উরিচ্‌ গোট

                           বান্দনা পরব

এই অসীম সীমান্ত ব্রম্ভান্ডের পৃথিবীর বিভিন্ন সম্প্রদায় মানুষের বিরাজমান । যেখানে বিভিন্ন মানুষ তাদের খাটুনির মধ্যদিয়ে জীবন নির্বাহের সাথে সাথে ক্লান্তি কাটান আমোদ-প্রমোদের মধ্যে ।আর আদিবাসী সম্প্রদায়গণ বিশাল খাটুনির মধ্যে থাকলেও তারা তাদের রীতিনীতি সমাজ সংস্কৃতি ভুলে জাননি,তারাও তাদের সংস্কৃতি বহন করে চলেছে।আজ আমরা সেই আদিবাসী কোড়া সম্প্রদায়ের একটি বিশেষ সংস্কৃতি তুলে ধরবো, যেটা কিনা বান্দনা পরব নামে পরিচিত।এই বান্দনা পরবের একটি বিশেষ অঙ্গ উরিচ্‌ গোট (গরু গোট পূজা) নামে পরিচিত।



এটি করার প্রধান উদ্দেশ্যঃ- আদিবাসি মানুষ এবং বিভিন্ন পশু আদিকাল থেকেই কাছাকাছি বসবাস করে এসেছে। কিছু কিছু পশু মানুষের সাথে থেকে এসেছে। তার মধ্য থেকে গরু হল প্রধান, যারা কিনা মানুষের খুবই পাশাপাশি।
মানুষ যেমন আমোদ-প্রমোদে জড়িত তেমনি পশুদেরও আমোদ-প্রমোদ দেওয়ার জন্য বান্দনা পরব খ্যাত। বান্দনা পরব শুরু হয় হয় এই উরিচ্‌ গোট-এর মধ্য দিয়ে অমাবস্যার দিনে। যেদিন থেকে কিনা গরুর পায়ে তেল মাখানো হয়।গরুদের জন্য পুজো করা হয়। এবং তিন দিন ধরে চলে তাদের প্রতি ভক্তি ও ভালোবাসা।

উরিচ্‌ গোট - বান্দনা পরব ছবি

কীভাবে অনুষ্ঠানটি করা হয়ঃ- গ্রামের কোনো এক প্রান্তে ফাঁকা জায়গায় আগে থেকে সিম বিলি ( মুরগির ডিম )পুজো করে ঝুড়ি চাপা দিয়ে রাখা হয়। ওই দিন বিকেল বেলা বাড়ির প্রিয় একটি গরুকে স্নান করিয়ে সাজিয়ে নিয়ে আসা হয় ওই নির্দিষ্ট যায়গায়। দেখা যায় সুন্দর গরুদের গায়ে আলতা ও সিন্দূরের ছোপ , শিঙে ঝোলানো পুঁডি হুড়ু ( সাদা ধান) এর মেড় । এই গোট পূজায় বেশিরভাগ ছাড়ি বাছুর ( কিশোরী গরু ) পাঠান, যাতে যদি ঐ গরুটি পা দেয় ওই ডিমে তাহলে ঐ গরুটি পরে বাচ্চা প্রসব করবেই।





উরিচ্‌ গোট - বান্দনা পরব ছবি


গ্রামের সমস্ত গরুকে নিয়ে আসার পর চাপা দেওয়া ঝুড়িটি সরিয়ে দেওয়া হয় গোল করে ঘিরে গরু গুলোকে ছেড়ে দেওয়া হয়। সেই সময় যে গরুটি পা দেবে , সেই গরুর মালিকের বাড়ি থেকে প্রাপ্য মিয়াট কলাং ( এক হাঁড়ি হাঁড়িয়া )খাওয়ার উদ্দেশ্যে সবাই রওনা হয় সেই মালিকের বাড়িতে। সেই বাড়িতে বসে হাঁড়িয়া খাওয়া হয় আর গান করে সন্ধে পার করে।

উরিচ্‌ গোট - বান্দনা পরব ছবি





উরিচ্‌ গোট - বান্দনা পরব ছবি


আপনার কেমন লাগলো আমাদের আদিবাসী কোড়া সম্প্রদায়ের উরিচ্‌ গোট অবশ্যই নিচে কমেন্ট করে জানান। এছাড়া ওয়েবসাইটটি ফোলো করে রাখুন , শীঘ্রই আসতে চলেছে গড়া বঙ্গা ( গোয়াল পুজো ) ও উরিচ্‌ শুড়্‌দাঙ ( গরু খুটান ) নিয়ে লেখা। এছাড়া আপনার কোনো অভিমত বা কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানান।

উরিচ্‌ গোট

                           বান্দনা পরব

Most visited posts