সোমবার, ১১ এপ্রিল, ২০২২

গাতি ও গাতি আপকামিং নতুন কোড়া আদিবাসী গান 2022।। ST STUDIO PRO

গাতি ও গাতি আপকামিং নতুন কোড়া আদিবাসী গান 2022



সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।


আরো দেখুন -অনলাইন আদিবাসী কোড়া সমাজে কে সফল ?
gati o  gati kora song 2022 picture

আজকের লেখা এক সুন্দর রোমান্টিক আদিবাসী কোড়া গান নিয়ে । গানটি কতটা ভালো তা আপনারাও শুনে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। তবে পুরো গান আসেনি ,শর্ট ভিডিও প্রকাশ হয়েছে। পুরো ভিডিও প্রকাশ হলে আপডেট হবে এই চ্যানেলে।

নতুন আদিবাসী কোড়া গান শীঘ্রই আসছে ST STUDIO PRO ইউটিউব চ্যানেলে।সেই চ্যানেল যার গানগুলি মনের মধ্যে এক ছাপ রেখেই যায়।এই চ্যানেল এক নতুন গানের শর্ট ভিডিও প্রকাশ করেছে। গানের ধুন শুনে সত্যিই খুব ভালো লাগছে। নিচে গানের লিঙ্ক দেওয়া আছে দেখে নিবেন। আর এক কথা আগে পুরো গানটি পাওয়ার জন্য এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। গানটি সত্যিই খুব রোমান্টিক ও মন ছুয়ে যাওয়া এক অপূর্ব মুগ্ধ টোন, যা বার বার শোনার ইচ্ছা আসবেই।


নিচে কিছু তথ্য দিলাম এই গানের বিষয়ে।
গানের ক্যাটাগরি - অডিও স্টুডিও রোমান্টিক গান।
গান - গাতি ও গাতি
সংগীত - নির্মল সিং ও জীতেন মুর্মু
গীতিকার - নির্মল সিং
প্রকাশক ও কপিরাইট - ST STUDIO PRO
সম্ভাব্য প্রকাশ - April 2022
মূল গানের লিঙ্ক - গাতি ও গাতি ইউটিউব



আরো দেখুন -অনলাইন আদিবাসী কোড়া সমাজে কে সফল ?

শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

কডা সিবিল সুল্লুক - মোহন সিং

koda sibil sulluk picture

image :- Paresh Sing


সাগিঞ হেতে আরাঃ জবা
জেঁগেৎ জেঁগেৎ নেলআ,
আমাঃ থুতিগে মনেরে চিয়াৎ
দিনগে হিজু সেনোআ।


মন ভীতারে মেৎদাআ ইঞাঃ
চেহেল চেপেল হেলকাআ,
আমাঃ ফট জম মাডিরে
চিয়াৎ ঝালকাঃ রাকবআ।


কুশিয়ামাঞ ইঞদ পেরে
ইঞাঃ জীবন হাতেন বেশী,
আমদ আলম এমাঞা গাতি
জাহা হুলাং আমাঃ হৃদয় হেতে টিসি।




অল সাপড়ারে

যোহন সিং
হাতুঃ-রাজাডাঙ্গা
থানাঃ- কেশিয়াড়ী
জেলাঃ- পশ্চিম মেদিনীপুর

সামাং আগুরেঃ-

থুতিজাগারগ্রুপ
ThutiJagar.In
পলাশ মুদি( এডিটিং)

রবিবার, ৩ এপ্রিল, ২০২২

অনলাইন আদিবাসী কোড়া সমাজে কে সফল ? || অনলাইন ক্যারিয়ার

অনলাইন আদিবাসী কোড়া সমাজে কে সফল?



সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশাকরি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

আরো দেখুন - আদিবাসী কোড়া সমাজে অনলাইন ক্যারিয়ার। পার্ট টাইম বা ফুল টাইম।

অনলাইন আদিবাসী কোড়া সমাজে কে সফল ? picture

অনলাইন মানেই সব তথ্য এখন হাতের নাগালে। নিউজ,স্কোর আপডেট, ব্লগ, মেসেজিং, ইউটিউবিং কত কী? তবে যদি এসব নিজে বানাতেন?কিছু ইনকাম হতো। কতই না ভালো লাগতো,তাই না। হাত-খরচা টা তো বেরোত বা তা দিয়ে মোবাইল রিচার্জটা হলেও তো হতো, আর এর থেকেও অনেক বড়োও হলেও ইনকামও তো আসতে পারে। আর এসব থেকে আয় মানেই adsense আর ভিজিটর। আর এটাও জানতে হবে যতটা সহজ অনলাইনে আড্ডা মারা, তার থেকেও খুব কঠিন অনলাইনে প্রতিষ্ঠিত হওয়া । যেখানে সোসাল মেনেজ, কন্টেন্ট সাপ্লাই, আপগ্রেড এরকম বহু কিছু দরকার, যার ভিত্তিতে এইরকম একটা প্লাটফর্মে টিকে থাকা খুব কঠিন। তবে আদিবাসী কোড়া সমাজের তো বহু দিক ছড়িয়ে রয়েছে কন্টেন্ট, তবুও কেন অনলাইনে আদিবাসী কোড়াদের সেরকম উন্নতি নেই।তার জন্য কে দায়ি? এটাই মোদ্দা কথা, আশা করি বুঝতে পেরেছেন কী নিয়ে আজ আলোচনা করবো।


অনলাইন আদিবাসী কোড়া সমাজে কে সফল?


আমাদের আদিবাসী কোড়া সমাজের খুব কমই ইয়ুটিউব চ্যানেল বা ব্লগ ওয়েবসাইট আছে। যেগুলো আছে সেগুলিও খুব টানপোড়নের মুখে, কখন যে ঝপ করে সাটার লাগিয়ে দেবে তার ঠিক নেই।আর কূল কিনারা পাওয়া মুশকিল। আজ আলোচনা আমাদের এই যে সোশ্যাল পোর্টালগুলো তকমা দিয়েছিলো বা এখনও চলছে তাদের মধ্যে থেকে বেছে নিয়ে দেখবো কে সাক্সেস পেয়েছে আর কে বিফল হয়ে হারিয়ে গেছে।যারা বিফল হয়েছে তাদের বিফলের কারন কী?অর্থ সামর্থ্য নাকি কন্টেন্টের অভাব নাকি সময় না আমাদের আদিবাসী কোড়া সমাজের অনিহা এই নির্মাতাদের উপর। তারা কী শুধুমাত্র রাস্তা বাড়ানোর পরিকল্পনাই করে এসেছিলেন না কী একটা ক্যারিয়ার গড়বেন বলে ঠিক করেছিলেন।

আসুন সেরকম কিছু পোর্টাল নিয়ে জানার চেষ্টা করি কিছু কারন যার জন্য আজ তারা বন্ধ দুয়ারে।

IKS - ২০২০ সালে এই চ্যানেলটি জোর কদমে চলে প্রায় ভালো কন্টেন্ট নিয়ে। কোড়া সমাজের বিভিন্ন অ্যাক্টিভ গুণীজনদের ইন্টারভিউ নিয়ে ভিডিও প্রকাশ করতেন। আর ভিজিটরও মোটামুটি ঠিকঠাক আসতো। হঠাৎ কি যে হলো ব্যাস চ্যানেল বন্ধ।

GURAI G - প্রায় ৩ বছর আগে শুরু হয় এই চ্যানেলটি। কোড়া গানের প্রোগ্রাম ভিডিও হলো এনার কন্টেন্ট। ২০২০ এর মাঝামাঝি পর্যন্ত জোরকদমে চলেছে। তারপর আর হয়তো কন্টেন্ট পাননি বিশ্বব্যাপী লকডাউনের কারনে। তারপর কিছু এটা ওটা করে চললো,আর তারপর ছুটি।


Swapan Mudi Vlogs - ২০২০-২০২১ সালে খুব তকমা দিয়েছে এই ইউটিউব চ্যানেল।নতুন আদিবাসী কোড়া ভিডিও গানের আপডেট, আদিবাসী কোড়া মেলা,প্রোগ্রামের ভিডিও ও নিজ ভ্লগ ভিডিও প্রকাশ পেত তার চ্যানেলে।বুলেট ট্রেনের মতো চলতে চলতে হঠাৎ এই চ্যানেলও একদিন দাঁড়িয়ে গেলো। মনে হয় এনার ব্যাক্তিগত কোন কারন থাকার কারনেই হয়তো এই চ্যানেলটি আর অ্যাক্টিভ না। এখন এই চ্যানেলের নির্মাতাই নতুন চ্যানেল প্রকাশ করেছেন। এখান থেকে দেখে আসতে পারেন।

আদিবাসী কোড়া ভাষায় কবিতা - এই চ্যানেল আদিবাসী কোড়া কবিতা আবৃতি করে ভিডিও আকারে প্রকাশ করতেন।হয়তো সেরকম ভিজিটর না আসার কারনেই হয়তো তার মনোবল ভেঙে যায় ও তার এই কাজের উপর থেকে ছায়া চলে যায়।

koradishum.inKodadisum.com - অনলাইন কোড়া সমাজের প্রথম দিকে এই ওয়েবসাইট দুটি প্রধান প্লাটফর্ম হিসেবে চালু হয়। প্রথমটি পশ্চিম মেদিনীপুর ও দ্বিতীয়টি বর্ধমান থেকে নিজেদের লোকাল গান, ভিডি, লেখা ও আরো ভিন্ন ভিন্ন তথ্য নিয়েই গঠিত এই দুটি ওয়েবসাইট। তবে সেই সময় এখনকার মতো কোড়া সমাজের লোকপ্রিয়তা বা কন্টেন্ট অভাবের কারনে দুটি ওয়েবসাইটই বন্ধ হয়ে যায়।

কিছু আরো চ্যানেল রয়েছে সেগুলি সেরকম প্রভাব না ফেলার কারনে সেগুলি উল্লেখ করা হলো না।এছাড়াও আরো কিছু চ্যানেল বেরিয়েছিলো যেগুলি আর এখন ইয়ুটিউবে নেই তাই তাদের লিঙ্কও দিতে পারলাম না।
আদিবাসী কোড়া সমাজের বিফল কিছু সোসাল প্লাটফর্মের তথ্য জানলাম। এবার জেনে নেবোকিছু সফল কিছু চ্যানেল ও ব্লগের কথা।

মুদি মিউজিক কডা - আদিবাসী কোড়া সমাজের সফল ইউটিউবারদের মধ্যে এক নম্বরে ইনিই আছেন। আগের পোষ্টে এই চ্যানেলের বিষয়ে অনেক তথ্য আছে চাইলে দেখে আসতে পারেন। আগের পোষ্টের লিঙ্ক।

Thutijagar.in - সফল ব্লগের মধ্যে একমাত্র ব্লগ এটি । আদিবাসী কোড়া সমাজের বিভিন্ন লেখা নিয়ে গঠিত এই ব্লগ।

ST Studio Pro - এই ইউটিউব চ্যানেলটি সাঁওতালি ও কোড়া ভিডিও বানায়। যার জোরে সফলতা পেয়েছে, কারন শুধু কোড়া সমাজের মানুষরা নিজেদের ভাষার কন্টেন্ট পছন্দ করে না পরের ভাষার কন্টেন্টের উপর বেশি খুশি।


পরিশেষে এটাই বলতে চাই যারা সফল হয়েছেন তাদের শুভকামনা আদিবাসী কোড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।এছাড়া যারা নতুন আসছেন এই লাইনে তারা ভালো করে দেখে নিবেন ও পুরোনো অভিজ্ঞতাপ্রাপ্ত নির্মাতাদের সংযোগ ধরে রাখবেন। যাতে সাক্সেসের রাস্তা বজায় রাখতে পারেন। আপনার সময়কে সঠিক কাজে লাগান , বেকার বেকার অপচয় করবেন না। যদি এখান থেকে সাহায্য নিতে চান, কোন ইগো না করেই কমেন্ট বা যোগাযোগ পেজে গিয়ে যোগাযোগ করুন। কোন প্রাপ্তি দিতে হবে না।

বুধবার, ৩০ মার্চ, ২০২২

আদিবাসী কোড়া কবিতা " মকর বঙ্গা "

mokor bonga - koda kobita chobi

image :- Paresh Sing


মকর পরব বঙ্গা হুলাং
চিন্তি খুশি বুঝাঃ,
মকর রেমা পিঠা ডুবুউ
নাআ হানা ইসিন হুয়োআঃ ।

মকর মানে বঙ্গা বুরু
পাহাম রুয়াড় হুইয়োঃ,
মকর রেদ মুসিঞ হড় রাঃ নতুম তেগে
পিঠা কলাং চডর ভাড়া হুইয়োঃ।

মকর রেমাঃ জত কোডা জাতি রাঃ
দিশুম বঙ্গা হুইয়োঃ,
গরম ধরম অতে বঙ্গা নতুন তেগে
সিম সাডি পাঠা মাআ হুইয়োঃ।

সাপাড়া কাতে জত কোডা
মিদথাং রেকু হুডিয়া,
নাংরা দুমাং রু কাতে ইনা হুলাং
দিশুম ঠাকুর কেকু রাআই-য়া।

ইনা তেরাঃ মকর মকর বঙ্গা
বছর বছর পাহাম দহ হুইয়োঃ,
মুসিঞ হড়কে পাহাম কাতে
ডবঅ জহার রুয়াড় হুইয়োঃ।



অল সাপড়ারে

যোহন সিং
হাতুঃ-রাজাডাঙ্গা
থানাঃ- কেশিয়াড়ী
জেলাঃ- পশ্চিম মেদিনীপুর

সামাং আগুরেঃ-

থুতিজাগারগ্রুপ
ThutiJagar.In
পলাশ মুদি( এডিটিং)

শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

অনলাইন আদিবাসী কোড়া সমাজ কোথায় আছে ? জানুন সম্পূর্ণ তথ্য

অনলাইন আদিবাসী কোড়া সমাজ কোথায় আছে ?



সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

আরো দেখুন - আদিবাসী কোড়া সমাজে অনলাইন ক্যারিয়ার। পার্ট টাইম বা ফুল টাইম।

অনলাইন আদিবাসী কোড়া সমাজে কোথায় কী আছে ?picture

ক্ষমা চাইছি অনেকদিন ধরে ব্যাক্তিগত কারনে কোনো পোষ্ট না দিতে পারার জন্য। এবার থেকে কন্টিনিউ চলবে।
বর্তমান ও ভবিষ্যতে অনলাইন সোশাল মিডিয়া এতো জনপ্রিয় ভাবে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে থাকবে তা হয়তো উনিশ শতক কল্পনাও করতে পারেনি। খবরের কাগজ, যাত্রাপালা , রেডিও বেতার, সিডি ডিভিডি এখন সীমিত। ইন্টারনেট অনেক কিছুকে পেছনে ফেলে দিয়েছে। এখন এক ক্লিকেই সব কাজ সমাধা। কাউকে কোনো খবর পাঠানোই হোক বা কিছু তথ্য শেয়ার করাই হোক, সব অনলাইন সোশাল মিডিয়া।তার সাথে সাথে ধীরে ধীরে আদিবাসী কোড়া সমাজও এতে জুড়েছে। তাই কোড়া সমাজও এই সোশাল মিডিয়াকে বেশী বেশী গুরুত্ব দিক।যাতে আমাদের সমাজকেও অন্য সমাজ না ভুলে যায় যে, আমরাও আদিবাসী।
কোড়া সমাজকে তুলে ধরার কাজ যারা করে চলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরো তরুনদের এই কাজে যোগদান আশা করছি। সোশাল মিডিয়ায় আরো অনেক ক্যাটাগরিতে ছড়াতে হবে আমাদের সমাজকে। বহু ভিডিও বহু লেখা বহু গান আরো আরো অনেক কিছু। যদি কোড়া সমাজের নিয়ে কিছু টপিক চান তাহলে কোড়া সমাজে ক্যারিয়ার পোষ্টটি দেখুন। আর যদি এই টপিক গুলি নিয়ে কাজ করতে না পারেন তাহলে যারা এই সব কাজ করে যাচ্ছে তাদের লাইক, শেয়ার করে সাপোর্ট করুন।

আলোচনা করবো এমন কিছু সমাজ দরদী চ্যানেল, ওয়েবসাইট বা ভিডিও মেকারদের নিয়ে।যারা যতদূর পেরেছেন করে এসেছেন ও কিছু কিছু করেও যাচ্ছেন।
যারা যারা এই পোষ্ট দেখছেন তাদের সবার কাছে একটাই অনুরোধ আপনারা আর্থিক দিক দিয়ে সাহায্য করতে না পারেন ঠিকই কিন্তু তাদের সাবস্ক্রাইব ও শেয়ার করে মনোবল বাড়ান। একজন নির্মাতার কাছে এটাই যথেষ্ট মনোবল বাড়ানোর জন্য।
চলুন তবে দেখে নিই এবং জেনে নিই তাদের সম্বন্ধে বিস্তারিত।

মুদি মিউজিক সেন্টার (MUDI MUSIC STUDIO) - প্রায় আদিবাসী কোড়া সমাজের প্রথম সারির গান নির্মাতাদের মধ্যে অন্যতম এই চ্যানেল। এই চ্যানেল প্রথম আত্মপ্রকাশ করে মুদি মিউজিক সেন্টার নামে ১৬ ই মার্চ ২০১৭ সালে। এটিকে পরিচালনা করেন অরুন মুদি কোড়া বর্ধমান থেকে। পরে পরে এই চ্যানেল নাম পরিবর্তন করে আজ মুদি মিউজিক স্টুডিও নামে চলছে। প্রায় ১০০ এর উপরে বিভিন্ন ভিডিওর সংকলন আছে এই চ্যানেলে। এখনো অবধি সব থেকে বেশি আদিবাসী কোড়া ভিডিও প্রস্তুতকারী চ্যানেল এটি। সুন্দর সুন্দর কোড়া ভিডিও গান, ঝুমুর, বাউল ও কোড়া ভাষা শিক্ষা নিয়ে এই চ্যানেল এখনও জোর কদমে চলছে। এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২৫০০ এর ও বেশী।তবে কিছু জনের কাছে এই সাবস্ক্রাইবার সংখ্যা খুবই সামান্য কিন্তু এই সংখ্যাই আয়ত্ব করতে কত না পরিশ্রম করতে হয় ভিডিওর উপর। কোনো বড়ো পুঁজিবাদী না থাকা সত্বেও এই চ্যানেলটি টিকে রয়েছে সত্যিই অসাধারন।এই চ্যানেলের লিঙ্ক রাখলাম নিচে, দেখে আসতে পারেন।
মুদি মিউজিক স্টুডিও


গালাং মালা অর্কেষ্ট্রা (GALANG MALA ORCHESTRA) - এটিও একটি প্রথম সারির গান নির্মাতাদের মধ্যে অন্যতম । এটি প্রথম শুরু হয় mp3 গান নিয়ে, যার মধ্যে খুবই সুনামকারী গান গালাং মালা গসয়েনা এদেরই।এই টিম হয়তো প্রায় ২০১০ এর কাছাকাছি গঠিত হয়েছিলো,তবে এই সময় আমার ঠিকঠাক জানা নেই তার জন্য ক্ষমা চাইছি। সেই সময় ইউটিউব বা অন্যান্য সোসাল মিডিয়া জনপ্রিয় না হওয়ার কারনে গানগুলি সিডি ক্যাসেটেই রয়ে যেত, যা সবার কাছে পৌঁছাতে পারতো কীনা সন্দেহ। কিছু পরে এই টিমের গান গুলি SHYAMAL MUDI নামের এক ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেত। পরে ২০২০ সালে GMKO নাম দিয়ে এই দল official ইউটিউব চ্যানেল প্রকাশ করে সুপার হিট গাম গামতে অডিও ভিডিও গান দিয়ে।এখনো চলছে এই টিমের চ্যানেল।

নাগছত্র কোডা অর্কেস্ট্রা (NAGCHATRA KODA ORCHESTRA) - এই দলটি কেশিয়াড়ী ,পশিম মেদিনীপুর থেকে পরিচালিত হয়। এই দলেও প্রথম কোনো ইয়ুটিউব চ্যানেল ছিল না তাই এই দলের শুরুর সময় সম্বন্ধে সঠিক পাওয়া যায়না। তবে কিছু গান পাওয়া যায় যার সাহায্যে বোঝা যায় যে এই দলও এক পুরোনো দল। পরে পরে সংস্করণে নিজেদের গান প্রকাশ ও গচ্ছিত রাখার উদ্দেশ্যে এক ইউটিউব চ্যানেল প্রকাশিত হয় ২০১৯ সালে নাগছত্র কোডা অরকেস্ট্রা নামে। যা এখন প্রায় উর্ধমুখী ও খুবই দ্রুততার সাথে এগিয়ে চলেছে। এই চ্যানেলে প্রায় ৩০ এর পাশাপাশি কোডা semi-traditional, Romantic ও বিভিন্ন ক্যাটাগরির গান প্রকাশ পেয়েছে, যা সত্যিই দুর্লভ। নিচে এই চ্যানেলের লিঙ্ক দিলাম দেখে আসুন এবং জানান আপনার মতামত। ভবিষ্যতে আরো দ্রুত এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই দলের।


দীনেশ মুদি (DINESH MUDI) - এই ইয়ুটিউব চ্যানেলটি বানান জগাই,পশ্চিম মেদিনীপুর জেলার কোড়া নাগচিকি হরফের উদ্ভাবক দীনেশ মুদি। নিজের রিসার্চ বিষয়ক বিভিন্ন তথ্য, বিভিন্ন কোড়া প্রোগ্রাম ভিডিও প্রকাশ করেন এই চ্যানেলে।

ড্রিম ক্লিক (DREAM CLICK) - আসানসোল থেকে পরিচালিত এই চ্যানেলটি উদ্ভাবনকারী হলেন সুধাংসু মুদিকোড়া ও তার টিম। এই চ্যানেলে আদিবাসী কোড়া ভাষায় শর্ট ফিল্ম ও হাইকোয়ালিটি কন্টেন্টের অডিও ভিডিও গান প্রকাশিত হয়।

এস, টি, স্টুডিও প্রো (ST STUDIO PRO) - এই চ্যানেলটিও কেশিয়াড়ী থেকে পরিচালিত হয়। এর প্রকাশক হলেন নীর্মল সিং ও এনার টিম। এই চ্যানেলটিতে কোড়া ভিডিও গানকেই সমাদৃত করা হয়েছে। এই চ্যানেলে ভিডিওর সংখ্যা কম হলেও গানগুলি খুবই সুন্দর।
এছাড়াও রয়েছে আদিবাসী কোড়া ইউটিউব চ্যানেল KODA DURANG, JOHAR TV, THUTIJAGAR, RISHA MELA, BISWAJIT KODA PRODUCTION।


এই তো গেল আদিবাসী কোড়া ইয়ুটিউবের কথা, এবার জানা যাক কিছু আদিবাসী কোড়া ওয়েবসাইট নিয়ে।শুধু ইয়ুটিউব চ্যানেলগুলি বাজিমাত করেনি তার সাথে রয়েছে নিচের এই ওয়েবসাইটগুলি ।
কডা সমাজ ডট ইন (KODASOMAJ.IN) - এই ওয়েবসাইটটি এই সবেমাত্র প্রকাশিত হয়েছে। এখানে আদিবাসী কোড়া সমাজের বিভিন্ন ক্যাটাগরিকে যোগ করা হয়েছে, যেমন কোড়া পাত্র-পাত্রী খোঁজাখুঁজি, কোড়া শিক্ষা সহায়তা, বিভিন্ন খবর এছাড়াও আরও অনেককিছু।
থুতিজাগার ডট ইন (THUTIJAGAR.IN) - প্রথম অনলাইন আদিবাসী কোড়া ভাষা শেখানোর ব্লগ। তবে এটি ওয়েবসাইট না, ব্লগ হিসেবেই এর আত্মপ্রকাশ ২০১৭ সালে। প্রথমে শুধু কোড়া ভাষা শেখানোই এই ব্লগের উদ্দেশ্য ছিল। পরেপরে যোগ হয় কোড়া আদিবাসি mp3 গান, Ringtone, কোড়া কবিতা, নাটক, গল্প, নিউজ, গানের লিরিক্স, বিভিন্ন কোড়া ভাষার লেখা। যা এখনও পর্যন্ত সবথেক বড়োে আদিবাসী কোড়া ব্লগ নামে স্থান অধিকার করেছে।

এছাড়াও আরো অনলাইন পোর্টাল ছিল যেগুলি এখন সেরকম অ্যাক্টিভ না তাই সেগুলির নাম উল্লেখ করলাম না। ভবিষ্যতে আরো অনলাইন পোর্টাল দেখতে পাবো।পরিশেষে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। কেউ এই বিষয়ে কাজ করতে চাইলে যোগাযোগ করতে পারেন পুরো সহায়তা করা হবে।
আরো বিভিন্ন ক্যাটাগরি নিয়ে এই ব্লগ তাই সেগুলি দেখার অনুরোধ করছি।
আজ এই পর্যন্তই আবার হাজির হবো নতুন কিছু লেখা নিয়ে। সবার থেকে আগে পোষ্টগুলি দেখার জন্য এই ব্লগকে ফোলো করে রাখুন বা বুকমার্ক করে রাখুন।

বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

হিযুপে বুই হিযুপে 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য

হিযুপে বুই হিযুপে 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য


সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।


আজ থেকে আমরা সমস্ত আদিবাসী কোড়া গানের নিয়মিত পুরো তথ্য নিয়ে হাজির হবো। সাথে থাকবে সেই গানের লিরিক্স, বাংলায় অনুবাদ, গানের মূল বিষয় ও সংক্ষিপ্ত আলোচনা। সাথে থাকুন আরো জানুন আদিবাসী কোড়া ভাষাকে। এছাড়া অন্য কোনো আদিবাসী কোড়া গানের সম্বন্ধে জানার ইচ্ছে থাকলে কমেন্ট করে জানাবেন।


সার সংক্ষেপ - ২০২১ সালের গরীব পরিবেশে পরিবেষ্টিত হিযুপে বুই হিযুপে গান সত্যিই অসাধারন কৃত্বিত্বের অধিকারী।গানটি তৈরি হয়েছে বর্ধমানের আদিবাসী কোড়া গ্রামে। গানটি শুনতে যেমন অসাধারন তেমনি সরল কন্ঠ ও ভাষায় পরিতৃপ্ত। কাজের মধ্যেও যে সুখ আছে তা এই গানের মধ্যে পরিস্কার। নিজের এলাকার এত কষ্টের কাজ থাকা সত্বেও বাইরে খাটতে যেতে নারাজ লেখক। যতই কষ্ট হোক নিজের গ্রামের কাজই ভালো কিন্তু বাইরের ভন্ডামিতে ঢুকতে চান না।পরিশেষে জানাতে চান , খেটে খুটেও যেন আমরা কিছু পড়াশুনো শিখি যাতে আমাদের পরবর্তীতে অসুবিধে না হয়।

HIZUPE BUI HIZUPE picture


মূল তথ্য

গান - হিযুপে বুই হিযুপে (HIZUPE BUI HIZUPE)
শুভমুক্তি - Sep 11, 2021
লিরিক্স - রবি কোড়া
গায়ক - সুভাষ কোড়া
সুরকার - সুভাষ কোড়া
অক্টোপ্যাড - নীল মাধব
মিউজিক - ইমতিয়াজ (IH)
কিবোর্ড প্লেয়ার - কিরণ
ঢোল - সুকুমার কড়া
রেকর্ডিং - IH STUDIO
ক্যামেরা - সৈকত সাইন
এডিটিং - ইমতিয়াজ (IH)
অফিশিয়াল - চ্যানেল - IH STUDIO
কপিরাইট - IH STUDIO
যোগাযোগ - 7865039089
ঠিকানা - ফুলাইপুর : বীরভূম


লিরিক্স

হিযুপে বুই হিযুপে, আপে হিযুপে
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।

অনুবাদ

এসো তোমরা, তোমরা এসো
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো...।


লিরিক্স

হিযুপে বুই হিযুপে, আপে হিযুপে
আপে ঝুড়িয়া আগুইপে,
আপে কুডি আগুইপে,
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে।
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।

অনুবাদ

এসো তোমরা, তোমরা এসো
তোমরা ঝুড়ি নিয়ে আসো
তোমরা কোদাল নিয়ে আসো
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো।
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো...।


লিরিক্স

দিকু কুরেন কামি তা চাউলি তিকু হুয়া
হনকারে আগু করে , কামিয়াবু দেলা।।
দিকু কুরেন কামি তা চাউলি তিকু হুয়া
হনকারে আগু করে , কামিয়াবু দেলা।।
অটঅ নেএ দিশুম হানে দিশুম,
অটঅ নেএ দিশুম হানে দিশুম কা সেন হুয়া।।
আপে ঝুড়িয়া আগুইপে,
আপে কুডি আগুইপে,
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।

অনুবাদ

বাঙালি দের কাজ করে যে, চাল টাকা আসবে।
ছেলেদের নিয়ে এসে, কাজ করবো এসো।
বাঙালি দের কাজ করে যে, চাল টাকা আসবে।
ছেলেদের নিয়ে এসে, কাজ করবো এসো।
আরো এই দেশে সেই দেশে,
আরো এই দেশে সেই দেশে যেতে হবে না।
তোমরা ঝুড়ি নিয়ে আসো
তোমরা কোদাল নিয়ে আসো
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো।
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো...।


লিরিক্স

কামি খাটা হর তাবু ইন্তি বুঝাআপে
নু যম করে যেন অলনিয়াপে।।
কামি খাটা হর তাবু ইন্তি বুঝাআপে
নু যম করে যেন অলনিয়াপে,
তাইত রবি গামেপে ত
তাইত রবি গামেপে ত
বুগিন দহনাপে
আপে ঝুড়িয়া আগুইপে,
আপে কুডি আগুইপে,
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।

অনুবাদ

খেটে-খুটে মানুষ আমরা এইটুকু বোঝ
খাওয়া দাওয়া করা ছাড়াও যেন পড়াশোনা শেখ।।
খেটে-খুটে মানুষ আমরা এইটুকু বোঝ
খাওয়া দাওয়া করা ছাড়াও যেন পড়াশোনা শেখ,
তাইতো রবি বলছে এবার
তাইতো রবি বলছে এবার
ভালো থাকবে
তোমরা ঝুড়ি নিয়ে আসো
তোমরা কোদাল নিয়ে আসো
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো।
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো...।


লিরিক্স

হিযুপে বুই হিযুপে, আপে হিযুপে
আপে ঝুড়িয়া আগুইপে,
আপে কুডি আগুইপে,
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে।
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় প।।
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।

অনুবাদ

এসো তোমরা, তোমরা এসো
তোমরা ঝুড়ি নিয়ে আসো,
তোমরা কোদাল নিয়ে আস ,
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো।
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো।।
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো...।


জহার! আপনাকে এই পোষ্ট দেখার জন্য। গানটি শোনার জন্য নিচের WATCH ON বাটনে ক্লিক করুন।

আরো দেখুন -আই এ বি এ পাস কুড়ি 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য

কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না আর রেগুলার এরকম ইন্টারেস্টিং বহু লেখা পাওয়ার জন্য নিচ থেকে ইমেইল সাইন আপ করুন অথবা ব্লগ ফলো করে রাখুন।এখন বিদায় নিচ্ছি হাজির হবো আরো কিছু লেখা নিয়ে। সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন।
যদি আপনি চান লিখতে তাহলে আমাদের সাথে যোগ দিন আমরা আপনাকে পুরো সাহায্য করার পক্ষে। আসুন, আমাদের কোড়া ভাষাকে এগিয়ে নিয়ে চলি।


আই এ বি এ পাস কুড়ি 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য


Most visited posts