রবিবার, ৩ এপ্রিল, ২০২২

অনলাইন আদিবাসী কোড়া সমাজে কে সফল ? || অনলাইন ক্যারিয়ার

অনলাইন আদিবাসী কোড়া সমাজে কে সফল?



সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশাকরি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

আরো দেখুন - আদিবাসী কোড়া সমাজে অনলাইন ক্যারিয়ার। পার্ট টাইম বা ফুল টাইম।

অনলাইন আদিবাসী কোড়া সমাজে কে সফল ? picture

অনলাইন মানেই সব তথ্য এখন হাতের নাগালে। নিউজ,স্কোর আপডেট, ব্লগ, মেসেজিং, ইউটিউবিং কত কী? তবে যদি এসব নিজে বানাতেন?কিছু ইনকাম হতো। কতই না ভালো লাগতো,তাই না। হাত-খরচা টা তো বেরোত বা তা দিয়ে মোবাইল রিচার্জটা হলেও তো হতো, আর এর থেকেও অনেক বড়োও হলেও ইনকামও তো আসতে পারে। আর এসব থেকে আয় মানেই adsense আর ভিজিটর। আর এটাও জানতে হবে যতটা সহজ অনলাইনে আড্ডা মারা, তার থেকেও খুব কঠিন অনলাইনে প্রতিষ্ঠিত হওয়া । যেখানে সোসাল মেনেজ, কন্টেন্ট সাপ্লাই, আপগ্রেড এরকম বহু কিছু দরকার, যার ভিত্তিতে এইরকম একটা প্লাটফর্মে টিকে থাকা খুব কঠিন। তবে আদিবাসী কোড়া সমাজের তো বহু দিক ছড়িয়ে রয়েছে কন্টেন্ট, তবুও কেন অনলাইনে আদিবাসী কোড়াদের সেরকম উন্নতি নেই।তার জন্য কে দায়ি? এটাই মোদ্দা কথা, আশা করি বুঝতে পেরেছেন কী নিয়ে আজ আলোচনা করবো।


অনলাইন আদিবাসী কোড়া সমাজে কে সফল?


আমাদের আদিবাসী কোড়া সমাজের খুব কমই ইয়ুটিউব চ্যানেল বা ব্লগ ওয়েবসাইট আছে। যেগুলো আছে সেগুলিও খুব টানপোড়নের মুখে, কখন যে ঝপ করে সাটার লাগিয়ে দেবে তার ঠিক নেই।আর কূল কিনারা পাওয়া মুশকিল। আজ আলোচনা আমাদের এই যে সোশ্যাল পোর্টালগুলো তকমা দিয়েছিলো বা এখনও চলছে তাদের মধ্যে থেকে বেছে নিয়ে দেখবো কে সাক্সেস পেয়েছে আর কে বিফল হয়ে হারিয়ে গেছে।যারা বিফল হয়েছে তাদের বিফলের কারন কী?অর্থ সামর্থ্য নাকি কন্টেন্টের অভাব নাকি সময় না আমাদের আদিবাসী কোড়া সমাজের অনিহা এই নির্মাতাদের উপর। তারা কী শুধুমাত্র রাস্তা বাড়ানোর পরিকল্পনাই করে এসেছিলেন না কী একটা ক্যারিয়ার গড়বেন বলে ঠিক করেছিলেন।

আসুন সেরকম কিছু পোর্টাল নিয়ে জানার চেষ্টা করি কিছু কারন যার জন্য আজ তারা বন্ধ দুয়ারে।

IKS - ২০২০ সালে এই চ্যানেলটি জোর কদমে চলে প্রায় ভালো কন্টেন্ট নিয়ে। কোড়া সমাজের বিভিন্ন অ্যাক্টিভ গুণীজনদের ইন্টারভিউ নিয়ে ভিডিও প্রকাশ করতেন। আর ভিজিটরও মোটামুটি ঠিকঠাক আসতো। হঠাৎ কি যে হলো ব্যাস চ্যানেল বন্ধ।

GURAI G - প্রায় ৩ বছর আগে শুরু হয় এই চ্যানেলটি। কোড়া গানের প্রোগ্রাম ভিডিও হলো এনার কন্টেন্ট। ২০২০ এর মাঝামাঝি পর্যন্ত জোরকদমে চলেছে। তারপর আর হয়তো কন্টেন্ট পাননি বিশ্বব্যাপী লকডাউনের কারনে। তারপর কিছু এটা ওটা করে চললো,আর তারপর ছুটি।


Swapan Mudi Vlogs - ২০২০-২০২১ সালে খুব তকমা দিয়েছে এই ইউটিউব চ্যানেল।নতুন আদিবাসী কোড়া ভিডিও গানের আপডেট, আদিবাসী কোড়া মেলা,প্রোগ্রামের ভিডিও ও নিজ ভ্লগ ভিডিও প্রকাশ পেত তার চ্যানেলে।বুলেট ট্রেনের মতো চলতে চলতে হঠাৎ এই চ্যানেলও একদিন দাঁড়িয়ে গেলো। মনে হয় এনার ব্যাক্তিগত কোন কারন থাকার কারনেই হয়তো এই চ্যানেলটি আর অ্যাক্টিভ না। এখন এই চ্যানেলের নির্মাতাই নতুন চ্যানেল প্রকাশ করেছেন। এখান থেকে দেখে আসতে পারেন।

আদিবাসী কোড়া ভাষায় কবিতা - এই চ্যানেল আদিবাসী কোড়া কবিতা আবৃতি করে ভিডিও আকারে প্রকাশ করতেন।হয়তো সেরকম ভিজিটর না আসার কারনেই হয়তো তার মনোবল ভেঙে যায় ও তার এই কাজের উপর থেকে ছায়া চলে যায়।

koradishum.inKodadisum.com - অনলাইন কোড়া সমাজের প্রথম দিকে এই ওয়েবসাইট দুটি প্রধান প্লাটফর্ম হিসেবে চালু হয়। প্রথমটি পশ্চিম মেদিনীপুর ও দ্বিতীয়টি বর্ধমান থেকে নিজেদের লোকাল গান, ভিডি, লেখা ও আরো ভিন্ন ভিন্ন তথ্য নিয়েই গঠিত এই দুটি ওয়েবসাইট। তবে সেই সময় এখনকার মতো কোড়া সমাজের লোকপ্রিয়তা বা কন্টেন্ট অভাবের কারনে দুটি ওয়েবসাইটই বন্ধ হয়ে যায়।

কিছু আরো চ্যানেল রয়েছে সেগুলি সেরকম প্রভাব না ফেলার কারনে সেগুলি উল্লেখ করা হলো না।এছাড়াও আরো কিছু চ্যানেল বেরিয়েছিলো যেগুলি আর এখন ইয়ুটিউবে নেই তাই তাদের লিঙ্কও দিতে পারলাম না।
আদিবাসী কোড়া সমাজের বিফল কিছু সোসাল প্লাটফর্মের তথ্য জানলাম। এবার জেনে নেবোকিছু সফল কিছু চ্যানেল ও ব্লগের কথা।

মুদি মিউজিক কডা - আদিবাসী কোড়া সমাজের সফল ইউটিউবারদের মধ্যে এক নম্বরে ইনিই আছেন। আগের পোষ্টে এই চ্যানেলের বিষয়ে অনেক তথ্য আছে চাইলে দেখে আসতে পারেন। আগের পোষ্টের লিঙ্ক।

Thutijagar.in - সফল ব্লগের মধ্যে একমাত্র ব্লগ এটি । আদিবাসী কোড়া সমাজের বিভিন্ন লেখা নিয়ে গঠিত এই ব্লগ।

ST Studio Pro - এই ইউটিউব চ্যানেলটি সাঁওতালি ও কোড়া ভিডিও বানায়। যার জোরে সফলতা পেয়েছে, কারন শুধু কোড়া সমাজের মানুষরা নিজেদের ভাষার কন্টেন্ট পছন্দ করে না পরের ভাষার কন্টেন্টের উপর বেশি খুশি।


পরিশেষে এটাই বলতে চাই যারা সফল হয়েছেন তাদের শুভকামনা আদিবাসী কোড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।এছাড়া যারা নতুন আসছেন এই লাইনে তারা ভালো করে দেখে নিবেন ও পুরোনো অভিজ্ঞতাপ্রাপ্ত নির্মাতাদের সংযোগ ধরে রাখবেন। যাতে সাক্সেসের রাস্তা বজায় রাখতে পারেন। আপনার সময়কে সঠিক কাজে লাগান , বেকার বেকার অপচয় করবেন না। যদি এখান থেকে সাহায্য নিতে চান, কোন ইগো না করেই কমেন্ট বা যোগাযোগ পেজে গিয়ে যোগাযোগ করুন। কোন প্রাপ্তি দিতে হবে না।

Most visited posts