শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

অনলাইন আদিবাসী কোড়া সমাজ কোথায় আছে ? জানুন সম্পূর্ণ তথ্য

অনলাইন আদিবাসী কোড়া সমাজ কোথায় আছে ?



সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

আরো দেখুন - আদিবাসী কোড়া সমাজে অনলাইন ক্যারিয়ার। পার্ট টাইম বা ফুল টাইম।

অনলাইন আদিবাসী কোড়া সমাজে কোথায় কী আছে ?picture

ক্ষমা চাইছি অনেকদিন ধরে ব্যাক্তিগত কারনে কোনো পোষ্ট না দিতে পারার জন্য। এবার থেকে কন্টিনিউ চলবে।
বর্তমান ও ভবিষ্যতে অনলাইন সোশাল মিডিয়া এতো জনপ্রিয় ভাবে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে থাকবে তা হয়তো উনিশ শতক কল্পনাও করতে পারেনি। খবরের কাগজ, যাত্রাপালা , রেডিও বেতার, সিডি ডিভিডি এখন সীমিত। ইন্টারনেট অনেক কিছুকে পেছনে ফেলে দিয়েছে। এখন এক ক্লিকেই সব কাজ সমাধা। কাউকে কোনো খবর পাঠানোই হোক বা কিছু তথ্য শেয়ার করাই হোক, সব অনলাইন সোশাল মিডিয়া।তার সাথে সাথে ধীরে ধীরে আদিবাসী কোড়া সমাজও এতে জুড়েছে। তাই কোড়া সমাজও এই সোশাল মিডিয়াকে বেশী বেশী গুরুত্ব দিক।যাতে আমাদের সমাজকেও অন্য সমাজ না ভুলে যায় যে, আমরাও আদিবাসী।
কোড়া সমাজকে তুলে ধরার কাজ যারা করে চলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরো তরুনদের এই কাজে যোগদান আশা করছি। সোশাল মিডিয়ায় আরো অনেক ক্যাটাগরিতে ছড়াতে হবে আমাদের সমাজকে। বহু ভিডিও বহু লেখা বহু গান আরো আরো অনেক কিছু। যদি কোড়া সমাজের নিয়ে কিছু টপিক চান তাহলে কোড়া সমাজে ক্যারিয়ার পোষ্টটি দেখুন। আর যদি এই টপিক গুলি নিয়ে কাজ করতে না পারেন তাহলে যারা এই সব কাজ করে যাচ্ছে তাদের লাইক, শেয়ার করে সাপোর্ট করুন।

আলোচনা করবো এমন কিছু সমাজ দরদী চ্যানেল, ওয়েবসাইট বা ভিডিও মেকারদের নিয়ে।যারা যতদূর পেরেছেন করে এসেছেন ও কিছু কিছু করেও যাচ্ছেন।
যারা যারা এই পোষ্ট দেখছেন তাদের সবার কাছে একটাই অনুরোধ আপনারা আর্থিক দিক দিয়ে সাহায্য করতে না পারেন ঠিকই কিন্তু তাদের সাবস্ক্রাইব ও শেয়ার করে মনোবল বাড়ান। একজন নির্মাতার কাছে এটাই যথেষ্ট মনোবল বাড়ানোর জন্য।
চলুন তবে দেখে নিই এবং জেনে নিই তাদের সম্বন্ধে বিস্তারিত।

মুদি মিউজিক সেন্টার (MUDI MUSIC STUDIO) - প্রায় আদিবাসী কোড়া সমাজের প্রথম সারির গান নির্মাতাদের মধ্যে অন্যতম এই চ্যানেল। এই চ্যানেল প্রথম আত্মপ্রকাশ করে মুদি মিউজিক সেন্টার নামে ১৬ ই মার্চ ২০১৭ সালে। এটিকে পরিচালনা করেন অরুন মুদি কোড়া বর্ধমান থেকে। পরে পরে এই চ্যানেল নাম পরিবর্তন করে আজ মুদি মিউজিক স্টুডিও নামে চলছে। প্রায় ১০০ এর উপরে বিভিন্ন ভিডিওর সংকলন আছে এই চ্যানেলে। এখনো অবধি সব থেকে বেশি আদিবাসী কোড়া ভিডিও প্রস্তুতকারী চ্যানেল এটি। সুন্দর সুন্দর কোড়া ভিডিও গান, ঝুমুর, বাউল ও কোড়া ভাষা শিক্ষা নিয়ে এই চ্যানেল এখনও জোর কদমে চলছে। এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২৫০০ এর ও বেশী।তবে কিছু জনের কাছে এই সাবস্ক্রাইবার সংখ্যা খুবই সামান্য কিন্তু এই সংখ্যাই আয়ত্ব করতে কত না পরিশ্রম করতে হয় ভিডিওর উপর। কোনো বড়ো পুঁজিবাদী না থাকা সত্বেও এই চ্যানেলটি টিকে রয়েছে সত্যিই অসাধারন।এই চ্যানেলের লিঙ্ক রাখলাম নিচে, দেখে আসতে পারেন।
মুদি মিউজিক স্টুডিও


গালাং মালা অর্কেষ্ট্রা (GALANG MALA ORCHESTRA) - এটিও একটি প্রথম সারির গান নির্মাতাদের মধ্যে অন্যতম । এটি প্রথম শুরু হয় mp3 গান নিয়ে, যার মধ্যে খুবই সুনামকারী গান গালাং মালা গসয়েনা এদেরই।এই টিম হয়তো প্রায় ২০১০ এর কাছাকাছি গঠিত হয়েছিলো,তবে এই সময় আমার ঠিকঠাক জানা নেই তার জন্য ক্ষমা চাইছি। সেই সময় ইউটিউব বা অন্যান্য সোসাল মিডিয়া জনপ্রিয় না হওয়ার কারনে গানগুলি সিডি ক্যাসেটেই রয়ে যেত, যা সবার কাছে পৌঁছাতে পারতো কীনা সন্দেহ। কিছু পরে এই টিমের গান গুলি SHYAMAL MUDI নামের এক ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেত। পরে ২০২০ সালে GMKO নাম দিয়ে এই দল official ইউটিউব চ্যানেল প্রকাশ করে সুপার হিট গাম গামতে অডিও ভিডিও গান দিয়ে।এখনো চলছে এই টিমের চ্যানেল।

নাগছত্র কোডা অর্কেস্ট্রা (NAGCHATRA KODA ORCHESTRA) - এই দলটি কেশিয়াড়ী ,পশিম মেদিনীপুর থেকে পরিচালিত হয়। এই দলেও প্রথম কোনো ইয়ুটিউব চ্যানেল ছিল না তাই এই দলের শুরুর সময় সম্বন্ধে সঠিক পাওয়া যায়না। তবে কিছু গান পাওয়া যায় যার সাহায্যে বোঝা যায় যে এই দলও এক পুরোনো দল। পরে পরে সংস্করণে নিজেদের গান প্রকাশ ও গচ্ছিত রাখার উদ্দেশ্যে এক ইউটিউব চ্যানেল প্রকাশিত হয় ২০১৯ সালে নাগছত্র কোডা অরকেস্ট্রা নামে। যা এখন প্রায় উর্ধমুখী ও খুবই দ্রুততার সাথে এগিয়ে চলেছে। এই চ্যানেলে প্রায় ৩০ এর পাশাপাশি কোডা semi-traditional, Romantic ও বিভিন্ন ক্যাটাগরির গান প্রকাশ পেয়েছে, যা সত্যিই দুর্লভ। নিচে এই চ্যানেলের লিঙ্ক দিলাম দেখে আসুন এবং জানান আপনার মতামত। ভবিষ্যতে আরো দ্রুত এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই দলের।


দীনেশ মুদি (DINESH MUDI) - এই ইয়ুটিউব চ্যানেলটি বানান জগাই,পশ্চিম মেদিনীপুর জেলার কোড়া নাগচিকি হরফের উদ্ভাবক দীনেশ মুদি। নিজের রিসার্চ বিষয়ক বিভিন্ন তথ্য, বিভিন্ন কোড়া প্রোগ্রাম ভিডিও প্রকাশ করেন এই চ্যানেলে।

ড্রিম ক্লিক (DREAM CLICK) - আসানসোল থেকে পরিচালিত এই চ্যানেলটি উদ্ভাবনকারী হলেন সুধাংসু মুদিকোড়া ও তার টিম। এই চ্যানেলে আদিবাসী কোড়া ভাষায় শর্ট ফিল্ম ও হাইকোয়ালিটি কন্টেন্টের অডিও ভিডিও গান প্রকাশিত হয়।

এস, টি, স্টুডিও প্রো (ST STUDIO PRO) - এই চ্যানেলটিও কেশিয়াড়ী থেকে পরিচালিত হয়। এর প্রকাশক হলেন নীর্মল সিং ও এনার টিম। এই চ্যানেলটিতে কোড়া ভিডিও গানকেই সমাদৃত করা হয়েছে। এই চ্যানেলে ভিডিওর সংখ্যা কম হলেও গানগুলি খুবই সুন্দর।
এছাড়াও রয়েছে আদিবাসী কোড়া ইউটিউব চ্যানেল KODA DURANG, JOHAR TV, THUTIJAGAR, RISHA MELA, BISWAJIT KODA PRODUCTION।


এই তো গেল আদিবাসী কোড়া ইয়ুটিউবের কথা, এবার জানা যাক কিছু আদিবাসী কোড়া ওয়েবসাইট নিয়ে।শুধু ইয়ুটিউব চ্যানেলগুলি বাজিমাত করেনি তার সাথে রয়েছে নিচের এই ওয়েবসাইটগুলি ।
কডা সমাজ ডট ইন (KODASOMAJ.IN) - এই ওয়েবসাইটটি এই সবেমাত্র প্রকাশিত হয়েছে। এখানে আদিবাসী কোড়া সমাজের বিভিন্ন ক্যাটাগরিকে যোগ করা হয়েছে, যেমন কোড়া পাত্র-পাত্রী খোঁজাখুঁজি, কোড়া শিক্ষা সহায়তা, বিভিন্ন খবর এছাড়াও আরও অনেককিছু।
থুতিজাগার ডট ইন (THUTIJAGAR.IN) - প্রথম অনলাইন আদিবাসী কোড়া ভাষা শেখানোর ব্লগ। তবে এটি ওয়েবসাইট না, ব্লগ হিসেবেই এর আত্মপ্রকাশ ২০১৭ সালে। প্রথমে শুধু কোড়া ভাষা শেখানোই এই ব্লগের উদ্দেশ্য ছিল। পরেপরে যোগ হয় কোড়া আদিবাসি mp3 গান, Ringtone, কোড়া কবিতা, নাটক, গল্প, নিউজ, গানের লিরিক্স, বিভিন্ন কোড়া ভাষার লেখা। যা এখনও পর্যন্ত সবথেক বড়োে আদিবাসী কোড়া ব্লগ নামে স্থান অধিকার করেছে।

এছাড়াও আরো অনলাইন পোর্টাল ছিল যেগুলি এখন সেরকম অ্যাক্টিভ না তাই সেগুলির নাম উল্লেখ করলাম না। ভবিষ্যতে আরো অনলাইন পোর্টাল দেখতে পাবো।পরিশেষে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। কেউ এই বিষয়ে কাজ করতে চাইলে যোগাযোগ করতে পারেন পুরো সহায়তা করা হবে।
আরো বিভিন্ন ক্যাটাগরি নিয়ে এই ব্লগ তাই সেগুলি দেখার অনুরোধ করছি।
আজ এই পর্যন্তই আবার হাজির হবো নতুন কিছু লেখা নিয়ে। সবার থেকে আগে পোষ্টগুলি দেখার জন্য এই ব্লগকে ফোলো করে রাখুন বা বুকমার্ক করে রাখুন।

Most visited posts