সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।
বডেঃ - কডা গণনাট্য
[ দ্বিতীয় অংক ]
{ চতুর্থ দৃশ্য }
[ অলক বডেঃ নু কেতেঃ বানিকে গামিতেনে ]অলকঃ- ( ঢুসমো তেনে ) করেঃ কা ! ইঞকে পয়সা দে তো।
বানীঃ- ইঞ দ পয়সা কুথাং নামেঞ ?
অলকঃ- কুথাং নামেয়াম ! কাম নামেয়াম কাঞ সারিঞ ! ইঞে নাহা-আ দরকার মিনা-আ, ইঞকে দা ।
বানীঃ- চিকেয়াম পয়সা ?
অলকঃ- চিকেঙ কাঞ চিকেঞ , আমতিঃ দ কৈফিয়ত কাঞ এম দারি মিঞ।
বানীঃ- খেটোয়ো-এম তো পয়সা কু চিকে-এম? যত্ত গে বডেঃ নু চাবা-এম। উড়াঃরে ত ঝানা-আ কাম এমে তানাম।
অলকঃ- ইঞে জাগার বাদ্তাম। আবেন ইঙ্গার হন কামি-এবেন। আবেন চিকে-এবেন ?
বানীঃ- মাঁডিটা তগয়ঃ গে-এম, এমনি গে হুযু-উ তানা।
[ ঘেটু বলয় নে ]
অলকঃ- আঁ কা ! আম হি-এ নাম। দিলা দিলা! নাতে দুব-অম।
ঘেটুঃ- ইঞে দুঃ রেন সময় বা-আয় না। ইঞে আয়মা কামী মিনা-আ। মিঞে জাগার গাম নাথাং হি-এ-নিঞ। আয়ুমেবেন বার হড়গে। দীপুরেন বাবাতেঃ বডেঃ নু কেতেঃ সাড়ে পাঁচশো টাকা ধার তে-এ। বার-বার তে গামবইন তিনিঞ। পয়সাটা এম তাকা-আ-বেন।
বানীঃ- আঁ কা! আমতিঃ ধার ইমি-তানাম চিকেন নাতিঃ। আলে-এ নিকা রেগে জম কালে নামে-এ আর আম ধার এম কেতেঃ দু-এ কানাম। অকয় শোধেয়ে ? আসিয়াম হাঁ , আয়ঃকে-গে।
ঘেটুঃ- আয়ঃ বারোমাস নু ভাড়ায়ে তো। এম শোধেয়ে অটো-অ ধারেয়ে। এনেতে এম তি-ইঞ।
বানীঃ- তো আমতিঃ টাকা ধার এম হুয়ো-আ । আচ্ছা হড় তানাম মিঞে।
ঘেটুঃ- ইঞে নাহা জাগাররেন সময় বা-আয় না। ইঞ নাহা হুযু-উ তিনিঞ।
[ উডুং নে ]
বানীঃ- বিধো-অ দ! এনে তেকেঃ ইঞকে পয়সা আসিঞ তানাম। চিলং চিলং তে , আমতিঃ পয়সা ধার কেতেঃ দু-এ কানাম। আম দ কম তানাম তাম। নাতে উড়াঃরে বার মুঠো জম কা জুটো-অ তানা। নাতে বেলায় দ ধার তেকে-এ ঝানা-আ কাম আগু-এম তো আমকে মাঁডি না এমগে ঠিক। বডেঃ নু কেতেঃ গে ধানঃমে। হনটা ঠিকগে গামেয়ে!
অলকঃ- বিধোয়ো-অ শালি থির-আম। আমা-আ ফটর-ফটর দ কাঞ আয়ুমেঞ। সন-অম দু , পয়সাটা এম তাকা-আম, দিয়ে ফটর-ফটর গ-অম হাঁ।
বানীঃ- হ্যাঁ ! ইঞে আন্ডে পয়সা ঝিলয়ো তানা না, তুইঃ তেকেঃ এম তাকা-ইঞ।
অলকঃ- আমা-আ কুঠিন বাড় বাঢ়া কানা লেলে-এঞ। ( বানীকে গুরদো কেতেঃ উলটো কি-ইয়ে। আঞ্চার রে ঘেট ধানঃকানা কুড়ি টাকা লেল কেতেঃ) অ! না-আ আঞচার টেরে ঘেট তে-এম পয়সা কু, আর গামে-এম পয়সা বা-আয় না।
বানীঃ- ( রি-ঈ তেনে) না না, না-আ পয়সা কা হুয়ো-আ। নে-এ টাগে মিনা-আ অটো-অ বা-আয় না।
অলকঃ- দা, কাম ইমিঞাম! ( অটো-অ গুরদো, রেঃ কি-ঈয়ে উডুংনে)
[ দীপু বলয় নে ]
[ মাঞতে গিতিঃগিয়ে ]
দীপুঃ- মাঞ মাঞগো, চিকেঃ গিতিঃ থিরে কানাম। রুয়োঃ তানাম সি চিনেঃ?
বানীঃ- ( বিরিঃ কেতেঃ ) হড়মো টা হাসুঞ তানা কা বাবু। ভালি কাঞ আট্কার-এঞ। আনি ঘেটুটা হিঃ নেনে। গাম তাকা কে-এ, আমা-আ বাবা চিলোং বডেঃ নু কেতেঃ সাড়ে পাঁচশো টাকা ধার তাকা তে-এ। চিনেঃ গামিয়াম ! আয়ুম কেতেঃ চিন্তা গে আট্কার-এঞ।
দীপুঃ- ( ধীত বগরতে, মনে মনে ) শালারেন! বডেঃ আর বডেঃ ! বডেঃ-তে তো নিজেরেন জীবনটা শেষ চাবা কে-এ। নেতে হড়কে হঁ শেষ চাবা কু-এ। সংসার-রেন চিকেন দরকার ধানঃকানা। ইস্কারগে ধানঃ-আম হুলোং, নু-ইয়াম,ফুর্তিয়াম হুলোং যাহায় গাম্রেন কাকু ধানঃ-আ হুলং।( মাঞতে-কে গামী তানায়) করেঃগো মাঞ দ-অ আমকে ঝানা-আ চিন্তা কা হুয়ো-আ। যত্ত ঠিকে-এঞ হাঁ।
[ যতয়ঃ সেনেএ নাকু ]** মাতবে নিন্তিগে ,পরের দৃশ্য জলদিগে আগুসেটেরেয়ালে।
আপডেট নাম নাতিরাং লাতার হেতেঃ সোশাল পেজ ফোলো করা দহয়পে।
** আপে ঝত কডাকে আলেএ নিয়া থুতিজাগার গ্রুপরে হিঃ সেটের নাতিরাং গাদা গাদা জোহার আর সারহাও । মা তবে নেকাগে আবুআ কডা সমাজ মাড়াঙ ইদিঃ কাআ এনাতে আপে হঁঅ যুদি জাহানাআ অল সেকাম কুল সানাপেয়া আলেএ হান্ডে কুলেপে । তবে তো ঝত মানমি-হড়কু সারিই আকু আবুআ জাগার,আচার-ব্যাভার আবুআ তাড়ম হরা।
** অল সেকাম কুল রাআ ঠিকানাঃ-
ফেসবুকঃ-ফেসবুক গ্রুপ
সাইট ম্যানেজারঃ-
Palash.Mudi(ফেসবুক
লিঙ্ক)
8167724107 ( হোয়াট্স অ্যাপ ও ফোন )
ইমেইলঃ- Rhtmudi@gmail.com