মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

চিম্‌টা নাঙ্গা - কডা ছড়া

chimta nanga - koda chora picture

background : pixabay from pexel

তালা তিকিন সিতুম বেলা
আলাম দাড়ানা কই, ভাই (বকঞ),
চিম্‌টা নাঙ্গা সিতুম রে দ
দাড়ানাকু হাই বাই।
সেতাআ রাআ আয়ুমআ
গটা কাই কাই,
হিজুম হিজুম ভাই (বকঞ)

অড়াআ দেলা হাই বাই।
থির কাতেঃ তাহিনালাং
অড়াআ ভিতারে,
চিম্‌টা নাঙ্গা ঘুরা কাতেঃ
নিরায় কদের্‌রে।

জহার

আরো দেখুনঃ-ক্রিয়া (VERB) কামি

অল সাপড়ারে

যোহন সিং
হাতুঃ-রাজাডাঙ্গা
থানাঃ- কেশিয়াড়ী
জেলাঃ- পশ্চিম মেদিনীপুর

সামাং আগুরেঃ-

থুতিজাগারগ্রুপ
ThutiJagar.In
পলাশ মুদি( এডিটিং)

রবিবার, ২ আগস্ট, ২০২০

দর দিয়া মাই - পরেশ সিং

দর দিয়া মাই 

পরেশ সিং

 
দরদিয়া মাই - পরেশ সিং ছবি
image by aenik from pexel


রুআ রাবাং রে
আমগে মাই ,
হাসু দরৎরে
আমগে মাই।
হারা কিইঞাম
দুখ জালাতে,
মারাং কিইঞাম
দায়া মায়াতে।
আমাআ জাগার , আমাআ দরৎ মাই ,
যাহা হুলাং কাঞ লিড়িং দাড়িইঞ।
আমাআ আড়াং , আমাআ রাহা মাই ,
হাতু দিশুম রে,
হালাং গতু গালাং মার্শালএগিঞ।।
থুতিজাগার মাই  চেদ্‌ কিইঞাম
আমাআ আড়াং রাহাতে ,
বেলা দিশুম লঅ নাপাম কিইঞাম,
আমাআ হাসু জালাতে।


আরো দেখুন ঃ- ক্রিয়া (VERB) কামি

অল সাপড়ারে

পরেশ সিং ছবি

পরেশ সিং
হাতুঃ-রাজাডাঙ্গা
থানাঃ- কেশিয়াড়ী
জেলাঃ- পশ্চিম মেদিনীপুর

সামাং আগুরেঃ-

থুতিজাগার গ্রুপ
ThutiJagar.In
পলাশ মুদি ( এডিটিং)

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

রাম লক্ষণ - কডা ছড়া কবিতা


alanga-a napam ra-a thuti chobi

রাম লক্ষণ

যোহন সিং

রাম লক্ষণ সে-এ-নাকু , সেঁদেরা জতজ বীর।
যা অড়েকু তাহীন কে , চিকাগেকু নি।।
বীর রে দ লাটা-পাটা , বর বুঝা-আ।
রাম লক্ষণ বরতে-দ , কাকীন পিছু-আ।।
কুড়াম-রে-দ সাহস চিকা , ছাতি চওড়া চওড়া।
শার-দ মেনা-আ গছা-গছা , আঁ-আ ! দ মেনা-আ জড়া-জড়া।।

মুচাৎ
জহার




অল সাপড়ারে

যোহন সিং
জাইতঃ- হর
হাতুঃ-রাজাডাঙ্গা
থানাঃ- কেশিয়াড়ী
জেলাঃ- পশ্চিম মেদিনীপুর

সামাং আগুরেঃ-

থুতিজাগার গ্রুপ
ThutiJagar.In
পলাশ মুদি ( এডিটিং)



রবিবার, ২১ জুলাই, ২০১৯

ইতাৎ মাঁডি - হুডিং কডা ছড়া দুরাং



itat mandi koda chora durang foto

ইতাৎ মাঁডি

যোহন সিং

হুডিঞ হেতেঞ হারায়নাঞ উরিচ গুপী গুপীতে
নাঁডে হাঁডে পুষি লেকা, ইতাৎ বাসী মাঁডিতে ।
নাহাল সি গামাঞাকু সেতা-আ হেতেজ তারসিঞ
ইনা মুদ্ধে হাপ ছুটি শনি-রবি, বার সিঞ।
লল মাঁডি কা জুটা-আ , ইতাৎ মাঁডিতে
তবু রহ তাহীন কেনাঞ বারো মাসীগে।

মুচাৎ
জহার

বেশ বুঝা লেকান কমেন্ট কেতেঃ গামাঞপে




অল সাপড়ারে

যোহন সিং
জাইতঃ- হর
হাতুঃ-রাজাডাঙ্গা
থানাঃ- বেলদা
জেলাঃ- পশ্চিম মেদিনীপুর

সামাং আগুরেঃ-

থুতিজাগার গ্রুপ
ThutiJagar.In
পলাশ মুদি ( এডিটিং)




সোমবার, ২০ মে, ২০১৯

আষাঢ় বঙ্গা - কডা ছড়া দুরাং


আষাঢ় বঙ্গা 

সঞ্জীব সিং


ashar bonga picture

আষাঢ় বঙ্গা 

সঞ্জীব সিং

আষাঢ় বঙ্গা ঝিটিক জাপুট
কাসাই নালা বুন্যা।
আঙ তরা মানমি ঝত
দুব কাকু তাহিনা।।
সেতাঃ রেগে ঝিপির ঝিপির
সারাদিন দাআ।
হনকুকু সেনা ছাতা কাতেন,
কাটকম সাআ।।
মারাং কুকু সেনা পাখিয়া কাতেন
তিহিরে জাল পাটা।
হাকু কাটকম সাবকুয়া
বাইদ গাডা গোটা।।
দাআ মা চেহেল চেপেল
রিবিল সুড়ু সুড়ু।
আষাঢ় বঙ্গারে কামিয়াকু ঝত
লসদরে উড়ু সুড়ু।।
জাপুদ জাপুদ জমগে সানা
আমড়ু মেসা কাটকম।
গাডাঘুটু বাইদরে তখন
মানমি রাআ গমসম।।
বাইদ সেরে সেরে,বাউন্ডা টেরে টেরে,
আষাঢ় বঙ্গা ঝিটিক জাপুদ,
গাডানালা তাহিনা বুন্যারে।।




অল সাপড়ারে

সঞ্জীব সিং
জাইতঃ- হাঁসদা
হাতুঃ-কোরকদা
পোঃ- আমদা
থানাঃ- কেশিয়াড়ী
জেলাঃ- পশ্চিম মেদিনীপুর

সামাং আগুরেঃ-

থুতিজাগার গ্রুপ
ThutiJagar.In
পলাশ মুদি ( এডিটিং)




রবিবার, ৫ মে, ২০১৯

হায়রে কোডা সমাজ - কডা ছড়া

হায়রে কোডা সমাজ

সঞ্জীব সিং   (D.ME) (Mechanical Engineer)


hayre koda somaj picture

" হায়রে কোডা সমাজ "

যুগ যুগ পারোমেনা, দিশুম হড় কু পাল্টায়েনা,
কডা সমাজরে তাহিয়েনাবু,ষোলো আনারে আট আনা।
বীর তালারে সিংহ রাজা,সমাজ তালারে S.T,
এন্ডেরেহ কাবু বিদেয়াঃ, সমাজ রাআ খুঁটি।
কাটা তিহি হাসু গেয়া, পাহাড়-পর্বত দেজ তে,
ভারতরেবু তিঙ্গুয়া সমাজ, কডা থুতিজাগারতে।

" হায়রে কোডা সমাজ "




কডা থুতিবু বাগিলেখান, তিঙ্গুনাবু চিল্‌কাতে,
ডিস্‌কো DJ বু পাঞ্জায়তেনা,নাংরা-তুন্দাআ বাগি কাতে।
সারাক্ষণ কামিয়াবু, ঞেলেয়াবু TV সিরিয়াল,
সমাজরে তাহি কাতেৎ, হিড়িঞয়েৎ আবু সমাজ কালচার।

" হায়রে কডা সমাজ "




বিঞ দুকু বিষ গেয়া,বিঞ মধ্যেরে চিতি,
বির দিশুম বঙ্গা বুরু, আবুয়া সমাজ রাআ সংস্কৃতি।
বহঅ রাআ হুকা দাআ, জরয়াবু কাটারে,
সুখ-শান্তি বাগি কাতেৎ, তাহিনাবু দুঃখ রে।

" হায়রে কডা সমাজ "

কাবু তাহিনা দুঃখ-কষ্টরে , বাগিয়াবু লোভ-লালসা,
তাহিনাবু যত মিত্‌থানরে,বাগিয়াবু রাগ-হিংসা।
চিরগালয়াবু যত কডা, কাবু তাহিনা জাপিৎরে,
লাঢ়াই কাতেনবু তিঙ্গুয়া সমাজ, দিশুম তালারে।

হায়রে কোডা সমাজ

কডা ছড়া



অল দিশারেঃ-

সঞ্জীব সিং
জাইতঃ- হাঁসদা
হাতুঃ-কোরকদা
পোঃ- আমদা
থানাঃ- কেশিয়াড়ী
জেলাঃ- পশ্চিম মেদিনীপুর
ফেসবুক রে

সামাং আগুরেঃ-

পলাশ মুদি ( এডিটিং)




মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

এ কডা দিলা কডা কদের মিনীঃ আপে - কডা ছড়া

এ কডা দিলা কডা  কদের মিনীঃ আপে

অল রেঃ- মিতন কোঁড়া

e koda dila koda picture

এ কডা দিলা কডা  কদের মিনীঃ আপে


এ কডা দিলা কডা
কদের মিনীঃ আপে।
তিহীন আবু চীনেঃ আবু
আবোঃ জাগার তেগেঃ।।
নেঃ বাংলা দিশুম
হানে বুরু দিশুম।
যাহাথেয় গে ধানঃ পে
কডা জাগার রেগে।।



নেলতে কাম চিনোঃ রে হঁ,
নুতুম কাম গামে রে হঁ,
জাগারতে চিনেঃ মিঞ
গাতি ইঞ হুয়ো ইঞ
খালি কডাতে মিসে জাগার মে।।

।।এ কডা দিলা কডা  কদের মিনীঃ আপে।।

অল দিশারেঃ-

মিতন কোঁড়া
হাতুঃ - উজিরপুর
পোঃ- গনপুর
থানাঃ- মঙ্গলকোট
ভায়াঃ- গুসকরা
জেলাঃ- পূর্ব বর্ধমান

সামাং আগুরেঃ-

পলাশ মুদি ( এডিটিং)

Most visited posts