আদিবাসীদের উপর গুলির হামলা ।। খুন ১০ আদিবাসী ।। সোণভদ্র।। উত্তর প্রদেশ ।
- যজ্ঞ দত্ত নামক কোনো এক গ্রাম্প্রধানের হুকুমে ৩০ টি ট্রাকে করে প্রায় ২০০ থেকে ৩০০ মানুষ নিয়ে আসা হয় আদিবাসীদের উচ্ছেদের কারণে ।
- কেউ কিছু বুঝে ওঠার আগেই গুলি চলতে থাকে।তার পরেই শুরু করে লাঠি দিয়ে আঘাত।
- ঘটনাস্থলে নিহত হন ১০ জন এবং এখনো মৃত্যুর সাথে লড়ছেন ২৮ জন।
- এর জন্য যজ্ঞ দত্তের কঠিন শাস্তি কামনা করি।
কোনো এক গ্রামবাসীর থেকে জানা যায়, যে হঠাৎ করে কয়েক ট্রাক মানুষ আসা মাত্রই গুলি চালাতে শুরু করে মাঠে চাষের কাজ করা গ্রামবাসীর উপর। প্রানের ভয়ে গ্রামবাসীরা এদিক সেদিক ছোটাছুটি শুরু করে।
গুলি চালানোর পর আবার লাঠিপেটা করেন। প্রায় আধঘণ্টা পর পুলিশ আসেন এবং যজ্ঞ দত্তের নামে F.I.R দায়ের করা হয়।