শনিবার, ২০ এপ্রিল, ২০১৯

চেতাং দিশুম ফুল অড়াআ - দশেরা হাটিং

সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

মাড়াং বাগিঃ- নিয়া গাথানি দঃ মাড়াং হেতেঃ এম হুয়া কানা,নিয়া দঃ দশেরা হাটিং তানা।জাহায় এনা মাড়াং রাআহাটিংপারম হিঃআ কানাপে। উঙ্কু কে দঃ লাতার লিঙ্ক হেতে পঢ়া রাআ পাহামাট্‌ পিঞ । আর অটঅ গাথানি পড়া কেতে চিল্‌কা বুঝাট পেয়া , এনাটা দঃ লাতাররে কমেন্ট অড়াআ রে অল কেতে জানাঞপে।

আবুআ জাগার আবুআ হরা তাড়ম, আবুগে ঊঙ্কু যাহায় বির দিশুম,কাসাই হেদে , মা তবে চিরগাল অ পে। আর আবুআ জাগার সাব দহয় পে , নিয়া দিশুম মাড়াংরে।

chetang dishum phul ora a picture

চেতাং দিশুম ফুল অড়াআ - দশেরা হাটিং

আরো দেখুন - বচন - আদিবাসী কোড়া ভাষার 

এন্ডে মড়েআ অড়াআ শুধু মেনাআ।ঝতয়গে নিজেরাআ নিজেরাআ বেড়া এসেড তাআ কু।জাহায় জাহায় রাআ অড়াআ কাকু সেনআ।সাঁগিন হেতেঃগে নেল দিশা।এনা সারি কেতে জিউটা থার থারায় না।মনেহয় জাহায় ফুল বা গাতি কাকু রাআ বেশি ভরসা। হেদেতে রেল গাডি রাআ হরা,হুই দাড়িআ এনাটারে মা ল্ গাডি গে সেনআ অন্য হড় বহা রেল গাডিদঃ কা হিজুআ।দকান বাজার দঃ মিয়াট হঃঅ বাহায় না।নেল লেখান হয়ত নিয়া জায়গাটা চিমিঞ মুশিঞ কাল হেতেঃ যে নেকাগে মেনাআ তাতে হড়ঃকু আরামশে মেনাকুআ কিন্তু জাহায় নামা হড়ঃ সেন লেখান আনি দ দমে আড়িশগে বুঝাআয়। জাইহোক আনা থুতি দঃ পরে হুই গানআ,নাহাআ সনঃঅ পালটা কেতেঃ হুন্ডাং জম গান কাআ।

তিহি আবুং কেতেঃ দুবএনায়।ফুলতেঃ হেদেরেঃ তিংগু তাহিয়নায়।ফুল তেঃ রাআ মাইতেঃ খাজাড়ি(ভুজা) আর গুড় উডুংআ কিআয়।

জম হুই রাআ পর দাড়ান উডুংএনাকিন। শুধু বার হড় চিলকা গোজল লেয়াম।কথাং দ সেনআম, জাহান মারাং নেল মতন জায়গা হঃঅ বাআয় না।

এনারাআ জন্যে রেল লাইন হেদেরে বার হড় গে দুবএনাকিন।ফুলতেঃ মা চুপচাপ মেনাইয়া আনিরাআ থুতি কা আয়ুম নাম রাআ জন্যে। কিন্তু জাহানাআ কা আয়ুম তে আড়িশগে বুঝাআয়, এনারাআতে কুলিই তানায়। এ ফুলদা আমকে কি যাহানাআ বেশ কা বুঝামাআ ? আলেআ দিশুম দঃ নেকা গেয়া, আম হিঃ কেতেঃ মনরে চিলকা বুঝাতাআম। আলেঃ নেন্ডে জাহায় গাতি গাতি কালে ঘুরাআ। নিজে আগুম নিজে জমেম,নিজে চিলকা তাহিনাম, বেশ চি খারাপ আনাটা যাহায় কাকু নেল হিজুআ।

নিয়া আয়ুমতে হয়ত যাহায়রাআ মন তাহিরাআ কা পাহামেয়ায় । কিন্তু নিজেরাঃআ ভিটা বাড়গি আড়াঃআ কেতেঃ জাহাথাং সেন রাআ ইচ্ছা গে বাআ আয় না।নেকাগে থুতি থুতিতে আয়ুব বাঢ়ায় না।রুয়াড় এনাকিন অড়াঃআ তে।


চেতাং দিশুম ফুল অড়াআ

দশেরা হাটিং

নাহা অটদঃ জম টম কেতে গিতিঃ দাড়ি লেখান গে হুয়ে না।ইন্তিঃ সাঁগিন হরা পারম কেতে হিঃ,হুঁডাং গে কি ব্যাপার? জাহানা হুয় কাআ কিন্তু জম নুঃ রাআ ব্যাভার দ যুত গেয়া।

নেকাগে মেঃ জাপিঃ কেতে নিয়া দিশুম লিয়ে বহঅ পেরেজ বেশ মারাং চিন্তা তাহিয় না।

আয়ুম তায়ায় কাটা চেতাং দর কেতে তিহি দিয়ে তাড়ম রিঙ্কু হড় জজমিঃ মেনাকুয়া।আয়ুব দ বেশ কেতে তাহিনঅম,জাহায় যান্তিঃ রাআয় কাআকু আমদঃ আলম কাকলাকুয়াম,বাংখান আংকু আমাআ কইলজা মনে মনে উঁডুংয়েয়াকু। তালা নিন্দা একলা আলম উঁডুংয়াম। নেকা নেকাগে মেঃ রে আলিশ হিঃএনা।........................

আরো দেখুন - জিজ্ঞাস্য শব্দ - কুলি জাগার
তিহিন দ নিন্তি গে বাকিটা তায়মরে হিজুউ তানা...।

চেতাং দিশুম ফুল অড়াআ - দশেরা হাটিং

**পরবর্তি হাটিং নাম নাতিরাং আলেঃ নিয়া ওয়েবসাইট সামাংরে ইমেইল সাইনআপ আর দ সোশ্যাল মিডিয়া ফেসবুক রে লাইক করায়পে।

Most visited posts