আদিবাসী কোড়া সমাজের প্রথম রাজ্য সম্মেলন
ভারতে বিভিন্ন জাতির মানুষ বসবাস করেন। তাদের রীতিনীতি , ধর্মীয় কাজ-কর্মও ভিন্ন।সেই সমস্ত জাতির মধ্যে অস্ট্রিক প্রজাতির কোড়া সম্প্রদায়ের মানুষও বর্তমান।তাদের বেশির ভাগই গ্রামীণ এলাকায় বসবাস করেন।ভারতের মোট জনজাতির ৩.২ শতাংশের অন্তর্ভুক্ত কোড়া প্রজাতি। আগে কোন নবজাগরণ না ঘটায় তারা নিজেদের মধ্যেই সীমিত ছিলেন।তবে ধীরে ধীরে তারাও আজ জেগে উঠেছে । তারাও চায় স্বীকৃতি , প্রসারণ,ভাষা প্রচার।তো সমস্ত কোড়া সমাজ আজ চলেছে সেই সব অধিকারের ভিত্তিতে সম্মেলনে ।আয়োজিত হচ্ছে আদিবাসী কোড়া সমাজের প্রথম রাজ্য সম্মেলন,২১ শে ফেব্রুয়ারি ২০১৯, ষিবডাঙ্গা ECL মাঠে,পশ্চিম বর্ধমান।সমস্ত কোড়া পাঠক,বন্ধু-বান্ধব,গুরুজন-দের অনুরোধ সবাই মিলিত হন এই সম্মেলনে এবং আমাদের কোড়া সম্মেলনকে সফল করে তুলুন।
আদিবাসী কোড়া সমাজের প্রথম রাজ্য সম্মেলন
আমাদের দাবী
- আমাদের কোড়া ভাষা সরকারি সাংবিধানিক স্বীকৃতি ।
- কোড়া ভাষার রহফ "ণাগচিকি" অক্ষর কে মান্যতা দান।
- কোড়া সংস্কৃতিকে সরকারি ভাবে দূরদর্শনে প্রচার।
এছাড়াও ২০১৮ সালের কৃর্তী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী এবং গুণীজনদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।কোড়া ভাষা শিক্ষার বই "নাওয়া সেকাম" প্রকাশিত হবে।যারা ২০১৮ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নাম্বার পেয়েছেন তারা (৯০০২৮২৫৩৬৫ ও ৯৪৭৫৩৭৫১৮৪ এবং ৮৪৩৬৮৪২২৪৫) এই নাম্বার গুলিতে Whatsapp করুন।
স্থান
শিবডাঙ্গা ECL মাঠ, পোস্টঃ- নিঘা, থানাঃ-জামুড়িয়া, জেলাঃ- পশ্চিম বর্ধমান।
সময়
বেলা ১ টা থেকে সারা রাত্রি ব্যাপী।
আদিবাসী কোড়া সমাজের প্রথম রাজ্য সম্মেলন
যোগাযোগ
- রানিগঞ্জ রেল স্টেশনে নেমে রানিগঞ্জ-আসানসোল বাসে চাঁদা বাসস্টপে নেমে ১ কিলোমিটার হেঁটে শিবডাঙ্গা ECL ময়দান।
- আসানসোল রেল স্টেশনে নেমে আসানসোল - রাণীগঞ্জ বাসে চাঁদা বাসস্টপে নেমে ১ কিলোমিটার হেঁটে শিবডাঙ্গা ECL ময়দান।
- এছাড়াও যোগাযোগ করতে পারেন ঃ মনোজ কোড়া - ৮৭৫৯২৪৮৬৮০, নবকুমার কোড়া - ৭৬০২৯৬৪১০৩, রবীন কোড়া - ৯৩৮২১৬৯৬৬৭, শিবু মুদি - ৮৭৬৮৭৭৬২৫৮, বামাচরন কোড়া - ৮৬৪০০২৩৪৭৫, দীনেশ মুদি - ৯৬৪৭০৪৭২৭৩, নিরঞ্জন মুদি - ৭৩৬৪৮৮৩১২০, কার্তিক সিং - ৯০০৭৭৩২৭৪৬।

