বুধবার, ৮ জুন, ২০২২

আবুআ হুডিঞ হাতু || আদিবাসী কোড়া ছড়া

abua dishum kora kobita chora picture

Image :- Paresh Sing


আবুআ হুডিঞ হাতু হুডিঞ হুডিঞ অড়াঃ
তাহিনাবু জতয়চ মেশা ,কাবু রাগাঃ,
হাতু রিনকু জতহন আবু বকবায়া
মিশাতেবু এনেয়চআ মিশাতেবু পড়াঃ।

হিংসা হিংসি অতা গপচ কাবু চেদআ
এঙ্গা আপু গুরু হড়কে জহারবু চেদ আ,
আবুআ হুডিঞ হাতু মাই রাআ সমান
আলো আর হয়ো তেদ বাঞ্চাঃ জাহান।

ডাঙ্গা পেরেচ হুড়ু অটঅ দাআ পেরেচ গাডা
চাঁডুউ রাআ তারাস তেদ ঝিলিমিলি আ গটা,
উল দারু মাৎ দারু কিতা দারু চিলকাঃ
মেশা কাতে গাতি গাতি তাহিনাকু পাহি লেকাঃ।

সেতাআরে জুলোয়ায় বেলা পুব দররে
অড়েকু রাআয়আ বাহা অটেচ জআ বাগান তালারে,
ভৌমরা জত হিজুয়াকু বাহা সৌয়ানতে
সুখ শান্তি হিজুআ তিহিঞ দিশুম তালাতে।




অল সাপড়ারে

মোহন সিং
হাতুঃ-রাজাডাঙ্গা
থানাঃ- কেশিয়াড়ী
জেলাঃ- পশ্চিম মেদিনীপুর

সামাং আগুরেঃ-

থুতিজাগারগ্রুপ
ThutiJagar.In
পলাশ মুদি( এডিটিং)

বুধবার, ১১ মে, ২০২২

সুপারহিট ২০২২ || পাহাম রুয়াড়েম কডা অ্যালবাম - All Song + Ringtone

পাহাম রুয়াড়েম কডা অ্যালবাম - All Song + Ringtone



সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

আরো দেখুন - বচন - আদিবাসী কোড়া ভাষার

adibasi kora album Paham Ruyarem Koda 2022 title picture

এই গানগুলি স্রস্টাদের অনুমতি ছাড়াই প্রকাশ করছি। কোনো গান স্রস্টার কোনোরকম অভিযোগ থাকলে আমাদের কমেন্ট বা এখান থেকে যোগাযোগ করে জানাতে পারেন। তবে কাউকে প্রত্যক্ষ বা পরোক্ষ আঘাত বা ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। আশা করি, ক্ষমা করে দিবেন। আর আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না , আপনাদের মতামত সাদরে গ্রহন করা হবে।
আপনাদের কাছে অনুরোধ, পোষ্টগুলি শেয়ার কমেণ্ট করে সবার কাছে নিয়ে আসুন। এতো পোষ্ট শেয়ার করেন। এগুলি শেয়ার করেন না কেন? দরকারি মনে করেন না বুঝি।


দুরাং credit - Nagchatra Koda Orchestra

গান -১ ভোরতে শিশির নুর-আ
গায়িকা - লক্ষীপ্রিয়া সিং
গীতিকার - রুবিন সিং
সংগীত - দিলিপ অজয় গ্রুপ ( কেশিয়াড়ী )
রেকর্ডিং - বিকাশ


গান -২ আম যুদি ময়না তিঞা-আ
গায়ক - মোহন সিং
গীতিকার - মোহন সিং
সংগীত - দিলিপ অজয় গ্রুপ ( কেশিয়াড়ী )
রেকর্ডিং - বিকাশ


গান -৩ বির বুরু মা-আ সাপা কাতেঃ
গায়িকা - লিলাবতী সিং
গীতিকার - বাঙ্কো বিহারী সিং
সংগীত - দিলিপ অজয় গ্রুপ ( কেশিয়াড়ী )
রেকর্ডিং - বিকাশ


গান -৪ উড়িষ্যা বাংলা গটা বুল-বুল
গায়ক - মোহন সিং
গীতিকার - মোহন সিং
সংগীত - দিলিপ অজয় গ্রুপ ( কেশিয়াড়ী )
রেকর্ডিং - বিকাশ


গান -৫ আপে-আ হাঁডে দুরাং হিজে্‌ না
গায়ক - সঞ্জয় সিং
গীতিকার - সঞ্জয় সিং
সংগীত - দিলিপ অজয় গ্রুপ ( কেশিয়াড়ী )
রেকর্ডিং - বিকাশ


গান -৬ দিশুম তালারে মিয়াৎ জাতি
গায়ক - মোহন সিং
গীতিকার - মোহন সিং
সংগীত - দিলিপ অজয় গ্রুপ ( কেশিয়াড়ী )
রেকর্ডিং - বিকাশ


গান -৭ মানমী জতকু বদলেনা চি গো
গায়ক - মোহন সিং
গীতিকার - মোহন সিং
সংগীত - দিলিপ অজয় গ্রুপ ( কেশিয়াড়ী )
রেকর্ডিং - বিকাশ


গান -৮ কডা তেকু কুলিম কেনা
গায়ক - লক্ষীপ্রিয়া সিং
গীতিকার - রুবিন সিং
সংগীত - দিলিপ অজয় গ্রুপ ( কেশিয়াড়ী )
রেকর্ডিং - বিকাশ

পরিশেষে, ধন্যবাদ জানাই নাগছত্র কডা অর্কেস্ট্রা টিমকে এত সুন্দর গান কোড়া সমাজকে উপহার দেওয়ার জন্য। এই টিমের ভবিষ্যৎ সুদূরগামী হোক আশা রাখি। আর সমস্ত শ্রোতাবন্ধুর কাছে অনুরোধ সবাই মিলে এই পরিশ্রমী আর্টিষ্টদের পাশে ও সাথে থাকার অঙ্গিকারবদ্ধ হই।

বুধবার, ২০ এপ্রিল, ২০২২

আবুআ দিশুম - আদিবাসী কোড়া কবিতা ছড়া

abua dishum kora kobita chora picture

Image :- Paresh Sing


রিবিল চেতানরে ইপিল চাডুউ
দারু রেমা জঃ সেকাম মধু,
বনুম রেমাঃ নিদির হাসা
মেনাআ বুআ আলো আসা।

মচারেমা থুতিজাগার
কুড়াম রেমা দাড়ি হাজার হাজার,
দিশুম রেদ নানা জনম জাতি
গোটা তিহিন ছিতি বিতি।

দাঃআ তালারে উপাল বাহা
হিলাঃ টলো মলো
ইনা ভিতিরে বিঞ হাকু
নেলতে ঝলো মলো।

হরা চেতান গাডি ঘড়া
আড়াহা চেতান মানমী অড়াঃ,
নিয়া গেত দিশুম আবুআ
ভারত দিশুম জনম আবুআ।




অল সাপড়ারে

যোহন সিং
হাতুঃ-রাজাডাঙ্গা
থানাঃ- কেশিয়াড়ী
জেলাঃ- পশ্চিম মেদিনীপুর

সামাং আগুরেঃ-

থুতিজাগারগ্রুপ
ThutiJagar.In
পলাশ মুদি( এডিটিং)

সোমবার, ১১ এপ্রিল, ২০২২

গাতি ও গাতি আপকামিং নতুন কোড়া আদিবাসী গান 2022।। ST STUDIO PRO

গাতি ও গাতি আপকামিং নতুন কোড়া আদিবাসী গান 2022



সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।


আরো দেখুন -অনলাইন আদিবাসী কোড়া সমাজে কে সফল ?
gati o  gati kora song 2022 picture

আজকের লেখা এক সুন্দর রোমান্টিক আদিবাসী কোড়া গান নিয়ে । গানটি কতটা ভালো তা আপনারাও শুনে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। তবে পুরো গান আসেনি ,শর্ট ভিডিও প্রকাশ হয়েছে। পুরো ভিডিও প্রকাশ হলে আপডেট হবে এই চ্যানেলে।

নতুন আদিবাসী কোড়া গান শীঘ্রই আসছে ST STUDIO PRO ইউটিউব চ্যানেলে।সেই চ্যানেল যার গানগুলি মনের মধ্যে এক ছাপ রেখেই যায়।এই চ্যানেল এক নতুন গানের শর্ট ভিডিও প্রকাশ করেছে। গানের ধুন শুনে সত্যিই খুব ভালো লাগছে। নিচে গানের লিঙ্ক দেওয়া আছে দেখে নিবেন। আর এক কথা আগে পুরো গানটি পাওয়ার জন্য এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। গানটি সত্যিই খুব রোমান্টিক ও মন ছুয়ে যাওয়া এক অপূর্ব মুগ্ধ টোন, যা বার বার শোনার ইচ্ছা আসবেই।


নিচে কিছু তথ্য দিলাম এই গানের বিষয়ে।
গানের ক্যাটাগরি - অডিও স্টুডিও রোমান্টিক গান।
গান - গাতি ও গাতি
সংগীত - নির্মল সিং ও জীতেন মুর্মু
গীতিকার - নির্মল সিং
প্রকাশক ও কপিরাইট - ST STUDIO PRO
সম্ভাব্য প্রকাশ - April 2022
মূল গানের লিঙ্ক - গাতি ও গাতি ইউটিউব



আরো দেখুন -অনলাইন আদিবাসী কোড়া সমাজে কে সফল ?

শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

কডা সিবিল সুল্লুক - মোহন সিং

koda sibil sulluk picture

image :- Paresh Sing


সাগিঞ হেতে আরাঃ জবা
জেঁগেৎ জেঁগেৎ নেলআ,
আমাঃ থুতিগে মনেরে চিয়াৎ
দিনগে হিজু সেনোআ।


মন ভীতারে মেৎদাআ ইঞাঃ
চেহেল চেপেল হেলকাআ,
আমাঃ ফট জম মাডিরে
চিয়াৎ ঝালকাঃ রাকবআ।


কুশিয়ামাঞ ইঞদ পেরে
ইঞাঃ জীবন হাতেন বেশী,
আমদ আলম এমাঞা গাতি
জাহা হুলাং আমাঃ হৃদয় হেতে টিসি।




অল সাপড়ারে

যোহন সিং
হাতুঃ-রাজাডাঙ্গা
থানাঃ- কেশিয়াড়ী
জেলাঃ- পশ্চিম মেদিনীপুর

সামাং আগুরেঃ-

থুতিজাগারগ্রুপ
ThutiJagar.In
পলাশ মুদি( এডিটিং)

রবিবার, ৩ এপ্রিল, ২০২২

অনলাইন আদিবাসী কোড়া সমাজে কে সফল ? || অনলাইন ক্যারিয়ার

অনলাইন আদিবাসী কোড়া সমাজে কে সফল?



সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।

আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশাকরি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।

আরো দেখুন - আদিবাসী কোড়া সমাজে অনলাইন ক্যারিয়ার। পার্ট টাইম বা ফুল টাইম।

অনলাইন আদিবাসী কোড়া সমাজে কে সফল ? picture

অনলাইন মানেই সব তথ্য এখন হাতের নাগালে। নিউজ,স্কোর আপডেট, ব্লগ, মেসেজিং, ইউটিউবিং কত কী? তবে যদি এসব নিজে বানাতেন?কিছু ইনকাম হতো। কতই না ভালো লাগতো,তাই না। হাত-খরচা টা তো বেরোত বা তা দিয়ে মোবাইল রিচার্জটা হলেও তো হতো, আর এর থেকেও অনেক বড়োও হলেও ইনকামও তো আসতে পারে। আর এসব থেকে আয় মানেই adsense আর ভিজিটর। আর এটাও জানতে হবে যতটা সহজ অনলাইনে আড্ডা মারা, তার থেকেও খুব কঠিন অনলাইনে প্রতিষ্ঠিত হওয়া । যেখানে সোসাল মেনেজ, কন্টেন্ট সাপ্লাই, আপগ্রেড এরকম বহু কিছু দরকার, যার ভিত্তিতে এইরকম একটা প্লাটফর্মে টিকে থাকা খুব কঠিন। তবে আদিবাসী কোড়া সমাজের তো বহু দিক ছড়িয়ে রয়েছে কন্টেন্ট, তবুও কেন অনলাইনে আদিবাসী কোড়াদের সেরকম উন্নতি নেই।তার জন্য কে দায়ি? এটাই মোদ্দা কথা, আশা করি বুঝতে পেরেছেন কী নিয়ে আজ আলোচনা করবো।


অনলাইন আদিবাসী কোড়া সমাজে কে সফল?


আমাদের আদিবাসী কোড়া সমাজের খুব কমই ইয়ুটিউব চ্যানেল বা ব্লগ ওয়েবসাইট আছে। যেগুলো আছে সেগুলিও খুব টানপোড়নের মুখে, কখন যে ঝপ করে সাটার লাগিয়ে দেবে তার ঠিক নেই।আর কূল কিনারা পাওয়া মুশকিল। আজ আলোচনা আমাদের এই যে সোশ্যাল পোর্টালগুলো তকমা দিয়েছিলো বা এখনও চলছে তাদের মধ্যে থেকে বেছে নিয়ে দেখবো কে সাক্সেস পেয়েছে আর কে বিফল হয়ে হারিয়ে গেছে।যারা বিফল হয়েছে তাদের বিফলের কারন কী?অর্থ সামর্থ্য নাকি কন্টেন্টের অভাব নাকি সময় না আমাদের আদিবাসী কোড়া সমাজের অনিহা এই নির্মাতাদের উপর। তারা কী শুধুমাত্র রাস্তা বাড়ানোর পরিকল্পনাই করে এসেছিলেন না কী একটা ক্যারিয়ার গড়বেন বলে ঠিক করেছিলেন।

আসুন সেরকম কিছু পোর্টাল নিয়ে জানার চেষ্টা করি কিছু কারন যার জন্য আজ তারা বন্ধ দুয়ারে।

IKS - ২০২০ সালে এই চ্যানেলটি জোর কদমে চলে প্রায় ভালো কন্টেন্ট নিয়ে। কোড়া সমাজের বিভিন্ন অ্যাক্টিভ গুণীজনদের ইন্টারভিউ নিয়ে ভিডিও প্রকাশ করতেন। আর ভিজিটরও মোটামুটি ঠিকঠাক আসতো। হঠাৎ কি যে হলো ব্যাস চ্যানেল বন্ধ।

GURAI G - প্রায় ৩ বছর আগে শুরু হয় এই চ্যানেলটি। কোড়া গানের প্রোগ্রাম ভিডিও হলো এনার কন্টেন্ট। ২০২০ এর মাঝামাঝি পর্যন্ত জোরকদমে চলেছে। তারপর আর হয়তো কন্টেন্ট পাননি বিশ্বব্যাপী লকডাউনের কারনে। তারপর কিছু এটা ওটা করে চললো,আর তারপর ছুটি।


Swapan Mudi Vlogs - ২০২০-২০২১ সালে খুব তকমা দিয়েছে এই ইউটিউব চ্যানেল।নতুন আদিবাসী কোড়া ভিডিও গানের আপডেট, আদিবাসী কোড়া মেলা,প্রোগ্রামের ভিডিও ও নিজ ভ্লগ ভিডিও প্রকাশ পেত তার চ্যানেলে।বুলেট ট্রেনের মতো চলতে চলতে হঠাৎ এই চ্যানেলও একদিন দাঁড়িয়ে গেলো। মনে হয় এনার ব্যাক্তিগত কোন কারন থাকার কারনেই হয়তো এই চ্যানেলটি আর অ্যাক্টিভ না। এখন এই চ্যানেলের নির্মাতাই নতুন চ্যানেল প্রকাশ করেছেন। এখান থেকে দেখে আসতে পারেন।

আদিবাসী কোড়া ভাষায় কবিতা - এই চ্যানেল আদিবাসী কোড়া কবিতা আবৃতি করে ভিডিও আকারে প্রকাশ করতেন।হয়তো সেরকম ভিজিটর না আসার কারনেই হয়তো তার মনোবল ভেঙে যায় ও তার এই কাজের উপর থেকে ছায়া চলে যায়।

koradishum.inKodadisum.com - অনলাইন কোড়া সমাজের প্রথম দিকে এই ওয়েবসাইট দুটি প্রধান প্লাটফর্ম হিসেবে চালু হয়। প্রথমটি পশ্চিম মেদিনীপুর ও দ্বিতীয়টি বর্ধমান থেকে নিজেদের লোকাল গান, ভিডি, লেখা ও আরো ভিন্ন ভিন্ন তথ্য নিয়েই গঠিত এই দুটি ওয়েবসাইট। তবে সেই সময় এখনকার মতো কোড়া সমাজের লোকপ্রিয়তা বা কন্টেন্ট অভাবের কারনে দুটি ওয়েবসাইটই বন্ধ হয়ে যায়।

কিছু আরো চ্যানেল রয়েছে সেগুলি সেরকম প্রভাব না ফেলার কারনে সেগুলি উল্লেখ করা হলো না।এছাড়াও আরো কিছু চ্যানেল বেরিয়েছিলো যেগুলি আর এখন ইয়ুটিউবে নেই তাই তাদের লিঙ্কও দিতে পারলাম না।
আদিবাসী কোড়া সমাজের বিফল কিছু সোসাল প্লাটফর্মের তথ্য জানলাম। এবার জেনে নেবোকিছু সফল কিছু চ্যানেল ও ব্লগের কথা।

মুদি মিউজিক কডা - আদিবাসী কোড়া সমাজের সফল ইউটিউবারদের মধ্যে এক নম্বরে ইনিই আছেন। আগের পোষ্টে এই চ্যানেলের বিষয়ে অনেক তথ্য আছে চাইলে দেখে আসতে পারেন। আগের পোষ্টের লিঙ্ক।

Thutijagar.in - সফল ব্লগের মধ্যে একমাত্র ব্লগ এটি । আদিবাসী কোড়া সমাজের বিভিন্ন লেখা নিয়ে গঠিত এই ব্লগ।

ST Studio Pro - এই ইউটিউব চ্যানেলটি সাঁওতালি ও কোড়া ভিডিও বানায়। যার জোরে সফলতা পেয়েছে, কারন শুধু কোড়া সমাজের মানুষরা নিজেদের ভাষার কন্টেন্ট পছন্দ করে না পরের ভাষার কন্টেন্টের উপর বেশি খুশি।


পরিশেষে এটাই বলতে চাই যারা সফল হয়েছেন তাদের শুভকামনা আদিবাসী কোড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।এছাড়া যারা নতুন আসছেন এই লাইনে তারা ভালো করে দেখে নিবেন ও পুরোনো অভিজ্ঞতাপ্রাপ্ত নির্মাতাদের সংযোগ ধরে রাখবেন। যাতে সাক্সেসের রাস্তা বজায় রাখতে পারেন। আপনার সময়কে সঠিক কাজে লাগান , বেকার বেকার অপচয় করবেন না। যদি এখান থেকে সাহায্য নিতে চান, কোন ইগো না করেই কমেন্ট বা যোগাযোগ পেজে গিয়ে যোগাযোগ করুন। কোন প্রাপ্তি দিতে হবে না।

Most visited posts