বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

বচন - আদিবাসী কোড়া ভাষার

বাংলা ভাষায় যেমন বচন ও ইংরেজিতে NUMBER এর ব্যাবহারের গুরুত্ব আছে তেমনি আদিবাসী কোড়া ভাষাতে এই বচন বা NUMBER এর ব্যবহার আছে । আমরা আজ সেই নিয়ে আলোচনা করবো।
** তবুও জানিয়ে রাখি , এগুলি সব আমার নিজস্ব প্রতিলিপি ও ভুল ক্ষমা মার্জনীয়।

** অনুরোধ , এরকম কিছু আপনার কাছে লেখা থাকলে আমাদের জানান আমরা আপনাকে সাহায্য করার পথগামী।

bochon kora language picture

আমি / আমরা - ইঞ / আলে
তুমি, তুই / তোমরা , তোরা - আম / আপে
আপনি, আপনারা - আপ
সে / ওরা, তারা - হানি / ইংকু, হাংকু


:)  আপে - তোমরা , তোরা , আপনি, আপনারা


পদার্থ - ( কু )

কোনো পদার্থ বা দলগত কোনো গোষ্ঠির বহুবচনে ওই শব্দের শেষে কু শব্দটি ব্যাবহার করা হয় ।

যেমন,

ইঁট - ইটা
ইঁটগুলি - ইটাকু।

মানুষ - হড় ।
মানুষগুলি - হড় কু।


(তুকু)

বিশেষ্য পদ ( নাম ) এর বহুবচনের ক্ষেত্রে নামের শেষে তুকু শব্দটি বসিয়ে বহুবচন করা হয়।

যেমন,

শুরেশ রা - শুরেশ তুকু।

পাপিয়া রা - পাপিয়া তুকু।

**  নামবাচক বা কোন গোষ্ঠির দুজনের বোঝাতে  তিকিন শব্দটি ব্যাবহার হয়।
  যেমন, শুরেশ রা - শুরেশ তিকিন। ( দুজনকে বোঝাতে )
পাপিয়া রা - পাপিয়া তিকিন।

** ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য । আরো অনেক চ্যাপ্টার আছে দেখতে পারেন ও ইমেইল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পোষ্টগুলি নিজের ইমেইলে পাওয়ার জন্য। এছাড়া আপনার লেখা পাঠাতে পারেন।নিচের যোগাযোগ মাধ্যমে।

আরো দেখুন -Nagchatra koda orchestra 2019 mp3 song Download

whatsapp - 6297542197

email - rhtmudi@gmail.com

phone - 8759601967

বুধবার, ২৬ আগস্ট, ২০২০

ককয় - আদিবাসী কডা ছড়া

kokoy - koda kobita chobi

image :- dibakar roy by Pexels


ইঞ দ মিয়াদ্‌ ককয়
ইঞকে নেলিঞাকু অকয়,
গামাঞাকু ইঞকে জতজ্‌ ভিকারী
ইঞদ তিহিঞ রেঙেজ রোগতে শিকারী।
আসিকুআঞ কাঞ নামেয়া হুডাং লেকা শাকরী।।


দিশুম দিশুম দাড়ানাঞ গামাঞাকু যাযাবর,
বাআয়না তিহিঞ ইঞা থির থাবর।
রেঙেজ জ্বালাতে গাদুর ভাড়াঞ
কাঞ নামেয়া মিয়াদ্‌ পাঁপর,
রাবাং রেয়াড়রে উয়ু কআঞ
অড়েজ ছেতেড়া চাদর।
নেল কুআঞ নাডে হাঁডে, গিডিয়াকু একেনাআ
মনেয়াঞ ইন্তং নিয়া হঁঅ যদি নাম কআ।
রেঙেজ জ্বালাটা তিহিঞ লাড়েজ্‌ কআ।
জহার

আরো দেখুনঃ-ক্রিয়া (VERB) কামি


অল সাপড়ারে

যোহন সিং
হাতুঃ-রাজাডাঙ্গা
থানাঃ- কেশিয়াড়ী
জেলাঃ- পশ্চিম মেদিনীপুর

সামাং আগুরেঃ-

থুতিজাগারগ্রুপ
ThutiJagar.In
পলাশ মুদি( এডিটিং)

বুধবার, ১৯ আগস্ট, ২০২০

কডা সুল্লুক - গনেশ সিং

কডা সমাজ মাড়াং ইদি নাতিরাং আবুআ বুগিন আশা , বুগিন কামি হরা চেতানতে নিয়া কডা সুল্লুক অল মাড়াং কেআয় গনেশ সিং। নিয়া দ পৌলো অল সেকাম গনেশ সিং বাবু রাআ। এনা যাহান তেয়াআ লাতাররে অল মেনাআ , আপে ঝতয় আয়ুম কেতেঃ কমেন্টপে। বেশ বুঝা লেখান বেশ অলেপে, আড়িশ বুঝাআ খান হুডিঞ বকঞ মেনতেঃ মানা তাঞপে।


koda sulluk - gonesh sing chobi

হন হপন কে পড়া কুপে
বুগিন হরা উদাআ কুপে।
রাগ হিংসা বাগিইপে
মেশামেশি তাহি রাআ চেষ্টায়পে।

আদিম জাতি কোড়া আবু
নাগছত্র মুদি কডা,
মুর্তি বঙ্গা বাগিই প
প্রকৃতি বঙ্গা করায়পে।

হুডিং মারাং হড়কে বেশা কুপে
মান সন্মান এম চেদঅ পে,

চিয়াৎ আপে খৃষ্টান এনাপে
চিয়াৎ আপে রাডিই নাপে,
এটাআ ধর্ম বাগিইপে
কডা ধর্মরে তাহিনপে।

হাট বাজার হাতু দিশুম
যাহাথাংরে দেখাআপে,
রাডি থুতি বাগিইপে,
মাড়াং কডাতে থুতি জাগার পে।

ঠাকুর ঠুকুর সেবা বাগিইপে,

মাড়াং বা মাইকে সেবা কুপে,
মাই বা সেবা রে
গাদা কিছু নামেয়াপে।

হাতু হাতু দাড়ান পে
মার্শাল বাতি ধরায়পে।
কলাং আরখি বাগিইপে
অলঅ পঢ়া চেদঅ পে।

রাডি থুতি বাগিইপে,
জানাম মাই রাআ মাই জাগার,
কডা তেগে থুতিই পে।

আদিম জাতি কডা আলে
ST গেতো চিন্‌হা,
যান্তিই কষ্ট হিজুউ রহ
কালে বাগিয়া সমাজ দ।

চিমিন দিন বাঞচা তাহিনাবু
নিয়া ভারত দিশুম তালারে,
ইমিন দিন বু লাঁদা থুতিয়া
নিয়া হাতু তালারে।

নামাল কামি বাগিইপে
হাতু দিশুমরে কামিই পে,
হাতুরে তাহি কাতেঃ
সমাজ সাব দহয় পে।

মাড়াং দবু পঢ়াআ কেনা
রাডি রাআ অলতে,
নাহাআ দবু পঢ়া থুতিয়া
কডা রাআ নাগচিকিতে।

জাপিদ্‌রে আলপে তাহিনা
দেলা কডা চির্‌গালঅপে,
কডা সমাজ তাবুআ
মাড়াং ইদিয়াবু।


ইঞ মা অল কেআঞ । আপে চিলকা বুঝা কে এপে, আনা দ কাপে গাম লেখান কাঞ বুঝা ইদি দাড়িই তিনিঞ। এনাতে কমেন্টরে আপেআ অল লিখন এম তাকাআপে।

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

চিম্‌টা নাঙ্গা - কডা ছড়া

chimta nanga - koda chora picture

background : pixabay from pexel

তালা তিকিন সিতুম বেলা
আলাম দাড়ানা কই, ভাই (বকঞ),
চিম্‌টা নাঙ্গা সিতুম রে দ
দাড়ানাকু হাই বাই।
সেতাআ রাআ আয়ুমআ
গটা কাই কাই,
হিজুম হিজুম ভাই (বকঞ)

অড়াআ দেলা হাই বাই।
থির কাতেঃ তাহিনালাং
অড়াআ ভিতারে,
চিম্‌টা নাঙ্গা ঘুরা কাতেঃ
নিরায় কদের্‌রে।

জহার

আরো দেখুনঃ-ক্রিয়া (VERB) কামি

অল সাপড়ারে

যোহন সিং
হাতুঃ-রাজাডাঙ্গা
থানাঃ- কেশিয়াড়ী
জেলাঃ- পশ্চিম মেদিনীপুর

সামাং আগুরেঃ-

থুতিজাগারগ্রুপ
ThutiJagar.In
পলাশ মুদি( এডিটিং)

সোমবার, ১০ আগস্ট, ২০২০

আদিবাসী কোড়া ভাষা শিক্ষা - সপ্তম অধ্যায়

অনেক দিনের পর আবার আমরা কোড়া ভাষা শিক্ষা ক্লাস চালু করছি। আরো অন্য কিছু চ্যাপ্টার নিয়ে ব্যাস্ত থাকার কারনে সময় দিতে পারিনি দুঃখিত। আজ আমরা কিছু গুলো কোড়া ভাষার সর্বনাম অংশ নিয়ে কিছু বাক্য গঠন ও বলতে শিখবো।


যদি আপনি আগের অধ্যায় গুলো না পড়ে থাকেন, তবেএখানথেকে দেখে নিয়ে আসুন।


  1. কোড়া ভাষা শিক্ষা - প্রথম অধ্যায়
  2. কোড়া ভাষা শিক্ষা-দ্বিতীয় অধ্যায়
  3. কোড়া ভাষা শিক্ষা-তৃতীয় অধ্যায়
  4. কোড়া ভাষা শিক্ষা-চতুর্থ অধ্যায়
  5. কোড়া ভাষা শিক্ষা-পঞ্চম অধ্যায়
  6. কোড়া ভাষা শিক্ষা- ষষ্ঠঅধ্যায়

কোড়া ভাষা শিক্ষা - সপ্তম অধ্যায় ছবি


আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে সুধু পড়ে সেগুলি চুপচাপ থাকবেন না, কারো জানা এমন বন্ধু দের সাথে বলতে শুরু করুন অথবা নিচে কমেন্ট বক্সে বলুন বা লিখুন।
প্রথমে কিছু শব্দ উচ্চারন করবো। তারপর সেই শব্দ দিয়ে বাক্য গঠন করবো। এই অনুশীলনের বেশির ভাগ অংশই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার পাশাপাশি উচ্চারিত হয়।


প্রথমে শব্দটা পড়বেন ।
শব্দ গুলো ভেঙে ভেঙে বলতে চেষ্টা করুন।

আমি- ইঞ
তুমি- আম
আমরা - আলে
তোমরা - আপে
তোমার – আমা আ
আপনি – আপে
আপনারা – আপে
তোমাদের – আপে আ


আপনার কেমন লাগলো তার মতামত নিচের কমেন্ট বক্সে জানাবেন।
এবার আমরা উপরিল্লিখিত শব্দ গুলো দিয়ে বাক্য গঠন করবো।


    • আমি কোড়া ভাষা জানিনা - ইঞ কডা জাগার কাঞ সারিঞ।
    • তুমি কী জানো? আম কি সারিয়াম ?
    • আমরা বাড়িতে আছি । আলে অড়াআ রে মেনাআ লেয়া।
    • তোমার আছে - আমাআ মেনাআ
    • তোমরা এসো - আপে হিজুউ পে।
    • আপনি একটু সরুন - আপে হুডাং সরাআ পে।
    • আপনারা ভালো কাজ করছেন - আপে বুগিন কামি করাআপে।
    • তোমাদের কথা বুঝলাম না - আপেআ থুতি কাঞ বুঝা লিনিঞ।;

আরো দেখুন -Nagchatra koda orchestra 2019 mp3 song Download

আজ এই পর্যন্তই আবার হাজির হবো আরো কয়েক শব্দ নিয়ে। তার জন্য এগুলো অভ্যাস করতে থাকুন। এবং রেগুলার চেক করুন এই ব্লগ। প্রতিদিন কিছু না কিছু নতুন আসছে এই ব্লগে।


জহার

রবিবার, ২ আগস্ট, ২০২০

দর দিয়া মাই - পরেশ সিং

দর দিয়া মাই 

পরেশ সিং

 
দরদিয়া মাই - পরেশ সিং ছবি
image by aenik from pexel


রুআ রাবাং রে
আমগে মাই ,
হাসু দরৎরে
আমগে মাই।
হারা কিইঞাম
দুখ জালাতে,
মারাং কিইঞাম
দায়া মায়াতে।
আমাআ জাগার , আমাআ দরৎ মাই ,
যাহা হুলাং কাঞ লিড়িং দাড়িইঞ।
আমাআ আড়াং , আমাআ রাহা মাই ,
হাতু দিশুম রে,
হালাং গতু গালাং মার্শালএগিঞ।।
থুতিজাগার মাই  চেদ্‌ কিইঞাম
আমাআ আড়াং রাহাতে ,
বেলা দিশুম লঅ নাপাম কিইঞাম,
আমাআ হাসু জালাতে।


আরো দেখুন ঃ- ক্রিয়া (VERB) কামি

অল সাপড়ারে

পরেশ সিং ছবি

পরেশ সিং
হাতুঃ-রাজাডাঙ্গা
থানাঃ- কেশিয়াড়ী
জেলাঃ- পশ্চিম মেদিনীপুর

সামাং আগুরেঃ-

থুতিজাগার গ্রুপ
ThutiJagar.In
পলাশ মুদি ( এডিটিং)

Most visited posts