বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

হিযুপে বুই হিযুপে 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য

হিযুপে বুই হিযুপে 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য


সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।


আজ থেকে আমরা সমস্ত আদিবাসী কোড়া গানের নিয়মিত পুরো তথ্য নিয়ে হাজির হবো। সাথে থাকবে সেই গানের লিরিক্স, বাংলায় অনুবাদ, গানের মূল বিষয় ও সংক্ষিপ্ত আলোচনা। সাথে থাকুন আরো জানুন আদিবাসী কোড়া ভাষাকে। এছাড়া অন্য কোনো আদিবাসী কোড়া গানের সম্বন্ধে জানার ইচ্ছে থাকলে কমেন্ট করে জানাবেন।


সার সংক্ষেপ - ২০২১ সালের গরীব পরিবেশে পরিবেষ্টিত হিযুপে বুই হিযুপে গান সত্যিই অসাধারন কৃত্বিত্বের অধিকারী।গানটি তৈরি হয়েছে বর্ধমানের আদিবাসী কোড়া গ্রামে। গানটি শুনতে যেমন অসাধারন তেমনি সরল কন্ঠ ও ভাষায় পরিতৃপ্ত। কাজের মধ্যেও যে সুখ আছে তা এই গানের মধ্যে পরিস্কার। নিজের এলাকার এত কষ্টের কাজ থাকা সত্বেও বাইরে খাটতে যেতে নারাজ লেখক। যতই কষ্ট হোক নিজের গ্রামের কাজই ভালো কিন্তু বাইরের ভন্ডামিতে ঢুকতে চান না।পরিশেষে জানাতে চান , খেটে খুটেও যেন আমরা কিছু পড়াশুনো শিখি যাতে আমাদের পরবর্তীতে অসুবিধে না হয়।

HIZUPE BUI HIZUPE picture


মূল তথ্য

গান - হিযুপে বুই হিযুপে (HIZUPE BUI HIZUPE)
শুভমুক্তি - Sep 11, 2021
লিরিক্স - রবি কোড়া
গায়ক - সুভাষ কোড়া
সুরকার - সুভাষ কোড়া
অক্টোপ্যাড - নীল মাধব
মিউজিক - ইমতিয়াজ (IH)
কিবোর্ড প্লেয়ার - কিরণ
ঢোল - সুকুমার কড়া
রেকর্ডিং - IH STUDIO
ক্যামেরা - সৈকত সাইন
এডিটিং - ইমতিয়াজ (IH)
অফিশিয়াল - চ্যানেল - IH STUDIO
কপিরাইট - IH STUDIO
যোগাযোগ - 7865039089
ঠিকানা - ফুলাইপুর : বীরভূম


লিরিক্স

হিযুপে বুই হিযুপে, আপে হিযুপে
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।

অনুবাদ

এসো তোমরা, তোমরা এসো
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো...।


লিরিক্স

হিযুপে বুই হিযুপে, আপে হিযুপে
আপে ঝুড়িয়া আগুইপে,
আপে কুডি আগুইপে,
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে।
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।

অনুবাদ

এসো তোমরা, তোমরা এসো
তোমরা ঝুড়ি নিয়ে আসো
তোমরা কোদাল নিয়ে আসো
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো।
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো...।


লিরিক্স

দিকু কুরেন কামি তা চাউলি তিকু হুয়া
হনকারে আগু করে , কামিয়াবু দেলা।।
দিকু কুরেন কামি তা চাউলি তিকু হুয়া
হনকারে আগু করে , কামিয়াবু দেলা।।
অটঅ নেএ দিশুম হানে দিশুম,
অটঅ নেএ দিশুম হানে দিশুম কা সেন হুয়া।।
আপে ঝুড়িয়া আগুইপে,
আপে কুডি আগুইপে,
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।

অনুবাদ

বাঙালি দের কাজ করে যে, চাল টাকা আসবে।
ছেলেদের নিয়ে এসে, কাজ করবো এসো।
বাঙালি দের কাজ করে যে, চাল টাকা আসবে।
ছেলেদের নিয়ে এসে, কাজ করবো এসো।
আরো এই দেশে সেই দেশে,
আরো এই দেশে সেই দেশে যেতে হবে না।
তোমরা ঝুড়ি নিয়ে আসো
তোমরা কোদাল নিয়ে আসো
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো।
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো...।


লিরিক্স

কামি খাটা হর তাবু ইন্তি বুঝাআপে
নু যম করে যেন অলনিয়াপে।।
কামি খাটা হর তাবু ইন্তি বুঝাআপে
নু যম করে যেন অলনিয়াপে,
তাইত রবি গামেপে ত
তাইত রবি গামেপে ত
বুগিন দহনাপে
আপে ঝুড়িয়া আগুইপে,
আপে কুডি আগুইপে,
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।

অনুবাদ

খেটে-খুটে মানুষ আমরা এইটুকু বোঝ
খাওয়া দাওয়া করা ছাড়াও যেন পড়াশোনা শেখ।।
খেটে-খুটে মানুষ আমরা এইটুকু বোঝ
খাওয়া দাওয়া করা ছাড়াও যেন পড়াশোনা শেখ,
তাইতো রবি বলছে এবার
তাইতো রবি বলছে এবার
ভালো থাকবে
তোমরা ঝুড়ি নিয়ে আসো
তোমরা কোদাল নিয়ে আসো
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো।
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো...।


লিরিক্স

হিযুপে বুই হিযুপে, আপে হিযুপে
আপে ঝুড়িয়া আগুইপে,
আপে কুডি আগুইপে,
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে।
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় প।।
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে
হাসা কামি সেনা-আবু , বিঁডা বাগায় পে...।

অনুবাদ

এসো তোমরা, তোমরা এসো
তোমরা ঝুড়ি নিয়ে আসো,
তোমরা কোদাল নিয়ে আস ,
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো।
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো।।
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো
মাটি কাটা কাজে যাবো, বিঁড়া ঠিক করো...।


জহার! আপনাকে এই পোষ্ট দেখার জন্য। গানটি শোনার জন্য নিচের WATCH ON বাটনে ক্লিক করুন।

আরো দেখুন -আই এ বি এ পাস কুড়ি 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য

কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না আর রেগুলার এরকম ইন্টারেস্টিং বহু লেখা পাওয়ার জন্য নিচ থেকে ইমেইল সাইন আপ করুন অথবা ব্লগ ফলো করে রাখুন।এখন বিদায় নিচ্ছি হাজির হবো আরো কিছু লেখা নিয়ে। সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন।
যদি আপনি চান লিখতে তাহলে আমাদের সাথে যোগ দিন আমরা আপনাকে পুরো সাহায্য করার পক্ষে। আসুন, আমাদের কোড়া ভাষাকে এগিয়ে নিয়ে চলি।


আই এ বি এ পাস কুড়ি 2021 - আদিবাসী কোড়া গানের পুরো তথ্য


Most visited posts